25-06-2021, 08:55 AM
এর পরের একটা কথা ছিল, শালুই আমাদের বিয়ের হপ্তা তিন পরে বলেছিল ওর ইকলেজের নারায়ণ মাষ্টারকে ও রান্না করে দিয়ে আসবে; আমি কিচু না বলিনি, নিজেও আমি মাষ্টার। তো মাষ্টার কে অমন যত্ন করলে আমি না করি কিভাবে, আর এতো ভাল লক্ষন, মাষ্টারের আশীর্বাদ জুটবে আমার সংসারে। কিন্তু, রিনির বর্ণনায় আমার সেই ধারণা তো এখন স্পষ্ট হয়ে আসে। তার মানে আমার শালু যেমন আমায় কচি শালীর মিঠাই খাওয়াচ্ছে তেমনি নিজেও, ওই নারায়নের আখের রসে তৃষ্ণা মেটাচ্ছে? তাই তো জানার এতো আগ্রহ আমার।