26-10-2021, 04:51 PM
(This post was last modified: 22-01-2022, 08:32 PM by kumdev. Edited 3 times in total. Edited 3 times in total.)
।।৫০।।
ঘুম ভাঙলেও আচ্ছন্ন ভাব কাটেনি।মনসিজের মনের মধ্যে এলোমেলো চিন্তার ভীড়।যৌনতার পঙ্কিল আবর্তে তলিয়ে যাচ্ছিলাম আমি...পরের শনিবার যাবার কথা ছিল মণির ওখানে...বেলি এসে আমাকে উদ্ধার করল।না হলে আজ আমি কোথায় হারিয়ে যেতাম কে জানে।
--মনু ওঠ।
মায়ের ডাকে চোখ মেলে তাকায়,চায়ের কাপের বদলে হাতে গেলাস দেখে জিজ্ঞেস করে,চা করোনি?
--চা পরে দিচ্ছি,এটা খেয়ে নে।
--এটা কি?
--ওভাল্টিন।
--ওভাল্টিন কোথায় পেলে?
--বেলি এনেছে।
হাত বাড়িয়ে গেলাসটা নিল রুদ্ধবাক মনসিজ।মা চলে যেতে ঝাপসা চোখ রুমালে মোছে।পড়ার বই ওভালটিন কতদিকে খেয়াল মেয়েটার।কত চিন্তা মনের মধ্যে বিজ বিজ করতে থাকে।চিন্তাগুলোকে ভাষারূপ দিতে ইচ্ছে হল।ওভালটিন শেষ করে ডায়েরীটা নিয়ে বসল।বেলি বলেছিল নিয়মিত ডায়েরী লিখলে মন ঝরঝরে হয়।হাগুর কথা মনে পড়তে হাসি পেল।বেলিটা খুব দুষ্টু।
হিমানীদেবী চা নিয়ে ঢুকলেন।চায়ের কাপ নামিয়ে রেখে দাঁড়িয়ে থাকেন।
মনসিজ জিজ্ঞেস করে,কিছু বলবে?
--বলছিলাম কি আর কেউ টাকা পাবে?
--ভজন ছাড়া আর কেউ তো টাকা দেয়নি।গতমাসে ভজনের টাকা পুরো শোধ হয়ে গেছে।
মোবাইল বাজতে কানে লাগিয়ে বলল,বলো...এখানে দাড়িয়ে...।মোবাইলটা মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল,তোমার সঙ্গে কথা বলবে ধরো।
হিমানীদেবী ফোন কানে লাগিয়ে বললেন,হ্যা...আমি ভাল আছি তুই কেমন আছিস মা...হ্যা খেয়েছে...আমাকে পাত্তা দিলে তো....তোকে ছাড়া কাকেই বা বলব...কথা বলবি না...ওকে দিচ্ছি।হিমানীদেবী ফোনটা ছেলের দিকে এগিয়ে দিলেন।
মনসিজ কানে লাগিয়ে বলল,বলো।মনে হচ্ছে ফোন কেটে দিয়েছে।মায়ের দিকে তাকিয়ে বলল,আচ্ছা রাখছি।
ভারী অসভ্য তো ফোনটা কেটে দিয়েছে।
--কি বলল?হিমানীদেবী জিজ্ঞেস করেন।
--ঐ কেমন আছি এইসব।বানিয়ে বানিয়ে বলল মনসিজ।
হিমানীদেবী চলে যেতে মনসিজ আবার ডায়েরী নিয়ে বসল।লিখল স্ত্রীয়াশ্চরিত্রম দেবা ন জানতি কুত মনুষ্যা।
প্রতি মাসে কিছু কিছু দিতে দিতে গত মাসে পেনশন জমা পড়ার পর টাকা দিলে ভজন বলেছিল,দোস্ত ঋণ পুরা শোধ করে দিলে?
