Thread Rating:
  • 101 Vote(s) - 3.32 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ছাইচাপা আগুন ।।কামদেব
(06-12-2021, 03:40 AM)DevilBlood Wrote: কামদেবের সব গল্পে মিলন এরকম হয়েছে।। তাই বললাম এটাই উনার লেখার স্টাইল।।

স্টাইল সে ঠিক আছে। তবে তরুণ-তরুণীর মিলন কি প্রৌঢ়দের মিলনের মত  অভ্যস্ত, দায়াসারা? এ কেমন স্টাইল। বেলি মনে হয় সঙ্গমের সময়  মনের সাথে সংসারের চাল ডাল নিয়ে আলোচনা করলেও বেমানান হত না। কিংবা পাশের বাড়ির কুকুরের বাচ্চা হয়েছে এসব আলোচনাও করতে পারত/

রবীন্দ্রনাথ তাঁর কড়ি ও কোমল কাব্যে প্রথম মিলনের আবেগ, আনন্দ বেদনা নিয়ে লিখেছেন। প্রথম দর্শনের কাঁপুনি সে কোথায়?

পড়তে গিয়ে মনে হল, বেলি গত দশ বছর ধরে রমণ করছে, যেন জল কুলকুচি করার মত স্বাভাবিক। খেয়ে দেয়ে জল কুলিকুচি করতে হয় যেমন, তেমনই বিয়ের পর রমণ। এমন যান্ত্রিক, আবেগশূন্য মধ্যবয়সী সেক্স দেখলাম যেন।

তার অক্ষতযোনি বিদীর্ণ হবার কোন দুরু বুকে কাঁপুনি ছিলনা। প্রথম রক্তপাত নিয়ে কোনও আবেশ দেখলাম না । এর চেয়ে যৌন দৃশ্য না থাকাই বোধহয় ভাল ছিল।
নিচে রবিঠাকুরের দুটি কবিতা দিলাম।

দেহের মিলন
কাব্য - কড়িও কোমল, রবীন্দ্রনাথ ঠাকুর

প্রতি অঙ্গ কাঁদে তব প্রতি অঙ্গ-তরে।
প্রাণের মিলন মাগে দেহের মিলন।
হৃদয়ে আচ্ছন্ন দেহ হৃদয়ের ভরে
মুরছি পড়িতে চায় তব দেহ-'পরে।
তোমার নয়ন-পানে ধাইছে নয়ন,
অধর মরিতে চায় তোমার অধরে।
তৃষিত পরান আজি কাঁদিছে কাতরে
তোমারে সর্বাঙ্গ দিয়ে করিতে দর্শন।
হৃদয় লুকানো আছে দেহের সায়রে,
চিরদিন তীরে বসি করি গো ক্রন্দন।
সর্বাঙ্গ ঢালিয়া আজি আকুল অন্তরে
দেহের রহস্য-মাঝে হইব মগন।
আমার এ দেহ মন চির রাত্রিদিন
তোমার সর্বাঙ্গে যাবে হইয়া বিলীন॥
[+] 5 users Like samareshbasu's post
Like Reply


Messages In This Thread
RE: ছাইচাপা আগুন ।।কামদেব - by samareshbasu - 06-12-2021, 01:06 PM



Users browsing this thread: