24-06-2021, 01:04 PM
চিত্রলেখা
অনেক চেষ্টা করেও শেষে হার মানতে হল ভাগ্যের কাছে। চিত্রলেখা ভাবেনি চানক্য কে এ ভাবে এক দিন ভুলে যেতে হবে। তার নশ্বর শরীর একদিন বাতাসে মিলিয়ে যাবে চোখের সামনে। জল জ্যান্ত মানুষ টার লাশ দেখে কান্না পেল না লেখার। বছর ১৪ আগে কার কথা হবে যখন এক সাথে জীবনের সপ্ন বুকে নিয়েই শুরু করেছিল এরা দুজনে নিজেদের জীবন । আজ সমাজের সামনে সে বিধবা।
জীবন এমন ভাবে যে সুরু হয়েছিল তা নয়। কিন্তু হয়ত এটাই আমার জীবনের তার জীবনের সাথে বিধাতার লিখন । একটা পানু গল্প লিখবো ভেবেও শুরু করেছিলাম ।
চাণক্য কে মনে পড়ে যাচ্ছে বার বার। আসলে আমরাও দুর্বল । নিজেদের জীবনের কাছে হার মেনে যাই । যারা পানু ভাল বাসেন তাদের কাছে এই বর্ণনা বেশ নিরর্থক হওয়া স্বাভাবিক। চিত্র লেখা , লেখার সাথে আমার পরিচয় নতুন নয়। কিন্তু দীর্ঘ ১৫ বছর পর লেখা কে দেখবার লোভ সামলাতে পারলাম না। হয়ত লেখার জন্য আজ আমার কান্না তুলে ধরব , জানি না পুরুষ মানুষের কান্না পুরুষের সমাজে গ্রহণ যোগ্য হয় কিনা । হয়তও কেউ বিদ্রূপ করতে পারেন, হয়ত কেউ সাবাশি দেবেন, গুনগ্রাহিরা আশ্চর্যও হবেন, কিন্তু মেনে নিন , ভাগ্যের সামনে আমরাই খেলার পুতুল। আজ আমি লেখক, কিন্তু একদিন ছিল যেদিন ভাবি নি পানু গল্প লিখব। তবুও সমাজের দায়বদ্ধতা সামনে রেখেই তুলে ধরছি এক নতুন লেখা কে, চিত্র লেখার উপাখ্যান ।
অনেক চেষ্টা করেও শেষে হার মানতে হল ভাগ্যের কাছে। চিত্রলেখা ভাবেনি চানক্য কে এ ভাবে এক দিন ভুলে যেতে হবে। তার নশ্বর শরীর একদিন বাতাসে মিলিয়ে যাবে চোখের সামনে। জল জ্যান্ত মানুষ টার লাশ দেখে কান্না পেল না লেখার। বছর ১৪ আগে কার কথা হবে যখন এক সাথে জীবনের সপ্ন বুকে নিয়েই শুরু করেছিল এরা দুজনে নিজেদের জীবন । আজ সমাজের সামনে সে বিধবা।
জীবন এমন ভাবে যে সুরু হয়েছিল তা নয়। কিন্তু হয়ত এটাই আমার জীবনের তার জীবনের সাথে বিধাতার লিখন । একটা পানু গল্প লিখবো ভেবেও শুরু করেছিলাম ।
চাণক্য কে মনে পড়ে যাচ্ছে বার বার। আসলে আমরাও দুর্বল । নিজেদের জীবনের কাছে হার মেনে যাই । যারা পানু ভাল বাসেন তাদের কাছে এই বর্ণনা বেশ নিরর্থক হওয়া স্বাভাবিক। চিত্র লেখা , লেখার সাথে আমার পরিচয় নতুন নয়। কিন্তু দীর্ঘ ১৫ বছর পর লেখা কে দেখবার লোভ সামলাতে পারলাম না। হয়ত লেখার জন্য আজ আমার কান্না তুলে ধরব , জানি না পুরুষ মানুষের কান্না পুরুষের সমাজে গ্রহণ যোগ্য হয় কিনা । হয়তও কেউ বিদ্রূপ করতে পারেন, হয়ত কেউ সাবাশি দেবেন, গুনগ্রাহিরা আশ্চর্যও হবেন, কিন্তু মেনে নিন , ভাগ্যের সামনে আমরাই খেলার পুতুল। আজ আমি লেখক, কিন্তু একদিন ছিল যেদিন ভাবি নি পানু গল্প লিখব। তবুও সমাজের দায়বদ্ধতা সামনে রেখেই তুলে ধরছি এক নতুন লেখা কে, চিত্র লেখার উপাখ্যান ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)