--টাকা শোধ হলেও ঋণ কখনো শোধ হয়না।আমার অসময়ে তুমি যা করেছো তা কি টাকা দিয়ে শোধ করা যায়।
--দোস্ত তোমার বেলাড বুড়িয়ার শরীরে তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারব না।
--তোমার কোনো ঋণ নেই।আমি আমার মাকে রক্ত দিয়েছি এর মধ্যে তুমি নেই।
ভজন অবাক হয়ে মনসিজকে দেখে,এ বুড়িয়া তুমার ভি মা তারপর বুকে জড়িয়ে ধরে বলেছিল,জিন্দেগিতে এরকম লোক দেখেনি।
পেনশনের টাকা থেকে এবার কিছু কিছু জমানো দরকার।কখন কি দরকারে লাগে।
ডায়েরী লেখা শেষ করে স্নানে যায়।আজ আবার উশ্রীকে পড়াবার কথা।মনে পড়তে চিন্তিত হয়।বেলি ওকে চেনে না কেন মানা করল বুঝতে পারে না।মেয়েটা খুব ভাল কিভাবে মুখের উপর বলবে ভেবে অস্বস্তি বোধ করে।
স্নান সেরে রান্না চাপিয়ে দিয়েছে মণিকুন্তলা।সবিতা পাশে দাঁড়িয়ে সাহায্য করছে।দু-এক কথার পর সবিতাই তুলল,জানেন মিস নন্দী আজকাল সব কিছুই আর্টিফিসিয়াল পাওয়া যায়।
মণিকুন্তলা সজাগ হয় সবিতা ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা বলতে চায়।
--বললে বিশ্বাস করবেন না ছেলেদের তো আছেই আমাদেরটার মতও নাকি পাওয়া যায়।
একদিন যায়নি অমনি কুটকুটানি শুরু হয়েছে।মণিকুন্তলা বলল,ন্যাচারাল আর আর্টিফিসিয়াল এক হয়না।
--তা হয়না তবে যাদের পার্টনার নেই তাদের এগুলো ব্যবহার করা ছাড়া করবেই বা কি?
এতক্ষনে বুঝতে পারে এসব কথা তাকে বলার উদ্দেশ্য?মণিকুন্তলা বলল,পার্টনার থাকলেও অনেকে ব্যবহার করে।
--উম হু তা ঠিক মনোমত সাইজ না হলে অনেকে ব্যবহার করে।
--আপনি মনের মত সাইজ পেয়েছেন?মণিকুন্তলা খোচা দেবার সুযোগ ছাড়েনা।
--চলে যায়।
--কি রকম সাইজ হবে?
--চার-পাচ ইঞ্চি মত।
মণিকুন্তলার মনে পড়ল মনসিজের কথা।সবিতা দেখলে কি হতো ভেবে মজা পায়।সাইজের চেয়ে মনসিজ খুব যত্ন নিয়ে করে।মণিকুন্তলা বলল,সাইজটাই সব নয়।আপনি জানেন মেয়েতে মেয়েতে সম্পর্ক হয়।আসলে পার্টনারের কতটা যত্ন নিয়ে করছে।
সবিতার শরীর দিয়ে আগুন বের হয়।মিস নন্দীর দিকে তাকিয়ে অপলক।ঠোট জোড়া কাপছে তিরতির।মণিকুন্তলা ভাবে নেসলসে আর কদিন।সবিতাকে জড়িয়ে ধরে ঠোটজোড়া মুখে পুরে নিল।সবিতাও জাপটে ধরে।কিছুক্ষন পর ছেড়ে দিয়ে মণিকুন্তলা রান্নায় ব্যস্ত হয়ে পড়ে।সবিতা আনাজের ঝুড়ি হতে একটা ঢ্যাড়স নিয়ে কাপড় তুলে ভিতরে ঢোকাতে গেলে মণকুন্তলা বলল,একি করছেন?ভাল করে ধুয়ে নিন।হাত থেকে ঢ্যাড়সটা নিয়ে ঝুড়ীতে রেখে সিঙ্কে হাত ধুয়ে তর্জনী এবং মধ্যমা একসঙ্গে সবিতার যোনীতে প্রবিষ্ট করিয়ে চালনা করতে থাকে।সবিতা দেওয়ালে হেলান দিয়ে কোমর উচিয়ে ধরল।মিনিট পাচ-সাত পর সবিতা জল ছেড়ে দিয়ে হেসে বলল,অনেক ধন্যবাদ মিস নন্দী।
নৃপেন বলছিল কিছু মনে না করলে তোমায় একটা কথা বলব?তারপর ধীরে ধীরে বলতে থাকে দমদম থেকে বারাকপুর জার্নি তার উপর ঘর ভাড়া।আমার বাড়ীতে তিনটে বড় বড় ঘর ফাকাই বলতে গেলে তুমি ওখানে থাকতে পারো।আমি কথা দিচ্ছি তোমাকে স্পর্শ করব না।মণিকুন্তলা হেসে বলেছিল,স্পর্শ না করলে অছ্যুতের মত থাকব কেন?নৃপেনের চোখ জ্বলে ওঠে বলে,তুমি থাকবে?
