02-12-2021, 11:37 PM
(02-12-2021, 10:31 PM)Biddut Roy Wrote: এখন আর দেখা যাবে কেমনে? এখন তো সবাই রেডিমেড ছেলে খুজে। দিলীপ ফেল পরাতে রুক্সানা চলে গেছিল। মনসিজ এদিক সেদিক ঘুরে বেড়ায় দেখে মীনাক্ষীর মনের কথাটা বলার সাহস করেনি তাই রেডিমেড আমেরিকান ইস্ট্যাবলিস্ট ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে।
শুধু বেলি ব্যাতিক্রম। বেলির মতো কিছু মেয়ে দেশে আছে বলেই মনসিজের মতো ছেলেরা দিক হারাতে গিয়েও হারায় না।
_
আমার মনে বলে
কামদেব বাবুর নায়িকা সবে,
অদম্য নারী শক্তিতে চলে,
খাদিজা,মন্টি,যশবিন্দার,বেলি
আর কার কথা বলি ।
তোমারেই চেয়েছি,
শতরূপে শতবার ,
শতরূপে শতবার ,
নিয়মে অনিয়মে ।