11-03-2022, 08:05 PM
(This post was last modified: 28-03-2022, 04:21 PM by kumdev. Edited 2 times in total. Edited 2 times in total.)
।।১০৬।।
রবিবারের সকাল।অশোক সেন বারান্দায় বসে কাগজ পড়ছেন।রান্না ঘরে সরমা রান্নায় ব্যস্ত,পাশে দাঁড়িয়ে মাঝে মধ্যে নির্দেশ দিচ্ছেন চারুলতা।কাল-পরশু আসব বলে গেছে তো গেছে।অশোক বেরিয়ে গেলে বাড়ী ফাকা ভাল লাগে না।দু-কাপ চা নিয়ে চারুলতা বারান্দায় গেলেন।অশোকের সামনে চায়ের কাপ রেখে জিজ্ঞেস করেন,জামাইবাবু তোমাকে কি বলেছে?
--তোমাকে আমাকে যেতে হবে।রেডী হয়ে থাকতে বলেছে।
--কিভাবে যাবে কিছু বলেছে?
--দাদা গাড়ি নিয়ে আসছে।
খোকন দূরে সরে যাওয়ায় ডিএম সাহেবের উপর বড়দির মায়া পড়ে গেছে।চারুলতা বললেন,আজ মনে হয় বেলি আসতে পারে।মেয়েটা গেছে তো গেছে।তুমি সকালে বেরিয়ে যাও কিভাবে যে আমার কাটে--।
কাগজ থেকে চোখ তুলে স্ত্রীর দিকে তাকালেন তারপর উদাস গলায় বললেন,এটা মানুষের সমস্যা।মনুষ্যেতর প্রাণীরমধ্যে এই সমস্যা নেই।বাচ্চা হল কদিন মায়ের দুধ খেল তারপর যেই চোখ ফুটল তখন কে কার?এমন কি মায়ের পিঠে উঠে মাকেই রমণ--।
--ধ্যৎ খালি অসভ্য কথা।মুখে কিছু আটকায় না।
--অসভ্য কথা কি?রাজা অয়দিপাউস নাটকে দেখোনি?ছোট বেলায় হারিয়ে যাওয়া ছেলে মাকে না চিনে--।
--থাক ওসব শুনতে চাইনি।
--দেখো চারু তুমি যতই এড়িয়ে যেতে চাও মৈথুন আহারের মতই জীবকূলে গুরুত্বপূর্ণ।বিধবাদের বিচ্যুতির সম্ভাবনার কথা ভেবেই বিধবা বিবাহের ব্যবস্থা করা হয়েছে।
--বড়দিভাইয়ের মত আমাদেরও আরেকটা বাচ্চা নেওয়া উচিত ছিল।
--তুমিই তো লাইগেশন করালে--।
--তুমি যা করতে সেই ভয়ে--তুমি বাধা দিতে পারতে।
--কি আশ্চর্য নিজের বউকে করলেও দোষ!অনেকে বউ থাকতেও অন্য জায়গায় যায়।
--তোমার খুব করতে ইচ্ছে হয়?
অশোক স্ত্রীর দিকে তাকিয়ে চোখ কুচকে জিজ্ঞেস করল,তোমার ইচ্ছে হয় না?লাজুক হাসেন চারুলতা।
--রান্না কতদূর হল?আবার তো বেরোতে হবে।অশোক বললেন।
মুকুন্দ গাড়ী স্টার্ট করতে বিজনবাবু জিজ্ঞেস করলেন,আচ্ছা মুকুন্দ চুচুড়া যেতে কি রকম সময় লাগবে?
--স্যার এখান থেকে রাস্তা ফাকা থাকলে--।
--না না কলকাতা হয়ে যাবো।
--তাহলে ধরুন ঘণ্টা ছয়েক লেগে যেতে পারে।
--সবই ভাল কিন্তু একটু দূর হয়ে যাচ্ছে।আশালতা বললেন।
--সরকারী চাকরি এক জায়গায় থাকবে নাকি।ওখানে একটু গোলমাল হচ্ছে দেখি কলকাতায় আনা যায় কিনা।
প্রজ্ঞা অবাক হল বাপি এসব জানলো কি করে।আশালতা জিজ্ঞেস করেন,কি নিয়ে গোলমাল?
--একটা রাস্তা হচ্ছিল কন্ট্রাক্টর আজেবাজে জিনিস দিয়ে করছিল ও বন্ধ করে দিয়েছে।সেই নিয়ে নানা বিক্ষোভ--।
প্রজ্ঞা চুপ করে থাকতে পারে না জিজ্ঞেস করল,বাপি তুমি কি করে জানলে?
