27-08-2021, 10:24 AM
পরেরদিন, ট্রেন এ করে ফিরছে দুজনে
............কুন্তি, রোম এর সাথে সম্পর্ক , না চাইলেও বজায় রাখতে হবে। আমাদের দুজনের পাসে কেউ নেই। আমাদের দুজনকেই শরীর বেচতে হয়। মেয়দের পক্ষ্যে সেইটি অনেক বেশি অপমানের, আমি পুরুষ হয়ে বুজতে পারি। তার কারন আমাদের সমাজ। আমার ব্যাপার জানাজানি হলে বলবে” শালা খুব মস্তি করেছে। তোমার বেলায় সেটাই” নষ্ট মেয়ে”।একটি বেশ্যা নারী যদি সুস্থ জীবনে ফিরতে চায়, তথাকথিত ভদ্র সমাজ, হতে দেয়না। তুমি কি দেখছ, কোন বেশ্যা বিয়ে করে আর পাঁচ জনের মতো সংসার করছে আর সমাজ তাকে একসেপ্ট করেছে, পাবেনা। কিন্তু একটি পুরুষ ,রেগুলার সোনাগাছি গিয়েও দিব্বি এই সমাজে ‘ভদ্রলোক’ হয়ে বাস করতে পারে। তাই শরীর বেচবো সুধু আমি। তা ছাড়া রোম আর আমার সম্পর্ক এখন সুধু, ক্রেতা বিক্রেতা না, কিছুটা বন্ধুত্বও বটে।বলতে পার, একটু নিশ্চয়তা, খুব সামান্য উষ্ণতা । রোম এর ব্যাপারে যে টুকু বুঝেছি, ওনার কেউ নেই। তাই যে টুকু সাহায্য ,প্রয়োজনে পাওয়া যায়। এ ছাড়া কোন ধরাবাধা রোজগার এখন তো নেই, আর এক দিনে যদি ৩০০০ টাকা মন্দ নয়। আমি ঠিক করেছি, কিছু টাকা জমিয়ে এই রাজ্য থেকে পালাব। তুমি কি বল?
.........তোমার ওপর বিশ্বাস আছে, জানি এই মন আমার...... মিষ্টি হেঁসে ফাগুর কাঁধে মাথা রাখল কুন্তি।
.........কুন্তি বিয়ের ব্যাপারে, ঘুণাক্ষরে কাউকে কিছু বলবে না। রোহিত বাঁ পুলিস জানতে পারলে তোমার উপর ঝামেলা নেমে আসবে।
ষ্টেশন এ নেমে হাঠাৎ ফাগু লক্ষ্য করলো, আসানসোল ষ্টেশন এ দ্যাখা সেই পুলিস দের একজন। নজর রাখছে। ঘাড় নামিয়ে কুন্তির দিকে ঘুড়িয়ে ফাগু বেরিয়ে গেল।
............কুন্তি,এক খোঁচর দেখলাম। সাবধানের মার নেই। আমার নতুন নম্বর এ ফোন করবে আর করেই মুছে ফেলবে। কয়েকদিন কলকাতায় থাকব, ধান্দার জন্য। আর আমি আগে ফিরে ষ্টেশন এর বাইরে, ওই সাইকেল স্ট্যান্ড ছাড়িয়ে যে কলেজ আছে, তার শেষে দাড়াব। কেমন? ফোন করব রোজ, ২ বার।
............কুন্তি, রোম এর সাথে সম্পর্ক , না চাইলেও বজায় রাখতে হবে। আমাদের দুজনের পাসে কেউ নেই। আমাদের দুজনকেই শরীর বেচতে হয়। মেয়দের পক্ষ্যে সেইটি অনেক বেশি অপমানের, আমি পুরুষ হয়ে বুজতে পারি। তার কারন আমাদের সমাজ। আমার ব্যাপার জানাজানি হলে বলবে” শালা খুব মস্তি করেছে। তোমার বেলায় সেটাই” নষ্ট মেয়ে”।একটি বেশ্যা নারী যদি সুস্থ জীবনে ফিরতে চায়, তথাকথিত ভদ্র সমাজ, হতে দেয়না। তুমি কি দেখছ, কোন বেশ্যা বিয়ে করে আর পাঁচ জনের মতো সংসার করছে আর সমাজ তাকে একসেপ্ট করেছে, পাবেনা। কিন্তু একটি পুরুষ ,রেগুলার সোনাগাছি গিয়েও দিব্বি এই সমাজে ‘ভদ্রলোক’ হয়ে বাস করতে পারে। তাই শরীর বেচবো সুধু আমি। তা ছাড়া রোম আর আমার সম্পর্ক এখন সুধু, ক্রেতা বিক্রেতা না, কিছুটা বন্ধুত্বও বটে।বলতে পার, একটু নিশ্চয়তা, খুব সামান্য উষ্ণতা । রোম এর ব্যাপারে যে টুকু বুঝেছি, ওনার কেউ নেই। তাই যে টুকু সাহায্য ,প্রয়োজনে পাওয়া যায়। এ ছাড়া কোন ধরাবাধা রোজগার এখন তো নেই, আর এক দিনে যদি ৩০০০ টাকা মন্দ নয়। আমি ঠিক করেছি, কিছু টাকা জমিয়ে এই রাজ্য থেকে পালাব। তুমি কি বল?
.........তোমার ওপর বিশ্বাস আছে, জানি এই মন আমার...... মিষ্টি হেঁসে ফাগুর কাঁধে মাথা রাখল কুন্তি।
.........কুন্তি বিয়ের ব্যাপারে, ঘুণাক্ষরে কাউকে কিছু বলবে না। রোহিত বাঁ পুলিস জানতে পারলে তোমার উপর ঝামেলা নেমে আসবে।
ষ্টেশন এ নেমে হাঠাৎ ফাগু লক্ষ্য করলো, আসানসোল ষ্টেশন এ দ্যাখা সেই পুলিস দের একজন। নজর রাখছে। ঘাড় নামিয়ে কুন্তির দিকে ঘুড়িয়ে ফাগু বেরিয়ে গেল।
............কুন্তি,এক খোঁচর দেখলাম। সাবধানের মার নেই। আমার নতুন নম্বর এ ফোন করবে আর করেই মুছে ফেলবে। কয়েকদিন কলকাতায় থাকব, ধান্দার জন্য। আর আমি আগে ফিরে ষ্টেশন এর বাইরে, ওই সাইকেল স্ট্যান্ড ছাড়িয়ে যে কলেজ আছে, তার শেষে দাড়াব। কেমন? ফোন করব রোজ, ২ বার।