Thread Rating:
  • 97 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ছাইচাপা আগুন ।।কামদেব
 
     
  ।।৯০।।


পূর্ণিমাবৌদিকে নিয়ে কথা হচ্ছিল।সকালে পুলিশ এসে তালা খুলে বৌদির বাবার হাতে চাবি তুলে দিল।ফ্লাটের দখল নিয়ে মামলা চলছিল বৌদির দেওরের সঙ্গে বিভুতিবাবুর।আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে ফ্লাট পূর্ণিমাবৌদির এবং বৌদির মৃত্যুর পর বৌদির পরিবারই ফ্লাটের প্রকৃত উত্তরাধিকারী।দিলীপ বলল,ব্রাহ্মন বলে মেয়ের বিয়েতে আপত্তি ছিল এখন সেই সম্পত্তি পাবার জন্য মামলা।
--সম্পত্তির কোনো ধর্ম জাত হয়না।শঙ্কর বলল।
চাদু বলল,আশিসদা চাকরি ছেড়ে দিয়েছে।
বঙ্কিম অবাক হয় অনেকেই জানে ঘটনাটা।শুভ জিজ্ঞেস করে,চাকরি ছেড়ে কি করে?
--এখন প্রোমটারি করে।বঙ্কিম বলল।
--তুই কি করে জানলি?
--আশিসদার সঙ্গে কথা হয়েছে।ওর বউয়ের বাড়ীটা ভেঙ্গে ফ্লাট করছে।বললাম কিগো আশিসদা আমাদের ভুলে গেলে?বলল সময় পাইনা যাবো।
দিলীপ ইশারা করতে নির্মল উঠে গেল।দিলীপ জিজ্ঞেস করল,তোর কি খবর?
--ওরা অনেক বড়লোক।রেগুলার গাড়ী করে আসে।
--এসবে বড়লোক ছোটোলোক ভাবলে চলে না।শোন নিমু তোর কাছে শুনে মনে হল মেয়েটা ইন্টারেস্টেড ফালতু চিন্তা ছেড়ে এগিয়ে যা। দিলীপ কি দেখে চমকে উঠল।মনসিজ না?শালা চেহারা একদম বদলে গেছে।নির্মলও অবাক তাই তো মনসিজই তো।তাহলে ফিরে এসেছে?
--মনে হচ্ছে রকেই আসছে।দিলীপ বলল।
আগে পোশাক তেমন ভাল ছিল না এখন ধোপ দুরস্থ পোশাূর সেজন্য মনসিজকে অন্যরকম দেখতে লাগছে।মনসিজ এসেই দিলীপকে বলল,ভেরি স্যরি।এমন জরুরী কাজে আটকে গেছিলাম,তোর দিদির বিয়েতে যাবার খুব ইচ্ছে ছিল।
--ছাড় তো ওসব কথা।তুই কেমন আছিস বল।দিলীপ বলল।
--চল রকে বসি সব বলব।
--তুই বোস আমি এখুনি আসছি।দিলীপ বাড়ীর দিকে চলে গেল।
--আরে মনা! কবে আসলি?বঙ্কিম জিজ্ঞেস করে।
মনসিজ সবার দিকে চোখ বুলিয়ে বসে বলল,আজ সকালে এসেছি।তোরা কেমন আছিস? আশিসদার খবর কি?
--আশিসদা এখন প্রোমোটারি করছে।তোর কথা বলছিল।
--এখানে আসে?
--বলল আসবে।আশিসদার মেয়ে হয়েছে।
শুভ একটু অবাক হয় মনাটা বদলায় নি, জিজ্ঞেস করল,কোন পোস্টে নিয়োগ হল?
--এখনও জানতে পারিনি।মহাকরণে গিয়ে রিপোর্ট করলে জানা যাবে।
--শুনলাম বিয়ে করেছিস।আশিসদার মত তুইও ফাকি মেরে দিলি।
