27-02-2022, 12:01 AM
(This post was last modified: 17-03-2022, 04:36 PM by kumdev. Edited 1 time in total. Edited 1 time in total.)
।।৯৮।।
এসো না একদিন।মনে মনে হাসে প্রজ্ঞা,এখনো আশায় আশায় আছে।যা বলল তাতে নিশ্চিত এ মস্তান ছাড়া আর কেউ না।কেন এত দেরী করছে এবার বুঝতে পারে।একেবারে ছেলে মানুষ।সন্তানের জন্য যেমন মায়ের তেমনি উদবিগ্ন হয় প্রজ্ঞা।মরে যাবে তবু জিদ ছাড়বে না।বুকের মধ্যে চেপে রেখে কষ্ট পাচ্ছিল তবু মুখ ফুটে বলেনি,বেলি আমি তোমাকে ভালোবাসি।কি করবে কিছু ভেবে উঠতে পারে না।বাসায় ফিরে দেখবে হয়তো এসে গেছে।প্রজ্ঞা দ্রুত পা চালায়।
বিশ্বজিৎ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।এখন খুব খারাপ লাগছে বুবলির বিয়েতে প্রজ্ঞাকে নেমন্তন্ন করেনি ভেবে।আরো সুন্দর দেখতে হয়েছে।কোনো সাজগোজ নেই তবু যেন রূপ যেন ছলকে পড়ছে।রানাঘাট লোকালের ঘোষণা হতেই সজাগ হয়।এখন খেয়াল হল ওর তো মোবাইল ছিল নম্বরটা নিতে পারতো।এখানে রিলেটিভ থাকে জিজ্ঞেস করা হল না কোথায় থাকে।গাড়ীর মুখ দেখা যাচ্ছে।যাত্রীদের মধ্যে নড়াচড়া শুরু হয়।
দরজা খুলেই হিমানী দেবী বললেন,কোথায় গেছিলি?এত কি আনলি?
--কিছু না দই আর মিষ্টি।প্রজ্ঞা হেসে বলল।
--হাত মুখ ধুয়ে তুই আয়।আসার হলে মনু এতক্ষন এসে যেতো।
মামণিকে সব কথা বলা যাবে না।প্রজ্ঞা বলল,তুমি কি ভাবছো ওর চিন্তায় হেদিয়ে মরছি।
হিমানীদেবী মুখ টিপে হাসেন।মুখে যত হম্বিতম্বি করো মেয়েরা এই একটা জায়গায় সব এক।আগে কোনোদিন দেখেনি,পছন্দ-অপছন্দের কথা জিজ্ঞেসও করেনি, মামা ধরে বিয়ে দিয়ে দিল।শঙ্কা সঙ্কোচ ছিল না তাও নয়।তবু কখন যে পরম নির্ভরতায় নিজেকে সপে দিয়েছিলেন বুঝতেই পারেন নি, ভেবে আজও বুকের ভিতর চিন চিন করে।আচলে চোখ মুছলেন।
প্রজ্ঞা পোশাক বদলাতে বদলাতে ভাবে যত যাই গোলমাল হোক একটা ফোন করে খবর দিতে তোর কি হয়েছে।বাড়ীতে মা বউ আছে খেয়াল থাকে না।কাজ দেখানো হচ্ছে,একবার আসুক দেখাচ্ছি মজা।
বোসবাড়ির রকের আড্ডা ভেঙ্গে যায়।একে একে বাড়ীর দিকে রওনা দেয় সব।নির্মল পিছন থেকে বঙ্কিমকে ডেকে এগিয়ে গেল।সবার মধ্যে বলা যায় না এমন কিছু বলতে চায় নিমু।বঙ্কিম পিছন ফিরে দাড়ালো।
--চাকরি-বাকরির কিছু হল?কাছে এসে জিজ্ঞেস করল নির্মল।
--চেষ্টা করছি।বঙ্কিম ভাবে নিমুর এটা ভুমিকা।
--তোকে একটা কথা বলবো?তুই এলিনাবৌদিকে একবার বলে দেখতে পারিস।
--এলিনাবৌদি কি আমাকে পাত্তা দেবে?
--মনাটা থাকলে খুব ভাল হত।এলিনাবৌদি মনাকে খুব পছন্দ করতো।
--এলিনাবৌদি কেন মেয়েরা ওকে খুব পছন্দ করে।
--হুউউম ওর মধ্যে কি আছে বলতো?
--কি আবার মনা মেয়েদের পাত্তা দেয় না।আর মেয়েদের স্বভাব, যত শালা পাত্তা দেবে না তত গোত্তা খেয়ে পড়বে।
নির্মল হো-হো করে হেসে উঠল।বঙ্কিম বলল,যাক বাদ দে তোর খবর বল।
--খবর আর কি।ফোন করে কথা হয়।
--শুধু ও করে তুই করিস না?
