09-11-2021, 08:35 PM
এক সময় এক্সবীতে যারা নিয়মিত লিখতেন তাদের মাঝে অন্যতম সেরা লেখক ছিলেন এই লাভদ্বীপ বাবু। আমি ওনার অন্ধ ভক্ত ছিলাম। আপডেট দিতে খুব বেশী সময় নিতেন না। আপডেট দেয়ার সাথে সাথেই পড়ে নিতাম ওনার গল্পের আপডেটটুকু। সে যদি মাঝ রাতের পরেও দিতেন পড়ার জন্য পরেরদিন পর্যন্ত অপেক্ষা করতে পারতাম না। গল্প পড়ার সময় এতোও মহাবিষ্ট হয়ে যেতাম, স্থান কাল কিচ্ছুই মনে থাকতো না। ওনার মতো বড় মাপের লেখক তৎকালীন সময়ে হাতে গোনা এক দুইজন ছিলেন। গল্পের কোথাও কোনো খুঁত খুঁজে পাওয়া যেতো না। আর বাস্তবতার সাথে কি সুন্দর মিল রেখেই না ওনি গল্প লিখে যেতেন।
আজ অনেকদিন পর ওনার লেখা এই গল্পটি এখানে দেখে খুবই ভালো লেগেছে...
আজ অনেকদিন পর ওনার লেখা এই গল্পটি এখানে দেখে খুবই ভালো লেগেছে...