24-06-2021, 01:36 PM
আর কি ভাবে শর্বাণী আমার জীবনে আসলো। মাহালসা শুধু বাঙালি নয় বলেই হয়ত আমার কাছে আত্মসমর্পণ করতে চায় নি। আজ রক্ষিত কে বিয়ে করে সে সুখে নেই তা আমিও জানি । কিন্তু আমার কাছে ফিরে আসার সব রাস্তাই আজ বন্ধ।
মানুষ কে কি এই ভাবেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয় ? রক্ষিত এর কাছে মাহালসা শুধু উপভোগের পাত্র মাত্র। আর মাহালসা তো তাই চেয়েছিলো । দিনের পর দিন রাতের পর আমি উজবুকের মত স্বপ্নের জাল বুনেছি। জীবনের সব কিছু বাজি রেখেছি। কিন্তু মাহালসা কে পাই নি।
ছেনুর কথাই সত্যি হয়েছিল। বলেছিল একদিন " যার জন্য জীবনের সব কিছু হারতে তুই প্রস্তুত তাকে তোকে এক দিন হারাতে হবে তুই দেখে রাখিস ।" জানি না এটা আশীর্বাদ ছিল না অভিশাপ? বাবার মৃত্যু শয্যায় বাবাকে দেওয়া কথা রাখতে পারি নি, বাবাও চেয়েছিলো আমি মহালসা কে বিয়ে করি । এই করুণ দুঃখ বুকে নিয়ে এখনও ঘুরে মরি। যদি একবারও সেদিনটা ফিরে আসতো। বাবাকে বলেছিলাম দেখা যাবে, তুমি সুস্থ হয়ে যাও। কাজ সেরেই ফিরে আসব। মাহালসা আমায় ফিরে আসতে দেয় নি। জানি না আজ মাহালসা কি মনে মনে ভাবে?
কিন্তু মহালসা নিশ্চয়ই ভাবে যদি আমাকে সে তার জীবনে ফিরে পেত ! তার যৌবনের আগুনের মরীচিকায় তিল তিল করে পুড়েছি, এক এক দিন রাত শরীরের সাথে শরীরের বাঁধন আলগা হয়েছে, মনের বাঁধন শক্ত হয় নি। অপলকা ঝড়েই উড়ে চলে গেছি একে অন্য দিকে। ভোরের আলো ফুটল কি ফুটল না।
রাত শেষ । মীটিং এর জন্য নিজেকে তৈরি করে নিতে হবে। এটাই শেষ মীটিং । সকালে মিটিং এ পৌঁছে গেলাম রাতে চোখ দুটো এক না করে ।
মানুষ কে কি এই ভাবেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয় ? রক্ষিত এর কাছে মাহালসা শুধু উপভোগের পাত্র মাত্র। আর মাহালসা তো তাই চেয়েছিলো । দিনের পর দিন রাতের পর আমি উজবুকের মত স্বপ্নের জাল বুনেছি। জীবনের সব কিছু বাজি রেখেছি। কিন্তু মাহালসা কে পাই নি।
ছেনুর কথাই সত্যি হয়েছিল। বলেছিল একদিন " যার জন্য জীবনের সব কিছু হারতে তুই প্রস্তুত তাকে তোকে এক দিন হারাতে হবে তুই দেখে রাখিস ।" জানি না এটা আশীর্বাদ ছিল না অভিশাপ? বাবার মৃত্যু শয্যায় বাবাকে দেওয়া কথা রাখতে পারি নি, বাবাও চেয়েছিলো আমি মহালসা কে বিয়ে করি । এই করুণ দুঃখ বুকে নিয়ে এখনও ঘুরে মরি। যদি একবারও সেদিনটা ফিরে আসতো। বাবাকে বলেছিলাম দেখা যাবে, তুমি সুস্থ হয়ে যাও। কাজ সেরেই ফিরে আসব। মাহালসা আমায় ফিরে আসতে দেয় নি। জানি না আজ মাহালসা কি মনে মনে ভাবে?
কিন্তু মহালসা নিশ্চয়ই ভাবে যদি আমাকে সে তার জীবনে ফিরে পেত ! তার যৌবনের আগুনের মরীচিকায় তিল তিল করে পুড়েছি, এক এক দিন রাত শরীরের সাথে শরীরের বাঁধন আলগা হয়েছে, মনের বাঁধন শক্ত হয় নি। অপলকা ঝড়েই উড়ে চলে গেছি একে অন্য দিকে। ভোরের আলো ফুটল কি ফুটল না।
রাত শেষ । মীটিং এর জন্য নিজেকে তৈরি করে নিতে হবে। এটাই শেষ মীটিং । সকালে মিটিং এ পৌঁছে গেলাম রাতে চোখ দুটো এক না করে ।