19-11-2021, 06:25 PM
পর্ব ৯
অফিসের কাজে ঋজু দিল্লীতে,কয়েকদিন ধরে অভির ফোন বেজে যাচ্ছে অথচ ও ধরছে না দেখে ঋজু ফিরে আসার পরের দিন ওর অফিসে চলে এলো ছুটির পর। সবাই মোটামুটি বেরিয়ে গেছে, অভি একা একা বসে কিছু একটা ভাবছিল, বন্ধুকে দেখে ইশারা করে বসতে বলে কাউকে ফোন করার চেষ্টা করল। মনে হল ওদিক থেকে মেসেজ আসছে যাকে ফোন করা হয়েছে তার ফোন সুইচড অফ। ফোনটা রেখে একটা দীর্ঘস্বাস ফেলে বলল… বল…অফিসের কাজ কেমন হলো?
আমার কথা ছাড়, তোর আবার কি হয়েছে? ফোন ধরছিস না কেন?
এমনি, ভালো লাগছে না…
তুই দেখছি আবার সেই আগের মতো শুরু করেছিস… কি হয়েছে বলবি তো… বিয়ের ব্যাপারে কিছু গন্ডগোল হয়েছে?
অভি কিছুক্ষন চুপ করে থেকে বলল…হ্যাঁ…
কি?
না বলে দিয়েছে…
কি হয়েছে তাতে… মেয়ের কি অভাব আছে নাকি?
তুই বুঝবি না।
বোঝানোর মতো বললেই বুঝবো।
থাক…চল বেরোই।
ঠিক আছে…চল…যেতে যেতে কথা বলবো। ও হ্যাঁ… তৃষা কেমন আছে রে? ওরও নাকি বিয়ের কথা বার্তা চলছিল?
জানি না।
জানি না মানে? তুই যাচ্ছিস না?
না।
কেন?
ও আসছে না।
এবার বুঝেছি… তৃষার জন্যই তোর মন খারাপ।
অভিকে চুপ করে থাকতে দেখে ঋজু জিজ্ঞেস করল…কি রে ঠিক ধরেছি…তাই তো?
অভি এবারেও কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেললে ঋজু বলল…আচ্ছা…দেখছি দাঁড়া…সুপর্নাদি কে ফোন করছি।
লাভ নেই…ও আর ওখানে আসবে না।
তুই জানলি কি করে…তৃষা তোকে বলেছে নাকি?
না।
তাহলে? সুপর্নাদি বলেছে তোকে?
না।
তাহলে?
আমি জানি।
তুই আমাকে বলবি ঠিক কি হয়েছে? তখন থেকে হেঁয়ালি করে যাচ্ছিস শুধু শুধু।
ওর নাম তৃষা নয়… অভিষিক্তা।
তুই কি করে জানলি?
ওকেই দেখার জন্য গিয়েছিলাম।
ঋজু হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে থাকলে অভি ওকে বলল…বিশ্বাস হচ্ছে না…তাই তো?
না…তা নয়… আমি ঠিক বুঝতে পারছি না… ওরা না বলেছে যখন ভালোই হয়েছে… তোকে আর কাকু কাকীমাকে কিছু বোঝাতে হোলো না।
অভি কিছুক্ষন চুপ করে থেকে বলল… আমাকে কোনো কথা বলার সুযোগ দিলো না।
কথা বলে কি করবি? তুই তো আর জেনে শুনে ওকে বিয়ে করবি না নিশ্চয়।
না করার কি আছে?
এতক্ষন তবু ঋজুর কাছে ব্যাপারটা ঠিক ছিল…অভির শেষ উত্তরটা শোনার পর আর কিছু ভাবতে পারছিল না। আস্তে করে বলল…তুই কি পাগল হয়ে গেছিস? জেনে শুনে একটা কলগার্ল কে বিয়ে করবি? নাঃ…আমি আর কিছু ভাবতে পারছিনা… তোর সাথে থাকলে আমিও হয়তো পাগল হয়ে যাবো।
অভি ওর কথার জবাব না দিয়ে বলল…প্লিজ তুই আমার একটা উপকার করবি?
কি?
ওই কি যেন মেয়েটার নাম…তোর খুব পছন্দের…
কার কথা বলছিস…অনেক মেয়েই তো আমার পছন্দের…
ও হ্যাঁ… দীপা…ওকে দিয়ে বলিয়ে অন্তত একবার দেখা করিয়ে দিবি?
দীপা কেন ওকে বলতে যাবে?