--আমিও করি তবে ওই-ই বেশী করে।
--কিছু ঠিক করেছিস?
--সেটাই তোর সঙ্গে পরামর্শ করতে চাই।
--তুই সব বলেছিস?
--ও সব জানে রীমার কথা আমার বাড়ীর অবস্থা কিছুই গোপন করিনি।ও-ও আমাকে সব বলেছে,একটা ছেলে সিরিয়াল করে তার সঙ্গে কিভাবে ব্রেক আপ হয়েছে নিজেই বলেছে।
--আমার মনে হয়,তুই সামনা-সামনি কথা বল।লুকোছাপার তো কোনো ব্যাপার নেই।
দীলিপকে আসতে দেখে কথা বন্ধ হয়ে যায়।বঙ্কিম বলল,কিরে তুই বাড়ী যাসনি?
--রুক্সা ডেকেছিল তাই গেছিলাম।দিলীপ বুঝতে পারে ওরা তাকে দেখে আলোচনা বন্ধ করে দিয়েছে।দিলীপ বলল,আমি কি ডিসটার্ব করলাম?
--না না তুই এসেছিস ভালই হয়েছে।নির্মল বলল।
--কি নিয়ে আলোচনা হচ্ছিল?
--ওই মেয়েটার কথা আগ্রহ দেখাচ্ছে বড়লোকের মেয়ে শেষে আবার না ধাক্কা খেতে হয়।
চিবুকে হাত বুলিয়ে দিলীপ বলল,আমি একটা কথা বলব কিছু মনে করিস না।
দিলীপ নতুন কি বলে শোনার জন্য ওরা অপেক্ষা করে।
--আমার দিদি মীনা একটা ছেলেকে খুব পছন্দ করতো--।
--কাকে?
--সেটা বলতে পারব না।কিন্তু ছেলেটাকে নাপেয়ে বাবার ঠীক করা ছেলেকে বিয়ে করে।খবর পাই দিব্যি সুখে ঘর করছে।প্রেম ভালবাসা নিয়ে কাব্য কবিতায় যেমন উচ্ছ্বাস দেখা যায় আমার মনে হয়, ক্ষণিকের একটা উচ্ছ্বাস।
--তুই বলছিস ক্ষণিকের উচ্ছ্বাস যদি প্রেম না থাকে তাহলে বিয়ের পর কিভাবে সুখী দাম্পত্য জীবন সম্ভব?
--সেটা এ্যাডজাস্টমেণ্ট।প্রেম নাকরেও সুখী দাম্পত্য জীবন হয় আবার প্রেম করেও বিচ্ছেদ হয়নি তা নয়।
বঙ্কিম ভাবে শালা মনার কাছ থেকে এইসব শিখেছে।নির্মল বলল,ঠিক আছে তুই কি বলতে চাস,আমার এখন কি করা উচিত?
--প্রেমের পর্দা সরিয়ে সরাসরি জিজ্ঞেস করা,ভবিষ্যৎ জীবন সে তোর সঙ্গে কাটাতে চায় কি না?ভাল করে ভেবে দেখার সময় দে।আর নিজেকে উপযুক্ত করে গড়ে তোল।
কথাটা নির্মলের অপছন্দ হয় না।নির্মল কলেজ সার্ভিস কমিশনে বসার কথা ভেবেছে। ঠিকই একদিন খোলামেলা ওকে জিজ্ঞেস করবে,দেখা যাক কি বলে?যদি পিছিয়ে যায় সেটা মেনে নিতে প্রস্তুত।রীমার জন্য অনেক কষ্ট পেয়েছে তার পুনরাবৃত্তি হোক তা চায় না।
--আচ্ছা দিলীপ তোকে যদি সঙ্গে নিয়ে যাই তোর আপত্তি ণেই তো?
তার কথা না বলায় বঙ্কিমের খারাপ লাগে।দিলীপ বলল,আপত্তির করব কেন?কিন্তু ও যদি রাজী না হয়?
