17-11-2021, 11:04 AM
পর্ব ৮
আজ দীপা অভিষিক্তাদের বাড়ীতে দুপুরেই চলে এসেছে… অভিষিক্তা কে আজ ছেলের বাড়ী থেকে দেখতে আসবে।
এই ষিক্তা… কি ভাবছিস।
নাঃ…তেমন কিছু না।
উঁ হু… বল না…কি ভাবছিস…তখন থেকে দেখছি অন্যমনস্ক হয়ে আছিস।
কিছুক্ষন চুপ করে থেকে বলল…এই ভাবছিলাম… কেমন হবে… মানিয়ে নিতে পারবো কিনা।
এখুনি এত কিছু ভাবার কি আছে? সবে তো আজ দেখতে আসছে… এখানেই যে বিয়েটা ঠিক হয়ে যাবে তার কি মানে আছে।
না রে… কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে… আমরা দুজন দুজন কে পছন্দ করলেই নাকি হয়ে যাবে… যা শুনেছি… পছন্দ না করার মতো কিছু নেই।
ধুস…তুই না বড্ড বেশী ভাবিস…সব ঠিক হয়ে যাবে… এক কাজ কর না… কিছুদিন মেলামেশা করে দেখে তারপর না হয় হ্যাঁ বলিস।
দেখি… তাই করতে হবে।
অভিষিক্তার মা ঘরে ঢুকে বলল…এই তোদের সাজগোজ হয়েছে? ওদের কিন্তু আসার সময় হয়ে গেছে।
হ্যাঁ মাসীমা… আমাদের কখন হয়ে গেছে…
মা একবার মেয়ের দিকে তাকিয়ে ভালো করে দেখে নিয়ে বলল… খুব সুন্দর লাগছে কিন্তু আজ তোকে।
বেশ কিছুক্ষন পর… দীপা ফিরে এসে বলল… ধুস দেখতে পেলাম না রে… এদিকের দরজার দিকে পেছন ফিরে বসে আছে।
ঠিক আছে… একটু পরেই তো দেখতে পাবো।
আমার না খুব ইচ্ছে ছিল…তোর আগেই দেখার।
ষিক্তা হেসে ফেলে বলল… কেন…ভবিষ্যতে কাজে লাগাবি নাকি।
তা…তোর যদি আপত্তি না থাকে তো আমার নিতে অসুবিধা কোথায়।
ওদের কথার মাঝে ষিক্তার মাসী প্রায় দৌড়ে এলো… এই … চল… ওনারা তোকে দেখতে চাইছেন।
আরো কিছুক্ষন পর… অভিষিক্তা বিছানায় উপুড় হয়ে শুয়ে কাঁদছে… দিপা পাশে মুখ নিচু করে বসে আছে। মা বাবা মাসী সবাই হতভম্বের মতো দাঁড়িয়ে, কেউ কিছু বুঝতে পারছে না মেয়ে কেন ছেলের দিকে তাকিয়েই ওভাবে উঠে এসে কাঁদতে শুরু করেছে। দীপাকে জিজ্ঞেস করলেও ওর থেকে কিছু জানা যায়নি।
রাতে খাওয়ার টেবিলে অভি চুপচাপ খেয়ে নিয়ে উঠে যাচ্ছিল। বাবা একটা ফোন আসায় উঠে গেছেন…ফিরে এসে বললেন… ওরা না করে দিয়েছে।
আজ দীপা অভিষিক্তাদের বাড়ীতে দুপুরেই চলে এসেছে… অভিষিক্তা কে আজ ছেলের বাড়ী থেকে দেখতে আসবে।
এই ষিক্তা… কি ভাবছিস।
নাঃ…তেমন কিছু না।
উঁ হু… বল না…কি ভাবছিস…তখন থেকে দেখছি অন্যমনস্ক হয়ে আছিস।
কিছুক্ষন চুপ করে থেকে বলল…এই ভাবছিলাম… কেমন হবে… মানিয়ে নিতে পারবো কিনা।
এখুনি এত কিছু ভাবার কি আছে? সবে তো আজ দেখতে আসছে… এখানেই যে বিয়েটা ঠিক হয়ে যাবে তার কি মানে আছে।
না রে… কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে… আমরা দুজন দুজন কে পছন্দ করলেই নাকি হয়ে যাবে… যা শুনেছি… পছন্দ না করার মতো কিছু নেই।
ধুস…তুই না বড্ড বেশী ভাবিস…সব ঠিক হয়ে যাবে… এক কাজ কর না… কিছুদিন মেলামেশা করে দেখে তারপর না হয় হ্যাঁ বলিস।
দেখি… তাই করতে হবে।
অভিষিক্তার মা ঘরে ঢুকে বলল…এই তোদের সাজগোজ হয়েছে? ওদের কিন্তু আসার সময় হয়ে গেছে।
হ্যাঁ মাসীমা… আমাদের কখন হয়ে গেছে…
মা একবার মেয়ের দিকে তাকিয়ে ভালো করে দেখে নিয়ে বলল… খুব সুন্দর লাগছে কিন্তু আজ তোকে।
বেশ কিছুক্ষন পর… দীপা ফিরে এসে বলল… ধুস দেখতে পেলাম না রে… এদিকের দরজার দিকে পেছন ফিরে বসে আছে।
ঠিক আছে… একটু পরেই তো দেখতে পাবো।
আমার না খুব ইচ্ছে ছিল…তোর আগেই দেখার।
ষিক্তা হেসে ফেলে বলল… কেন…ভবিষ্যতে কাজে লাগাবি নাকি।
তা…তোর যদি আপত্তি না থাকে তো আমার নিতে অসুবিধা কোথায়।
ওদের কথার মাঝে ষিক্তার মাসী প্রায় দৌড়ে এলো… এই … চল… ওনারা তোকে দেখতে চাইছেন।
আরো কিছুক্ষন পর… অভিষিক্তা বিছানায় উপুড় হয়ে শুয়ে কাঁদছে… দিপা পাশে মুখ নিচু করে বসে আছে। মা বাবা মাসী সবাই হতভম্বের মতো দাঁড়িয়ে, কেউ কিছু বুঝতে পারছে না মেয়ে কেন ছেলের দিকে তাকিয়েই ওভাবে উঠে এসে কাঁদতে শুরু করেছে। দীপাকে জিজ্ঞেস করলেও ওর থেকে কিছু জানা যায়নি।
রাতে খাওয়ার টেবিলে অভি চুপচাপ খেয়ে নিয়ে উঠে যাচ্ছিল। বাবা একটা ফোন আসায় উঠে গেছেন…ফিরে এসে বললেন… ওরা না করে দিয়েছে।