Thread Rating:
  • 14 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ভোরের কদম ফুল --- virginia_bulls
#10
শুরু হলো এক নতুন জীবন মধুরের একে একে ছেড়ে গেলো সব কিছু প্রথমে ফোন আর তার পর পরনের পোশাক আর ডিওডোরেন্ট ধুতি সে পড়তে পারে না , কিন্তু যোগ হলো শরীরে লুঙ্গি আর ধুতি শহুরে মানুষের গা হয়ে গেলো খালি গা যা কিছু শেখবার শিখিয়ে দেবে কানাই সে জোএল সদ্দারের দেয়া সব চেয়ে ভালো মজুর ক্ষেতের কাজ তার নখ দর্পনে চলে গেলো মধুরের পায়ের জুতো খালি পায়ে গ্রামের খেতে গাড়ি সামুকে কেটে যাবার ভয় জোঁক লাগছে পায়ে রোজ


শুরু হলো মোটা চাল খাওয়া সকালে এক গামলা পান্তা , দুপুরে মাছের ঝোল ভাতবা সবজি ভাত এক হাটু জলে ধান রোয়ানো, বলদ চালানো , আগাছা নিড়োনো, সবই শিখতে হবে তাকে , একটু একটু করে সময় নেই শিক্ষিত শহুরে ছেলে খবর দিলো ভাবি শশুর কে একটা রেডিও চাই ফোন যখন নেই , চাষের খবর শুনতে হবে রেডিওতে সকালে বিকেলে দুবার চা পাওয়া যাবে
খুব সহজেই মধুর মানিয়ে নিলো গাঁয়ের জীবন শৈলী শহুরে পোশাক ছেড়ে
তীক্ষ্ণ দৃষ্টি রইলো জোএল সর্দারের তার উপর একে একে আসতে লাগলো প্রতিকূলতা প্রথমে শরীর বিদ্রোহ করলো তার পরে মন কিন্তু জেদের কাছে হার মানলো দুটোই একে একে সামনে তাকিয়ে শুধু তার লক্ষ্য চৈতি আর বাঁধ সাধলো চাষের অভিজ্ঞতা বলদ ঠেলতে না পারা ধান রোয়ানোর ঠিক মাপ না বোঝা সবার ধানের দৈর্ঘ যখন দু বিগৎ , তখন তার ধান এক বিগৎ এই দাঁড়িয়ে

কানাই এর কাছে শিখলেও হাতে ধরে করতে হয় কাজ তবুও পন প্রাণ দিয়ে রোজ আগলাতে লাগলো তার দু বিভাগে জমি জলের মাপ মানতে লাগলো রেডিও শুনে শুনে মধুপুরের কিষান সমবায় বিকাশে গিয়ে গিয়ে লোকের মুখে মুখে শিখে নিতে থাকলো চাষের টুকি টাকি তবু শশুরের কাছে মাথা নামবে না সে জমি নিড়িয়ে ঠিক মতো সমান করতে পারে নি প্রথম বোল্ড ঠেলে ছিল এটা তার জীবনে হাতের ছাল উঠে কড়া পরে গেছে , তার পা কেটে ফালা ফালা হয়ে গেছে কিন্তু ধান সে ফলাবেই বর্ষার জমা জল কমে যাচ্ছে আরো জল চাই গাছ সে ভাবে এখনো বাড়ে নি তাই নিজেই চলে গেলো গাঁয়ের প্রধানের কাছে , যদি সালোও টিউবের আরেকটু জল পাওয়া যায় প্রধান উপেক্ষা করলেন

"
শহরের ছেলে ধান চাষ কি তোমাদের মানায় , যাও বাড়ি ফিরে যাও তোমার ক্ষেতের যা অবস্থা তাতে ধান হলেও ১০ মনের বেশি ধান তুমি তুলতে পারবে না "
এর পর মধুর পড়াশুনার জন্য চলে গেলো গ্রামের কলেজের লাইব্রেরি তে যদি বই পত্তর কিছু পাওয়া যায় সেখানে আলাপ হলো এক টিচারের সাথে মাধব রঞ্জন পাল, চাষীর ছেলে কিন্তু ভূগোলের অধ্যাপক তিনি একদমই বন্ধুর মতো বয়সের হের্ ফের হবে বছর এক তার কানেও গিয়েছে মধুরের খামখেয়ালিপনা জোএল সদ্দার ধানের গোলার মালিক ওর মতো ধানের গলা তল্লাটে কারোর নেই তার সাথে পাল্লা দেয়া এই ছোড়ার কম্মো নয়


মধুর: দাদা ভীষণ বিপদে পরেই যে আসলাম আপনার কাছে !
মাধব : জানি সবই জানি , সময়সা টা কি ?
মধুর: ধানের গোড়া বাড়ছে না জল দিচ্ছি , হেমিপিতেরা পোকা আসতে শুরু করেছে !
মাধব: হাঃ আঃ আহা অরে ওটাকে বলি ধানের ঘুন পোকা , ধান গাছের শাসালো রস ওরা চুষে খেয়ে নেয়

মধুর: পেস্টিসাইড দিয়েছি , কি কমছে না তো ? তাই দেখছিলাম যদি চাষ বাসের কিছু বই পাওয়া যায় !
মাধব: অরে বাবা বই দিয়ে কিছু হবে না , যাও বনমালীর দোকানে তুতে পাওয়া যায় কিলো দুই তুতে, দু গামলা জলে চেষ্টাও দেখি

মধুর: আচ্ছা আসি তাহলে
মাধব: শোনো হে ছোকরা , কাল আমিও যাবো দেখতে !
মধুর: খুব ভালো হয় , এসে একটু যদি আমায় সাহায্য করেন


যত টুকু কানাইয়ের থেকে সাহায্য না নিলে নয় ততটাই সহায় নিয়েছে মধুর শরীরে তিন মাসেই মাংস পেশী গজিয়ে গেছে তার কোদাল কোপানো , বলদের নাকে নল পড়ানো, ছিপ দিয়ে মাছ ধরা , চলো তার জালি দিয়ে জাল ফেলা পুকুরে সব শেষ সব কিছুই একটু একটু করে শিখেছে সে চৈতির দিকে তাকিয়ে
[+] 5 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: ভোরের কদম ফুল --- virginia_bulls - by ddey333 - 16-01-2022, 11:43 AM



Users browsing this thread: 2 Guest(s)