27-06-2021, 02:07 PM
চার বছরের প্রেমের জীবনে অনেক ঝামেলা পেরিয়ে একদিন দুজনে হুট করে পালিয়েও গেলো। প্লাইয়ে গিয়ে তারা কোথায় যেনো কোর্ট ম্যারেজ করে এক মাস বাসার বাইরে থেকেও আসলো। আখির বয়স যদিও বিয়ের সময় ১৭ হয়েছিলো, নয়ন কিভাবে কিভাবে যেনো কিছু জাল সার্টিফিকেট বানিয়ে সেখানে আখির বয়স ১৮ দেখিয়ে দেয়। পালিয়ে যাওয়ার মাসখানেক পর একদিন দুজনকে দেখা যায় নয়নের মা বাবার পা ধরে বসে আছে। নয়নের মা বাবা ছহেলের কথা চিন্তা করে দুজনকেই মেনে নিলেন। নয়ন কিছুদিন পর একটা প্রাইভেট ফার্মে অল্প বেতনে চাকরী নিলো। আর আখি পুরোদস্তুর হাউজওয়াইফ হয়ে গেলো।
আজ দশ বছর পর আখিকে দেখে মনে হলো আমি বেশ বড় একটা ভুল করে ফেলেছি আখির প্রস্তাবে সাড়া না দিয়ে। সেই বালিকা আখি তার গুবরে পোকার খোলস ছেড়ে বেড়িয়ে এসে পরিপুর্ন প্রজাপতি হয়ে গিয়েছে। নীল শাড়িস সাথে সাদা ব্লাউজ পড়া আখিকে দেখে আমার বুকের কোথায় যেনো একটু ব্যাথা ব্যাথা করতে লাগলো।
আমরা বসে ছিলাম অঞ্জলীদিদির হলরুমের মত বিশাল ড্রয়িংরুমে। আজকে অঞ্জলিদিদি একটা পার্টি থ্রু করেছেন। তার নাকি বেশ বড় একটা শিপমেন্ট আটকে ছিলো চিটাগাং বন্দরে। গত সপ্তাহে সেটা ছাড়া পেয়েছে। এই উপলক্ষে পার্টি। নিশ্চয়ই বিশাল অঙ্কের টাকার ব্যাপার, নাহলে এতো বড় পার্টি দেয়ার কথা না। অঞ্জলিদিদিকে আমি আগে চিনতাম না। নয়নই আমাকে চিনিয়েছে। অঞ্জলিদি নয়নের বস। আমার কোম্পানীর সাথে নয়নদের কোম্পানির একটা ডিল হয়েছিল গত বছর। সেই ডিলের সময় আমি আর নয়ন নিজ নিজ কোম্পানীর রেপ্রেজেন্টেটিভ ছিলাম। তখনই অঞ্জলিদির সাতেহ পরচইয়। আজকের পার্টিতে কল করার আগে অঞ্জলিদির সাথে আমার সব মিলিয়ে তিনবার কথা হয়েছে। আজকের পার্টির কল টা অনেকটা অপ্রত্যাশিত ছিলো। এখানে আসার আগে নয়নের সাথে কনফার্ম হয়ে নিয়েছিলাম। যদি ও আসে তাহলে আমি আসবো। আর না হলে আমি স্কিপ করবো। এমন একটা চিন্তা ছিলো মাথায়। নয়ন কনফার্ম করলো যে ও তার বউ নিয়েই আসবে। তো, আমি আর নয়ন দুজনে দুটো ড্রিঙ্কস নিয়ে বসলাম। আর আমাদের দশফিট দূরে আখি অঞ্জলিদির সাথে হেসে হেসে কথা বলছে।
আজ দশ বছর পর আখিকে দেখে মনে হলো আমি বেশ বড় একটা ভুল করে ফেলেছি আখির প্রস্তাবে সাড়া না দিয়ে। সেই বালিকা আখি তার গুবরে পোকার খোলস ছেড়ে বেড়িয়ে এসে পরিপুর্ন প্রজাপতি হয়ে গিয়েছে। নীল শাড়িস সাথে সাদা ব্লাউজ পড়া আখিকে দেখে আমার বুকের কোথায় যেনো একটু ব্যাথা ব্যাথা করতে লাগলো।
আমরা বসে ছিলাম অঞ্জলীদিদির হলরুমের মত বিশাল ড্রয়িংরুমে। আজকে অঞ্জলিদিদি একটা পার্টি থ্রু করেছেন। তার নাকি বেশ বড় একটা শিপমেন্ট আটকে ছিলো চিটাগাং বন্দরে। গত সপ্তাহে সেটা ছাড়া পেয়েছে। এই উপলক্ষে পার্টি। নিশ্চয়ই বিশাল অঙ্কের টাকার ব্যাপার, নাহলে এতো বড় পার্টি দেয়ার কথা না। অঞ্জলিদিদিকে আমি আগে চিনতাম না। নয়নই আমাকে চিনিয়েছে। অঞ্জলিদি নয়নের বস। আমার কোম্পানীর সাথে নয়নদের কোম্পানির একটা ডিল হয়েছিল গত বছর। সেই ডিলের সময় আমি আর নয়ন নিজ নিজ কোম্পানীর রেপ্রেজেন্টেটিভ ছিলাম। তখনই অঞ্জলিদির সাতেহ পরচইয়। আজকের পার্টিতে কল করার আগে অঞ্জলিদির সাথে আমার সব মিলিয়ে তিনবার কথা হয়েছে। আজকের পার্টির কল টা অনেকটা অপ্রত্যাশিত ছিলো। এখানে আসার আগে নয়নের সাথে কনফার্ম হয়ে নিয়েছিলাম। যদি ও আসে তাহলে আমি আসবো। আর না হলে আমি স্কিপ করবো। এমন একটা চিন্তা ছিলো মাথায়। নয়ন কনফার্ম করলো যে ও তার বউ নিয়েই আসবে। তো, আমি আর নয়ন দুজনে দুটো ড্রিঙ্কস নিয়ে বসলাম। আর আমাদের দশফিট দূরে আখি অঞ্জলিদির সাথে হেসে হেসে কথা বলছে।