06-11-2021, 05:31 PM
(This post was last modified: 09-03-2022, 12:06 PM by kumdev. Edited 2 times in total. Edited 2 times in total.)
।।৬০।।
মনসিজকে বাসে তুলে দিয়ে বাসায় ফিরে এল।ধন্যবাদ জানাবার জন্য ফোন করেছে ন্যাকামো।চেনে না জানে না অমনি নজর পড়েছে।
এই করেই তো এরা ফাঁসে।আমার সামনে বলে তাই না হলে মাস্তানটা কি বলতো কে জানে।সিড়ি বেয়ে দোতলায় উঠতে মাসীমণির মুখোমুখি।
চারুলতা জিজ্ঞেস করেন,চলে গেছে?
--হ্যা কেন?
--ছেলেটি বেশ।
--একবার দেখেই বুঝে গেলে?
চারুলতা ধন্দ্বে পড়ে যান বেলির মুখে একথা শুনে।বড়দির এই মেয়েটা ভীষণ খামখেয়ালী।আশ্বস্থ হলেন ভেবে যতদূর গড়িয়েছে ভেবেছিলেন তা নয়।
বেলির মাসীকে আজ প্রথম দেখল।ভদ্রমহিলাকে ভালই লাগল।বেলি এইসব দেবার জন্য ডেকেছিল।মনসিজের খারাপ লাগে সে ভুল বুঝেছিল।ঠিকই তো বেলি তো বলে নি ঐ ছেলেটাকে কিছু বলতে।আসলে ছেলেটা বেলির সঙ্গে খারাপ করতেই তার মেজাজ গরম হয়ে যায়।
পাড়ায় পৌছে দেখল বোসবাড়ীর রকে কেউ নেই।কি ব্যাপার একটু পরেই সন্ধ্যে হবে সব গেল কোথায়।তাহলে কি বাড়ী চলে যাবে।কিন্তু ওরা গেল কোথায়?দূর থেকে শঙ্করকে দেখে দাড়ালো।হন হন করে করে আসছে।
--কিরে কোথায় চললি,কাউকে দেখছি না।
--যা শালা তুই শুনিস নি কেলোর কীর্তি--।
--আশিসদার মাল ধরণায় বসেছে।
--মানে?
--আশিসদার বাড়ীর দরজায় বোচকা বুচকি নিয়ে থেবড়ে বসে আছে।
--আশিসদা কোথায়?
--আজ হেভি প্যাদান খেয়েছে।
--কে প্যাদালো কি সব বলছিস?
--চল যেতে যেতে বলছি সবাই ওখানে আছে অনেক লোক জমে গেছে।
শঙ্করের সঙ্গী হয় মনসিজ।
শঙ্কর বলতে থাকে,কৃষ্ণা সকাল বেলা এসে আশিসদার বাড়ীর সামনে ধর্ণায় বসে যায়।ফোন করে চা নিয়ে আসছে লাঞ্চনিয়ে আসছে সব শালা ওখানে বসেই সারছে।আশিসদা বেরোতে লোকজন ধরে ফেলে ক্যালাতে লাগলো।
--তোরা কি করছিলি?
--কি করবো পাব্লিকের ক্যালানি--কি বলবো মাইরী কৃষ্ণাই ঝাপিয়ে পড়ে আশিসদাকে বাচায়।আজিব ব্যাপার যার জন্য ধরণা আবার তাকেই তাকে বাচালো--তুই না দেখলে বিশ্বাস করবি না--।
মনসিজ ভাবতে থাকে নারী যেন রহস্যের আকর।
ভীড়ের মধ্যে দেখল পাড়ার সবাই বাইরে থেকেও লোকজন এসেছে।মীনাক্ষীকেও দেখল এক কোনে দাড়িয়ে।ভীড় ঠেলে ভিতরে উকি দিয়ে দেখল কৃষ্ণা বসে আছে তার কাছে কয়েকজন লোক ক্যামেরা হাতে।মেয়েটি দেখতে খারাপ নয় আগে দেখেনি।দেওয়ালে হেলান দিয়ে বসছে।লোকগূলো সাংবাদিক নানা প্রশ্ন করছে,কৃষ্ণা উত্তর দিচ্ছে,দূর থেকে শোনা যাচ্ছে না।
একটি ছেলে কেটলিতে চা নিয়ে ঢূকলো।কৃষ্ণা বলল,চা খান।
লোকগুলো চায়ের ভাড় নিয়ে চা পান করতে থাকে।কৃষ্ণার চোখে মুখে কোনো উদবেগ নেই বেশ খোশমেজাজে আছে।মাথা ঝুকিয়ে ক্লান্ত ভাব করে বসতে ক্লিক ক্লিক ক্যামেরার ফ্ল্যাশ ঝল্কে উঠল।বুঝলাম মেয়েটা খুব চতুর।পিছনে হাত পড়তে তাকিয়ে দেখল বঙ্কিম।
--সারাদিন কোথায় ছিলি?
