12-06-2021, 09:03 PM
(12-06-2021, 07:39 PM)xanadu Wrote: দারুন লেখা হয়েছে, এভাবেই লিখতে থাকুন ।আপনার সঙ্গে আছি। আমার একটা অনুরোধ গল্পের মধ্যে অনুপমার সিগারেট খাওয়ার ঘটনা দেখান, কেননা নাগেশ্বর বাবু already সিগারেট কিনেছেন।
ভাল থাকবেন আর সুস্থ থাকবেন।
মুস্কিলে ফেলে দিলেন। ওরা মানে নাগেশ্বর আর অনুপমা যেভাবে আমাকে ঘটনাগুলো জানাচ্ছে আমি শুধু সেইমতো লিখে দিচ্ছি। নাগেশ্বরবাবু সিগারেট তো কিনেছেন জানিয়েছেন, কিন্তু সেটা আদৌ ব্যবহার করছে বা কিভাবে করেছেন তা এখনো জানান নি। তবে সাথে থাকুন কিছু না কিছু ঘটবেই।