24-09-2021, 01:05 PM
আমি আমার জীবনে অযাচিত অনেক ভালোবাসাই পেয়েছি। তবে, লুনা নামের লাভার্স ক্লাবের এই লাভার গার্লটি শুধু আমাকে অবাকই করলো না। কেনো যেনো তার প্রতি মমতায় মনটা ভরে উঠতে থাকলো। শুধু তাই নয়, তার চমৎকার হাসি আর দাঁতগুলো দেখলে, পার্থিব অনেক দুঃখ কষ্টের কথাই ভুলে যাই। লুনা আমার হাতটা তার নরোম হাতে টেনে ধরে, আবারো বললো, চলো!
আগের রাতে ভালো ঘুম হয়নি। দেহের ক্লান্তিটা যেমনি ছিলো, কিছুক্ষণ আগে এই ক্যাবিনে আসা নিয়ে মানসিক ধকলটাও কম ছিলোনা। আমি ক্যাবিনে ঢুকেই পাতানো খাটটায় বসতে গেলাম। লুনা খানিকটা চিৎকার করেই বললো, এই, দাঁড়াও দাঁড়াও! কে না কে এই বিছানা ব্যবহার করেছে! আমার ঘিন্যা হয়। তুমি আসবে অনুমান করেই, আমি আমার চাদর নিয়ে এসেছি। একটু হেলপ করোনা আমাকে!
লুনার রূচিপূর্ণ মনটা দেখে, মুহুর্তেই সব ক্লান্তি দূর হয়ে গেলো আমার। আমি বললাম, কি করতে পারি?
লুনা বললো, আপাততঃ বিছানার উপর থেকে ঐ চাদরটা সরাও। আমি ভালো চাদর বেড় করছি।
এইবলে সে ভ্যানিটি ব্যাগ থেকে, শুভ্র সাদা একটি চাদর বেড় করতে থাকলো। অনেকের মনেই কত কি স্বপ্ন থাকে, সেসব আমার জানা নেই। আমার কেনো যেনো মনে হতে থাকলো, শুভ্র সাদা ফেনলিভ শয্যা! লুনাকে বিছানায় পেলে, এই জীবনে আর কি চাই!
আমি বিছানার চাদরটা সরিয়ে নিতেই, সে হাতের চাদরটা বাড়িয়ে দিয়ে আদুরে গলায় বললো, ঐদিন যা করেছি, সব আমার ইচ্ছেতেই ছিলো। আজ কিন্তু সব তোমার ইচ্ছেতেই হবে। আমি কিছুই করবোনা। যা করার সব তুমিই করবে! আমি শুধু উপভোগ করবো।
আমিও দুষ্টুমি করে বললাম, জোঁ হুকুম, মহারানী! কি করতে হবে আমাকে?
লুনা গম্ভীর হয়ে বললো, মহারানী নয়! বলো স্বপ্নের রাজকন্যা! আর, কি করতে হবে, তাও কি বলে দিতে হবে? আপাততঃ এই চাদরটা বিছাও!
আমি চাদরটা বিছিয়ে দিতে দিতে বললাম, তুমি ক্লাবটা ছেড়ে দিতে চাইছো কেনো?
লুনা ততোধিক গম্ভীর হয়ে বললো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার!
আমি পুরু চাদরটা সুন্দর করে বিছিয়ে দিয়ে বললাম, তা ঠিক! তবে, হঠাৎ এসে এত পুরুষের মনে আগুন ধরিয়ে দিয়ে, এমন করে বিদায় নেয়াটা কি ঠিক?
লুনা খানিকটা শান্ত গলাতেই বললো, ঠিক বেঠিক জানিনা। তবে, তোমাকে বলতে আপত্তি নেই। আসলে, আমার এক বান্ধবী সব সময়ই এই ক্লাবের গলপো করতো। ধরতে পারো অনেকটা শখ করেই! আমি অনেকটা কৌতুহলী হয়েই এসেছিলাম এখানে। খুবই জানতে ইচ্ছে হতো, ওসব প্রেম পাগল মানুষগুলো কারা? তারা কি চায়? কিন্তু জানো অনি? আসলে, অনেক কাজ অনেককে দিয়ে হয়না! এই ধরো আমার কথা? দুমাস আগেও ভেবেছিলাম, পুরুষদের সাথে প্রেমের একটা অভিনয় করা, এ আর তেমন কি ব্যাপার? অথচ, কি হতে যে কি হতে চললো, নিজেই এখন বুঝতে পারছিনা। আমি নিজেও কেমন যেনো প্রেমে আসক্ত হয়ে পরছি!