--কন্ট্রাক্টর এসেছিল মামলা করবে বলে আমি বললাম মামলা টিকবে না।এখন শুনছি মিট্মাট হয়ে গেছে।
বিজনবাবু ভাবতে থাকেন ছেলেটি এখানে মস্তানী করে বেড়ালেও একটা বিশেষ মূল্যবোধ বহন করতো।কন্ট্রাক্টর ওকে টাকা পয়সা দিয়েও বশ করতে পারেনি।মানুষের চরিত্র বড় অদ্ভুত।কথা বার্তা ব্যবহার অত্যন্ত মার্জিত।
--ছেলেটিকে দেখে আমারও মনে হয়েছে সহজ সরল।এত বড় পদে আছে বলে মনেই হয় না।
প্রজ্ঞা বেশ মজা পায় মায়ের কথায়।ঢিপ করে প্রনাম করেছিল বলে বকাবকি করেছিল এখন দেখছে প্রণাম করে ঠিকই করেছে।
--অশোককে ফোন করে বলেছো তো রেডি হয়ে থাকতে?
--হ্যা বাবা বলেছি।বিজনবাবু বললেন।
--খোকনটা যে এমন বদলে যাবে ভাবিনি।
--তুমি কি আশা করেছিলে?চিরকাল তোমার আচলের তলায় থাকবে?বয়স হয়েছে নিজে রোজগার করে আগের মত আশা করাই তোমার ভুল।
খাওয়া দাওয়া সেরে অশোক বলল,এবার তৈরী হও দাদা ফোন করেছিল।
--দাঁড়াও খেয়ে দেয়ে একটু বিশ্রাম না করে দৌড়াতে পারি না।অতদূর থেকে আগে আসুক।
--অনেক্ষন রওনা হয়েছে।তোমার দিদিই তো--।
--এই আমার দিদিভাইকে নিয়ে কিছু বলবে না।শাড়ি পরতে আমার বেশী সময় লাগবে না।তুমি তৈরী হয়ে নেও।
অশোক মুচকি মুচকি হাসেন,বলেন প্যাণ্ট পরবো না ধুতি?
--না না ধুতি না,ও ঘরে জামা প্যাণ্ট বের করে রেখেছি।
পাশের ঘরে গিয়ে পোশাক বদলাতে বদলাতে ভাবেন দাদার ধৈর্য আছে।জামা প্যাণ্ট পরে এ ঘরে এসে চারুলতাকে প্যাণ্টি পরতে দেখে বললেন,একটা কথা জিজ্ঞেস করব?
--এখন আবার কি কথা?
--শাড়ির নীচে পেটিকোট পরবে তাহলে প্যাণ্টি পরার দরকার কি?
--প্যাণ্টি না পরলে কেমন আলগা আলগা লাগে।মেয়েদের ব্যাপারে তোমার অত কি দরকার?
অশোক একটা সিগারেট ধরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়।চারুর কথাটা মনে পড়ল,আমাদের আরেকটা সন্তান নিলে ভালো হত।আগে এত রোজগার ছিল না সেজন্য আরেকটা সন্তানের কথা মনে হয়নি।এখন মনে হচ্ছে আরেকটা সন্তান থাকলে ভালই হত।নীচে একটা গাড়ি এল মনে হচ্ছে।ঝুকে দেখে বুঝলেন,ভিতরে গিয়ে বললেন,এসে গেছে।
একটু পরেই মাসীমণী বলতে বলতে প্রজ্ঞা ঢুকে বলল,কি মাসীমণি রেডী?
--তুই এসেছিস।একটু কুচিটা ধরতো।
প্রজ্ঞা নীচে বসে শাড়ীর কুচি ধরে চারুলতা শাড়ীটা কুচিয়ে পরতে থাকেন।
--মাসীমণি মস্তান যদি ঠিক মতো আদর যত্ন না করে আমাকে বলবে।ওর মজা দেখাবো।
--বেলি তুই ওকে ওরকম শাসন করিস কেন?
--তুমি মেশো বকা ঝকা করো না?
--সে তো আমি বকি ও আমাকে বকে স্বামী স্ত্রীর মধ্যে যেমন হয়।তুই এমন করিস যেন মা তার ছেলেকে শাসন করছে।
--হ্যারে ওর নামটা কি যেন?
--মনসিজ।
--কি সুন্দর নাম তা না মস্তান!