মনসিজ হাসল বলল,ফাকি মারব না।সবাইকে নেমন্তন্ন করব চিন্তা করিস না।
--কবে করবি?
--দাড়া আগে জয়েন করি তারপর ধীরে সুস্থে ব্যবস্থা করব।
দিলীপ এসে বলল,মনা বইটা রাখ।আমার প্রথম প্রকাশিত গল্প সংকলন।
মনসিজ বইটা হাতে নিয়ে উলটে পালটে দেখে।এর মধ্যে বই বের করে ফেললি?মলাট ওল্টাতে দেখল,দিলীপ বইটা তাকে উৎসর্গ করেছে।সপ্রশ্ন দৃষ্টি মেলে দিলীপকে দেখে।দিলীপ বলল,যা মনে হয়েছে তাই করেছি।
--প্রথম বই বাবা কিম্বা মাকে উৎসর্গ করে।মনসিজ বলল।
---দ্যাখ মনা তোর সঙ্গে আবার দেখা হবে ভাবিনি।বইটা যখন ছাপা হচ্ছে তোর কথা খুব মনে পড়ছিল।তখনই স্থির করি তোকেই উৎসর্গ করব।তুই শুধু আমার বন্ধু নয় আরও অনেক কিছু।দিলীপের গলা ধরে আসে।
দিলীপ ইমোশনাল হয়ে পড়েছে।মনসিজ বলল,বাসায় গিয়ে পড়ব।আমার অভিনন্দন রইল। নির্মলের দিকে তাকিয়ে বলল,তোর কথা সব শুনেছি খুব খারাপ লেগেছে।
--ছাড়তো আমি ওসব নিয়ে ভাবিনা।যা পরে হবার তা আগে হয়েছে সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। 
--মেয়েদের সম্পর্কে আমার ধারণা অন্য রকম তাদের বিচ্যুতি দেখলে কষ্ট হয়।বাদ দে ওসব,এতদিন পর তোদের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগছে।
--আমি তো ভেবেছিলাম তুই বুঝি আর আসবি না।নির্মল বলল।
--তোদের এত তাড়াতাড়ি ভুলে যেতে পারি?
নিমুকে আগেই বলেছিল বঙ্কিম,মনা অন্যদের থেকে আলাদা।কথাটা ভেবে আত্মতৃপ্তি বোধ করে বঙ্কিম। 
শুভ জিজ্ঞেস করে,তোর বাড়ীতে আসে ওই মহিলাকে বিয়ে করছিস?
--হ্যা ওর নাম প্রজ্ঞা চৌধুরী সায়েন্স কলেজে সাইকোলজি নিয়ে পড়ছে।কয়েকমাস পরেই ওর পরীক্ষা।পরীক্ষা হয়ে গেলেই আমরা বিয়ে করব। 
বাজারে বঙ্কিমের সঙ্গে মহিলার দেখা হয়েছিল।মনা মনে হয় জানে না।মনার সঙ্গে ভালই মানাবে। 
মাস্তান ফেরেনি প্রজ্ঞা একটা বই নিয়ে চোখ বোলাতে থাকে।একজায়গায় চোখ আটকে যায়।ফোবিয়া বা অস্বাভাবিক ভীতিকে বর্ণনা করা হয় একটি স্থায়ী/দীর্ঘস্থায়ী ভয় হিসেবে যা কোনো বস্তু অথবা স্থান হতে পারে। ... ভয় মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্থা, যার নির্দিষ্টতা আছে কিন্তু ভয় যখন নির্দিষ্টতা অতিক্রম করে, একে ভয়রোগ/ভীতিরোগ/ ফোবিয়া বলে। সাইকোলজিতে পড়েছিল রজ্জু ভ্রমে সর্প দর্শণ।মনে যদি কোনো ভীতি দানা বাধে তখন অন্ধকারে দড়ি দেখে সাপ ভেবে আতকে ওঠে।মাস্তান তার বেলিকে এমন উচ্চ আসনে বসিয়েছে যে কারণে সহজভাবে বেলিকে নিতে পারছে না।মিলনের সময় একটা আড়ষ্টতা ওকে আচ্ছন্ন করে।অবশ্য দিনের পর দিন ওর সঙ্গে এমন বিহেভ করেছে প্রজ্ঞা যার জন্য এই অবস্থা। মনে হয় ওর এই সঙ্কোচের ভাবটা দূর করলে স্বাভাবিকতায় ফিরে আসবে।এত দেরী করছে কেন?