--একটু কাজ ছিল।মনসিজ বলল।
বঙ্কিমের সঙ্গে ভীড় থেকে বেরিয়ে এল।বঙ্কিম বলল,যেমন বুনো ওল তেমনি বাঘা তেতুল এবার আশিস মুখুজ্জে টের পাবে।
--ব্যাপারটা কি খুলে বলতো।
--সত্যি-মিথ্যে জানি না কৃষ্ণা যা বলল--।কল্পনাকে আসতে দেখে বলল,পরে বলছি।
মনসিজ হেসে জিজ্ঞেস করল,আপনি এখানে?
--আপনাদের মজা দেখছি।কল্পনা বলল।
--আমাদের মজা কেন বলছেন?
বঙ্কিম বলল,কোনা তুমি ঐ রকে বোসো আমরা আসছি।
কল্পনা চলে যেতে বঙ্কিম বলল,যা বলছিলাম কৃষ্ণা বলছে ওর পেটে নাকি আশিসদার বাচ্চা।চল ঐ রকে গিয়ে বসি।
কল্পনা বলেছিল কিছু না হলে কোনো মেয়ে এমনি-এমনি বিয়ে করতে বলে কথাটা মনে পড়ল মনসিজের।রকে বসে মনসিজ জিজ্ঞেস করল,ধরণায় বসেছে কেন?
--বিয়ে করতে হবে দাবী।
--আশিসদা কি বলছে?
--জানি না মনে হয় আশিসদা রাজী নয়।
--ভোগ করে দুর্ভোগ পোয়াতে রাজী নয়।কল্পনা ফোড়ন কাটে।
--সাংবাদিকরা খবর পেল কিভাবে?
--কি করে বলব।মনে হয় খবর দিয়ে আনিয়েছে,দেখছিস না কেমন পোজ দিয়ে ছবি তুলছে।একেবারে ঘাগু মাল।
--একদম বাজে কথা বলবে না।কল্পনা আপত্তি করে।
পাড়ায় এতবড় কাণ্ড হয়ে গেছে সে কিছুই জানতে পারেনি।বেলির ফোন পেয়ে বেরোবার জন্য ব্যস্ত ছিল।মনসিজ জিজ্ঞেস করল,আশিসদার বাবা কি বলছেন?
--অফিস থেকে ফিরে জানতে পারবেন।ওই বোচকায় থালা গেলাস জলের বোতল ফ্লাক্স সব আছে।ফোন করে সব আনছে।
--কতক্ষন চলবে ধরণা?
--যতদিন ফয়শলা না হবে এখানেই বসে থাকবে বলছে।
--আশিসদা এখন কোথায়?
--বাড়ীতেই আছে ঘাপটি মেরে।
মনসিজ উঠে দাড়ালো বলল,আমি আসিরে অনেক বেলায় বেরিয়েছি।রাত হল মা চিন্তা করছে।
--আশিসদার বাবা এসে কিকরে দেখবি না?
--পরে শুনে নেবো,এখন যাইরে।মা একা আছে।
মনসিজ বাড়ীর দিকে হাটতে থাকে।বাড়ির কাছে পৌছাতে মোবাইল বেজে উঠল।বাটন টিপে কানে লাগিয়ে বলল,হ্যা বলো।
--তুই কোথায়?
--বাড়ীতে।
--পৌছে খবর দিতে হয় বুঝিস না?
--এখুনি তোমাকে ফোন করছিলাম--।
--উফস মাস্তান তোর মিথ্যে বলতে লজ্জা হয়না?মামণিকে দে।
--আমি এখনো বাড়ীতে ঢূকিনি।
--এই বললি বাড়ীতে শোন মাস্তান তোকে একটা কথা বলি যত বিপদই হোক মিথ্যে বলবি না।মিথ্যে বললে আত্মপ্রত্যয় নষ্ট হয়ে যায়।ঠিক আছে এখন রাখ পরে ফোন করবো।