19-10-2021, 12:30 PM
ফুল নয় বেলি আস্ত এক মেয়ে,
মন তাকে দেখে অবাক চেয়ে ।
মিনাক্ষী দিলো না বই,
মন যাবে কই,
কাহিনী যাচ্ছে গড়িয়ে ।
বেলি বলে,মন একসাথে রই,
তুমি মোর সখা,তুমি মোর সই ।
মন তাকে দেখে অবাক চেয়ে ।
মিনাক্ষী দিলো না বই,
মন যাবে কই,
কাহিনী যাচ্ছে গড়িয়ে ।
বেলি বলে,মন একসাথে রই,
তুমি মোর সখা,তুমি মোর সই ।
তোমারেই চেয়েছি,
শতরূপে শতবার ,
শতরূপে শতবার ,
নিয়মে অনিয়মে ।