ওরা নীচে নেমে গেল।অশোক সামনে বসল পিছনে দিদিভাইকে মাঝখানে রেখে চারুলতা জানলার ধারে বসল।গাড়ী ছেড়ে দিল প্রজ্ঞা হাত নাড়ে।
মাসীমণী বলছিল মায়ের মতো।সেতো মা-ই,ছোটোবেলা থেকে কম জ্বালিয়েছে।আজ একে মারে কাল ওকে মারে সর্বক্ষন চিন্তায় চিন্তায় থাকতে হত।মস্তানই তো বলছিল বেলি তুমি আমাকে দ্বিতীয় জন্ম দিলে।প্রজ্ঞা দরজা বন্ধ করে উপরে উঠে এল।কি করছে এখন কে জানে।আজ একটা নতুন ব্যাপার শুনলো বাপির মুখে।ঠীকেদার মামলা করবে বলে বাপির কাছে এসেছিল।বাপি তাকে বুঝিয়ে মামলা করা থেকে বিরত করে।মামলা করলে কি হত জানি না কিন্তু কাজ বন্ধ হয়ে যেতো।ওর সম্পর্কে বাপির ইম্প্রেশন ভালই।আগের মতো উদবেগ ণেই সম্ভবত।সরমা পিসি শুয়ে আছে।তাকে বিরক্ত না করে ঘরে ঢূকে পাখা চালিয়ে শুয়ে পড়ল।মাম্মীদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে।কি হবে কে জানে।যদি নেগেটিভ হয়ে যায় চুপ করে থাকবে না প্রজ্ঞাকে মুখ খুলতে হবে।
জানলা দিয়ে হু-হু করে হাওয়া ঢুকে চারুলতার মুখে আছড়ে পড়ে।অশোকের কথাটা মনে পড়ল।সন্তান মায়ের সঙ্গে রমণ করছে জানোয়ারদের মধ্যে দেখা যায়।বেলির সন্তান বেলির বুকের উপর উঠে--ভেবে মনে মনে হাসেন।বড়দিভাই মনসিজকে প্রায় জামাই করে নিয়েছে।উৎসাহের কারণ খোকন।খোকনের ব্যবহারে দুঃখ পেয়েছে তারই পালটা মনসিজের প্রতি এতটা দুর্বলতা।
প্রজ্ঞা ঘুমিয়ে পড়েছিল পিসির ডাকে ঘুম ভাঙ্গে চোখ মেলে দেখল সন্ধ্যে হয়ে গেছে।সামনে পিসি চা নিয়ে দাড়িয়ে।প্রজ্ঞা চায়ের কাপ নিয়ে বলল, লাইটটা জ্বেলে দাও।সরমা লাইট জ্বেলে দিয়ে চলে গেল।চায়ে চুমুক দিয়ে মনে হল,মস্তানকে একবার ফোন করলে হয়।চা শেষ করে,মোবাইলের বাটন টিপে কানে লাগায়।রিং হচ্ছে,হ্যালো কি করছিস?
--কাজ করছি।
--রবিবারে কাজ?
--হাতে সময় আছে ফাইলগুলো ক্লিয়ার করছি।
--শোন মাম্মী মাসীমণি যাচ্ছে ভাল করে আদর আপ্যায়ন করবি।
--হুগলীর বিখ্যাত মনোহরা এনে রেখেছি।
--বাপি মিষ্টি খায়না বাপির জন্য স্ন্যাক্স রাখবি।যদি শুনি কোনো গড়বড় হয়েছে তা হলে কপালে দুঃখ আছে।আমাকে তো ভুলেই গেছিস।
--তোমার গলা শুনে খুব দেখতে ইচ্ছে করছে--।
--একদম বানিয়ে কথা বলবি না।আর হ্যা আমার জামা কাপড় সরিয়ে রাখবি মাম্মী দেখলেই চিনতে পারবে।
বাইরে গাড়ীর শব্দ শুনে মনসিজ বলল,মনে হচ্ছে ওরা এলেন রাখছি।
রাজবিন্দার কুমার হন হন করে এসে একটা স্লিপ দিল।মনসিজ বলল,ওদের আসতে দাও আমার রিলেটিভ আছে।
রাজিন্দর পথ দেখিয়ে গাড়ী বাংলো পর্যন্ত নিয়ে এল।মনসিজ এগিয়ে গিয়ে আপ্যায়ন করে বৈঠকখানায় এনে বসিয়ে বলল,আসতে কোন অসুবিধে হয় নিতো?বসুন মাকে খবর দিচ্ছি।
আশালতা বাংলো দেখে খুব খুশী।চারিদিকে গাছপালায় ঘেরা একতলা বাড়ী।ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকালেন।এক্টু পরেই হিমানীদেবী সঙ্গে চায়ের ট্রে নিয়ে সুভদ্রা ঢুকলেন।
--বাঃ বেশ চায়ের তেষ্টা পেয়েছিল।অশোক একটা চায়ের কাপ তুলে নিল।
মনসিজ বলল,এই আমার মা।মা তুমি বোসো।
হিমানীদেবী বসতে বসতে বললেন,মনু আমাকে বলেছিল আপনারা আসবেন।
বিজন চৌধুরী বললেন,এটা জাস্ট ফর্মালিটি।
হিমানীদেবী ছেলের দিকে তাকালেন।মনসিজ বলল,উনি বলছেন নিয়ম রক্ষা।
বিজন বাবু বললেন,আপনিও বসুন।
--আমাকে আপনি বলবেন না।
--ওকে ইয়াং ম্যান।
মনসিজ বসে বলল,মাসীমণি চা নিন।
চারুলতা হেসে চায়ের কাপ নিলেন।
--আপনার কি এই একটাই ছেলে?আশালতা জিজ্ঞেস করেন।
--হ্যা এই একটা ছেলে মানুষ করতেই হিমসিম।
--ছেলে তো মানুষ হয়েছে।
হিমানীদেবী কি যেন ভাবেন তারপর বললেন,একটাই দুঃখ উনি দেখে যেতে পারলেন না।
--একদিন তো আমাদের ওখানে যেতে হবে।
মনসিজ বলল,মিস চৌধুরীকে তো দেখেছি।
--দেখলেই হবে।মেয়ে কি করে তার বাড়ী ঘর দোর খবরাখবর নেবে না?
