26-12-2021, 11:16 PM
(25-12-2021, 11:38 PM)kumdev Wrote:প্রজ্ঞা সাবধানী নারী।
।।৮৪।।
ক্লাসে নজরে পড়লেও শুভেন্দু কিছু বলে না।কোনোভাবে অসতর্ক মুহূর্তে লেগে থাকবে প্রজ্ঞা হয়তো খেয়াল করেনি।ক্লাসটা শেষ হলে ব্যাপারটা নিয়ে মজা করা যাবে।প্রজ্ঞা স্যারের দিকে একভাবে তাকিয়ে আছে। স্যারের লেকচার শুনতে শুনতে অজান্তে শুভেন্দুর নজর প্রজ্ঞার মাথার দিকে চলে যাচ্ছে।একসময় ঘণ্টা পড়ে।স্যার বেরিয়ে যেতে সবাই বাইরে বেরিয়ে পড়ে।প্রজ্ঞাকে আলাদা করে সরিয়ে নিয়ে শুভেন্দু মজা করে বলে,কিরে তোর সিথিতে সিদুর দিল কে?