08-12-2021, 09:40 PM
(06-12-2021, 10:03 PM)DSaha Wrote: আমার প্রথম জিজ্ঞাস্য হলো....মনসিজের প্রতি মীনাক্ষীর ভাবনা টা পরিষ্কার করা হয়নি এখনও....দিলীপের মাধ্যমিক পরীক্ষার সময় মনোসিজের সঙ্গে মীনাক্ষীর একটা সু-সম্পর্ক তৈরি হয়েছিল....এবং দিলীপ কে সাহায্য করার জন্য মনসিজের প্রতি কৃত্জ্ঞতা বোধ টাও ছিল মীনাক্ষীর....তাহলে হটাৎ করে কি এমন হলো যে মনসিজ বই চাওয়া সত্ত্বেও মীনাক্ষী বাহানা করে না করে দিলো যে বই দেওয়া যাবে না...ওই মুহূর্তে মীনাক্ষীর মাথায় কি বুদ্ধি কাজ করেছিল সেটা কামদেব দার পরিষ্কার করা উচিত ছিল...আর মীনাক্ষী কি সত্যি মনোসিজ কে মনে মনে ভালোবেসে ছিল???সেটাও পরিষ্কার হয়নি....তাছাড়া দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল...তাহলে সেখান থেকে কি ভেবে হটাৎ করে মনসিজের সঙ্গে দূরত্ব তৈরি করলো??
দ্বিতীয়ত এরপর মনোসিজের IAS হবার কথাটা ছড়িয়ে পড়লেও মীনাক্ষী এবং রুক্সানার কোনো রিয়াকশন পেলাম না...এরা দুজন বিশেষ করে মীনাক্ষী খবরটা জানার পর কি ভাবতেছে....