ওরা মনে হয় খুব ঘনিষ্ট বন্ধু…সেদিন ওখানে ছিল।
আমার মনে হয় তোর কাউন্সেলিংএর দরকার আছে।
প্লিজ ঋজু আমাকে একটু বোঝার চেষ্টা কর…আমি অনেক ভেবেছি।
ঋজু চুপ করে গেল, ও জানে অভিকে এই মুহুর্তে আর বুঝিয়ে লাভ নেই। ওকে চুপ করে থাকতে দেখে অভি ওর হাতটা ধরে অনুনয় করে বলল …প্লিজ ঋজু…আমার একটা কথা অন্তত তুই রাখ।
ঋজু একটা দীর্ঘস্বাস ফেলে বলল…ঠিক আছে…দেখছি।
অফিসের কাজে ঋজু দিল্লীতে,কয়েকদিন ধরে অভির ফোন বেজে যাচ্ছে অথচ ও ধরছে না দেখে ঋজু ফিরে আসার পরের দিন ওর অফিসে চলে এলো ছুটির পর। সবাই মোটামুটি বেরিয়ে গেছে, অভি একা একা বসে কিছু একটা ভাবছিল, বন্ধুকে দেখে ইশারা করে বসতে বলে কাউকে ফোন করার চেষ্টা করল। মনে হল ওদিক থেকে মেসেজ আসছে যাকে ফোন করা হয়েছে তার ফোন সুইচড অফ। ফোনটা রেখে একটা দীর্ঘস্বাস ফেলে বলল… বল…অফিসের কাজ কেমন হলো?
আমার কথা ছাড়, তোর আবার কি হয়েছে? ফোন ধরছিস না কেন?
এমনি, ভালো লাগছে না…
তুই দেখছি আবার সেই আগের মতো শুরু করেছিস… কি হয়েছে বলবি তো… বিয়ের ব্যাপারে কিছু গন্ডগোল হয়েছে?
অভি কিছুক্ষন চুপ করে থেকে বলল…হ্যাঁ…
কি?
না বলে দিয়েছে…
কি হয়েছে তাতে… মেয়ের কি অভাব আছে নাকি?
তুই বুঝবি না।
বোঝানোর মতো বললেই বুঝবো।
থাক…চল বেরোই।
ঠিক আছে…চল…যেতে যেতে কথা বলবো। ও হ্যাঁ… তৃষা কেমন আছে রে? ওরও নাকি বিয়ের কথা বার্তা চলছিল?
জানি না।
জানি না মানে? তুই যাচ্ছিস না?
না।
কেন?
ও আসছে না।
এবার বুঝেছি… তৃষার জন্যই তোর মন খারাপ।
অভিকে চুপ করে থাকতে দেখে ঋজু জিজ্ঞেস করল…কি রে ঠিক ধরেছি…তাই তো?
অভি এবারেও কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেললে ঋজু বলল…আচ্ছা…দেখছি দাঁড়া…সুপর্নাদি কে ফোন করছি।
লাভ নেই…ও আর ওখানে আসবে না।
তুই জানলি কি করে…তৃষা তোকে বলেছে নাকি?
না।
তাহলে? সুপর্নাদি বলেছে তোকে?
না।
তাহলে?
আমি জানি।
তুই আমাকে বলবি ঠিক কি হয়েছে? তখন থেকে হেঁয়ালি করে যাচ্ছিস শুধু শুধু।
ওর নাম তৃষা নয়… অভিষিক্তা।
তুই কি করে জানলি?
ওকেই দেখার জন্য গিয়েছিলাম।
ঋজু হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে থাকলে অভি ওকে বলল…বিশ্বাস হচ্ছে না…তাই তো?
না…তা নয়… আমি ঠিক বুঝতে পারছি না… ওরা না বলেছে যখন ভালোই হয়েছে… তোকে আর কাকু কাকীমাকে কিছু বোঝাতে হোলো না।
অভি কিছুক্ষন চুপ করে থেকে বলল… আমাকে কোনো কথা বলার সুযোগ দিলো না।
কথা বলে কি করবি? তুই তো আর জেনে শুনে ওকে বিয়ে করবি না নিশ্চয়।
না করার কি আছে?
এতক্ষন তবু ঋজুর কাছে ব্যাপারটা ঠিক ছিল…অভির শেষ উত্তরটা শোনার পর আর কিছু ভাবতে পারছিল না। আস্তে করে বলল…তুই কি পাগল হয়ে গেছিস? জেনে শুনে একটা কলগার্ল কে বিয়ে করবি? নাঃ…আমি আর কিছু ভাবতে পারছিনা… তোর সাথে থাকলে আমিও হয়তো পাগল হয়ে যাবো।
অভি ওর কথার জবাব না দিয়ে বলল…প্লিজ তুই আমার একটা উপকার করবি?
কি?
ওই কি যেন মেয়েটার নাম…তোর খুব পছন্দের…
কার কথা বলছিস…অনেক মেয়েই তো আমার পছন্দের…
ও হ্যাঁ… দীপা…ওকে দিয়ে বলিয়ে অন্তত একবার দেখা করিয়ে দিবি?
দীপা কেন ওকে বলতে যাবে?
ওরা মনে হয় খুব ঘনিষ্ট বন্ধু…সেদিন ওখানে ছিল।
আমার মনে হয় তোর কাউন্সেলিংএর দরকার আছে।
প্লিজ ঋজু আমাকে একটু বোঝার চেষ্টা কর…আমি অনেক ভেবেছি।
ঋজু চুপ করে গেল, ও জানে অভিকে এই মুহুর্তে আর বুঝিয়ে লাভ নেই। ওকে চুপ করে থাকতে দেখে অভি ওর হাতটা ধরে অনুনয় করে বলল …প্লিজ ঋজু…আমার একটা কথা অন্তত তুই রাখ।
ঋজু একটা দীর্ঘস্বাস ফেলে বলল…ঠিক আছে…দেখছি।