আগের রাতে ভালো ঘুম হয়নি। দেহের ক্লান্তিটা যেমনি ছিলো, কিছুক্ষণ আগে এই ক্যাবিনে আসা নিয়ে মানসিক ধকলটাও কম ছিলোনা। আমি ক্যাবিনে ঢুকেই পাতানো খাটটায় বসতে গেলাম। লুনা খানিকটা চিৎকার করেই বললো, এই, দাঁড়াও দাঁড়াও! কে না কে এই বিছানা ব্যবহার করেছে! আমার ঘিন্যা হয়। তুমি আসবে অনুমান করেই, আমি আমার চাদর নিয়ে এসেছি। একটু হেলপ করোনা আমাকে!
লুনার রূচিপূর্ণ মনটা দেখে, মুহুর্তেই সব ক্লান্তি দূর হয়ে গেলো আমার। আমি বললাম, কি করতে পারি?
লুনা বললো, আপাততঃ বিছানার উপর থেকে ঐ চাদরটা সরাও। আমি ভালো চাদর বেড় করছি।
এইবলে সে ভ্যানিটি ব্যাগ থেকে, শুভ্র সাদা একটি চাদর বেড় করতে থাকলো। অনেকের মনেই কত কি স্বপ্ন থাকে, সেসব আমার জানা নেই। আমার কেনো যেনো মনে হতে থাকলো, শুভ্র সাদা ফেনলিভ শয্যা! লুনাকে বিছানায় পেলে, এই জীবনে আর কি চাই!
আমি বিছানার চাদরটা সরিয়ে নিতেই, সে হাতের চাদরটা বাড়িয়ে দিয়ে আদুরে গলায় বললো, ঐদিন যা করেছি, সব আমার ইচ্ছেতেই ছিলো। আজ কিন্তু সব তোমার ইচ্ছেতেই হবে। আমি কিছুই করবোনা। যা করার সব তুমিই করবে! আমি শুধু উপভোগ করবো।
আমিও দুষ্টুমি করে বললাম, জোঁ হুকুম, মহারানী! কি করতে হবে আমাকে?
লুনা গম্ভীর হয়ে বললো, মহারানী নয়! বলো স্বপ্নের রাজকন্যা! আর, কি করতে হবে, তাও কি বলে দিতে হবে? আপাততঃ এই চাদরটা বিছাও!
আমি চাদরটা বিছিয়ে দিতে দিতে বললাম, তুমি ক্লাবটা ছেড়ে দিতে চাইছো কেনো?
লুনা ততোধিক গম্ভীর হয়ে বললো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার!
আমি পুরু চাদরটা সুন্দর করে বিছিয়ে দিয়ে বললাম, তা ঠিক! তবে, হঠাৎ এসে এত পুরুষের মনে আগুন ধরিয়ে দিয়ে, এমন করে বিদায় নেয়াটা কি ঠিক?
লুনা খানিকটা শান্ত গলাতেই বললো, ঠিক বেঠিক জানিনা। তবে, তোমাকে বলতে আপত্তি নেই। আসলে, আমার এক বান্ধবী সব সময়ই এই ক্লাবের গলপো করতো। ধরতে পারো অনেকটা শখ করেই! আমি অনেকটা কৌতুহলী হয়েই এসেছিলাম এখানে। খুবই জানতে ইচ্ছে হতো, ওসব প্রেম পাগল মানুষগুলো কারা? তারা কি চায়? কিন্তু জানো অনি? আসলে, অনেক কাজ অনেককে দিয়ে হয়না! এই ধরো আমার কথা? দুমাস আগেও ভেবেছিলাম, পুরুষদের সাথে প্রেমের একটা অভিনয় করা, এ আর তেমন কি ব্যাপার? অথচ, কি হতে যে কি হতে চললো, নিজেই এখন বুঝতে পারছিনা। আমি নিজেও কেমন যেনো প্রেমে আসক্ত হয়ে পরছি!