20-10-2021, 05:17 PM
(20-10-2021, 04:46 PM)kumdev Wrote: বিশদে জানাবেন কেমন লাগছে।
বিশদে জানাতে শব্দ ফুরোবে প্রিয়,
তোমার লেখা গুলো হয়না কখনো অপ্রিয় ।
লেগেছে ভালো,
ছড়াচ্ছে আলো,
চলুক অনন্তদিন ।
পাঠক নাগ-নাগিন,লেখক বাজাতে থাকুক বিন ।
তোমারেই চেয়েছি,
শতরূপে শতবার ,
শতরূপে শতবার ,
নিয়মে অনিয়মে ।