26-08-2021, 09:42 AM
অশোকদার সাথে আড্ডা মেরে ভালই কাটছিল দিনগুলো ৷ মাসির শ্রাদ্ধ হয়ে গেছে ৷ আমিও অফিস জিন করেছি ৷ কলকাতায় জীবন যাত্রায় আসতে আসতে নিজেকে অভ্যস্ত করে নিতে হচ্ছে ৷ কাজের চাপে আমিও খুব বেশি অশোকদার বাড়িতে যাই না ৷ কিন্তু সপ্তাহে ছুটির দিনগুলো বৌদির হাথের রান্না খেয়ে বেশ তৃপ্তি পেতাম ৷ এত দিনে কখনো মনে হয় নি বৌদি অসুস্থ ৷ আরো মাস ছয়েক কেটে গেছে ৷ বৌদি অশোকদা কে নিয়ে গিয়ে ৫-৬ টা মেয়ে দেখেছি ৷ কিন্তু পছন্দ হয় নি ৷ হেমা বৌদি মাঝে মাঝেই আমার বাড়িতে চলে আসেন বিশেষ করে অশোকদা যখন AAI এর কাজে দিল্লি যান ৷ বির্কৃত মানসিকতা না হলেও বৌদি কে খুব কাছ থেকে দেখলে ছুঁতে ইচ্ছা হয় ৷ কিন্তু অসকদার অপরিসীম শ্রদ্ধা আমায় থামিয়ে দেয় ৷ সেদিন ছিল রবিবার সকাল ৷ বৌদি সকালে এসে আমায় ঘুম থেকে তুলে দিয়ে চা বানিয়ে নিয়ে এসেছেন , অশোকদা ছিলেন না সেই সময় ৷ বৌদির এত ভালবাসা দেখে আমি বললাম " আচ্ছা বৌদি এক বছর হতে চলল তোমাকে দেখছি কই তোমায় তো অসুস্থ মনে হয় না !" বৌদির মুখ পাংশী হয়ে যায় ৷ আমার পাশে বসে পড়ে আচল ধরে ৷
দীর্ঘক্ষণ চুপ করে থেকে আসতে আসতে মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে কিছু কথা " তোমাকেও ছাড়ল না " ৷ আমি বুঝতে না পারলেও বৌদি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন ৷ সংসার আমি করি নি ৷ সংসার এর জ্ঞান নেই তাই কি কথা ঠিক বা ভুল তা আমার জানা ছিল না ৷ কিছুক্ষনেই থেমে গেলেন বৌদি ৷ বৌদির রূপে আমি পাগল হলেও যৌন ব্যাভিচারের কোনো চিন্তায় আমার ছিল না ৷ "ওহ যখন আমার কথা তোমায় বলেছে আর তুমি ৪ বছর তার সাথে ছিলে তোমার জানা দরকার, মানস কে বলার সুযোগ পাই নি কিন্তু আমিও থেমে থাকব না !" হাথ ধরে বুকে নিয়ে বৌদি বলল বিশ্বাস কর সূর্য আমার পাশে কেউ নি যে আমার কথা শুনবে , আমায় বিশ্বাস করবে ?" আমি অপ্রস্তুতে পরলাম ৷ জীবনে কোনো মেয়ের শরীরে হাথ দি নি ৷
বিশ্বাস কর বন্দী হয়ে পড়ে আছি এখানে ! সুজাতা নামের ডাইনি ওকে বস করে রেখেছে ৷ আমার বিয়ের দু বছর আগে তার সাথে পরিচয় , শারীরিক মেলামেশাও ছিল ৷ সুজাতা ফরিদাবাদে থাকে ৷ আর বেশির ভাগ সময় অশোক সুজাতার সাথেই দিল্লিতে থাকে ৷ ওর বাবার কোটি কোটি টাকা উড়িয়েছে ওই ডাইনির জন্য ৷ আমি জানতে পারার পর বাবাকে সব কথা জানাই ৷ বাবা