27-06-2021, 02:21 PM
আমি আসলে সাহস করে কিছু করতে পারলাম না। কেমন জানি লাগছিলো। মন ঠিক করতে পারছিলাম না। আমি আবার ল্যাপটপ নিয়ে বসলাম। এবার আর পর্ন নয়, ফেসবুক।
বিকেলে আখিকে কল করে কনফার্ম করে আমি বের হলাম। আজ দুপুরে বৃষ্টি হয়েছে একবার। আকাশের কান্না থামলেও এই বিকেলে তার মন খারাপ ভাবটা দুর হয়নি। আবার কাদবে কি কাদবে না তা নিশ্চিত বলা যাচ্ছে না। হালকা মৃদু মৃদু ঠান্ডা বাতাস ভালো লাগার ছোয়া দিয়ে যাচ্ছিলো মাঝে মাঝে।
আমি বারিধারা গিয়ে আখির সাথে দেখা করলাম। তারপর ওকে নিয়ে চলে এলাম বসুন্ধরা সিটি শপিং মল। উপরে উঠেই ফাস্টফুড কর্নারে দু’জনে কোনার দিকে একটা ছোটখাটো টেবিল দখল করে ফেললাম। আখির জন্য একটা আইস্ক্রিম আর আমার জন্য একটা ফুচকার অর্ডার দিয়ে আমি আখির সামনে এসে বসলাম।
- তারপর! কি হয়েছে বলোতো?
আখি কিছু বললোনা। আমিও কথা ঘুরানোর চেষ্টা করলাম।
- তোমার এই জামাটা যে আমার পছন্দের, আমি কি আগে তোমাকে বলেছিলাম কখনো? (আখি পড়েছিলো সবুজ আর খয়েরী রঙের কামিজ সাথে সাদা পাজামা।)
- তাই? আপনি এই জামাটা কখনো দেখেনইনি। আমি পরশু এটা বানিয়েছি। (আখি আমার দিকে তাকিয়ে ঝঙ্কার দিলো)
- ও (আমি কিঞ্চিত বোল্ড হয়ে একটু দূরে বসা এক মেয়ের ব্লাউজ দেখতে লাগলাম)
আমাদের আইস্ক্রিম আর ফুচকা দিয়ে গেলো। আমার হঠাত করেই খাবারের প্রতি খুব ভালোবাসা জন্মিয়ে গেলো। আমি ফুচকার উপড় ঝাপিয়ে পড়লাম। কোন দিকে না তাকিয়ে আমি পরপর ৪টা ফুচকা পেটে চালান করে দিলাম।
- আস্তে খান। আপনার খাবার কেউ ছিনিয়ে নিচ্ছে না। (আখির কন্ঠে মৃদু তিরষ্কার)
আমি বেকুব হয়ে প্লেট থেকে চোখ সরিয়ে উপরে তাকালাম। আমার মুখে তখনো ফুচকা। আমার চোখে কি করবো না করবো টাইপ এক ধরনের চাহনি। আখি আমাকে এভাবে দেখে হেসে ফেললো। আমিও আমার বিখ্যাত হে হে হে হাসিটা দিলাম।
- ওদের অফিসের অঞ্জিলিদির কথা মনে আছে না আপনার? (আখি নিজেকে সামলেই হঠাত যেনো ইট ছুড়ে দিলো আমাকে)
- আবার জিগায়! চরম হট কিন্তু এই বয়সেও। কি হয়েছে উনার? (আমি কিছু না বুঝেই পাটকেল ছুড়ে দিলাম)
- কিছু না।
আখি অন্যদিকে তাকিয়ে আইস্ক্রিম খেতে লাগলো। আমার মাথায় ঢুকলোনা হঠাত অঞ্জলিদি আসলো কেনো কথার মাঝে! আমি হালকা কাশি দিলাম।
- দেখুন, আপনার বন্ধুকে আমি কখনো বলিনি যে তোমাকে অনেক উপরে উঠতে হবে। বা, আমাকে অনেক টাকা এনে দাও। আমি শুধু চেয়েছিলাম ভালো থাকতে। অল্প টাকায় যদি ভালো থাকা যায় তাহলে অল্প হলেও চলবে। কিন্তু আপনার বন্ধুর উপরে উঠার নেশা পেয়েছে।
আমি চুপচাপ খেতে লাগলাম। উপরে উঠার নেশা বড় ব্যাপার না। কথা আরো আছে। শুনে নেই পুরোটুকু আগে।
- আপনার বন্ধু সামনে একটা প্রমোশন পাবে। (আখি বলে চললো) প্রমোশন তা পাবার পেছনে আপনাদের অঞ্জলিদির হাত আছে।
- বাহ, গুড গুড। এতো ভালো খবর। আর অঞ্জলিদির হাত থাকায় সমস্যা কি?
