Thread Rating:
  • 14 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ভোরের কদম ফুল --- virginia_bulls
#12
সেদিন সন্ধে বেলা জোএল সদ্দার গেছে শহরে সার কিনতে , বাড়িতে কেউ নেই মন আর মানলো না মধুরের কত দিন কথা বলে নি চৈতির সাথে তুলসী তলায় বাতি জ্বালিয়ে সারির আচঁল বুকে জড়িয়ে প্রণাম করলো চৈতি সে ঠাকুর কে ডাকে , যেন তার বাবা মধুর কে ক্ষমা করে দেয় সে জানে মধুর পারবে না ধান তুলতে

টেনে নিলো খড়ের গাদায় চৈতি কে
পাগলের মতো চুমু খেতে লাগলো মধুর একটু থেমে বললো "তোমার জন্য আমি সব পারি ! হয় তো ৩০ মন ধান আমি তুলতে পারবো না , কিন্তু ধান আমি ফলাবোই "
খড়ের গাদায় চৈতির শরীর টা নিয়ে খেলতে থাকে মধুর মানা করে না চৈতিও শুধু মাথায় হাত বুলিয়ে বলে "খুব কষ্ট তাই না , এই যে সব কাজ একা একা !"
মধুর বলে: নাঃ তোমার মায়ের রান্না খুব সুন্দর , আমার অভ্যেস হয়ে গেছে !"
চৈতির পেলব মুখে একটা চুমু খায় "যাও কেউ এসে পড়বে !"
চৈতি বুকে জড়িয়ে ধরে মধুর কে "উঁহুঁ যেতে ইচ্ছে করছে না "
মধুর : আমি কথা দিয়েছি , যাও আর তো টি মাস !"

মধুর কে ছেড়ে দাবায় উঠে যায় চৈতি মা বেরিয়ে আসে ঘর থেকে "কিরে কার সাথে কথা বলছিস উঠোনে ?"
চৈতি মাথা নামিয়ে ঘরে চলে যায়

ভাবি শাশুড়ি মা ডাকে "মধুর চা খাবে ?"
মধুর গোলার গামছা দিয়ে শরীর টা ঝাড়তে ঝাড়তে বলে "নাঃ থাক ! "
চৈতির মা বলে "ভিতরে এসে বসো !"
মধুর তাকিয়ে থাকে চৈতির মায়ের দিকে সত্যি যেন মায়ের মতো বড়ো লাল টিপ্ , লাল পাড় থান শাড়ি , মনে অহংকার নেই , বরং তার প্রতি মমতা উপচে পড়ছে , না না বেইমানি করা যাবে না কিছুতেই

নিজের মুখ ঘুরিয়ে নেয় বাধ্য হয়ে ফিরে যায় তার পচ্ছিমের ঘরের দিকে কদম গাছে অনেক ফুল ধরেছে অন্ধকার দাবায় বসে একটা কদম ফুল নিয়ে গন্ধ শুকতে থাকে কাল মাধব বাবু আসলে শিখে নিতে হবে আরো অনেক কিছু
মাধব: কি ভায়া কাল যে বলেছিলুম তুতে গুলে দিতে , দিয়েছিলে ?
মধুর: হ্যাঁ কাল বিকেলেই দিয়ে দিয়েছি

মাধন: গাছের বার নিয়ে ভেবো না গোসাই , এবার সার দেবার পালা বুঝলে দেখো চাড্ডি ইউরিয়া-N এনে ছড়িয়ে দিও নি বলদের গোবর গুলো করলে টা কি ? জমি সমান করার সময় একটু ফসফরাস মেরে দিলে পরে গাছের বারণ ভালো হতো , যাগগে সে তো দেরি হয়ে গেছে কাল গিয়ে আরকানসাস নাইট্রোজেন নিয়ে আসবে বুঝলে , আমি শিখেছি কাওকে বলোনি যেন
তোমার জমিতে জল কমে গেছে একটু জল দিয়ো গোসাই বাকি সব ঠিক হয়ে যাবে

