Thread Rating:
  • 14 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ভোরের কদম ফুল --- virginia_bulls
#13
তার পর খেত নিড়িয়ে পরের চাষের জন্য তুলে দিতে হবে জোএল সদ্দার কে এমনি কথা দেয়া আছে তার গাঁয়ের লোকে আপন করে নিয়েছে মধুর কে যে ছেলে এক মাসে ফিরে যায় নি শহরে, সে ফিরে যাবার ছেলেই নয় গাঁয়ের অনুষ্ঠানেও খেটে দিয়েছে মধুর আসলে শহরের গর্ব অহংকার গুলো গ্রামে দম বন্ধ হয়ে মরে যায় কারণ সোনা দানা , পয়সা দিয়ে গ্রামে বেঁচে থাকা যায় না তুমি বড়ো গাড়িতে না শক্ত গাড়িতে সে সব এখন কার মানুষ দেখে না এখান কার মানুষ দেখে মাইল হেঁটে হাট থেকে দু বস্তা বাজার মাথায় নিয়ে ৪০ মিনিটে তুমি সন্ধ্যের আগে গ্রামে ফিরতে পারলে কিনা বা গ্রামের মানুষ দেখে আড়াই তিন কিলো পাঁঠার মাংস ভাত দিয়ে একা সাবাড় দিতে পারলে কিনা এখানে মানুষ দেখা না তুমি ১০০০০ টাকার ব্র্যান্ডের পারফিউম লাগিয়েছো না ৫০০ টাকার


বরেন বাঁড়ুজ্জেও আসেন নি তিনিও ছেলে কে ছেড়ে দিয়েছেন শিখে নিক , বুঝে নিক জীবনের মূল্য শহরের শিশুর রং চঙে ইলেকট্রনিক নক্শা করা লাট্টুর থেকে একটা কদম ফুলের আনন্দ অনেক গুন্ বেশি মধুর হেরে যায় নি মধুর চৈতির হাত ধরে প্রতিবাদ করেছে মাত্র সভ্য সমাজের , যারা ভাতের এক থালা নর্দমায় অনায়াসে ছুড়ে ফেলে দিয়ে থালা ধুয়ে রেখে দিতে পারে তাদের জন্য

এখানে হয়তো ফিনাইলের কোনো জায়গায় দেয় নি অসভ্য গ্রাম সমাজ কিন্তু সময় ঘুরে চললো নিজের নিভৃত গতিতে রাত থেকে দিন আর দিন থেকে রাত সময় এসে গেলো ধান কাটাই এর কাজ জোএল সর্দার কিপ্টে গাছ ভিজে থাকলে ধান পচে যাবে তাই খুব তাড়াতাড়ি কেটে নিতে হবে শুয়ে পড়া ধান চার জন লোক কে দিলো ধান নিরোনোর কাজে আর নিজে মাঠে নামলো মধুর কাস্তে চালাতে শেখে নি সে হেসো দিয়ে দা মারলে গাছ কাটা যায় ধান কাটা যায় না কিছুতেই থাকতে পারছিলো না চৈতি , মধুরের অসহায়তার দিকে তাকিয়ে

থাক বাবা যা বলে বলুক , তাকে যেতেই হবে সারা দিন কেটে গেছে , সে ভাবে ধান কাটাই হয় নি নিজেই কাস্তে নিয়ে ছুটে গেলো মাঠে দেখিয়ে দিলো কি করে ঘষতে হয়ে ধারালো কাস্তে ধানের গোড়ায় আর একটু ঘষলেই কেমন করে কেটে যায় খড় মুখে এক রাশ আনন্দ নিয়ে কেটে চলে মধুর আঁটির পর আঁটি ক্লান্তি হীন আরো একটু পরিশ্রম করা যায় , আরো একটু দু জন আটি বইছে গোলায় নিয়ে যাবার জন্য দুজন কাটছে ধান না রাতে আর কাজ করা যাবে না , সন্ধ্যে নেমে আসছে শীতের সন্ধ্যে বলে তারির আসর বসে মাঠেই বিচালি জ্বেলে আলু ফেলে দিয়ে পুড়িয়ে খায় গ্রামের লোক সে আলুর স্বাদ এরা ছাড়া আর কেউ বুঝবে না বুঝবে না মাস কলাইয়ের শাকের কলাই ভেঙে খাবার আনন্দ এই টা মাস সে নতুন করে একটা পৃথিবীর সন্ধান পেয়েছে এখানে ক্যাপিটালিস্ট দের কোনো জায়গা নেই মেয়ের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করতে হয় না

সন্ধ্যে বেলা পুকুর ঘাটে পা ধুয়ে , মন্দিরে দাবায় বসে মধুর এখানে অনেক বুড়োরা বসে হুঁকো টানে গ্রামের পুরুষেরা সন্ধ্যে বেলা এক জায়গায় জড়ো হয়ে দুনিয়ার খবরের চর্চা করে হয় তো লোকের মুখেই শোনা যায় ডোনাল্ড ট্রাম্প নতুন রাজা অথবা ট্রেনের ধাক্কায় মারা গেছে অনেক মানুষ পরের দিনের ভোর হবার জন্য অপেক্ষা করবে এই মানুষ গুলো নেশার মতো ছুটে যাবে মাঠে গায়ে কাদা মেখে এমনি মাটির বুকে ছিড়ে বের করে আনবে সোনার ফসল এদের কেন লোভ হয় না ? সব ফসল বেচে দেয় নূন্যতম দামে আর শহরের মানুষ কে বাসমতি চাল কিনতে হয় ১২০ টাকা কিলোতে এদের মধ্যেই বসে থাকে মধুর অনেকে চিত্রহার এর গান শুনছে বিবিধ ভারতীতে কাল হয়তো ধান নিড়োনো শেষ হয়ে যাবে দু চার দিনে শেষ হবে ঝাড়াই মাড়াইয়ের কাজ আর তার পর মাথা নিচু করে ঘরের কোন থেকে সরে যেতে হবে মধুরকে, চৈতি কে বিয়ে করে পরাজয়ের ম্লান আলোতে তার মনে খুশি আসে হেরে গেছে সে মাটির কাছে , জোএল সর্দারের কাছে হার সে মানে নি কিন্তু যদি আরেকটা সুযোগ পেত প্রথম থেকে ? যদি আগে থেকে জানতো চাষ করতে গেলে কত টা ঘাম ঝরাতে হয় ? তাহলে মাথা উঁচু করে চৈতি কে বিয়ে করতে পারতো কদম ফুল তার যে কত প্রিয়
[+] 5 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: ভোরের কদম ফুল --- virginia_bulls - by ddey333 - 17-01-2022, 08:39 AM



Users browsing this thread: 2 Guest(s)