মনসিজ হাসল।
--হাসছো যে?
--দেখুন আপনাকে প্রথমদিন দেখেই আমার ভাল লেগেছে।একেবারে মায়ের মত।এমন যার মা তার মেয়ের আলাদা পরিচয়ের দরকার হয় না।
ভ্রু উচিয়ে আশালতা স্বামীর দিকে তাকালেন।বিজনবাবু অন্যদিকে তাকিয়ে থাকেন।চারুলতা ভাবেন এই করেই বেলিকে পটিয়েছে।
বিজনবাবু উঠে দাঁড়িয়ে বললেন,চলো অশোক আমরা বাংলোটা ঘুরে দেখি।
--হ্যা চলুন আমি দেখাচ্ছি।মনসিজ বলল।
--তুমি বোসো।আশালতা বললেন।
হিমানীদেবী বললেন,তুই বোস আমি ওদের দেখাচ্ছি।
ঘরে এখন দুই বোন আর মনসিজ।মনসিজ ঘামতে থাকে।আশালতা বললেন,তুমি আমার পাশে এসে বোসো।
দিদিভাইয়ের মতলব কি বোঝার চেষ্টা করে চারুলতা।মনসিজ পাশে গিয়ে বসতে আশালতা বললেন,তুমি পুটিকে মাসীমণি বলছো কেন?
মনসিজ ঘাবড়ে যায় কোনো ভুল হলো নাতো।কেন যে মাসীমণি বলতে গেল।আমতা আমতা করে বলে,উনি আপনার বোন তাই।
--তাহলে আমি কে?
--আপনি মাসীমণির দিদি।মিস চৌধুরীর মা।
--মিস চৌধুরী আমাকে মাম্মী বলে।তুমি কি বলবে?
--কি বলব?
চারুলতা বললেন,তুমিও মাম্মি বলবে।
--এখনই বলব?
--হ্যা বলবে।তুমিই তো বললে প্রথমদিনই মায়ের মত মনে হয়েছিল।
--ঠিক আছে।
--ঠিক আছে না বলো মাম্মী।
--মামমী।
চারুলতাকে চমকে দিয়ে মনসিজকে বুকে জড়িয়ে ধরলেন আশালতা।দিদিভাইয়ের চোখে মুখে মায়ের হা-হাকার।
সুভদ্রা প্লেটে করে মিষ্টি নিয়ে ঢুকতে গিয়ে থমকে গেল।চারুলতা বললেন,এসো।
বন্ধন মুক্ত হয়ে মনসিজ বলল,মাম্মি আপনারা খান।এ অঞ্চলের বিখ্যাত মিষ্টি মনোহরা।আমি স্যারকে ডেকে আনি।মনসিজ ঘর থেকে বেরিয়ে স্বস্তি বোধ করে।
মেয়ে দেখতে যাবার প্রয়োজন ণেই।কথাবার্তা বলে বিয়ের দিন পাকা হল।চৌধুরি বাবুর কথামতো বিয়ে হবে তাল্পুকুরে তার পৈত্রিক বাড়ীতে।একই দিনে বিয়ে এবং বৌভাত হয়ে যাবে।
মনসিজ বলল,মাম্মী আরেকবার চা হোক।
--না না আর চায়ের দরকার ণেই।
--তোমরা যাও আমি চা খেয়ে আসছি।আশালতা বললেন।
সবাই বেরিয়ে পড়ল।মনসিজ এক কাপ চা নিয়ে আশালতাকে দিল।
চায়ে চুমুক দিয়ে আশালতা বললেন,বাঃ সুন্দর চা হয়েছে।আচ্ছা মনু একটা কথা জিজ্ঞেস করব?
--বলুন মাম্মি।
--কলেজে পড়তে কিম্বা পাড়ায় কোনো মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল?
মনসিজ মাথা চুলকায়।আশালতা বললেন,অসুবিধে থাকলে থাক।
--না না অসুবিধের কি আছে।অনেকের সঙ্গেই আলাপ হয়েছে কিন্তু ওইসব কখনো মনে হয়নি।
অশোক বাগান পেরিয়ে যেত যেতে একান্তে বৌকে ডেকে বলল,ডিএম সাহেব তো সাংঘাতিক।
--কেন তোমার আবার কি করল?
--আমার কি করবে।আমার ভয় তোমাকে নিয়ে।এত লেডি কিলার,আগে মেয়েকে ফাসিয়েছে এখন তার মাকেও ফাসিয়েছে।
খিল খিল হাসিতে ভেঙ্গে পড়ে চারুলতা বলল,সত্যি তুমি না...দিন দিন তোমার বয়স বাড়ছে না কমছে?
