28-07-2021, 10:41 AM
পঞ্চা তাগড়া ছেলে দাঁত দিয়েই নারকেল ছাড়িয়ে নেয় ৷ ভোরের বেলা খালের ধরে যখন জাল ফেলে মাছ চুরি করে , তখন তার হাথের পেশী গুলো কেউটে সাপের মত ফোনস ফোনস করে ওঠে ৷ সৎমা সরলা কি অজ্ঞাত কারণে পঞ্চা কে কুকুরের মত সারাদিন খেদিয়ে খেদিয়ে বেড়ায় তা পঞ্চার নিজেরও জানা নেই ৷ কখনো মনে হয় তার মাকে ভগবান তাকে খেদানোর জন্যই বাবার কাছে ভেরিয়ে দিয়েছে ৷
সারা দিন ফেউ ফেউ করে ঘুরে বেরিয়ে পঞ্চা তার সৎ মা সরলার চোখের সামনে থেকে সরে গেলেও তীব্র প্রতিশোধ স্পৃহা তাকে তাড়িয়ে বেড়াত সব সময় ৷ পঞ্চার প্রতি সরলার বর্বর অত্যাচার জিতেন পোদ্দার দেখলেও প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেন ৷ যতীন , বাঘ আর ছেবু পঞ্চার সঙ্গী ছায়ার মত চার জন গ্রাম চষে বেড়ায় ৷ কলেজের পথ অনেক আগেই চুকিয়ে দিয়েছে পঞ্চা ৷ মাঝে মাঝে বাবা পঞ্চাকে জমি নিরানির কাজে ডাকে ৷ ধান রুইতে পঞ্চা যতীন দের ডাকে ৷ খুসি হয়ে জিতেন পোদ্দার কখনো সখনো পঞ্চার ট্যাকে দশ বিস টাকা গুঁজে দেয় ৷ জিতেন পোদ্দারের বিঘে ২০ জমি তার সম্বল ৷ বিঘে ১০ জমি সে রেখে দিয়েছে আলাদা করে যাতে শিউলির সময়ে বিয়ে দেওয়া যায় ৷ শিউলি পঞ্চাকে ভালবাসে , শিউলি জানে সরলার অত্যাচার পঞ্চাকে তার বোনের থেকে আলাদা করতে পারবে না ৷
" ওই ওই হতচ্ছারা কুকুর , না বলে হেসেলে ঢুকে পড়ল !" এই ঢেমনার বাচ্ছার মরণ হয় না কো!" বলেই সরলা তার ধুমসো পাছা দুলিয়ে দুলিয়ে রান্না ঘরে দুরে গেলেন ৷ এ দৃশ্য আজ নতুন নয় ৷ পঞ্চা স্নান করে আসলেও সরলা তাকে ভাত বেড়ে দেন না ৷ বাধ্য হয়ে পঞ্চা নিজেই রান্না ঘরে ঢুকে যা পায় খেয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ পঞ্চা চাইলেও সরলার প্রতি বদলা নিতে পারে না , বাবাকে ভালবাসে আর জানে শিউলি ভালো আছে ৷ আর সেটাই পঞ্চার বড় পাওয়া ৷
সারা দিন ফেউ ফেউ করে ঘুরে বেরিয়ে পঞ্চা তার সৎ মা সরলার চোখের সামনে থেকে সরে গেলেও তীব্র প্রতিশোধ স্পৃহা তাকে তাড়িয়ে বেড়াত সব সময় ৷ পঞ্চার প্রতি সরলার বর্বর অত্যাচার জিতেন পোদ্দার দেখলেও প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেন ৷ যতীন , বাঘ আর ছেবু পঞ্চার সঙ্গী ছায়ার মত চার জন গ্রাম চষে বেড়ায় ৷ কলেজের পথ অনেক আগেই চুকিয়ে দিয়েছে পঞ্চা ৷ মাঝে মাঝে বাবা পঞ্চাকে জমি নিরানির কাজে ডাকে ৷ ধান রুইতে পঞ্চা যতীন দের ডাকে ৷ খুসি হয়ে জিতেন পোদ্দার কখনো সখনো পঞ্চার ট্যাকে দশ বিস টাকা গুঁজে দেয় ৷ জিতেন পোদ্দারের বিঘে ২০ জমি তার সম্বল ৷ বিঘে ১০ জমি সে রেখে দিয়েছে আলাদা করে যাতে শিউলির সময়ে বিয়ে দেওয়া যায় ৷ শিউলি পঞ্চাকে ভালবাসে , শিউলি জানে সরলার অত্যাচার পঞ্চাকে তার বোনের থেকে আলাদা করতে পারবে না ৷
" ওই ওই হতচ্ছারা কুকুর , না বলে হেসেলে ঢুকে পড়ল !" এই ঢেমনার বাচ্ছার মরণ হয় না কো!" বলেই সরলা তার ধুমসো পাছা দুলিয়ে দুলিয়ে রান্না ঘরে দুরে গেলেন ৷ এ দৃশ্য আজ নতুন নয় ৷ পঞ্চা স্নান করে আসলেও সরলা তাকে ভাত বেড়ে দেন না ৷ বাধ্য হয়ে পঞ্চা নিজেই রান্না ঘরে ঢুকে যা পায় খেয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ পঞ্চা চাইলেও সরলার প্রতি বদলা নিতে পারে না , বাবাকে ভালবাসে আর জানে শিউলি ভালো আছে ৷ আর সেটাই পঞ্চার বড় পাওয়া ৷