02-12-2021, 10:08 PM
(02-12-2021, 08:30 PM)kumdev Wrote: ।।৭৫।।
হিমানীদেবী নিজের গলার হার খুলে বেলির গলায় পরিয়ে দিয়ে বললেন,তুই তো আগে কিছুই বলিস নি মা।
সবাই বৈঠক খানায় নেমে এল।রিঙ্কু পোদ্দার সব কিছু রেডি করে অপেক্ষা করছিলেন।ওরা আসতে কাগজ এগিয়ে দিয়ে একে একে সবাইকে দিয়ে সই করালেন।মনসিজ ভাবে আজ মীনাক্ষীর বিয়ে হচ্ছে আর এখানে তার বিয়ে হচ্ছে।শুভ লগ্ন।
এযে দেখি ৬০-৭০ সালের প্রেম। উত্তম সুপ্রিয়ার ছবি "চিরদিনের" কথা মনে পড়ে যাচ্ছে। সুপ্রিয়া বাবাকে নিজের বিয়ের কথা জানায় একটা চিঠি দিয়ে। সেই দামাল, বেপরোয়া, বিপ্লবী ভেঙ্গে বেরিয়ে আসার মেজাজ এখন আর দেখা যায় না।