14-11-2021, 08:57 PM
এতক্ষন তবুও কিছুটা ঠিক ছিল…শেষের দিকের কথা গুলো শুনে মাথার ভেতর টা ঝাঁ ঝাঁ করে উঠল…
ঋশভ বন্ধুর দিকে তাকিয়ে বলল…কিরে এখোনো মুখ গোমড়া করে বসে আছিস…চল…ভেতরে যা…
ওকে চুপ করে থাকতে দেখে সূপর্না দি হেসে বলল… প্রথম প্রথম হয়…ঠিক হয়ে যাবে…চলো…ভাই। ঋশভ…সরি কিছু মনে করো না…তোমাকে কিন্তু একটু বসতে হবে… রিক্তার একটু দেরী হবে…বাইপাসের জ্যামে আটকে গিয়েছিল।
আরে…নো প্রবলেম…তুমি ওকে দিয়ে এসো…আমি বসছি।
অনুভবের গলাটা আবার শুকিয়ে গিয়েছিল…ঢোঁক গিলে বলল…তুই চল না…
ঋশভ ওর অবস্থা বুঝতে পেরে বলল…আচ্ছা … চল…
ঋশভ কিছুক্ষন সাথে থেকে চলে গেছে… রিক্তা অপেক্ষা করছিল ওর জন্য। তৃষা ড্রেসিং টেবিলের সামনে বসে আছে… মেয়েটাকে দেখে খুব অবাক হয়েছিল…এই রকম একটা মেয়ে যে কলগার্ল হতে পারে ভাবতে পারছে না। মনে হচ্ছে না তেমন কিছু মেকআপ করেছে…তবুও কত সুন্দর…বয়স কত হতে পারে? উনিশ কুড়ি? আরো একটু বেশীও হতে পারে…আবার নাও হতে পারে…যদিও মেয়েদের বয়স বোঝা যায় না…না রোগা…না মোটা…যাকে বলে স্লিম…কিন্তু ভীষন এট্রাক্টটিভ…আচার আচরন বা জামাকাপড়ে কোনোরকম উগ্রতা নেই…বরং কিছুটা সফট মনে হচ্ছে।ওকে চুপ করে থাকতে দেখে তৃষা উঠে এলো… পাশে বসল…কিন্তু সামান্য একটু দূরত্ব রেখে। একঝলক হালকা কিন্তু মিষ্টী গন্ধ নাকে এলো…দামী মেয়েলী পারফিউম…নিস্তব্ধ ঘর…শুধু এসির হাল্কা আওয়াজ ছাড়া… সারা শরীর টা কেমন যেন কেঁপে উঠল…উত্তেজনায় নয়…কিন্তু কেন…বুঝতে পারলো না। এমন নয় যে এই প্রথম কোনো মেয়ে এত কাছে এসেছে। রিম্পার সাথে অনেক বারই অন্তরঙ্গ হয়েছে… মনে পড়ে গেল…শেষ যে বার…গত ডিসেম্বরে… রিম্পাকে নিয়ে রায়চকে একদিন একরাত কাটিয়ে আসার মূহুর্ত গুলো।
ঘন্টা তিনেক কেটে গেছে…অনুভব আধশোয়া হয়ে টিভির দিকে তাকিয়ে আছে… তৃষা ওর পাশে…এক হাত দিয়ে ওর চুলে বিলি কাটছে…আর এক হাত ওর শার্টের উপর দিয়ে বুকের উপরে আঁকিবুকি কাটছে…খুব একটা কাছাকাছি নয় তবুও যেন কত কাছে…শরীরে ওর বুকের হালকা ছোঁয়া…কথার মাঝে মাঝে হেসে উঠলে সেই ছোঁয়া না ছোঁয়ার অনুভুতি যেন শরীরকে একটা অদ্ভুত আবেশে ভরিয়ে দিচ্ছে।
তৃষা জিজ্ঞেস করল…আবার আসবে?
কিছুক্ষন চুপ করে থেকে বলল…দেখি…
মনে হচ্ছে না…টাকাটা জলে দিলে?
কেন?
