02-12-2021, 10:31 PM
(02-12-2021, 10:08 PM)surjosekhar Wrote: এযে দেখি ৬০-৭০ সালের প্রেম। উত্তম সুপ্রিয়ার ছবি "চিরদিনের" কথা মনে পড়ে যাচ্ছে। সুপ্রিয়া বাবাকে নিজের বিয়ের কথা জানায় একটা চিঠি দিয়ে। সেই দামাল, বেপরোয়া, বিপ্লবী ভেঙ্গে বেরিয়ে আসার মেজাজ এখন আর দেখা যায় না।
এখন আর দেখা যাবে কেমনে? এখন তো সবাই রেডিমেড ছেলে খুজে। দিলীপ ফেল পরাতে রুক্সানা চলে গেছিল। মনসিজ এদিক সেদিক ঘুরে বেড়ায় দেখে মীনাক্ষীর মনের কথাটা বলার সাহস করেনি তাই রেডিমেড আমেরিকান ইস্ট্যাবলিস্ট ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে।
শুধু বেলি ব্যাতিক্রম। বেলির মতো কিছু মেয়ে দেশে আছে বলেই মনসিজের মতো ছেলেরা দিক হারাতে গিয়েও হারায় না।