- অঞ্জলিদি কেনো ওকে প্রমোশন দিবে? ও অই মহিলার কে লাগে? আজকে আপনি ওকে প্রমোশন দিতেন, তাহলে বুঝতে পারতাম। যাইহোক, এসব ব্যাপার আমার মাথাতেও প্রথমে ঢুকেনি। আমিও শুনে খুশি হয়েছিলাম। কিন্তু বেশিক্ষনের জন্য না। (আখি আইস্ক্রিমের কাপ টা হাতে ঘুরাতে লাগলো)।, ওর অফিসের এক কলিগ আমাকে খবরটা দেয় প্রথমে। হয়তো শত্রুতা করে দিয়েছিলো, কিন্তু খবরটা আসলেও সত্যি ছিলো।
- কি খবর (আমার বোকার মত প্রশ্ন)
- (আখি আমার চোখের দিকে তাকালো সরাসরি) আপনার বন্ধু অই মহিলার সাথে এক রুমে ছিলো। (আখি মুখ সরালো)
- তো? (আমি তখনো ব্যাপারটা বুঝিনি।)
- তো, কি আপনি বুঝেন না? বাচ্চা নাকি আপনি এখনো? (আখি যেনো ফুসে উঠলো)
বিকেলে আখিকে কল করে কনফার্ম করে আমি বের হলাম। আজ দুপুরে বৃষ্টি হয়েছে একবার। আকাশের কান্না থামলেও এই বিকেলে তার মন খারাপ ভাবটা দুর হয়নি। আবার কাদবে কি কাদবে না তা নিশ্চিত বলা যাচ্ছে না। হালকা মৃদু মৃদু ঠান্ডা বাতাস ভালো লাগার ছোয়া দিয়ে যাচ্ছিলো মাঝে মাঝে।
আমি বারিধারা গিয়ে আখির সাথে দেখা করলাম। তারপর ওকে নিয়ে চলে এলাম বসুন্ধরা সিটি শপিং মল। উপরে উঠেই ফাস্টফুড কর্নারে দু’জনে কোনার দিকে একটা ছোটখাটো টেবিল দখল করে ফেললাম। আখির জন্য একটা আইস্ক্রিম আর আমার জন্য একটা ফুচকার অর্ডার দিয়ে আমি আখির সামনে এসে বসলাম।
- তারপর! কি হয়েছে বলোতো?