রবিবারের সকাল।অশোক সেন বারান্দায় বসে কাগজ পড়ছেন।রান্না ঘরে সরমা রান্নায় ব্যস্ত,পাশে দাঁড়িয়ে মাঝে মধ্যে নির্দেশ দিচ্ছেন চারুলতা।কাল-পরশু আসব বলে গেছে তো গেছে।অশোক বেরিয়ে গেলে বাড়ী ফাকা ভাল লাগে না।দু-কাপ চা নিয়ে চারুলতা বারান্দায় গেলেন।অশোকের সামনে চায়ের কাপ রেখে জিজ্ঞেস করেন,জামাইবাবু তোমাকে কি বলেছে?
--তোমাকে আমাকে যেতে হবে।রেডী হয়ে থাকতে বলেছে।
--কিভাবে যাবে কিছু বলেছে?
--দাদা গাড়ি নিয়ে আসছে।
খোকন দূরে সরে যাওয়ায় ডিএম সাহেবের উপর বড়দির মায়া পড়ে গেছে।চারুলতা বললেন,আজ মনে হয় বেলি আসতে পারে।মেয়েটা গেছে তো গেছে।তুমি সকালে বেরিয়ে যাও কিভাবে যে আমার কাটে--।
কাগজ থেকে চোখ তুলে স্ত্রীর দিকে তাকালেন তারপর উদাস গলায় বললেন,এটা মানুষের সমস্যা।মনুষ্যেতর প্রাণীরমধ্যে এই সমস্যা নেই।বাচ্চা হল কদিন মায়ের দুধ খেল তারপর যেই চোখ ফুটল তখন কে কার?এমন কি মায়ের পিঠে উঠে মাকেই রমণ--।
--ধ্যৎ খালি অসভ্য কথা।মুখে কিছু আটকায় না।
--অসভ্য কথা কি?রাজা অয়দিপাউস নাটকে দেখোনি?ছোট বেলায় হারিয়ে যাওয়া ছেলে মাকে না চিনে--।
--থাক ওসব শুনতে চাইনি।
--দেখো চারু তুমি যতই এড়িয়ে যেতে চাও মৈথুন আহারের মতই জীবকূলে গুরুত্বপূর্ণ।বিধবাদের বিচ্যুতির সম্ভাবনার কথা ভেবেই বিধবা বিবাহের ব্যবস্থা করা হয়েছে।
--বড়দিভাইয়ের মত আমাদেরও আরেকটা বাচ্চা নেওয়া উচিত ছিল।
--তুমিই তো লাইগেশন করালে--।
--তুমি যা করতে সেই ভয়ে--তুমি বাধা দিতে পারতে।
--কি আশ্চর্য নিজের বউকে করলেও দোষ!অনেকে বউ থাকতেও অন্য জায়গায় যায়।
--তোমার খুব করতে ইচ্ছে হয়?
অশোক স্ত্রীর দিকে তাকিয়ে চোখ কুচকে জিজ্ঞেস করল,তোমার ইচ্ছে হয় না?লাজুক হাসেন চারুলতা।
--রান্না কতদূর হল?আবার তো বেরোতে হবে।অশোক বললেন।
মুকুন্দ গাড়ী স্টার্ট করতে বিজনবাবু জিজ্ঞেস করলেন,আচ্ছা মুকুন্দ চুচুড়া যেতে কি রকম সময় লাগবে?
--স্যার এখান থেকে রাস্তা ফাকা থাকলে--।
--না না কলকাতা হয়ে যাবো।
--তাহলে ধরুন ঘণ্টা ছয়েক লেগে যেতে পারে।
--সবই ভাল কিন্তু একটু দূর হয়ে যাচ্ছে।আশালতা বললেন।
--সরকারী চাকরি এক জায়গায় থাকবে নাকি।ওখানে একটু গোলমাল হচ্ছে দেখি কলকাতায় আনা যায় কিনা।
প্রজ্ঞা অবাক হল বাপি এসব জানলো কি করে।আশালতা জিজ্ঞেস করেন,কি নিয়ে গোলমাল?
--একটা রাস্তা হচ্ছিল কন্ট্রাক্টর আজেবাজে জিনিস দিয়ে করছিল ও বন্ধ করে দিয়েছে।সেই নিয়ে নানা বিক্ষোভ--।
প্রজ্ঞা চুপ করে থাকতে পারে না জিজ্ঞেস করল,বাপি তুমি কি করে জানলে?