--সেটা আমি দেখবো,তুই রাজী কিনা তাই বল।
খাওয়া দাওয়া সেরে প্রজ্ঞা শুয়ে পড়েছে।ঘুরে ফিরে মস্তানের কথা মনে পড়ছে।সিভিল ইঞ্জনীয়ারিং পাস করে ব্রততীর দাদা ওর অফিসে চাকরি করে।কি বলছিল সাপের লেজে পা দিয়েছে।প্রজ্ঞার এই বিশ্বাস আছে মস্তান যদি লেজে পা দিয়ে থাকে তাহলে পিষে সাপকে মেরে ফেলার ক্ষমতা আছে।অজানা অচেনা জায়গা যদি পিছন থেকে দল বেধে হামলা করে।পরক্ষনেই মনে হল ওর সঙ্গে নিশয়ই দেহরক্ষি থাকবে।এইসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ল।
এসো না একদিন।মনে মনে হাসে প্রজ্ঞা,এখনো আশায় আশায় আছে।যা বলল তাতে নিশ্চিত এ মস্তান ছাড়া আর কেউ না।কেন এত দেরী করছে এবার বুঝতে পারে।একেবারে ছেলে মানুষ।সন্তানের জন্য যেমন মায়ের তেমনি উদবিগ্ন হয় প্রজ্ঞা।মরে যাবে তবু জিদ ছাড়বে না।বুকের মধ্যে চেপে রেখে কষ্ট পাচ্ছিল তবু মুখ ফুটে বলেনি,বেলি আমি তোমাকে ভালোবাসি।কি করবে কিছু ভেবে উঠতে পারে না।বাসায় ফিরে দেখবে হয়তো এসে গেছে।প্রজ্ঞা দ্রুত পা চালায়।
বিশ্বজিৎ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।এখন খুব খারাপ লাগছে বুবলির বিয়েতে প্রজ্ঞাকে নেমন্তন্ন করেনি ভেবে।আরো সুন্দর দেখতে হয়েছে।কোনো সাজগোজ নেই তবু যেন রূপ যেন ছলকে পড়ছে।রানাঘাট লোকালের ঘোষণা হতেই সজাগ হয়।এখন খেয়াল হল ওর তো মোবাইল ছিল নম্বরটা নিতে পারতো।এখানে রিলেটিভ থাকে জিজ্ঞেস করা হল না কোথায় থাকে।গাড়ীর মুখ দেখা যাচ্ছে।যাত্রীদের মধ্যে নড়াচড়া শুরু হয়।
দরজা খুলেই হিমানী দেবী বললেন,কোথায় গেছিলি?এত কি আনলি?
--কিছু না দই আর মিষ্টি।প্রজ্ঞা হেসে বলল।
--হাত মুখ ধুয়ে তুই আয়।আসার হলে মনু এতক্ষন এসে যেতো।
মামণিকে সব কথা বলা যাবে না।প্রজ্ঞা বলল,তুমি কি ভাবছো ওর চিন্তায় হেদিয়ে মরছি।
হিমানীদেবী মুখ টিপে হাসেন।মুখে যত হম্বিতম্বি করো মেয়েরা এই একটা জায়গায় সব এক।আগে কোনোদিন দেখেনি,পছন্দ-অপছন্দের কথা জিজ্ঞেসও করেনি, মামা ধরে বিয়ে দিয়ে দিল।শঙ্কা সঙ্কোচ ছিল না তাও নয়।তবু কখন যে পরম নির্ভরতায় নিজেকে সপে দিয়েছিলেন বুঝতেই পারেন নি, ভেবে আজও বুকের ভিতর চিন চিন করে।আচলে চোখ মুছলেন।
প্রজ্ঞা পোশাক বদলাতে বদলাতে ভাবে যত যাই গোলমাল হোক একটা ফোন করে খবর দিতে তোর কি হয়েছে।বাড়ীতে মা বউ আছে খেয়াল থাকে না।কাজ দেখানো হচ্ছে,একবার আসুক দেখাচ্ছি মজা।
বোসবাড়ির রকের আড্ডা ভেঙ্গে যায়।একে একে বাড়ীর দিকে রওনা দেয় সব।নির্মল পিছন থেকে বঙ্কিমকে ডেকে এগিয়ে গেল।সবার মধ্যে বলা যায় না এমন কিছু বলতে চায় নিমু।বঙ্কিম পিছন ফিরে দাড়ালো।
--চাকরি-বাকরির কিছু হল?কাছে এসে জিজ্ঞেস করল নির্মল।
--চেষ্টা করছি।বঙ্কিম ভাবে নিমুর এটা ভুমিকা।
--তোকে একটা কথা বলবো?তুই এলিনাবৌদিকে একবার বলে দেখতে পারিস।
--এলিনাবৌদি কি আমাকে পাত্তা দেবে?
--মনাটা থাকলে খুব ভাল হত।এলিনাবৌদি মনাকে খুব পছন্দ করতো।
--এলিনাবৌদি কেন মেয়েরা ওকে খুব পছন্দ করে।
--হুউউম ওর মধ্যে কি আছে বলতো?
--কি আবার মনা মেয়েদের পাত্তা দেয় না।আর মেয়েদের স্বভাব, যত শালা পাত্তা দেবে না তত গোত্তা খেয়ে পড়বে।
নির্মল হো-হো করে হেসে উঠল।বঙ্কিম বলল,যাক বাদ দে তোর খবর বল।
--খবর আর কি।ফোন করে কথা হয়।
--শুধু ও করে তুই করিস না?
