23-08-2021, 02:42 PM
মধু, সরলাকে আস্তেআস্তে জিজ্ঞাসা করে কি রঙের বেনারসি পরবে বিয়েতে ৷ মধু, আঙ্কেলকে বলে,বিয়ের আগে আজই শেষ কথা বলে নিন ৷ আবার বিয়েরদিন বউয়ের মুখ দেখবেন ৷ আর মা তোমাকে সেই কথা বলছি,ভাবী স্বামীর সঙ্গে আজই শেষ সাক্ষাৎ কিন্তু ৷ বলে সরলার হাত আঙ্কেলের হাতে দিয়ে রোহিতকে ডেকে পাশের ঘরে চলে যায় ৷ যাওয়ার সময় ড্রয়িংরুমের দরজাটা বন্ধ করে দেয় ৷ রোহিত-মধু পাশের ঘরে চলে যেতেই আনন্দ আঙ্কেল সরলাকে নিজের বুকে টেনে নিয়ে প্রশ্ন করেন ৷ সরলা তুমি আমাকে বিয়ে করতে সত্যিসত্যি রাজীতো ৷ তখন সরলা কুমারী মেয়েদের প্রথম বিবাহের খবরে যে সলজ্জভাব ফুঁটে ওঠে ঠিক সেরকমভাবে আঙ্কেলের দুইবাহুর আলিঙ্গনে নিজেকে সপেঁ দেন ৷ তারপর ঈষৎ কম্পিতকন্ঠে বলেন,আনন্দজী,আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন তাতে আমি রাজি,রাজি,রাজি বলতে বলতে,আঙ্কেলের বুকে মুখ গুজে দেন ৷ আনন্দ আঙ্কেল তখন একহাত দিয়েসরলার মাথায় হাত বুলিয়ে দেন ৷ আর অন্য হাতে ওর চিবুক ধরে নিজের মুখের কাছে এনে সরলার থরথর কঁম্পিত ওষ্ঠে গভীর চুম্বন দিতে থাকেন ৷ এভাবে সরলাকে বেশকিছুক্ষণ বুকে জড়িয়ে রাখেন ৷ হঠাৎ মধুর গলাখাকারি ও ড্রয়িংরুমের দরজাটা খোলার শব্দে আঙ্কেল সরলাকে তার আলিঙ্গন মুক্ত করতেই মধু ঘরে ঢুকে আসে ৷ আর বলে , ‘পূর্বরাগ আজ এখানেই সমাপ্ত ৷
আবার দেখা হবে ২২শে নভেম্বর বিয়ের সময় ৷ আঙ্কেল আর মা তোমাদের প্রেমালাপ আপাতত দিন ১০শেক বন্ধ ৷ দুজনকে অবাক হয়ে চুপ দেখে রোহিত বলে,মধু এখন ওদের নিয়ে ঠাট্টা করনা ৷ মধু বলে,আঙ্কেলের সঙ্গে মার বিয়ে হবে আর বিবাহ ইচ্ছুক পাএপাএীর সঙ্গে একটু মজা করব না ৷ রোহিত হেঁসে বলে, মধু তুমি কিন্তু ভীষণ দুষ্টু ৷ ওদের সঙ্গে শুধুমুধু ইয়ারকি করছ ৷ দেখ তোমার মা কিরকম লজ্জা পাচ্ছে ৷ মধু হেঁসে সেটা লক্ষ্য করে বলে,কিগো মা তুমি দেখি প্রথম বিয়ের কনের মতো লজ্জা পাচ্ছ ৷ রোহিত, মধুকে ওদের আর লেগপুলিং নাকরতে বলে ৷ তারপর আঙ্কলকে বলে ২২শে নভেম্বর সরলার সাথে ওর রেজিস্ট্রম্যারেজ হবে ৷ তখন আনন্দ আঙ্কেল বলে ঠিক আছে ৷ সরলা আঙ্কেলকে আসি বলে মধুকে নিয়ে পাশের রুমে চলে যায় ৷ রোহিতকে আনন্দ আঙ্কেল ওর ফ্ল্যাটে গিয়ে ডিংঙ্কসের আমন্ত্রন করে ৷ হ্যাঁ, চলুন আঙ্কেল আগাম বিয়ের সেলিব্রেশন করি চলুন,বলে ,মধু আমি আঙ্কেলর ফ্ল্যাটে আছি ৷
**************************************************
আবার দেখা হবে ২২শে নভেম্বর বিয়ের সময় ৷ আঙ্কেল আর মা তোমাদের প্রেমালাপ আপাতত দিন ১০শেক বন্ধ ৷ দুজনকে অবাক হয়ে চুপ দেখে রোহিত বলে,মধু এখন ওদের নিয়ে ঠাট্টা করনা ৷ মধু বলে,আঙ্কেলের সঙ্গে মার বিয়ে হবে আর বিবাহ ইচ্ছুক পাএপাএীর সঙ্গে একটু মজা করব না ৷ রোহিত হেঁসে বলে, মধু তুমি কিন্তু ভীষণ দুষ্টু ৷ ওদের সঙ্গে শুধুমুধু ইয়ারকি করছ ৷ দেখ তোমার মা কিরকম লজ্জা পাচ্ছে ৷ মধু হেঁসে সেটা লক্ষ্য করে বলে,কিগো মা তুমি দেখি প্রথম বিয়ের কনের মতো লজ্জা পাচ্ছ ৷ রোহিত, মধুকে ওদের আর লেগপুলিং নাকরতে বলে ৷ তারপর আঙ্কলকে বলে ২২শে নভেম্বর সরলার সাথে ওর রেজিস্ট্রম্যারেজ হবে ৷ তখন আনন্দ আঙ্কেল বলে ঠিক আছে ৷ সরলা আঙ্কেলকে আসি বলে মধুকে নিয়ে পাশের রুমে চলে যায় ৷ রোহিতকে আনন্দ আঙ্কেল ওর ফ্ল্যাটে গিয়ে ডিংঙ্কসের আমন্ত্রন করে ৷ হ্যাঁ, চলুন আঙ্কেল আগাম বিয়ের সেলিব্রেশন করি চলুন,বলে ,মধু আমি আঙ্কেলর ফ্ল্যাটে আছি ৷
**************************************************