মণিকুন্তলা বলেছিল,দেখো যখন স্থির করেছি বিয়ে করব।তখন মিথ্যে সময় নষ্ট করে বয়স বাড়িয়ে কি লাভ?
নেসলসে আর দুই রাত,তিরিশ তারিখে ঘর ছেড়ে দেবে ল্যাণ্ডলেডিকে জানিয়ে দিয়েছে।সেজন্য সবিতার সঙ্গে এরকম করল।কারণ জানে প্রশ্রয় পেয়ে সবিতা আরো বাড়াবাড়ি করতে পারে।
মনসিজ পোশাক বদলে বেরিয়ে পড়ল।কিভাবে বলবে কথাটা বেলি তাকে বেশ মুষ্কিলে ফেলেছে।দরজা খুলে দিলেন মিসেস পাকড়াশী।ঘরে বসিয়ে জিজ্ঞেস করলেন,তোমার সঙ্গে ছিল মেয়েটি কে?
--আমাদের আগের পাড়ায় থাকে।ওর বাবা বড় উকিল।
--উকিল?কি নাম?
--বিজন চৌধুরী।
মিসেস পাকড়াশী ঠোট কামড়ে কি ভাবেন।মনসিজ বলল,আপনি নাম শুনেছেন?
--বিজনবাবু মফঃসলে থাকেন না?
--চাকদহে।ওর মেয়ে কোলকাতায় বেথুনে পড়ে।মার সঙ্গে দেখা করতে এসেছিল।
--উশ্রী স্যার এসেছে।মিসেস পাকড়াশী চলে গেলেন।
উশ্রী আসতে শুরু হয় পড়াশুনা।এখন সুন্দর বাংলা লেখে উশ্রী।আগে অনেক কথা বোঝাতে হতো এখন উশ্রীই প্রশ্ন করে মনসিজ তার জ্ঞানবুদ্ধি মত বুঝিয়ে দেয়।গীতা চা দিয়ে গেল।সময় হয়ে এসেছে চায়ে চুমুক দিতে দিতে ভাবে মোটামুটি ভালই বাংলা শিখে গেছে।এখন তাকে তেমন দরকার নেই।
--উশ্রী আমি আর আসতে পারবা না।ফস করে বলে ফেলে।
--কেন স্যার?
--একটা অন্য কাজে আটকে গেছি।বেলির জন্য মিথ্যে বলতে হচ্ছে।
--উইশ ইউ অল দা বেস্ট।
মনসিজ ঘর থেকে বেরোতে মিসেস পাকড়াশী ডাকলেন।পরণে ছোট প্যাণ্ট গায়ে ছোট কুর্তি।বুকের বোতাম উপর দিকে খোলা।স্পষ্ট স্তন বিভাজিকা।বুকের মধ্যে হাত ঢুকিয়ে একটা খাম বের করে এগিয়ে দিল।
মনসিজ বলল,ম্যাম আমি আর পড়াতে পারব না।
--এনি প্রবলেম?
--একটা অন্য কাজে আটকা পড়ে গেছি।মনসিজের ভাল লাগে না বারবার মিথ্যে কথা।ফরমান জারী করে দিল যেন আমি ওর হুকুমের চাকর।
--ওকে।আমাদের বন্ধুত্বটা নষ্ট কোরোনা।তোমার নম্বরটা দাও তো।
কেলো করেছে বার বার ফোন করলে কি করবে।জানিনা বেলি বুঝবে।মনসিজ নম্বরটা বলতে মিসেস পাকড়াশী ফোন করে কনফার্ম করে নিল।আচমকা মনসিজের মাথা টেনে বুকে চেপে ধরলেন।
বাইরে উশ্রীর গলা পাওয়া গেল,মম..মম।
মনসিজকে ছেড়ে জামার বোতাম লাগিয়ে নিলেন।উশ্রী ঢুকে মনসিজকে দেখে বলল,স্যার বলেছেন?
--হ্যা ওর কাজ পড়ে গেছে।
স্বস্তির শ্বাস ফেলে মনসিজ বলে,আমি আসি ম্যাম?