05-07-2021, 11:12 AM
সেদিন বলেছিলাম, “তোমার রহস্য ভেদ করতে আমার সারাজীবন ও কম পড়ে যাবে”
হাসি পেল। নিয়তি কি অদ্ভুত। আমরা ভাবি আক, আর সেই ভেবে কত প্রতিজ্ঞা করি, নিজেদের কাছে, আর অন্যের কাছেও, কিন্তু ভুলে যাই এই পৃথিবীতে একটা অনু পরমানু পর্যন্ত স্থির নয়, মানুষ তো নয় ই।
ভালোবাসা পাখীর ডানার মতো। মসৃণ, পেলব। কিন্তু পালক খসে গেলে সে নিতান্তই বিসদৃশ এক হাড় মাংসের পিণ্ড। আমি দূরে চলে যেতে পালক খসে গেলো দ্রুতই। আমার চোখের আড়ালে। আমার ব্যস্ততায় ভর করে আমার জায়গা নিয়ে নিলো অন্য কেউ।
চোখের কোণটা হঠাৎ ব্যাথা করতে শুরু করলো। অথচ আজ তো আমার দুঃখ পাওয়ার দিন নয়। সে গত কয়েক মাসে কম পাইনি। সাইকেল জোরে চালাতে লাগলাম। আকাশ মেঘলা হচ্ছে।
হাসি পেল। নিয়তি কি অদ্ভুত। আমরা ভাবি আক, আর সেই ভেবে কত প্রতিজ্ঞা করি, নিজেদের কাছে, আর অন্যের কাছেও, কিন্তু ভুলে যাই এই পৃথিবীতে একটা অনু পরমানু পর্যন্ত স্থির নয়, মানুষ তো নয় ই।
ভালোবাসা পাখীর ডানার মতো। মসৃণ, পেলব। কিন্তু পালক খসে গেলে সে নিতান্তই বিসদৃশ এক হাড় মাংসের পিণ্ড। আমি দূরে চলে যেতে পালক খসে গেলো দ্রুতই। আমার চোখের আড়ালে। আমার ব্যস্ততায় ভর করে আমার জায়গা নিয়ে নিলো অন্য কেউ।
চোখের কোণটা হঠাৎ ব্যাথা করতে শুরু করলো। অথচ আজ তো আমার দুঃখ পাওয়ার দিন নয়। সে গত কয়েক মাসে কম পাইনি। সাইকেল জোরে চালাতে লাগলাম। আকাশ মেঘলা হচ্ছে।