27-06-2021, 02:14 PM
আমি চুপচাপ কাপে চুমুক দিলাম। ঘটনা আসলেও তেমন সিরিয়াস কিছু না। আমি অন্য কিছু ভেবেছিলাম। শুনেছিলাম জামানের গার্লফ্রেন্ড নাকী বাস থেকে পালিয়ে জামানের কাছে চলে আসবে। কারন সেই পুরোনো। দু ফ্যামিলির কেউই মেনে নিচ্ছেনা জামান আর তার গার্লফ্রেন্ড এর প্রেমের ব্যাপারটা। আমি জামানকে অনেক ভাবে বুঝিয়ে বএলছিলাম ভুলেও যেনো পালিয়ে না যায়। ঝামেলা তাহলে আরো বাড়বে।
- আরে এইবারের টা সিরিয়াস। নয়ন অবশ্য খুলে কিছু বলেনি। তবে আমার বোন ত আবার আখির বান্ধবী। ওই বললো যে আখি এখন বাপের বাড়ী। আখি নাকি নয়নকে বলে দিয়েছে ও আর নয়নের বাসায় যাবেনা। ( সোহেল বলে উঠলো।)
আমি একটু অবাক হলাম। আখি ঝগড়া করে বাপের বাড়ী যাবার মত মেয়ে না। নিশ্চয়ই সিরিয়াস কিছু ঘটেছে।
- তারপর? (আমি আরো কিছু শোনার জন্য প্রশ্ন করলাম)
- পুরো ব্যাপারটা যেমন জানিনা, তেমনি এ ব্যাপারে কোন আপডেট অ জানিনা আমরা। নয়নকে কে জিজ্ঞেস করেছিলাম, শালা কিছু বলতে চায়না। আমরাও আর নাক গলাই না। সবাই সবার নিজ নিজ ঝামেলা নিয়ে আছি রে ভাই।
আমি বুঝতে পারলাম যে এখানে কিছু জানা যাবেনা। আর এই ব্যাপারে নয়নের সাথেই সরাসরি কথা বলতে হবে। প্রইয়োজনে আখির সাথেও। আমি তারপর আরো ঘন্টাখানেক ছিলাম আড্ডায়। কার অফিসে কি ঘটেছে গত ৫/৬ দিনে, তাই শুনে শুনে সময় পার করে দিয়ে বাসায় ফিরলাম।
রাতের বেলা বাসায় এসে দু’টো খেয়ে বারান্দায় এসে বসলাম। ভাল লাগছেনা কিছুই কেনো যেনো। আকাশের পুব কোনে কিছু তারা ঝিকমিক করছে। পাশের বিল্ডিং এর কারোনে আকাশটাও ঠিক মত দেখা যায়না। আমার মনে হঠাত ভাবুক বোধ উদয় হলো। আচ্ছা, তারারা কি কথা বলতে পারে! হয়তো পারে। আমরা এখনো অনেক কিছুই জানিনা। জীবনের প্রায় অর্ধেক সময় পেরিয়ে আমাদের বোধশক্তিগুলূ অল্প কিছু জানা ব্যাপারগুলোতেই আটকে থাকে। আর পুরো সময়টা পেরিয়ে সেই জানা গল্পগুলোর সাথে আরো কিছু গল্প আর ঘটনার যোগে আমরা মনে করি অনেক কিছুই জেনে গিয়েছি। যেদিন বাসায় প্রথম কম্পিউটার এলো সেদিন আমি ভেবেছিলাম আর কিছু চাইবার নেই জীবনে। ইন্টারনেট আসার পর আমি ভাবলাম এই যে শেষ হলো চাওয়ার পালা। তারপর একে একে মেসেঞ্জার, হাই-ফাইভ, ফেসবুক কত কিছু এলো জীবনে! আমার চাওয়া তারপরেও কমলোনা। আইপড আর আইফোন নিয়েও এখন আর শান্তি পাইনা। শুধু চাই আর চাই। কিন্তু কোন একটা নতুন জিনিস পাওয়ার পর কিছুদিন চাহিদাগুলো লুকিয়ে থাকে। জিনিসটা পুরোনো হয়ে গেলে আবার নতুন নতুন চাহিদা জেগে উঠে।
এসবভ ছাইপাশ ভাবছিলাম বসে বসে। হঠাত মনে হলো নয়নকে একটা ফোন দেয়া দরকার। আমি মোবাইল নিয়ে নয়নের বদলে আখিকে ফোন দিয়ে বসলাম। জানিনা কেনো দিলাম। যখন একবার রিং হওয়ার পর আখির কল ধরলোনা তখন নিজেকে একটু ছোটই লাগলো। আখি কি মনে করলো! এতো রাতে ওকে ফোন দিলাম। হয়তো ঘুমোচ্ছে। সকালে উঠে মিসড কল দেখে আমাকে কি ভাববে! ধ্যুত! আমি নিজের উপর বিরক্ত হলাম। উঠে চলে যাবো এমন সময় পাশের বিল্ডিং এ আমাদের পাশাপাশি ফ্ল্যাটটার রান্নাঘরে আলো জ্বলে উঠলো। আর জানালার সামনে এসে দাড়ালো এক মেয়ে। আমি আস্তে করে দেয়ালের দিকে সরে দাড়ালাম। যেনো আলোর অভাবে আমাকে না দেখা যায়; কিন্তু আমি যেনো দেখতে পাই।
