19-12-2021, 12:08 PM
(This post was last modified: 19-12-2021, 12:09 PM by ddey333. Edited 2 times in total. Edited 2 times in total.)
পৃথিবীতে অনেক মানুষেরই সফলতার পেছনে নাকি, নারীরই অবদান থাকে। বড় বড় বিজ্ঞানী সহ রাজনৈতিক নেতা কিংবা সাহিত্যিকদের জীবন কাহিনি ঘাটলে, তেমন কিছু সূত্র পাবারই কথা। অনেকেই আড়ালে বলে থাকে, আমার সফলতার পেছনেও নাকি তেমনি এক নারীর অবদান রয়েছে। তবে, সেই নারীটি যদি আমার বউ কিংবা অন্য কোন আপনজন হতো, তাহলে বোধ হয় কোন সমস্যা থাকতো না। সমস্যা হলো, সেই নারী মানবীটি একজন সাধারন গৃহবধু। অন্য একজনের বউ! গৃহবধুটির নাম রুনু। যার স্বামী বরাবরই বিদেশে থাকে। তার একটি মেয়েও ছিলো। মেয়েটিও বিয়ের পর স্বামীর সাথে বিদেশে থাকে।
অনেকে অনেক পরকিয়া প্রেমের গলপো জানে। আমাকে জড়িয়ে সেই ধরনের কোন স্ক্যান্ডালও নেই। সবাই জানে, রুনুর স্বামী বিদেশে থাকে বলেই কেয়ার টেইকার অথবা বডি গার্ড হিসেবে এই কাজটি বেছে নিয়েছে আমি। সে অধিকারটুকুও আমার ছিলো। কারন, রুনুর একমাত্র মেয়ে ইভাকে আমি প্রাইভেট পড়াতাম, রুনুর বড় ভাই ইয়াহিয়া সাহেবের অনুরোধেই। কারো কারো এই গৃহবধুটির সাথে আমার পরকিয়া প্রেমের কথা জানাজানি থাকলেও, কেউ কখনো আমাদের সামনে মুখ ফুটিয়ে বলে না। কেনোনা, কারো কাছে তেমন কোন প্রমাণ জাতীয় ব্যাপারগুলো নেই। কারন, বাইরে থেকে আমার আর সেই গৃহবধুটিকে, একে অপরের কেয়ার টেইকার বলেই মনে হয়ে থাকে। দুজনেই গম্ভীর, এবং সব সময় একটা ভাব নিয়েই থাকি।
রুনু সুন্দরী বলে, সত্যিই বয়স ঠিক বুঝা যায়না। তবে, এটা স্পষ্ট বুঝা যায়, রুনুর চাইতে আমার বয়স অনেক কম। পাশাপাশি হাঁটলে বড় বোনের সাথে একটি ছোট ভাই হাঁটছে বলেই মনে হয়। তাছাড়া, এমন এক রূপসী মহিলার স্বামী যদি বিদেশেই থাকে, আমার মতো সুঠাম দেহের একজন বডি গার্ড কিংবা কেয়ার টেইকার থাকাটা অস্বাভাবিক কিছুনা। তবে, রাতের অন্ধকারে কিংবা ঘরের ভেতর কে কি করলো, তার খবর কেই বা কেমন করে নেবে। কারো ব্যক্তি জীবনের স্বাধীনতা খর্ব করার অধিকার তো কারোরই নেই। আমরা যদি এমন করেই সুখে থাকতে পারি, তাহলে তো সামাজিক ভাবেই মঙ্গল!
আমি একটা সাধারন কোম্পানীতে প্রকৌশলী হিসেবে কাজ করতাম। অনেকেই কানাঘুষা করে, তিন বছরের মাথাতেই প্রেম ব্যর্থতার কারনেই নাকি, সেই চাকুরীটাও ছেড়ে দিয়েছিলাম। তারপর, নুতন কোন চাকুরীর সন্ধান করেছি বলে, কারোরই মনে হয়না। আর রাতারাতি, সেই গৃহবধুটির কেয়ার টেকার হবার ব্যাপারটিও যেমনি সন্দেহজনক ছিলো, ছয় মাসের ভেতর সংসদ সদস্য হবার ব্যাপারটিও আরো সন্দেহজনক হয়ে দাঁড়ালো। সবারই ধারনা, সেই গৃহবধু রুনুর স্বামীর বিদেশী আয় পুরুটাই আমার দখলে। তবে, মেজাজী প্রকৃতির আমার মুখের উপর যেমনি কেউ এই কথা বলতে পারেনা, ঠিক তেমনি মেজাজী মহিলা রুনুও এসব নিয়ে প্রশ্ন উঠলে পাত্তা দেয়না।
আমি কোন রাজনৈতিক দলের ব্যনারে নির্বাচন করিনি। নির্বাচন করেছি স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে। তারপরও বিপুল ভোটে বিজয়ের ব্যাপারটিও সন্দেহজনক। তবে, আড়ি পাতলেই শুনা যায়, আমি একটা সময়ে চটি লেখক ছিলাম। যদিও বাজারে আমার লেখা কোন বই খোঁজে পাওয়া যায়না, ইন্টারনেটে খোঁজলে কদাচিতই চোখে পরে। সেই হিসেবে ইন্টারনেটে আমার প্রচুর ভক্ত ছিলো। তাই, সবারই ধারনা, সেসব যৌন পাগলা ভক্তদের সমর্থনেই নাকি আমি নির্বাচন করেছে! আর তাদের সহযোগিতা আর প্রচারের কারনেই নাকি, ভোটেও জিতেছি।