ভালো করে শুনে নাও আগে জলে গুলে গোবর ছড়িয়ে দেবে পরের দিন যা বললাম ওটা এনে আগেই জলে গুলবে না একটা ধানের পাতা ছিড়ে রং মেলাবে দেখবে সারের প্যাকেটে কালার ইনডেক্স আছে যে রঙের সাথে মিল খাবে ততো টা মাত্রা জলে গুলে সমান ভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে সব গাছের গোড়ায় মাপ যোগ কানাই না হয় বলে দেবে

এই সমান ভাবে ছড়িয়ে দেয়ার উপর তোমার বিয়ে নির্ভর করবে গোসাই এতে তোমার শশুরও জব্দ বুঝলে
আমাদের দেশে ৩২ শতাংশ ধান পোকায় খেয়ে নষ্ট করে অথচ সরকার ভগবান দাস হয়ে বসে আছে তোমরা লেখা পড়া জানা ছেলে ছোকরা তোমাদের আমি কি বোঝাবো ! আর শোনো সার দিলেই পিল পিল করে ধানের সিস্ আসবে মনে রেখো কারবারাইল, আর মুসতাঙ কিনে রেখো দুটো হলো পোকামাকড়ের যম তাবলে একে বাড়ে স্নান করিয়ে দিয়ো নি ২০০ মিলি ২০ লিটার জলে গুলে শুধু স্প্রে মারবে বুঝেছো , দু বার কি তিন বার এটা তোমাদের বিয়েতে আমার যৌতুক রইলো

তোমার শশুর এসব করে না তুমি তাকেও শিখিয়ে দিতে পারো বৈকি আজ আমি আসি হে গোসাই বিয়েতে অনেক গুলো মিষ্টি খাবো

মনে এক রাশ স্বপ্ন নিয়ে শরীর টা এলিয়ে দেয় আলের উপর উপর দিয়ে দু একটা সারস উড়ে যাচ্ছে নীল মেঘে জমি তার উপর বড্ডো মায়া পড়ে যাচ্ছে মধুরের সেই জন্য বুঝি আজ গ্রামের চাষী রা গ্রাম ছেড়ে শহরে ছুটে যায় না দু একটা আলের আগাছা হাতে ছিড়ে শুকতে থাকে বুনো গাছের গন্ধ সবুজ নতুন ধানের পাতা গুলো হালকা হয় কাঁপছে চোখ ফেরালেই ধানের জমি শেষ হয়ে যাবে এই টুকু ছোট জমি কে মাস বুকে আগলে রেখেছে মধুর

মাধবদার কথা গুলো মনে আওড়ে নেয় মধুর কত দিন ফেইসবুক দেখেনি জানে না বন্ধুদের কি অবস্থা ফেসবুকের আর কি দরকার? উঠে দাঁড়িয়ে শরীরের ধুলো ঝেড়ে নিলো চলে গেলো আরো একটা মাস
কাদা ভিজে মাটিতে গুলগুলি করে সযত্নে দিয়েছে সার , দিয়েছে নাইট্রোজেন , ছড়িয়েছে পেস্টিসাইড শুধু ধানের গাছ হলুদ হওয়ার অপেক্ষা টিপে টিপে দেখে নিয়েছে ফাঁপা ধানের শীষ কত ধানের শীষ অনেক দেখতে কিন্তু ফাঁপা ধান অনেক হয় সেগুলো তুষ হয়ে কেটে বেরিয়ে যাবে গোলায় ধান তোলা মানে , ধানের গাছ নিড়িয়ে আটি কেটে , ঝাড়াই মাড়াই করে , ধান সিদ্ধ করে বস্তায় ভরে নেওয়া অনেক কাজ বিস্তর কাজ বাকি
[+] 5 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: ভোরের কদম ফুল --- virginia_bulls - by ddey333 - 16-01-2022, 08:36 PM



Users browsing this thread: 2 Guest(s)