21-06-2021, 03:18 PM
যাই হোক আমার শালির বিয়ের জন্য আমি একটা ইঞ্জিনিয়ার ছেলে দেখেছিলাম যারা দিল্লিতেই থাকেন ! সুতরাং আমার শাশুড়ি আর আমার শালীকে দেখনোর জন্যই দিল্লিতে নিয়ে আসেন ! আমি নিউ দিল্লি স্টেসন ই তাদের কে আনতে যাই. বিকালে পত্র পক্ষ থেকে পাত্র, পাত্রের মা, বাবা, এবং পাত্রের এক বোন আমার শালিকে দেখতে আসেন ! তাদের ইতা কে দেখে খুব পছন্দ হই মোটামুটি বিয়ের কথা একরকম পাকাই হয়ে যায় ! শুধু পাত্রের বাবা মা রেকুএস্ট করেন তাদের বাড়িতে গিয়ে যেন বাকি কথা ফাইনাল করা হয় ! সেই মতই আমার সালা কে খবর দেওয়া হয় যেন সে যেন দিল্লি চলে আসে এবং আমার সাসুরির সাথে পাত্রের বাড়িতে গিয়ে বিয়ে টাকে ফাইনাল করে ফেলে. ! সেই মতই আমার সালা পরের দিন সকালের ফ্লাইট এ দিল্লি চলে আসে ! আমার অফিসে কাজ ছিল তাই আমি যেতে পারব না ! ড্রাইভার কে বলে গেলাম যেন বিকালে আমার বউ, সালা আর শাশুড়ি কে নিয়ে পাত্রের বাড়ি নিয়ে যায়! আমি অফিসে আর আমার শালি আমাদের বাড়িতে একা ! সন্ধে বেলায় আমার বউ আমাকে তারাতারি বাড়ি চলে যেতে বলে কারণ পাত্রের বাড়ি থেকে তাদের ডিনার না করিয়ে ছাড়বেন না টি আমি যেন তারাতারি বাড়ি গিয়ে আমার শালিকে সঙ্গ দিই !