24-09-2021, 01:06 PM
আমি চাদরটা টেনে টেনে সুন্দর করে বিছিয়ে দিয়ে, লুনার বুকের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে বললাম, প্রেমে আসক্ত হয়ে পরাটা কি খুব খারাপ?
লুনা কেমন যেনো ছটফট করতে থাকলো। বললো, না মানে? আমার কি হয়েছে, তুমি তা বুঝতেও পারবেনা। ছি ছি! এসব অভিনয় করতে গিয়ে, মাঝে মাঝে ইচ্ছে হয়েছে ঐসব বুড়ু কিংবা বাংলা পাঁচগুলোকে নিয়েও ক্যাবিনে চলে আসি। কিভাবে যে নিজেকে এতটা দিন দমন করে রাখতে পেরেছিলাম, নিজের কাছেও অবাক লাগে। সেদিন তোমাকে দেখার পর, সে ইচ্ছাটাও দমন করে রাখতে পারিনি। আমি এমন মেয়ে কখনোই ছিলাম না! আমার বাবা মা জানতে পারলে, কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে, তারপরও আমার মুখ দেখতে চাইবেনা।
আমি লুনার চমৎকার ঠোট দুটোতে একটা আলতো চুম্বন করে বললাম, সবই পরিবেশ পরিস্থিতির কারনে হয়ে থাকে। কিন্তু, এত সব বুঝেও আমাকে ক্যাবিন এ নিয়ে আসার কারন?
লুনাও আমাকে একটা চুমু দিয়ে বললো, এই যে তুমি বললে, পরিবেশ পরিস্থিতি? আসলে আমার বান্ধবীটা প্রতিদিনই মজা করে এখানকার গলপো করতো। কাষ্টোমারদের অনেক অনেক মনের কথাগুলোও জানাতো। আমার খুব শখ হতো, নিজেও তাদের কথা জানি! তবে, প্রথম তোমার সাথে দেখা হতেই, আমার হঠাৎই যে কি হয়ে গেলো! এমন করে কথা বলা, এই ক্লাবে কেনো, আমার সারা জীবনেও কারো সাথে বলা হয়নি। আসলে, তারপর থেকেই আমার মাথাটা খারাপ হতে চললো। সেদিন তোমাকে ক্যাবিনে নিয়ে এসে সবচেয়ে বেশী অনুতপ্ত হয়েছি। কেনো যেনো আমার মনের সমস্ত সুপ্ত বাসনাগুলোকে তোমার কাছে বিলিয়ে দিতে দ্বিধা করলাম না। এমন হতে থাকলে, আমি নষ্ট হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো। তাই ঠিক করেছি, প্রেম ভালোবাসা নিয়ে খেলা করা চলে না। এতে পরিণতি খুব কষ্টের হয়। তাই মাদারকে বলেছিলাম সেদিনই ক্লাব ছেড়ে দিতে। মাদারের অনুরোধেই এই মাসটা পুরু করবো।
আমি বললাম, লুনা, তুমি সত্যিই খুব আবেগ প্রবণ মেয়ে। আবেগ প্রবণ মানুষগুলো জীবনের অনেক সুখ আনন্দ থেকে বঞ্চিত হয়! এই ক্লাব ছেড়ে দিতে চাইছো, তাতে আমি কোন আপত্তি করবোনা। তবে, এভাবে মন খারাপ করে, আজকের সন্ধ্যাটা নষ্ট করোনা, প্লীজ!
