06-02-2022, 07:32 PM
আরে ভাইয়েরা (যারা রান্নার লোকের বেতন আর অন্যান্য ব্যাপারে ভুল ধরতাছেন), গল্পকে গল্প হিসেবে নিতে শিখেন। সব ব্যাপারে নিজের পন্ডিতে ফলাইতে যাইয়া নিজের আর অন্যদের মজা নেওয়া থেকে বঞ্চিত কইরেন না। আমার মতে এই উপন্যাসটা একটা মাস্টারপিস। এইসব ছোটোছোটো জিনিস নিয়ে শুধুশুধু কথা বাড়ানোর কোনো মানেই হয় না।