আমায় কেস করতে বলেন ৷ আমরা দুই বোন বড় বোন কানাডা তে থাকে সে এসেই না বলতে গেলে ৷ বাবা হার্টের রুগী ৷ সেই ভাবে আমার পাশে দাঁড়াতে পারছেন না ৷ আমার কাকু ই সব দেখা শুনা করেন ৷ কিন্তু আমার পাশে কে দাঁড়াবে ৷ আমাকে বুনো জানওয়ার এর মত দু তিন বার মারধর করেছে ৷ ভয়ে ওকে মানিয়ে চলি ৷ আমি সম্ভ্রান্ত ঘরের মেয়ে ৷ তাই ওর অত্যাচারের কাছে আমি মুখ বন্ধ রেখেছি ৷ কোর্টে যাতেকেস কোর্টে না পারি সেই জন্য মিথ্যে আমায় পাগল সাজিয়ে রেখেছে যে আমার সিসফ্রেনিক ডাইলেমা ডিস অর্ডার আছে ৷ "
দীর্ঘক্ষণ চুপ করে থেকে আসতে আসতে মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে কিছু কথা " তোমাকেও ছাড়ল না " ৷ আমি বুঝতে না পারলেও বৌদি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন ৷ সংসার আমি করি নি ৷ সংসার এর জ্ঞান নেই তাই কি কথা ঠিক বা ভুল তা আমার জানা ছিল না ৷ কিছুক্ষনেই থেমে গেলেন বৌদি ৷ বৌদির রূপে আমি পাগল হলেও যৌন ব্যাভিচারের কোনো চিন্তায় আমার ছিল না ৷ "ওহ যখন আমার কথা তোমায় বলেছে আর তুমি ৪ বছর তার সাথে ছিলে তোমার জানা দরকার, মানস কে বলার সুযোগ পাই নি কিন্তু আমিও থেমে থাকব না !" হাথ ধরে বুকে নিয়ে বৌদি বলল বিশ্বাস কর সূর্য আমার পাশে কেউ নি যে আমার কথা শুনবে , আমায় বিশ্বাস করবে ?" আমি অপ্রস্তুতে পরলাম ৷ জীবনে কোনো মেয়ের শরীরে হাথ দি নি ৷
বিশ্বাস কর বন্দী হয়ে পড়ে আছি এখানে ! সুজাতা নামের ডাইনি ওকে বস করে রেখেছে ৷ আমার বিয়ের দু বছর আগে তার সাথে পরিচয় , শারীরিক মেলামেশাও ছিল ৷ সুজাতা ফরিদাবাদে থাকে ৷ আর বেশির ভাগ সময় অশোক সুজাতার সাথেই দিল্লিতে থাকে ৷ ওর বাবার কোটি কোটি টাকা উড়িয়েছে ওই ডাইনির জন্য ৷ আমি জানতে পারার পর বাবাকে সব কথা জানাই ৷ বাবা আমায় কেস করতে বলেন ৷ আমরা দুই বোন বড় বোন কানাডা তে থাকে সে এসেই না বলতে গেলে ৷ বাবা হার্টের রুগী ৷ সেই ভাবে আমার পাশে দাঁড়াতে পারছেন না ৷ আমার কাকু ই সব দেখা শুনা করেন ৷ কিন্তু আমার পাশে কে দাঁড়াবে ৷ আমাকে বুনো জানওয়ার এর মত দু তিন বার মারধর করেছে ৷ ভয়ে ওকে মানিয়ে চলি ৷ আমি সম্ভ্রান্ত ঘরের মেয়ে ৷ তাই ওর অত্যাচারের কাছে আমি মুখ বন্ধ রেখেছি ৷ কোর্টে যাতেকেস কোর্টে না পারি সেই জন্য মিথ্যে আমায় পাগল সাজিয়ে রেখেছে যে আমার সিসফ্রেনিক ডাইলেমা ডিস অর্ডার আছে ৷ "