--কন্ট্রাক্টর এসেছিল মামলা করবে বলে আমি বললাম মামলা টিকবে না।এখন শুনছি মিট্মাট হয়ে গেছে।
বিজনবাবু ভাবতে থাকেন ছেলেটি এখানে মস্তানী করে বেড়ালেও একটা বিশেষ মূল্যবোধ বহন করতো।কন্ট্রাক্টর ওকে টাকা পয়সা দিয়েও বশ করতে পারেনি।মানুষের চরিত্র বড় অদ্ভুত।কথা বার্তা ব্যবহার অত্যন্ত মার্জিত।
--ছেলেটিকে দেখে আমারও মনে হয়েছে সহজ সরল।এত বড় পদে আছে বলে মনেই হয় না।
প্রজ্ঞা বেশ মজা পায় মায়ের কথায়।ঢিপ করে প্রনাম করেছিল বলে বকাবকি করেছিল এখন দেখছে প্রণাম করে ঠিকই করেছে।
--অশোককে ফোন করে বলেছো তো রেডি হয়ে থাকতে?
--হ্যা বাবা বলেছি।বিজনবাবু বললেন।
--খোকনটা যে এমন বদলে যাবে ভাবিনি।
--তুমি কি আশা করেছিলে?চিরকাল তোমার আচলের তলায় থাকবে?বয়স হয়েছে নিজে রোজগার করে আগের মত আশা করাই তোমার ভুল।
খাওয়া দাওয়া সেরে অশোক বলল,এবার তৈরী হও দাদা ফোন করেছিল।
--দাঁড়াও খেয়ে দেয়ে একটু বিশ্রাম না করে দৌড়াতে পারি না।অতদূর থেকে আগে আসুক।
--অনেক্ষন রওনা হয়েছে।তোমার দিদিই তো--।
--এই আমার দিদিভাইকে নিয়ে কিছু বলবে না।শাড়ি পরতে আমার বেশী সময় লাগবে না।তুমি তৈরী হয়ে নেও।
অশোক মুচকি মুচকি হাসেন,বলেন প্যাণ্ট পরবো না ধুতি?
--না না ধুতি না,ও ঘরে জামা প্যাণ্ট বের করে রেখেছি।
পাশের ঘরে গিয়ে পোশাক বদলাতে বদলাতে ভাবেন দাদার ধৈর্য আছে।জামা প্যাণ্ট পরে এ ঘরে এসে চারুলতাকে প্যাণ্টি পরতে দেখে বললেন,একটা কথা জিজ্ঞেস করব?
--এখন আবার কি কথা?
--শাড়ির নীচে পেটিকোট পরবে তাহলে প্যাণ্টি পরার দরকার কি?
--প্যাণ্টি না পরলে কেমন আলগা আলগা লাগে।মেয়েদের ব্যাপারে তোমার অত কি দরকার?
অশোক একটা সিগারেট ধরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়।চারুর কথাটা মনে পড়ল,আমাদের আরেকটা সন্তান নিলে ভালো হত।আগে এত রোজগার ছিল না সেজন্য আরেকটা সন্তানের কথা মনে হয়নি।এখন মনে হচ্ছে আরেকটা সন্তান থাকলে ভালই হত।নীচে একটা গাড়ি এল মনে হচ্ছে।ঝুকে দেখে বুঝলেন,ভিতরে গিয়ে বললেন,এসে গেছে।
একটু পরেই মাসীমণী বলতে বলতে প্রজ্ঞা ঢুকে বলল,কি মাসীমণি রেডী?
--তুই এসেছিস।একটু কুচিটা ধরতো।
প্রজ্ঞা নীচে বসে শাড়ীর কুচি ধরে চারুলতা শাড়ীটা কুচিয়ে পরতে থাকেন।
--মাসীমণি মস্তান যদি ঠিক মতো আদর যত্ন না করে আমাকে বলবে।ওর মজা দেখাবো।
--বেলি তুই ওকে ওরকম শাসন করিস কেন?
--তুমি মেশো বকা ঝকা করো না?
--সে তো আমি বকি ও আমাকে বকে স্বামী স্ত্রীর মধ্যে যেমন হয়।তুই এমন করিস যেন মা তার ছেলেকে শাসন করছে।
--হ্যারে ওর নামটা কি যেন?
--মনসিজ।
--কি সুন্দর নাম তা না মস্তান!