অনেকদিন পর দেখা হল কত কথা জমে ছিল।
মনসিজ উঠে দাড়ালো।বঙ্কিম বলল,চললি?কাল আসছিস তো?
মনসিজ হাসল কাল কি হবে সেই কি জানে।বলল,দেখি কাল কি হয়?আসিরে?
মনসিজ রাস্তায় নামতে নির্মল বলল,দাড়া আমিও যাবো।
কাছে এসে নির্মল ফিসফিসিয়ে জিজ্ঞেস করে,মনা তুই মন্দাকিনীকে চিনিস?
--কোন মন্দাকিনী?
--আমার সঙ্গে পড়ে।জিজ্ঞেস করছিল মনসিজকে চিনি কিনা।
--এই নামে কাউকে চিনি বলেতো মনে পড়ছে না।কোথায় থাকে কিছু বলেছে?
নির্মল বুঝতে পারে তাহলে হয়তো অন্য মনসিজের কথা বলেছে।নির্মল বলল,পাকপাড়ার ওদিকে থাকে,গাড়ি করে ভার্সিটিতে আসে--।
--দাড়া দাড়া আগে কি বেথুনে পড়তো?
--হ্যা-হ্যা বেথুনে পড়তো।তুই চিনিস?
--প্রজ্ঞার সঙ্গে পড়তো দেখেছি তেমন আলাপ নেই।কি বলছিল?
--গুণ্ডা টাইপ বেশ হ্যাণ্ডসাম--।
মনসিজ মনে মনে হাসে।বেলিকে বলতে হবে তার বন্ধু তাকে গুণ্ডা মনে করে।মনে পড়ল পার্কের কথা,সেই ছেলেটার দিকে রুখে গেছিল সেজন্য এরকম ধারণা হয়ে থাকবে।জিজ্ঞেস করল,হঠাৎ ঐ মেয়েটির কথা জিজ্ঞেস করছিস কেন?
নির্মল লজ্জা পায়।কি বলবে ভেবে পায় না।
মনসিজ বলল,যদি সেই মেয়েটা হয় তাহলে এর একটা বয় ফ্রেণ্ড ছিল।ছেলেটি ওকে এক্সপ্লইট করতো,তারপর ওদের ব্রেক আপ হয়ে যায়।
--এসব কথা বলেছে আমাকে।
--তোকে বলেছে?মনসিজ ভাবে নিজের অতীত গোপন করেনি,এটা ভাল লক্ষণ।
--আমিও আমার কথা বলেছি--জাস্ট ক্যাজুয়ালি।
--শুনে কি বলল?
--কি বলবে?একটা মেয়েকে দিয়ে সব মেয়েকে বিচার কোরোনা--এইসব।
--ওকে দেখে খারাপ মনে হয়নি তবে ওকে জানার মতো সুযোগ হয়নি অবস্থাপন্ন ঘরের মেয়ে বাবার বিজনেস আছে শুনেছি।একটা কথা তোকে বলি,আবেগ নয় বাস্তব বুদ্ধি দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করা উচিত।
--একবার ঠেকে অনেক কিছু শিখেছি।তুই যা ভাবছিস তা নয়। 

   
Like Reply


Messages In This Thread
RE: ছাইচাপা আগুন ।।কামদেব - by kumdev - 26-01-2022, 12:34 AM



Users browsing this thread: 44 Guest(s)