13-12-2021, 11:46 AM
(13-12-2021, 12:30 AM)kumdev Wrote: ।।৭৯।।
শ্যামাপ্রসাদ মাল খেয়ে এসে তার বউ কমলার চুলের মুঠী ধরে পেটাচ্ছে।কয়েকজন চুলের মুঠি ছাড়িয়ে শ্যমপ্রসাদকে দু-ঘা দিতে যাবে কমলা ফুসে উঠে বলল, আপলোগ কো কৌন বুলায়া কিউ আয়ে হ্যায় আপ?
ছোড়িয়ে--ছোড়িয়ে--। কমলা তার মাতাল স্বামীকে ধরে ঘরের ভিতর নিয়ে গেল।দোকানের লাগোয়া পিছনেই থাকে শ্যামপ্রসাদ।
কৌতূহলী ভীড় অবাক, যাঃ শাল-আ ভাল করতে এসে উলটো ফল।যে প্যাদাচ্ছিল তার উপর দরদ উঠলে উঠল।এইসব মাগীর প্যাদান খাওয়াই ভাল।
ওরা আবার রকে ফিরে আসে। চাদু মজা করে বলল,আমার মরদ আমাকে মারুক ধরুক কার বাপের কি--একে বলে প্রেম।
দিলীপ বলল,ব্যাপারটা প্রেম নয় অর্থনৈতিক ব্যাপার।
শুভ বিরক্তি নিয়ে তাকায় দুটো গল্প ছাপা হয়েছে বলে ভাবে কিইনা কি হয়েছে বলল,এর মধ্যে অর্থনীতির কি দেখলি?
--শ্যামপ্রসাদ উপার্জন করে সংসারে কমলা ওর উপর নির্ভরশীল।ও জানে পাড়ার লোক ওকে খেতে দেবে না।
--তুই বলছিস প্রেম-ফ্রেম ফালতু?
--ফালতু বলছি না কিন্তু অর্থনীতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক।
প্রখর বাস্তব । কমলার আচরন পুরোপুরি অর্থনীতির সাথে সম্পর্কিত ।
আমাদের দেশে বেশির ভাগ ক্ষেত্রেই এই একটা কারনেই মেয়েরা অত্যাচারিত হয়েও আইনের দ্বারস্থ হয় না ।
সেজন্যই মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই জরুরী ।