ওরা নীচে নেমে গেল।অশোক সামনে বসল পিছনে দিদিভাইকে মাঝখানে রেখে চারুলতা জানলার ধারে বসল।গাড়ী ছেড়ে দিল প্রজ্ঞা হাত নাড়ে।
মাসীমণী বলছিল মায়ের মতো।সেতো মা-ই,ছোটোবেলা থেকে কম জ্বালিয়েছে।আজ একে মারে কাল ওকে মারে সর্বক্ষন চিন্তায় চিন্তায় থাকতে হত।মস্তানই তো বলছিল বেলি তুমি আমাকে দ্বিতীয় জন্ম দিলে।প্রজ্ঞা দরজা বন্ধ করে উপরে উঠে এল।কি করছে এখন কে জানে।আজ একটা নতুন ব্যাপার শুনলো বাপির মুখে।ঠীকেদার মামলা করবে বলে বাপির কাছে এসেছিল।বাপি তাকে বুঝিয়ে মামলা করা থেকে বিরত করে।মামলা করলে কি হত জানি না কিন্তু কাজ বন্ধ হয়ে যেতো।ওর সম্পর্কে বাপির ইম্প্রেশন ভালই।আগের মতো উদবেগ ণেই সম্ভবত।সরমা পিসি শুয়ে আছে।তাকে বিরক্ত না করে ঘরে ঢূকে পাখা চালিয়ে শুয়ে পড়ল।মাম্মীদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে।কি হবে কে জানে।যদি নেগেটিভ হয়ে যায় চুপ করে থাকবে না প্রজ্ঞাকে মুখ খুলতে হবে।
জানলা দিয়ে হু-হু করে হাওয়া ঢুকে চারুলতার মুখে আছড়ে পড়ে।অশোকের কথাটা মনে পড়ল।সন্তান মায়ের সঙ্গে রমণ করছে জানোয়ারদের মধ্যে দেখা যায়।বেলির সন্তান বেলির বুকের উপর উঠে--ভেবে মনে মনে হাসেন।বড়দিভাই মনসিজকে প্রায় জামাই করে নিয়েছে।উৎসাহের কারণ খোকন।খোকনের ব্যবহারে দুঃখ পেয়েছে তারই পালটা মনসিজের প্রতি এতটা দুর্বলতা।
প্রজ্ঞা ঘুমিয়ে পড়েছিল পিসির ডাকে ঘুম ভাঙ্গে চোখ মেলে দেখল সন্ধ্যে হয়ে গেছে।সামনে পিসি চা নিয়ে দাড়িয়ে।প্রজ্ঞা চায়ের কাপ নিয়ে বলল, লাইটটা জ্বেলে দাও।সরমা লাইট জ্বেলে দিয়ে চলে গেল।চায়ে চুমুক দিয়ে মনে হল,মস্তানকে একবার ফোন করলে হয়।চা শেষ করে,মোবাইলের বাটন টিপে কানে লাগায়।রিং হচ্ছে,হ্যালো কি করছিস?
--কাজ করছি।
--রবিবারে কাজ?
--হাতে সময় আছে ফাইলগুলো ক্লিয়ার করছি।
--শোন মাম্মী মাসীমণি যাচ্ছে ভাল করে আদর আপ্যায়ন করবি।
--হুগলীর বিখ্যাত মনোহরা এনে রেখেছি।
--বাপি মিষ্টি খায়না বাপির জন্য স্ন্যাক্স রাখবি।যদি শুনি কোনো গড়বড় হয়েছে তা হলে কপালে দুঃখ আছে।আমাকে তো ভুলেই গেছিস।
--তোমার গলা শুনে খুব দেখতে ইচ্ছে করছে--।
--একদম বানিয়ে কথা বলবি না।আর হ্যা আমার জামা কাপড় সরিয়ে রাখবি মাম্মী দেখলেই চিনতে পারবে।
বাইরে গাড়ীর শব্দ শুনে মনসিজ বলল,মনে হচ্ছে ওরা এলেন রাখছি।
রাজবিন্দার কুমার হন হন করে এসে একটা স্লিপ দিল।মনসিজ বলল,ওদের আসতে দাও আমার রিলেটিভ আছে।
রাজিন্দর পথ দেখিয়ে গাড়ী বাংলো পর্যন্ত নিয়ে এল।মনসিজ এগিয়ে গিয়ে আপ্যায়ন করে বৈঠকখানায় এনে বসিয়ে বলল,আসতে কোন অসুবিধে হয় নিতো?বসুন মাকে খবর দিচ্ছি।
আশালতা বাংলো দেখে খুব খুশী।চারিদিকে গাছপালায় ঘেরা একতলা বাড়ী।ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকালেন।এক্টু পরেই হিমানীদেবী সঙ্গে চায়ের ট্রে নিয়ে সুভদ্রা ঢুকলেন।
--বাঃ বেশ চায়ের তেষ্টা পেয়েছিল।অশোক একটা চায়ের কাপ তুলে নিল।
মনসিজ বলল,এই আমার মা।মা তুমি বোসো।
হিমানীদেবী বসতে বসতে বললেন,মনু আমাকে বলেছিল আপনারা আসবেন।
বিজন চৌধুরী বললেন,এটা জাস্ট ফর্মালিটি।
হিমানীদেবী ছেলের দিকে তাকালেন।মনসিজ বলল,উনি বলছেন নিয়ম রক্ষা।
বিজন বাবু বললেন,আপনিও বসুন।
--আমাকে আপনি বলবেন না।
--ওকে ইয়াং ম্যান।
মনসিজ বসে বলল,মাসীমণি চা নিন।
চারুলতা হেসে চায়ের কাপ নিলেন।
--আপনার কি এই একটাই ছেলে?আশালতা জিজ্ঞেস করেন।
--হ্যা এই একটা ছেলে মানুষ করতেই হিমসিম।
--ছেলে তো মানুষ হয়েছে।
হিমানীদেবী কি যেন ভাবেন তারপর বললেন,একটাই দুঃখ উনি দেখে যেতে পারলেন না।
--একদিন তো আমাদের ওখানে যেতে হবে।
মনসিজ বলল,মিস চৌধুরীকে তো দেখেছি।
--দেখলেই হবে।মেয়ে কি করে তার বাড়ী ঘর দোর খবরাখবর নেবে না?
