08-10-2021, 09:41 AM
ডাইরির পাতা উল্টে যাচ্ছিলাম একের পর এক। বুঝতে পারছি ভদ্রলোকের নিয়মিত লেখার অভ্যাস ছিল না। দিন ক্ষনের তেমন কোনো বালাই নেই। কোন জায়গায় আছে তো কোন জায়গায় নেই। বেশ খাপছাড়া লাগছিল। মনে হচ্ছিল হেঁয়ালিতে ভরা। বা এটাও হতে পারে আমি বিশেষ কিছু একটা ব্যাপার জানতে চাইছি কিন্তু খুঁজে পাচ্ছি না আর তার জন্যই মনে হচ্ছে খাপছাড়া। রাত কত কে জানে। সময়ের কথা খেয়াল নেই। হেয়াঁলির ভেতর থেকে যদি কিছু উদ্ধার করা যায় সেই আশাতেই এক মনে পড়ার চেস্টা করছিলাম। বেশ কিছুক্ষন পর গভীর রাতের নিস্তব্ধতা হঠাৎ ক রে খানখান হয়ে গেল গাড়ির আওয়াজে। জানলার বাইরে তাকালাম। নাইট সার্ভিস এসে গেছে। ঘড়ি না দেখলেও বুঝলাম রাত এখন দেড়’টার আশে পাশে। কিছুক্ষন পর বাস’টা চলে গেলে আবার নিস্তব্ধ হয়ে গেল চারদিক। পড়ায় মন দিয়েছি। দেখি যদি কিছু পাওয়া যায়। আরো কয়েক পাতা এগিয়ে গেছি। তেমন স্পষ্ট কিছু না পেলেও একটা যেন অন্যরকম কিছুর গন্ধ পাচ্ছিলাম। খাপছাড়া দু এক লাইনের কবিতা গোছের কিছু মনে হচ্ছে। নারী শরীরের বর্ননা। নিজের লেখা নাকি কোনো কবি সাহিত্যিকের লেখা থেকে নেওয়া বুঝতে পারছি না কিন্তু যেন মনে হচ্ছে বিশেষ কোন মেয়ের কথা ভেবেই লেখা হয়েছে। যেটুকু ঘুম আসছিল সেটা হঠাৎ করে উধাও হয়ে গেল। নড়েচড়ে উঠে বসলাম। নাঃ, গন্ধ যখন পাচ্ছি তখন ছাড়লে হবে না। আরো কিছুটা এগোই যদি কিছু পাওয়া যায় ভেবে এগিয়ে যেতে গিয়ে আবার নিরাশ হয়ে গেলাম কিছুক্ষন পর। অস্পষ্ট সেই মেয়ে আবার হারিয়ে গেছে দেখে আর উৎসাহ পাচ্ছিলাম না। সারা রাজ্যের ঘুম এসে পড়ল চোখের উপরে।