- আরে এইবারের টা সিরিয়াস। নয়ন অবশ্য খুলে কিছু বলেনি। তবে আমার বোন ত আবার আখির বান্ধবী। ওই বললো যে আখি এখন বাপের বাড়ী। আখি নাকি নয়নকে বলে দিয়েছে ও আর নয়নের বাসায় যাবেনা। ( সোহেল বলে উঠলো।)
আমি একটু অবাক হলাম। আখি ঝগড়া করে বাপের বাড়ী যাবার মত মেয়ে না। নিশ্চয়ই সিরিয়াস কিছু ঘটেছে।
- তারপর? (আমি আরো কিছু শোনার জন্য প্রশ্ন করলাম)
- পুরো ব্যাপারটা যেমন জানিনা, তেমনি এ ব্যাপারে কোন আপডেট অ জানিনা আমরা। নয়নকে কে জিজ্ঞেস করেছিলাম, শালা কিছু বলতে চায়না। আমরাও আর নাক গলাই না। সবাই সবার নিজ নিজ ঝামেলা নিয়ে আছি রে ভাই।
আমি বুঝতে পারলাম যে এখানে কিছু জানা যাবেনা। আর এই ব্যাপারে নয়নের সাথেই সরাসরি কথা বলতে হবে। প্রইয়োজনে আখির সাথেও। আমি তারপর আরো ঘন্টাখানেক ছিলাম আড্ডায়। কার অফিসে কি ঘটেছে গত ৫/৬ দিনে, তাই শুনে শুনে সময় পার করে দিয়ে বাসায় ফিরলাম।
রাতের বেলা বাসায় এসে দু’টো খেয়ে বারান্দায় এসে বসলাম। ভাল লাগছেনা কিছুই কেনো যেনো। আকাশের পুব কোনে কিছু তারা ঝিকমিক করছে। পাশের বিল্ডিং এর কারোনে আকাশটাও ঠিক মত দেখা যায়না। আমার মনে হঠাত ভাবুক বোধ উদয় হলো। আচ্ছা, তারারা কি কথা বলতে পারে! হয়তো পারে। আমরা এখনো অনেক কিছুই জানিনা। জীবনের প্রায় অর্ধেক সময় পেরিয়ে আমাদের বোধশক্তিগুলূ অল্প কিছু জানা ব্যাপারগুলোতেই আটকে থাকে। আর পুরো সময়টা পেরিয়ে সেই জানা গল্পগুলোর সাথে আরো কিছু গল্প আর ঘটনার যোগে আমরা মনে করি অনেক কিছুই জেনে গিয়েছি। যেদিন বাসায় প্রথম কম্পিউটার এলো সেদিন আমি ভেবেছিলাম আর কিছু চাইবার নেই জীবনে। ইন্টারনেট আসার পর আমি ভাবলাম এই যে শেষ হলো চাওয়ার পালা। তারপর একে একে মেসেঞ্জার, হাই-ফাইভ, ফেসবুক কত কিছু এলো জীবনে! আমার চাওয়া তারপরেও কমলোনা। আইপড আর আইফোন নিয়েও এখন আর শান্তি পাইনা। শুধু চাই আর চাই। কিন্তু কোন একটা নতুন জিনিস পাওয়ার পর কিছুদিন চাহিদাগুলো লুকিয়ে থাকে। জিনিসটা পুরোনো হয়ে গেলে আবার নতুন নতুন চাহিদা জেগে উঠে।
এসবভ ছাইপাশ ভাবছিলাম বসে বসে। হঠাত মনে হলো নয়নকে একটা ফোন দেয়া দরকার। আমি মোবাইল নিয়ে নয়নের বদলে আখিকে ফোন দিয়ে বসলাম। জানিনা কেনো দিলাম। যখন একবার রিং হওয়ার পর আখির কল ধরলোনা তখন নিজেকে একটু ছোটই লাগলো। আখি কি মনে করলো! এতো রাতে ওকে ফোন দিলাম। হয়তো ঘুমোচ্ছে। সকালে উঠে মিসড কল দেখে আমাকে কি ভাববে! ধ্যুত! আমি নিজের উপর বিরক্ত হলাম। উঠে চলে যাবো এমন সময় পাশের বিল্ডিং এ আমাদের পাশাপাশি ফ্ল্যাটটার রান্নাঘরে আলো জ্বলে উঠলো। আর জানালার সামনে এসে দাড়ালো এক মেয়ে। আমি আস্তে করে দেয়ালের দিকে সরে দাড়ালাম। যেনো আলোর অভাবে আমাকে না দেখা যায়; কিন্তু আমি যেনো দেখতে পাই।