আখি কিছু বললোনা। আমিও কথা ঘুরানোর চেষ্টা করলাম।
- তোমার এই জামাটা যে আমার পছন্দের, আমি কি আগে তোমাকে বলেছিলাম কখনো? (আখি পড়েছিলো সবুজ আর খয়েরী রঙের কামিজ সাথে সাদা পাজামা।)
- তাই? আপনি এই জামাটা কখনো দেখেনইনি। আমি পরশু এটা বানিয়েছি। (আখি আমার দিকে তাকিয়ে ঝঙ্কার দিলো)
- ও (আমি কিঞ্চিত বোল্ড হয়ে একটু দূরে বসা এক মেয়ের ব্লাউজ দেখতে লাগলাম)
আমাদের আইস্ক্রিম আর ফুচকা দিয়ে গেলো। আমার হঠাত করেই খাবারের প্রতি খুব ভালোবাসা জন্মিয়ে গেলো। আমি ফুচকার উপড় ঝাপিয়ে পড়লাম। কোন দিকে না তাকিয়ে আমি পরপর ৪টা ফুচকা পেটে চালান করে দিলাম।
- আস্তে খান। আপনার খাবার কেউ ছিনিয়ে নিচ্ছে না। (আখির কন্ঠে মৃদু তিরষ্কার)
আমি বেকুব হয়ে প্লেট থেকে চোখ সরিয়ে উপরে তাকালাম। আমার মুখে তখনো ফুচকা। আমার চোখে কি করবো না করবো টাইপ এক ধরনের চাহনি। আখি আমাকে এভাবে দেখে হেসে ফেললো। আমিও আমার বিখ্যাত হে হে হে হাসিটা দিলাম।
- ওদের অফিসের অঞ্জিলিদির কথা মনে আছে না আপনার? (আখি নিজেকে সামলেই হঠাত যেনো ইট ছুড়ে দিলো আমাকে)
- আবার জিগায়! চরম হট কিন্তু এই বয়সেও। কি হয়েছে উনার? (আমি কিছু না বুঝেই পাটকেল ছুড়ে দিলাম)
- কিছু না।
আখি অন্যদিকে তাকিয়ে আইস্ক্রিম খেতে লাগলো। আমার মাথায় ঢুকলোনা হঠাত অঞ্জলিদি আসলো কেনো কথার মাঝে! আমি হালকা কাশি দিলাম।
- দেখুন, আপনার বন্ধুকে আমি কখনো বলিনি যে তোমাকে অনেক উপরে উঠতে হবে। বা, আমাকে অনেক টাকা এনে দাও। আমি শুধু চেয়েছিলাম ভালো থাকতে। অল্প টাকায় যদি ভালো থাকা যায় তাহলে অল্প হলেও চলবে। কিন্তু আপনার বন্ধুর উপরে উঠার নেশা পেয়েছে।
আমি চুপচাপ খেতে লাগলাম। উপরে উঠার নেশা বড় ব্যাপার না। কথা আরো আছে। শুনে নেই পুরোটুকু আগে।
- আপনার বন্ধু সামনে একটা প্রমোশন পাবে। (আখি বলে চললো) প্রমোশন তা পাবার পেছনে আপনাদের অঞ্জলিদির হাত আছে।
- বাহ, গুড গুড। এতো ভালো খবর। আর অঞ্জলিদির হাত থাকায় সমস্যা কি?
- অঞ্জলিদি কেনো ওকে প্রমোশন দিবে? ও অই মহিলার কে লাগে? আজকে আপনি ওকে প্রমোশন দিতেন, তাহলে বুঝতে পারতাম। যাইহোক, এসব ব্যাপার আমার মাথাতেও প্রথমে ঢুকেনি। আমিও শুনে খুশি হয়েছিলাম। কিন্তু বেশিক্ষনের জন্য না। (আখি আইস্ক্রিমের কাপ টা হাতে ঘুরাতে লাগলো)।, ওর অফিসের এক কলিগ আমাকে খবরটা দেয় প্রথমে। হয়তো শত্রুতা করে দিয়েছিলো, কিন্তু খবরটা আসলেও সত্যি ছিলো।
- কি খবর (আমার বোকার মত প্রশ্ন)
- (আখি আমার চোখের দিকে তাকালো সরাসরি) আপনার বন্ধু অই মহিলার সাথে এক রুমে ছিলো। (আখি মুখ সরালো)
- তো? (আমি তখনো ব্যাপারটা বুঝিনি।)
- তো, কি আপনি বুঝেন না? বাচ্চা নাকি আপনি এখনো? (আখি যেনো ফুসে উঠলো)