13-03-2022, 06:43 PM
(12-03-2022, 10:46 PM)sohom00 Wrote: আমি এক্সপার্ট নই, এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্যেও বলছি না আদৌ | তবে আপনার গল্পের মধ্যে কেমন একটা মিষ্টি মাদকতা ছড়িয়ে আছে | খুব সেক্সি মুড নিয়ে এলে কেউ হয়তো তেমন মজা পাবে না, কিন্তু সেই মজা তো সোনাগাছিতেও বিক্রি হয় ! আপনার গল্পে এমন কিছু পাওয়া যায় যা ঝলসে দেওয়া আগুন নয়, শীতকালের উনুনের আরাম উত্তাপ | জীবন দেখার অনেক দিনের অভিজ্ঞতা না থাকলে এমনটা লেখা যায় না | সত্যি কথাই বলি, আমি আগেও আপনার গল্প এড়িয়ে গেছি, ভবিষ্যতেও হয়তো যাব উগ্র কামনার গল্প খুঁজতে খুঁজতে আপনার লেখা চোখে পড়ে গেলে | তবে তার মাঝে আজকে সত্যি কথাটুকু বলার সুযোগ পেয়ে বলে নিলাম | আপনি সম্মানীয় লেখক, যার জীবনদর্শন কুর্নিশযোগ্য | আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নেবেন |
অনেক ধন্যবাদ ভাই।আপনার ভাল লাগছে জেনে লেখায় উৎসাহ পাচ্ছি।