06-02-2022, 03:06 AM
(04-02-2022, 06:40 PM)surjosekhar Wrote: হ্যাঁ, আইএএস আফিসারেরা তো রাঁধুনে, ড্রাইভার, মালি, পাহারাদার, সবসময়ের বাজার সরকার এগুলো তো বিনা পয়সাতেই পায়। এমনকি ট্রান্সফার হলে নতুন জায়গায় পুরনো লোকদের নিয়ে যেতেও পারে।
দাদা ভারতের প্রশাসনিক বিষয় সম্পর্কে অতো জানা নাই তবে বাংলাদেশের প্রশাসনিক বিষয়টা বলি-
বাংলাদেশে সরকারী চাকরির সর্বোচ্চ পরীক্ষার সিস্টেম হচ্ছে "বিসিএস" বা বাংলাদেশ সিভিল সার্ভিস। এখানে পাস (লিখিত, ভাইভা, তারপরেও গোপনভাবে তার রাজনৈতিক ও পারিবারিক ব্যাকগ্রাউন্ড চেক করা হয়) করলে সে একজন বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগলাভ করে। বিসিএস এ প্রশাসন, পুলিশ, কৃষি, তথ্য, মৎস্য, প্রকৌশলসহ অন্যান্য বিষয় থাকে। যে যেটা পছন্দ করে সে সেইটা চয়েস করে পরীক্ষা দেয় এবং পাস করলে সেই বিষয়ক বিভাগে কর্মে যোগদান করে। প্রশাসন ক্যাডার থেকে পাস করলে সে প্রশাসনে যোগদান করে। প্রশাসনে কমপক্ষে ১২-১৫ বছর দক্ষতার সাথে কাজ (মাঝে ৩-৫টা ধাপ অতিক্রম করতে হয়) করলে তবেই সে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদ) পদে নিয়োগ পেতে পারে (এখানেও ফিটলিস্ট হতে ভাইভার মাধ্যমে নির্বাচন করা হয়)। জেলা প্রশাসকের জন্য সরকারী কোয়ার্টার যা বাংলো হিসেবে পরিচিত বরাদ্দ করা হয়। সেখানে সরকারিভাবে কোনো কর্মচারী নিযুক্ত না থাকলেও জেলার সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে তাকে বাবুর্চি, পিওন, নাইটগার্ড, মালি প্রভৃতি সরকারি কর্মচারী নিযুক্ত করা হয়। তিনি যদি অতি অতি মাত্রায় সৎ ব্যক্তি হন তবে তার এবং তার পরিবারের জন্য সংশ্লিষ্ট কাজের লোক তিনি নিজ বেতনের টাকা দিয়ে রাখবেন। আর এখানে এক জেলার কর্মচারী অন্য জেলায় (প্রশাসনে) নিয়ে যাওয়ার সুযোগ নাই যেহেতু জেলার কর্মচারী জেলার স্থায়ী নাগরিকদের মধ্য থেকে নিয়োগ দিতে হয়।