27-06-2021, 02:17 PM
জামানদের কাছ থেকে ঘটনার হালকা পাতলা শুনে ভেবেছিলাম নয়নকে কে জিজ্ঞেস করবো। পড়ে ভাবলাম বলতে চাইলে নয়ন নিজেই আমাকে বলতো। যেহেতু বলেনি সেহেতু আর ওকে নয়, তোমাকেই জিজ্ঞেস করি।
- নয়ন আপনাকে কিছুই বলেনি! (আখি অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো)
- না। (আমার সাদা মাটা জবাব)
- ও। (একটু থামলো আখি।) কি জানতে চান?
- তেমন কিছুই না। আসলে কি হয়েছিলো? আর ব্যাপারটা এতো গুরুতর হলো কিভাবে?
- (আখি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো) আসলে ভাইয়া, কিছু ছোট ছোট ব্যাপার নিয়ে আমাদের মাঝে মাঝেই ঝগড়া হত। সেটা তো আপনি বা আপনারা জানতেন। এই যেমন, ওর মা আমার উপর প্রায়ই চেঁচামেচি করতেন। মুরুব্বি মানুষ তার উপর মা, তাই আমি তেমন কিছু বলতাম না। মাঝে মাঝে মুখ ফসকে একটা দুটো কথা বের হয়ে যেতো যদিও। তো, আপনার বন্ধু নিজের মার বেলায় সবসময় চুপ থাকতো। কিন্তু আমি যেদিন একটু এদিক কি ওদিক বলেছি সেদিন রাতে বাসায় ফিরে ঘটনা শুনে আমাকে দুকথা না শুনিয়ে ছাড়তো না।
আখি একটু দম নিলো। আমিও চুপ করে রইলাম।
- আমি এসব সহ্য করে এতোদিন ঘর করে এসেছিলাম। শত হলেও স্বামীর ঘর; আর আমার স্বামীর অধিকার আছে আমাকে শাসন করা। কিন্তু গত পরশু ও যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আসলে ও ছাড়া আর কেউ দায়ী নয়। আমি মরে যাবো তারপরেও ওকে ক্ষমা করতে পারবোনা।
- কি ঘটিয়েছে? (আমি অবোধ বালকে রমত প্রশ্ন করলাম)
আখি চুপ করে রইলো। মনে হয় বলতেও কষ্ট পাচ্ছে।
- আচ্ছা, খারাপ লাগলে বলার প্রয়োজন নেই।
- না ঠিক আছে। আসলে আপনার জানা উচিত ব্যাপারটা। কিন্তু আমি ফোনে বলতে চাচ্ছি না। আপনি কবে ফ্রী আছেন বলুনতো!
- তোমার জন্য আমি তো সবসময়ই ফ্রী। এখন বললে এখনো ফ্রী। (আমি পরিবেশ তরল করার চেষ্টা করলাম)
- ধুর, বলেন না কবে ফ্রী?
- কালকে। কাল পরশু দু’দিন আমার অফ।
- আচ্ছা, তাহলে কাল আসুন দেখা করি কোথাও।
- ওকে। বলো, কোথায় দেখা করতে চাও?
- উমম। আপনি বলুন। (মেয়েদের চিরায়ত স্বভাবমত আখি দায়িত্বটা আমার উপর সমার্পন করলো)
- আচ্ছা। তোমাদের নতুন বাসাটা এখন কোথায় বলতো। এখান থেকে তোমরা চলে যাওয়ার পর তো কখনো তোমাদের নতুন বাসায় যাওয়া হয়নি।
- বারিধারা। আব্বু তার জমানো টাকায় এখানেই একটা প্লট কিনে বাড়ি করেছে।
- আচ্ছা। তাহলে তো আমি তোমাকে বারিধারা থেকে পিক করে নিবো কালকে। তারপর দেখা যাক।
তারপর কখন বের হওয়া যায় সেটা নিয়ে কিছুক্ষন তর্কবিতর্কের পর ঠিক হলো বিকেল চারটায় আখিকে আমি বারিধারা থেকে পিক করবো। আমি ফোন রেখে একটা ঘুম দিলাম। কি আশ্চর্য, সে রাতে আমি একটা রোমান্টক স্বপ্নও দেখে ফেললাম। মজার ব্যাপার হচ্ছে স্বপ্নের নায়িকাটা আখি ছিলোনা, ছিলো পাশের বাসার বৌদি।
- নয়ন আপনাকে কিছুই বলেনি! (আখি অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো)
- না। (আমার সাদা মাটা জবাব)
- ও। (একটু থামলো আখি।) কি জানতে চান?