--আমিও করি তবে ওই-ই বেশী করে।
--কিছু ঠিক করেছিস?
--সেটাই তোর সঙ্গে পরামর্শ করতে চাই।
--তুই সব বলেছিস?
--ও সব জানে রীমার কথা আমার বাড়ীর অবস্থা কিছুই গোপন করিনি।ও-ও আমাকে সব বলেছে,একটা ছেলে সিরিয়াল করে তার সঙ্গে কিভাবে ব্রেক আপ হয়েছে নিজেই বলেছে।
--আমার মনে হয়,তুই সামনা-সামনি কথা বল।লুকোছাপার তো কোনো ব্যাপার নেই।
দীলিপকে আসতে দেখে কথা বন্ধ হয়ে যায়।বঙ্কিম বলল,কিরে তুই বাড়ী যাসনি?
--রুক্সা ডেকেছিল তাই গেছিলাম।দিলীপ বুঝতে পারে ওরা তাকে দেখে আলোচনা বন্ধ করে দিয়েছে।দিলীপ বলল,আমি কি ডিসটার্ব করলাম?
--না না তুই এসেছিস ভালই হয়েছে।নির্মল বলল।
--কি নিয়ে আলোচনা হচ্ছিল?
--ওই মেয়েটার কথা আগ্রহ দেখাচ্ছে বড়লোকের মেয়ে শেষে আবার না ধাক্কা খেতে হয়।
চিবুকে হাত বুলিয়ে দিলীপ বলল,আমি একটা কথা বলব কিছু মনে করিস না।
দিলীপ নতুন কি বলে শোনার জন্য ওরা অপেক্ষা করে।
--আমার দিদি মীনা একটা ছেলেকে খুব পছন্দ করতো--।
--কাকে?
--সেটা বলতে পারব না।কিন্তু ছেলেটাকে নাপেয়ে বাবার ঠীক করা ছেলেকে বিয়ে করে।খবর পাই দিব্যি সুখে ঘর করছে।প্রেম ভালবাসা নিয়ে কাব্য কবিতায় যেমন উচ্ছ্বাস দেখা যায় আমার মনে হয়, ক্ষণিকের একটা উচ্ছ্বাস।
--তুই বলছিস ক্ষণিকের উচ্ছ্বাস যদি প্রেম না থাকে তাহলে বিয়ের পর কিভাবে সুখী দাম্পত্য জীবন সম্ভব?
--সেটা এ্যাডজাস্টমেণ্ট।প্রেম নাকরেও সুখী দাম্পত্য জীবন হয় আবার প্রেম করেও বিচ্ছেদ হয়নি তা নয়।
বঙ্কিম ভাবে শালা মনার কাছ থেকে এইসব শিখেছে।নির্মল বলল,ঠিক আছে তুই কি বলতে চাস,আমার এখন কি করা উচিত?
--প্রেমের পর্দা সরিয়ে সরাসরি জিজ্ঞেস করা,ভবিষ্যৎ জীবন সে তোর সঙ্গে কাটাতে চায় কি না?ভাল করে ভেবে দেখার সময় দে।আর নিজেকে উপযুক্ত করে গড়ে তোল।
কথাটা নির্মলের অপছন্দ হয় না।নির্মল কলেজ সার্ভিস কমিশনে বসার কথা ভেবেছে। ঠিকই একদিন খোলামেলা ওকে জিজ্ঞেস করবে,দেখা যাক কি বলে?যদি পিছিয়ে যায় সেটা মেনে নিতে প্রস্তুত।রীমার জন্য অনেক কষ্ট পেয়েছে তার পুনরাবৃত্তি হোক তা চায় না।
--আচ্ছা দিলীপ তোকে যদি সঙ্গে নিয়ে যাই তোর আপত্তি ণেই তো?
তার কথা না বলায় বঙ্কিমের খারাপ লাগে।দিলীপ বলল,আপত্তির করব কেন?কিন্তু ও যদি রাজী না হয়?
--সেটা আমি দেখবো,তুই রাজী কিনা তাই বল।
খাওয়া দাওয়া সেরে প্রজ্ঞা শুয়ে পড়েছে।ঘুরে ফিরে মস্তানের কথা মনে পড়ছে।সিভিল ইঞ্জনীয়ারিং পাস করে ব্রততীর দাদা ওর অফিসে চাকরি করে।কি বলছিল সাপের লেজে পা দিয়েছে।প্রজ্ঞার এই বিশ্বাস আছে মস্তান যদি লেজে পা দিয়ে থাকে তাহলে পিষে সাপকে মেরে ফেলার ক্ষমতা আছে।অজানা অচেনা জায়গা যদি পিছন থেকে দল বেধে হামলা করে।পরক্ষনেই মনে হল ওর সঙ্গে নিশয়ই দেহরক্ষি থাকবে।এইসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ল।