27-06-2021, 02:11 PM
আখি কিছু না বলে উঠে দাড়ালো। আমরা বারান্দায় এসে কিন্তু প্রথম ধাক্কাতেই ওর শাড়ির আচল আমার চোখে বাড়ি খেলো। আমি শিট বলে আমার মাথা ঝাড়া দিলাম। আখি ‘ওহ স্যরি ভাইয়া’ বলে একটু সরে গেলো। আমি ঘুরে কোনার দিকে চলে যেতে যেতে আখিকে আমার সাথে আসতে ইশারা করলাম। একটু পর বাতাসের বেগ কমে এলো।
- বেশী লেগেছে? দেখুন না, এমন বাতাস এলো যে আমি ঠিক সামলাতে পারলাম না। (আখির কন্ঠে দুঃখিত সুর)
- আরে নাহ, তেমন লাগেনি। আর শাড়িই তো, তুমিতো আর উড়ে এসে আমার চোখে পড়নি! (আমি তরল গলায় বললাম)।
- যাহ, ফাজলামি করবেন না। (আখি লজ্জায় লাল হলো হয়তোবা। আলো কম থাকায় বুঝলাম না।) আসুন ওদিকে যাই, এখানে কেমন যেনো লাগছে।
আখি বারান্দার মাঝামাঝি ইশারা করলো। আমি বুঝলাম কেনো ও ওদিকে যেতে বলছে। নয়ন এসে যেনো আমাদের দুজনকে এক সাথে দেখে আবার সন্দেহ না করে। আমি কথা না বাড়িয়ে পা বাড়ালাম। বারান্দার মাঝামাঝি গিয়ে আমরা পাশাপাশি দাড়ালাম।
- জানেন, আমার এই প্রথম কোন পার্টিতে আসা। (আখি ওর ককটেল গ্লাসে চুমুক দিলো)
- তাই নাকি! (আমি একটু অবাক হলাম) কেনো? নয়ন নিয়ে যেতে চায়না?
- আসলে তা না। ওর চাকরিটা ছোট তো, তাই কোথাও ইনভাইট পায়না। (আখি যেনো একটু নিচুস্বরেই কথাটা বললো। হয়তো হাসব্যান্ড ছোট জব করে এটা মুখ দিয়ে বলতে ওর লজ্জা করে) ও অবশ্য আমাকে বলেছে যে আপনার কোম্পানীর সাথে ওদের কোম্পানীর ডিলের ব্যাপারটা। আর সেজন্যই ও এখানে ইনভাইট পেয়েছে। থ্যঙ্কস ভাইয়া। (আখি আমার দিকে তাকালো)
- আরে ধুর! (আমি কিঞ্চিত লজ্জা পেলাম) ও তেমন কিছুনা। এটা নয়নের যোগ্যতায় হয়েছে। আমি জাস্ট একটা ব্রীজ ছিলাম। (আমি গ্লাসে চুমুক দিয়ে লজ্জা আড়াল করলাম)
- না না ভাইয়া, আমাকে এসব বলে বুঝাতে পারবেন না। এজন্য আমরা ঠিক করেছি আপনাকে একটা ট্রিট দিবো। কোথায় দেবো আপনি ঠিক করবেন। বাসায় না বাইরে?