- তেমন কিছুই না। আসলে কি হয়েছিলো? আর ব্যাপারটা এতো গুরুতর হলো কিভাবে?
- (আখি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো) আসলে ভাইয়া, কিছু ছোট ছোট ব্যাপার নিয়ে আমাদের মাঝে মাঝেই ঝগড়া হত। সেটা তো আপনি বা আপনারা জানতেন। এই যেমন, ওর মা আমার উপর প্রায়ই চেঁচামেচি করতেন। মুরুব্বি মানুষ তার উপর মা, তাই আমি তেমন কিছু বলতাম না। মাঝে মাঝে মুখ ফসকে একটা দুটো কথা বের হয়ে যেতো যদিও। তো, আপনার বন্ধু নিজের মার বেলায় সবসময় চুপ থাকতো। কিন্তু আমি যেদিন একটু এদিক কি ওদিক বলেছি সেদিন রাতে বাসায় ফিরে ঘটনা শুনে আমাকে দুকথা না শুনিয়ে ছাড়তো না।
আখি একটু দম নিলো। আমিও চুপ করে রইলাম।
- আমি এসব সহ্য করে এতোদিন ঘর করে এসেছিলাম। শত হলেও স্বামীর ঘর; আর আমার স্বামীর অধিকার আছে আমাকে শাসন করা। কিন্তু গত পরশু ও যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আসলে ও ছাড়া আর কেউ দায়ী নয়। আমি মরে যাবো তারপরেও ওকে ক্ষমা করতে পারবোনা।
- কি ঘটিয়েছে? (আমি অবোধ বালকে রমত প্রশ্ন করলাম)
আখি চুপ করে রইলো। মনে হয় বলতেও কষ্ট পাচ্ছে।
- আচ্ছা, খারাপ লাগলে বলার প্রয়োজন নেই।
- না ঠিক আছে। আসলে আপনার জানা উচিত ব্যাপারটা। কিন্তু আমি ফোনে বলতে চাচ্ছি না। আপনি কবে ফ্রী আছেন বলুনতো!
- তোমার জন্য আমি তো সবসময়ই ফ্রী। এখন বললে এখনো ফ্রী। (আমি পরিবেশ তরল করার চেষ্টা করলাম)
- ধুর, বলেন না কবে ফ্রী?
- কালকে। কাল পরশু দু’দিন আমার অফ।
- আচ্ছা, তাহলে কাল আসুন দেখা করি কোথাও।
- ওকে। বলো, কোথায় দেখা করতে চাও?
- উমম। আপনি বলুন। (মেয়েদের চিরায়ত স্বভাবমত আখি দায়িত্বটা আমার উপর সমার্পন করলো)
- আচ্ছা। তোমাদের নতুন বাসাটা এখন কোথায় বলতো। এখান থেকে তোমরা চলে যাওয়ার পর তো কখনো তোমাদের নতুন বাসায় যাওয়া হয়নি।
- বারিধারা। আব্বু তার জমানো টাকায় এখানেই একটা প্লট কিনে বাড়ি করেছে।
- আচ্ছা। তাহলে তো আমি তোমাকে বারিধারা থেকে পিক করে নিবো কালকে। তারপর দেখা যাক।
তারপর কখন বের হওয়া যায় সেটা নিয়ে কিছুক্ষন তর্কবিতর্কের পর ঠিক হলো বিকেল চারটায় আখিকে আমি বারিধারা থেকে পিক করবো। আমি ফোন রেখে একটা ঘুম দিলাম। কি আশ্চর্য, সে রাতে আমি একটা রোমান্টক স্বপ্নও দেখে ফেললাম। মজার ব্যাপার হচ্ছে স্বপ্নের নায়িকাটা আখি ছিলোনা, ছিলো পাশের বাসার বৌদি।