মনসিজ হাসল।
--হাসছো যে?
--দেখুন আপনাকে প্রথমদিন দেখেই আমার ভাল লেগেছে।একেবারে মায়ের মত।এমন যার মা তার মেয়ের আলাদা পরিচয়ের দরকার হয় না।
ভ্রু উচিয়ে আশালতা স্বামীর দিকে তাকালেন।বিজনবাবু অন্যদিকে তাকিয়ে থাকেন।চারুলতা ভাবেন এই করেই বেলিকে পটিয়েছে।
বিজনবাবু উঠে দাঁড়িয়ে বললেন,চলো অশোক আমরা বাংলোটা ঘুরে দেখি।
--হ্যা চলুন আমি দেখাচ্ছি।মনসিজ বলল।
--তুমি বোসো।আশালতা বললেন।
হিমানীদেবী বললেন,তুই বোস আমি ওদের দেখাচ্ছি।
ঘরে এখন দুই বোন আর মনসিজ।মনসিজ ঘামতে থাকে।আশালতা বললেন,তুমি আমার পাশে এসে বোসো।
দিদিভাইয়ের মতলব কি বোঝার চেষ্টা করে চারুলতা।মনসিজ পাশে গিয়ে বসতে আশালতা বললেন,তুমি পুটিকে মাসীমণি বলছো কেন?
মনসিজ ঘাবড়ে যায় কোনো ভুল হলো নাতো।কেন যে মাসীমণি বলতে গেল।আমতা আমতা করে বলে,উনি আপনার বোন তাই।
--তাহলে আমি কে?
--আপনি মাসীমণির দিদি।মিস চৌধুরীর মা।
--মিস চৌধুরী আমাকে মাম্মী বলে।তুমি কি বলবে?
--কি বলব?
চারুলতা বললেন,তুমিও মাম্মি বলবে।
--এখনই বলব?
--হ্যা বলবে।তুমিই তো বললে প্রথমদিনই মায়ের মত মনে হয়েছিল।
--ঠিক আছে।
--ঠিক আছে না বলো মাম্মী।
--মামমী।
চারুলতাকে চমকে দিয়ে মনসিজকে বুকে জড়িয়ে ধরলেন আশালতা।দিদিভাইয়ের চোখে মুখে মায়ের হা-হাকার।
সুভদ্রা প্লেটে করে মিষ্টি নিয়ে ঢুকতে গিয়ে থমকে গেল।চারুলতা বললেন,এসো।
বন্ধন মুক্ত হয়ে মনসিজ বলল,মাম্মি আপনারা খান।এ অঞ্চলের বিখ্যাত মিষ্টি মনোহরা।আমি স্যারকে ডেকে আনি।মনসিজ ঘর থেকে বেরিয়ে স্বস্তি বোধ করে।
মেয়ে দেখতে যাবার প্রয়োজন ণেই।কথাবার্তা বলে বিয়ের দিন পাকা হল।চৌধুরি বাবুর কথামতো বিয়ে হবে তাল্পুকুরে তার পৈত্রিক বাড়ীতে।একই দিনে বিয়ে এবং বৌভাত হয়ে যাবে।
মনসিজ বলল,মাম্মী আরেকবার চা হোক।
--না না আর চায়ের দরকার ণেই।
--তোমরা যাও আমি চা খেয়ে আসছি।আশালতা বললেন।
সবাই বেরিয়ে পড়ল।মনসিজ এক কাপ চা নিয়ে আশালতাকে দিল।
চায়ে চুমুক দিয়ে আশালতা বললেন,বাঃ সুন্দর চা হয়েছে।আচ্ছা মনু একটা কথা জিজ্ঞেস করব?
--বলুন মাম্মি।
--কলেজে পড়তে কিম্বা পাড়ায় কোনো মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল?
মনসিজ মাথা চুলকায়।আশালতা বললেন,অসুবিধে থাকলে থাক।
--না না অসুবিধের কি আছে।অনেকের সঙ্গেই আলাপ হয়েছে কিন্তু ওইসব কখনো মনে হয়নি।
অশোক বাগান পেরিয়ে যেত যেতে একান্তে বৌকে ডেকে বলল,ডিএম সাহেব তো সাংঘাতিক।
--কেন তোমার আবার কি করল?
--আমার কি করবে।আমার ভয় তোমাকে নিয়ে।এত লেডি কিলার,আগে মেয়েকে ফাসিয়েছে এখন তার মাকেও ফাসিয়েছে।
খিল খিল হাসিতে ভেঙ্গে পড়ে চারুলতা বলল,সত্যি তুমি না...দিন দিন তোমার বয়স বাড়ছে না কমছে?