Thread Rating:
  • 97 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ছাইচাপা আগুন ।।কামদেব
#78
।।১০।।



খাওয়া দাওয়ার পর ব্যালকনিতে এসে একটা মোড়া টেনে বসল পূর্ণিমা।রাস্তায় লোকজন নেই ফাকা।একটা নেড়ি কুকুর রাস্তার ধারে বসে ধুকছে।তার ফ্লাটটা চার তলায় না হয়ে দোতলায় হলে ভালো হত।উপর থেকে ফেরিওলাকে ডাকলে শুনতে পায়না।চাকরিটা হয়ে গেলে এ সময় সে অফিসে।মনে মনে নিজের বয়স হিসেব করে,সামনের আশ্বিনে তেত্রিশে পড়বে।হঠাৎ কি দেখে সচকিত হয়ে রেলিং ধরে উঠে দাড়ায়।প্রান্তিকের নীচে এসে দাড়িয়েছে ছেলেটা।উপর দিকে তাকালে ইশারা করে ডাকতো।মনে হয় কলেজ থেকে ফিরল।
দিলীপ ওর দিদিকে নিয়ে কোথায় যাবে।আজ আর ওকে পড়াতে যেতে হবে না।প্রান্তিকের নীচে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত ভাবে।দূরে রকে কেউ নেই।এ সময় কারো থাকার কথাও নয়।বাড়ী চলে যাবে কিনা ভাবে।কলিং বেল বাজিয়ে ঘুম থেকে তুলতে হবে মাকে।
মোবাইল বাজতে এলিনা স্ক্রিনে দেখল কেটি।কানে লাগিয়ে বলল,হ্যালো?--একা ছাড়া দোকা কোথায় পাব?ওর ফিরতে রাত হয়ে যাবে।--খালি বাজে কথা---এইজন্য ফোন করেছিস?--অফিসের কোনো কথা নয় স্যরি--পরশু তো দেখা হচ্ছে--না না রাগ করব কেন--রাখছি?
ফোন কেটে দিল।ছুটির দিন অফিসের কোনো কথা পছন্দ নয়।ল্যাপটপ নিয়ে খাটে বসতে যাবে কলিং বেল বেজে উঠল।আবার কে এই অসময়ে?বিরক্তিতে কপালে ভাজ পড়ে।দরজা খুলে চমকে ওঠে।
--বিরক্ত করলাম?সঙ্কুচিত গলায় বলল মনোসিজ।
--পথ ভুলে নাকি?ভিতরে এসো।এলিনা এক পাশে সরে পাস দিল।মনোসিজ ঢুকলে দরজা বন্ধ করতে করতে বলল,এতদিন পর বিরক্ত করতে এলে?
--শনিবার শনিবার একটা দায়িত্ব নিয়েছি।
--তুমি কি কলেজ থেকে আসছো?বোসো।তাহলে আজ এলে?
মনোসিজ সোফায় বসে বলল,হ্যা আজ সে দায় নেই।
ফ্রিজ হতে কোল্ড ড্রিঙ্কস বের করে একটা গেলাসে ঢেলে এগিয়ে দিল।গেলাস নিতে নিতে মনোসিজ বলল,বৌদি আপনি খাবেন না?
--তুমি রোদের মধ্যে এলে।এলিনা পাশে বসে জিজ্ঞেস করে,কি দায়িত্ব নিয়েছো বললে না তো?
গেলাসে চুমক দিতে গিয়ে থেমে যায় ইতস্তত করে বলল,সেটা সিক্রেট বৌদি।
--তোমার আমার মধ্যে সিক্রেট?থাক শুনতে চাইনা।এলিনা মুখ ঘুরিয়ে বসে।
--রাগ করলেন বৌদি?
--রাগ করব কেন?আমি তোমার কে যে বিশ্বাস করবে।
--না মানে দিলীপকে কথা দিয়েছি--।মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল।
--ও দিলীপকে বলা যায় আমাকে বলা যায় না।
--আপনি কাউকে বলবেন নাতো?
--শোনো তোমার আমার মধ্যে কোনো কিছুই তৃতীয় ব্যক্তি জানবে না,এমন কি তাতাইও নয়।
--দিলীপ পরীক্ষা দেবে ওকে আমি পড়াচ্ছি।
--এতো ভাল কথা,গোপন করার কি আছে?
--না মানে যদি ফেল করে--।
এলিনা খিল  খিল করে হেসে ওঠে।মনোসিজ বলল,বৌদি কাউকে বলবেন না কিন্তু।
এলিনা গম্ভীর হয়ে বলল,শোনো মন আমাদের মধ্যে কোনো পাঁচিল থাকবে না--বলো আমার বুক ছুয়ে বলো।এলিনা ওর হাত ধরে বুকে চেপে ধরে বুঝতে পারে হাতটা কাপছে।এলিনা বলল কি হল বলো।
--আচ্ছা।
--কি আচ্ছা?
--আমাদের মধ্যে কোনো পাচিল থাকবে না।
--সোনা ছেলে।আচমকা মনোসিজের মাথাটা টেনে ঠোটে চুমু খেলো।