আসলে, এত সবের পেছনে কার কত অবদান আমি বলতে পারবো না। অফিসে তখন একটু অমনোযোগীই থাকতাম। সব সময় রুনু আপার উপরই মনটা পরে থাকতো। সাধারন একটা ভুলের জন্যে, বস এর সাথে বড় ধরনের বাক বিতণ্ডাই হয়েছিলো। শেষ পর্য্যন্ত্য এক কথাতেই চাকুরীটা ছেড়ে দিলাম।
অনেকে অনেক পরকিয়া প্রেমের গলপো জানে। আমাকে জড়িয়ে সেই ধরনের কোন স্ক্যান্ডালও নেই। সবাই জানে, রুনুর স্বামী বিদেশে থাকে বলেই কেয়ার টেইকার অথবা বডি গার্ড হিসেবে এই কাজটি বেছে নিয়েছে আমি। সে অধিকারটুকুও আমার ছিলো। কারন, রুনুর একমাত্র মেয়ে ইভাকে আমি প্রাইভেট পড়াতাম, রুনুর বড় ভাই ইয়াহিয়া সাহেবের অনুরোধেই। কারো কারো এই গৃহবধুটির সাথে আমার পরকিয়া প্রেমের কথা জানাজানি থাকলেও, কেউ কখনো আমাদের সামনে মুখ ফুটিয়ে বলে না। কেনোনা, কারো কাছে তেমন কোন প্রমাণ জাতীয় ব্যাপারগুলো নেই। কারন, বাইরে থেকে আমার আর সেই গৃহবধুটিকে, একে অপরের কেয়ার টেইকার বলেই মনে হয়ে থাকে। দুজনেই গম্ভীর, এবং সব সময় একটা ভাব নিয়েই থাকি।
রুনু সুন্দরী বলে, সত্যিই বয়স ঠিক বুঝা যায়না। তবে, এটা স্পষ্ট বুঝা যায়, রুনুর চাইতে আমার বয়স অনেক কম। পাশাপাশি হাঁটলে বড় বোনের সাথে একটি ছোট ভাই হাঁটছে বলেই মনে হয়। তাছাড়া, এমন এক রূপসী মহিলার স্বামী যদি বিদেশেই থাকে, আমার মতো সুঠাম দেহের একজন বডি গার্ড কিংবা কেয়ার টেইকার থাকাটা অস্বাভাবিক কিছুনা। তবে, রাতের অন্ধকারে কিংবা ঘরের ভেতর কে কি করলো, তার খবর কেই বা কেমন করে নেবে। কারো ব্যক্তি জীবনের স্বাধীনতা খর্ব করার অধিকার তো কারোরই নেই। আমরা যদি এমন করেই সুখে থাকতে পারি, তাহলে তো সামাজিক ভাবেই মঙ্গল!
আমি একটা সাধারন কোম্পানীতে প্রকৌশলী হিসেবে কাজ করতাম। অনেকেই কানাঘুষা করে, তিন বছরের মাথাতেই প্রেম ব্যর্থতার কারনেই নাকি, সেই চাকুরীটাও ছেড়ে দিয়েছিলাম। তারপর, নুতন কোন চাকুরীর সন্ধান করেছি বলে, কারোরই মনে হয়না। আর রাতারাতি, সেই গৃহবধুটির কেয়ার টেকার হবার ব্যাপারটিও যেমনি সন্দেহজনক ছিলো, ছয় মাসের ভেতর সংসদ সদস্য হবার ব্যাপারটিও আরো সন্দেহজনক হয়ে দাঁড়ালো। সবারই ধারনা, সেই গৃহবধু রুনুর স্বামীর বিদেশী আয় পুরুটাই আমার দখলে। তবে, মেজাজী প্রকৃতির আমার মুখের উপর যেমনি কেউ এই কথা বলতে পারেনা, ঠিক তেমনি মেজাজী মহিলা রুনুও এসব নিয়ে প্রশ্ন উঠলে পাত্তা দেয়না।
আমি কোন রাজনৈতিক দলের ব্যনারে নির্বাচন করিনি। নির্বাচন করেছি স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে। তারপরও বিপুল ভোটে বিজয়ের ব্যাপারটিও সন্দেহজনক। তবে, আড়ি পাতলেই শুনা যায়, আমি একটা সময়ে চটি লেখক ছিলাম। যদিও বাজারে আমার লেখা কোন বই খোঁজে পাওয়া যায়না, ইন্টারনেটে খোঁজলে কদাচিতই চোখে পরে। সেই হিসেবে ইন্টারনেটে আমার প্রচুর ভক্ত ছিলো। তাই, সবারই ধারনা, সেসব যৌন পাগলা ভক্তদের সমর্থনেই নাকি আমি নির্বাচন করেছে! আর তাদের সহযোগিতা আর প্রচারের কারনেই নাকি, ভোটেও জিতেছি।
আসলে, এত সবের পেছনে কার কত অবদান আমি বলতে পারবো না। অফিসে তখন একটু অমনোযোগীই থাকতাম। সব সময় রুনু আপার উপরই মনটা পরে থাকতো। সাধারন একটা ভুলের জন্যে, বস এর সাথে বড় ধরনের বাক বিতণ্ডাই হয়েছিলো। শেষ পর্য্যন্ত্য এক কথাতেই চাকুরীটা ছেড়ে দিলাম।