08-10-2021, 05:51 PM
দোতলার চওড়া বারান্দায় বসে আছি সবাই। শুরু হয়েছে চা দিয়ে। না বললেও জানি আর একটু পরে গ্লাস আর গরম গরম মাছ ভাজা এসে যাবে। জায়গাটার একটা বিশেষ গুন যেটা আগেও দেখেছিলাম সেটা এবারেও দেখলাম সেই একই আছে। দিন রাত মিলিয়ে কতটুকু সময় কারেন্ট থাকে সেটা বোধহয় ভগবান ছাড়া আর কেউ জানে না। আমরা আসার সময় থেকেই দেখছি কারেন্ট নেই। যদিও তাতে কোনো অসুবিধা নেই। সন্ধের অন্ধকার নামতে পারেনি। তার আগে চাঁদ মামা নরম আলোয় ভরিয়ে দিয়েছে বিশ্ব চরাচর। উল্টো পাল্টা হাওয়া কখন কোন দিক থেকে বয়ে আসছে ঠাওর করা মুশকিল। কান পাতলেই শোনা যায় ঝিঁঝিঁ পোকার ডাক...একটানা...চারিদিকে উড়ে বেড়াচ্ছে অহস্র জোনাকি...আলো জ্বালিয়ে নিভিয়ে। উফ, ভাবাই যায় না। কি বিউটি। এরকম একটা জায়গায় সুখ দুঃখ দুটোই মন ভরে অনুভব করা যায়। মন খারাপ নিয়ে এখানে এসে মরেও সুখ আবার খুশীতে ভেসে যেতে চাইলেও এরকম জায়গার জুড়ি মেলা ভার। পূর্বা আর রুপা আমার দুই সোনা মনাকে নিয়ে এরকম একটা সময়ে এসে দু এক দিন কাটিয়ে যাবো ভাবতে ভাবতে শুনলাম ছোড়’দিরাও আজ বাদ থাকছে না। ওদের জন্য জিনের ব্যাবস্থা আছে। মনে মনে খুশী হলাম। ঠিক এটাই আমি চাইছিলাম।
ঘন্টা দেড়েক পর। বারান্দার রেলিঙ-এ হেলান দিয়ে আমি তাকিয়ে আছি বাইরের দিকে। চাঁদনী রাত এখন আরো সুন্দর...আরো মোহময়ী। জামাইবাবুরা দু পেগ মেরে নীচে গেছে। কর্মচারীদের সাথে কাজকর্ম আর হিসেব নিকেশ নিয়ে বসার ছিল। ছো’ড়’দি আর শ্রাবনী বৌদি খোশ মেজাজে আছে। টুকটাক কথা...হঠাৎ হঠাৎ খিল খিল হাসি...বেশ লাগছিল দুজনকে। বয়স যেন এক লাফে দশ বছর কমিয়ে ফেলেছে। শ্রাবনী বৌদি থেকে থেকেই আমার পেছনে লাগছিল। একা একা দাঁড়িয়ে আছি সেকি বিশেষ কারুর কথা ভেবে নাকি বিরহ ব্যাথায়। শুনে আমি হেসেছি। বৌদি যখন বয়সের ফারাক ভুলে যেতে চাইছে তখন আমার আপত্তির কি আছে। উত্তর দিয়েছি আমার আর এখন কে আছে বলো...। বৌদি হেসে গড়িয়ে পড়ে বলেছে আহারে...বেচারা...। ছোড়’দি মুখে বিশেষ কিছু না বললেও আমাদের কথোপকথন যে ভালো মতোই উপভোগ করছে সেটা বুঝতে অসুবিধা হয়নি। মজা করতে করতে আরো কিছুক্ষন কেটেছে। কথা বলতে বলতে শ্রাবনী বৌদি চুপ করে গিয়েছিল দেখে আমি আর ঘাঁটাইনি। এর আগে কখোনো শ্রাবনী বৌদির সাথে এতটা খোলামেলা কথা হয়নি। ভালোই হল, কিছুটা হজম করার সময় পাবো। নিজেকে খেলো করার পাত্র আমি নই...। হঠাৎ করে শ্রাবনী বৌদি উঠে পড়ে বলল দুর, ভাল্লাগে না। এদের খালি কাজ আর কাজ। কি সুন্দর চাঁদনী রাত...কোথায় ভাবলাম ঘুরতে বেরোবো...তা নয়...বেরসিক পাব্লিক সব। ছোড়’দি হাসতে হাসতে বলল গেছে তো যাক না...তুই দিপুর সাথে ঘুরে আয়।
Not finished by author ….
ঘন্টা দেড়েক পর। বারান্দার রেলিঙ-এ হেলান দিয়ে আমি তাকিয়ে আছি বাইরের দিকে। চাঁদনী রাত এখন আরো সুন্দর...আরো মোহময়ী। জামাইবাবুরা দু পেগ মেরে নীচে গেছে। কর্মচারীদের সাথে কাজকর্ম আর হিসেব নিকেশ নিয়ে বসার ছিল। ছো’ড়’দি আর শ্রাবনী বৌদি খোশ মেজাজে আছে। টুকটাক কথা...হঠাৎ হঠাৎ খিল খিল হাসি...বেশ লাগছিল দুজনকে। বয়স যেন এক লাফে দশ বছর কমিয়ে ফেলেছে। শ্রাবনী বৌদি থেকে থেকেই আমার পেছনে লাগছিল। একা একা দাঁড়িয়ে আছি সেকি বিশেষ কারুর কথা ভেবে নাকি বিরহ ব্যাথায়। শুনে আমি হেসেছি। বৌদি যখন বয়সের ফারাক ভুলে যেতে চাইছে তখন আমার আপত্তির কি আছে। উত্তর দিয়েছি আমার আর এখন কে আছে বলো...। বৌদি হেসে গড়িয়ে পড়ে বলেছে আহারে...বেচারা...। ছোড়’দি মুখে বিশেষ কিছু না বললেও আমাদের কথোপকথন যে ভালো মতোই উপভোগ করছে সেটা বুঝতে অসুবিধা হয়নি। মজা করতে করতে আরো কিছুক্ষন কেটেছে। কথা বলতে বলতে শ্রাবনী বৌদি চুপ করে গিয়েছিল দেখে আমি আর ঘাঁটাইনি। এর আগে কখোনো শ্রাবনী বৌদির সাথে এতটা খোলামেলা কথা হয়নি। ভালোই হল, কিছুটা হজম করার সময় পাবো। নিজেকে খেলো করার পাত্র আমি নই...। হঠাৎ করে শ্রাবনী বৌদি উঠে পড়ে বলল দুর, ভাল্লাগে না। এদের খালি কাজ আর কাজ। কি সুন্দর চাঁদনী রাত...কোথায় ভাবলাম ঘুরতে বেরোবো...তা নয়...বেরসিক পাব্লিক সব। ছোড়’দি হাসতে হাসতে বলল গেছে তো যাক না...তুই দিপুর সাথে ঘুরে আয়।
Not finished by author ….