মনোসিজের মুখ দিয়ে কথা সরেনা।ঠোটে ঠোট স্পর্শ করতে সারা শরীরে প্রতিটী কোষে কোষে বিদ্যুতের শিহরণ বোধ করল।
--আচ্ছা মন,তোমরা আগে কোথায় থাকতে?
--উম?
--কি ভাবছো? আগে কোথায় ছিলে?
--চাকদা তাল্পুকুর।
--সেখান থেকে চলে এলে কেন?
মনোসিজ এখন কিছুটা স্বাভাবিক।বলল জানেন বৌদি আমি যাদের সঙ্গে মিশতাম বাবার পছন্দ নয়।আমি নাকি খারাপ হয়ে যাব।কারো মধ্যে খারাপ হবার প্রবণতা না থাকলে কেউ তাকে খারাপ করতে পারে?
মুগ্ধ বিস্ময়ে এলিনা তাকিয়ে থাকে।
--বাবা না বোঝে না।এক গাদা লোন নিয়ে এই ফ্লাট কিনে বসল।এখন মাসে মাসে লোন শোধ করো।
--আচ্ছা মন তুমি কাউকে ভালবাসোনি?
--ভালবাসব না কেন?কাউকে ঘৃণা করিনা।কেলো বিশেদের অনেকে খারাপ বলে আমি ওদের সঙ্গেও মিশতাম।
অনেক্ষন গলা খুস খুস করছে থাকতে না পেরে এলিনা বলল,একটা সিগারেট ধরাই?
--আমাকে জিজ্ঞেস করার কি আছে?
--তোমার পছন্দ নাও হতে পারে।
--দ্যাখো পছন্দ ব্যক্তিগত ব্যাপার--তুমি কি খাবে কি পরবে স্যরি আপনি কি খাবেন--।
--ঠিক আছে তুমিই বলো।
--আমি মাকে তুমিই বলি।তোমাকে বললে ওরা অন্য অর্থ করবে।
--ওদের সামনে বলবে না।
এলিনা সিগারেট হাতে নিয়ে জিজ্ঞেস করে,তুমি খাবে?
--আমার অভ্যেস নেই।
এলিনা সিগারেট ধরিয়ে গভীর টান দিয়ে গলগল করে ধোয়া ছাড়ে।মনোসিজ অবাক হয়ে তাকিয়ে থাকে।এলিনা জিজ্ঞেস করে,কি দেখছো?
--মেয়েদের সিগারেট খেতে দেখিনি আগে।মনোসিজ হেসে বলল।
--তোমার কোনো মেয়ের সঙ্গে প্রেম হয়নি?
--প্রেম ব্যাপারটা এখানে এসে দেখলাম।আগে কখনো এসব মনে আসেনি।কেলো বিশেদের সঙ্গে মিশতাম,বাবার পছন্দ ছিলনা বেলিও পছন্দ করতনা মাকে গিয়ে লাগাতো রাস্তায় ধরে আমাকে যা না তাই বলতো--।
--বেলি কে?
--উকিলবাবুর মেয়ে,ওরা খুব বড়লোক।আমাদের বাসার কয়েকটা বাড়ীর পর ওদের বাড়ী।
এলিনা মনে মনে কি ভাবে।সিগারেটে ধোয়া ছেড়ে বলল,তোমার ব্যাপারে ও কেন নাক গলাতো?
--আমাকে নরম পেয়েছে তাই--।
--তুমি নরম?
--নরম মানে মেয়েদের মুখের উপর কিছু বলতে পারিনা ওদের সামনে কেমন যেন লাগে।
--আমার সামনেও সেরকম মনে হয়?
--প্রথম প্রথম হতো এখন ততটা নয়।
--আমরা নিজেদের কতটুকু চিনি?আপন মনে বলে এলিনা।
--অনেক বেলা হল আজ উঠি?
--উঠি মানে?আরেক্টু বোসো।এলিনা চলে গেল।
মনোসিজের মনে পড়ে রকের কথা।এতক্ষণে ওরা নিশ্চয়ই এসে পড়েছে।এলিনা একটা প্লেটে মিষ্টি সাজিয়ে নিয়ে এল।
--নেও খাও।তোমার যখন কোনো দরকার পড়বে এলিনাকে বলবে।
মনোসিজ চুপচাপ খেতে থাকে।একসময় মনোসিজ বলল,জানো এক এক সময় আমার মনে হয়,নারী-পুরুষ শারীরিক গঠণগত পস্পরের মধ্যে অনেক পার্থক্য তাহলে মানসিক ভাবে একজন পুরুষের ভাবনা-চিন্তার সঙ্গেও নারীর ভাব-ভাবনাও আলাদা। 
--মেয়েদের সম্পর্কে  অনেক অজ্ঞতা থেকেই তাদের সম্পর্কে তোমার ভীতি।যত মিশবে দেখবে তোমার অনেক ইলিউশন কেটে যাচ্ছে। আবার কবে আসবে?
--আসতে তো ইচ্ছে হয়।তোমার শনিবার ছাড়া সময় হবেনা আবার  দিলীপকে পড়াতে তিনটে-চারটে বেজে যায়।
--তিনটে-চারটের সময় এসো।  
Like Reply


Messages In This Thread
RE: ছাইচাপা আগুন ।।কামদেব - by kumdev - 13-08-2021, 03:23 PM



Users browsing this thread: 34 Guest(s)