লুনা আমার চোখে চোখ রেখে বললো, নাহ অনি, মন খারাপ করি না। তোমার সাথে অন্য কোথাও দেখা হলে হয়তো, আমার মনের দাবীটাও অন্য রকম হতো। এখন আমি নষ্ট মেয়ে!তাই তোমার কাছে কখনোই ভালোবাসার দাবী নিয়ে হাত বাড়াবো না।
লুনা হঠাৎই তার নরোম বক্ষ দুটো আমার বুকের উপর রেখে জড়িয়ে ধরে বললো, তারপরও কেনো যেনো, তোমাকে শুধু ভালোবাসতে ইচ্ছে করে।
লুনা কেমন যেনো ছটফট করতে থাকলো। বললো, না মানে? আমার কি হয়েছে, তুমি তা বুঝতেও পারবেনা। ছি ছি! এসব অভিনয় করতে গিয়ে, মাঝে মাঝে ইচ্ছে হয়েছে ঐসব বুড়ু কিংবা বাংলা পাঁচগুলোকে নিয়েও ক্যাবিনে চলে আসি। কিভাবে যে নিজেকে এতটা দিন দমন করে রাখতে পেরেছিলাম, নিজের কাছেও অবাক লাগে। সেদিন তোমাকে দেখার পর, সে ইচ্ছাটাও দমন করে রাখতে পারিনি। আমি এমন মেয়ে কখনোই ছিলাম না! আমার বাবা মা জানতে পারলে, কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে, তারপরও আমার মুখ দেখতে চাইবেনা।
আমি লুনার চমৎকার ঠোট দুটোতে একটা আলতো চুম্বন করে বললাম, সবই পরিবেশ পরিস্থিতির কারনে হয়ে থাকে। কিন্তু, এত সব বুঝেও আমাকে ক্যাবিন এ নিয়ে আসার কারন?
লুনাও আমাকে একটা চুমু দিয়ে বললো, এই যে তুমি বললে, পরিবেশ পরিস্থিতি? আসলে আমার বান্ধবীটা প্রতিদিনই মজা করে এখানকার গলপো করতো। কাষ্টোমারদের অনেক অনেক মনের কথাগুলোও জানাতো। আমার খুব শখ হতো, নিজেও তাদের কথা জানি! তবে, প্রথম তোমার সাথে দেখা হতেই, আমার হঠাৎই যে কি হয়ে গেলো! এমন করে কথা বলা, এই ক্লাবে কেনো, আমার সারা জীবনেও কারো সাথে বলা হয়নি। আসলে, তারপর থেকেই আমার মাথাটা খারাপ হতে চললো। সেদিন তোমাকে ক্যাবিনে নিয়ে এসে সবচেয়ে বেশী অনুতপ্ত হয়েছি। কেনো যেনো আমার মনের সমস্ত সুপ্ত বাসনাগুলোকে তোমার কাছে বিলিয়ে দিতে দ্বিধা করলাম না। এমন হতে থাকলে, আমি নষ্ট হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো। তাই ঠিক করেছি, প্রেম ভালোবাসা নিয়ে খেলা করা চলে না। এতে পরিণতি খুব কষ্টের হয়। তাই মাদারকে বলেছিলাম সেদিনই ক্লাব ছেড়ে দিতে। মাদারের অনুরোধেই এই মাসটা পুরু করবো।
আমি বললাম, লুনা, তুমি সত্যিই খুব আবেগ প্রবণ মেয়ে। আবেগ প্রবণ মানুষগুলো জীবনের অনেক সুখ আনন্দ থেকে বঞ্চিত হয়! এই ক্লাব ছেড়ে দিতে চাইছো, তাতে আমি কোন আপত্তি করবোনা। তবে, এভাবে মন খারাপ করে, আজকের সন্ধ্যাটা নষ্ট করোনা, প্লীজ!
লুনা আমার চোখে চোখ রেখে বললো, নাহ অনি, মন খারাপ করি না। তোমার সাথে অন্য কোথাও দেখা হলে হয়তো, আমার মনের দাবীটাও অন্য রকম হতো। এখন আমি নষ্ট মেয়ে!তাই তোমার কাছে কখনোই ভালোবাসার দাবী নিয়ে হাত বাড়াবো না।
লুনা হঠাৎই তার নরোম বক্ষ দুটো আমার বুকের উপর রেখে জড়িয়ে ধরে বললো, তারপরও কেনো যেনো, তোমাকে শুধু ভালোবাসতে ইচ্ছে করে।