- আরে কি শুরু করলে বলতো? একটা ছোট খাটো ব্যাপার নিয়ে হুলুস্তুল করার স্বভাব তোমাদের কারোরই গেলোনা, না? – উহু, এভাবে পার পাবেন না। বলুন, বাসায় না রেস্তোরা? আপনাকে আজ বলতেই হবে। ও আমার উপর দায়িত্ব দিয়েছে আপনাকে রাজী করানো।
আমি দেখলাম আখি আমাকে ছাড়বেনা। আমাকে খাইয়ে ছাড়বে। আমাকে বাধ্য হয়ে বলতে হল যে আমি বাইরে থেকে বাসায় খেতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করি। আখি যেনো খুশি ই হলো। তারপর আমরা একথা ওকথা বলতে লাগলাম। একতূ পর নয়ন এসে আমাদের সাথে জয়েন করলো আবার। আমাদের ড্রিঙ্কস শেষ হয়ে গিয়েছিলো আগেই। আমি দু’জনকে দাড় করিয়ে আমার আর নয়নের জন্য আরো দুটো ড্রিঙ্কস আনার জন্য ভেতরে পা বাড়ালাম। বলা বাহুল্য, আখি আর ড্রিঙ্কস নেবেনা।
- বেশী লেগেছে? দেখুন না, এমন বাতাস এলো যে আমি ঠিক সামলাতে পারলাম না। (আখির কন্ঠে দুঃখিত সুর)
- আরে নাহ, তেমন লাগেনি। আর শাড়িই তো, তুমিতো আর উড়ে এসে আমার চোখে পড়নি! (আমি তরল গলায় বললাম)।
- যাহ, ফাজলামি করবেন না। (আখি লজ্জায় লাল হলো হয়তোবা। আলো কম থাকায় বুঝলাম না।) আসুন ওদিকে যাই, এখানে কেমন যেনো লাগছে।
আখি বারান্দার মাঝামাঝি ইশারা করলো। আমি বুঝলাম কেনো ও ওদিকে যেতে বলছে। নয়ন এসে যেনো আমাদের দুজনকে এক সাথে দেখে আবার সন্দেহ না করে। আমি কথা না বাড়িয়ে পা বাড়ালাম। বারান্দার মাঝামাঝি গিয়ে আমরা পাশাপাশি দাড়ালাম।
- জানেন, আমার এই প্রথম কোন পার্টিতে আসা। (আখি ওর ককটেল গ্লাসে চুমুক দিলো)
- তাই নাকি! (আমি একটু অবাক হলাম) কেনো? নয়ন নিয়ে যেতে চায়না?
- আসলে তা না। ওর চাকরিটা ছোট তো, তাই কোথাও ইনভাইট পায়না। (আখি যেনো একটু নিচুস্বরেই কথাটা বললো। হয়তো হাসব্যান্ড ছোট জব করে এটা মুখ দিয়ে বলতে ওর লজ্জা করে) ও অবশ্য আমাকে বলেছে যে আপনার কোম্পানীর সাথে ওদের কোম্পানীর ডিলের ব্যাপারটা। আর সেজন্যই ও এখানে ইনভাইট পেয়েছে। থ্যঙ্কস ভাইয়া। (আখি আমার দিকে তাকালো)
- আরে ধুর! (আমি কিঞ্চিত লজ্জা পেলাম) ও তেমন কিছুনা। এটা নয়নের যোগ্যতায় হয়েছে। আমি জাস্ট একটা ব্রীজ ছিলাম। (আমি গ্লাসে চুমুক দিয়ে লজ্জা আড়াল করলাম)
- না না ভাইয়া, আমাকে এসব বলে বুঝাতে পারবেন না। এজন্য আমরা ঠিক করেছি আপনাকে একটা ট্রিট দিবো। কোথায় দেবো আপনি ঠিক করবেন। বাসায় না বাইরে?
- আরে কি শুরু করলে বলতো? একটা ছোট খাটো ব্যাপার নিয়ে হুলুস্তুল করার স্বভাব তোমাদের কারোরই গেলোনা, না? – উহু, এভাবে পার পাবেন না। বলুন, বাসায় না রেস্তোরা? আপনাকে আজ বলতেই হবে। ও আমার উপর দায়িত্ব দিয়েছে আপনাকে রাজী করানো।
আমি দেখলাম আখি আমাকে ছাড়বেনা। আমাকে খাইয়ে ছাড়বে। আমাকে বাধ্য হয়ে বলতে হল যে আমি বাইরে থেকে বাসায় খেতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করি। আখি যেনো খুশি ই হলো। তারপর আমরা একথা ওকথা বলতে লাগলাম। একতূ পর নয়ন এসে আমাদের সাথে জয়েন করলো আবার। আমাদের ড্রিঙ্কস শেষ হয়ে গিয়েছিলো আগেই। আমি দু’জনকে দাড় করিয়ে আমার আর নয়নের জন্য আরো দুটো ড্রিঙ্কস আনার জন্য ভেতরে পা বাড়ালাম। বলা বাহুল্য, আখি আর ড্রিঙ্কস নেবেনা।