কিছুই তো করলে না…
নাঃ…মনে হচ্ছে না…
হাসি মুখে বলল…তার মানে আবার আসছো?
হয়তো…
ঋশভ বন্ধুর দিকে তাকিয়ে বলল…কিরে এখোনো মুখ গোমড়া করে বসে আছিস…চল…ভেতরে যা…
ওকে চুপ করে থাকতে দেখে সূপর্না দি হেসে বলল… প্রথম প্রথম হয়…ঠিক হয়ে যাবে…চলো…ভাই। ঋশভ…সরি কিছু মনে করো না…তোমাকে কিন্তু একটু বসতে হবে… রিক্তার একটু দেরী হবে…বাইপাসের জ্যামে আটকে গিয়েছিল।
আরে…নো প্রবলেম…তুমি ওকে দিয়ে এসো…আমি বসছি।
অনুভবের গলাটা আবার শুকিয়ে গিয়েছিল…ঢোঁক গিলে বলল…তুই চল না…
ঋশভ ওর অবস্থা বুঝতে পেরে বলল…আচ্ছা … চল…
ঋশভ কিছুক্ষন সাথে থেকে চলে গেছে… রিক্তা অপেক্ষা করছিল ওর জন্য। তৃষা ড্রেসিং টেবিলের সামনে বসে আছে… মেয়েটাকে দেখে খুব অবাক হয়েছিল…এই রকম একটা মেয়ে যে কলগার্ল হতে পারে ভাবতে পারছে না। মনে হচ্ছে না তেমন কিছু মেকআপ করেছে…তবুও কত সুন্দর…বয়স কত হতে পারে? উনিশ কুড়ি? আরো একটু বেশীও হতে পারে…আবার নাও হতে পারে…যদিও মেয়েদের বয়স বোঝা যায় না…না রোগা…না মোটা…যাকে বলে স্লিম…কিন্তু ভীষন এট্রাক্টটিভ…আচার আচরন বা জামাকাপড়ে কোনোরকম উগ্রতা নেই…বরং কিছুটা সফট মনে হচ্ছে।ওকে চুপ করে থাকতে দেখে তৃষা উঠে এলো… পাশে বসল…কিন্তু সামান্য একটু দূরত্ব রেখে। একঝলক হালকা কিন্তু মিষ্টী গন্ধ নাকে এলো…দামী মেয়েলী পারফিউম…নিস্তব্ধ ঘর…শুধু এসির হাল্কা আওয়াজ ছাড়া… সারা শরীর টা কেমন যেন কেঁপে উঠল…উত্তেজনায় নয়…কিন্তু কেন…বুঝতে পারলো না। এমন নয় যে এই প্রথম কোনো মেয়ে এত কাছে এসেছে। রিম্পার সাথে অনেক বারই অন্তরঙ্গ হয়েছে… মনে পড়ে গেল…শেষ যে বার…গত ডিসেম্বরে… রিম্পাকে নিয়ে রায়চকে একদিন একরাত কাটিয়ে আসার মূহুর্ত গুলো।
ঘন্টা তিনেক কেটে গেছে…অনুভব আধশোয়া হয়ে টিভির দিকে তাকিয়ে আছে… তৃষা ওর পাশে…এক হাত দিয়ে ওর চুলে বিলি কাটছে…আর এক হাত ওর শার্টের উপর দিয়ে বুকের উপরে আঁকিবুকি কাটছে…খুব একটা কাছাকাছি নয় তবুও যেন কত কাছে…শরীরে ওর বুকের হালকা ছোঁয়া…কথার মাঝে মাঝে হেসে উঠলে সেই ছোঁয়া না ছোঁয়ার অনুভুতি যেন শরীরকে একটা অদ্ভুত আবেশে ভরিয়ে দিচ্ছে।
তৃষা জিজ্ঞেস করল…আবার আসবে?
কিছুক্ষন চুপ করে থেকে বলল…দেখি…
মনে হচ্ছে না…টাকাটা জলে দিলে?
কেন?
কিছুই তো করলে না…
নাঃ…মনে হচ্ছে না…
হাসি মুখে বলল…তার মানে আবার আসছো?
হয়তো…