10-05-2020, 12:56 AM
নির্জনস্বাক্ষর আমি নই।তিনি গুরুদেব লোক।কোথায় হারিয়ে গেলেন।অনেকেই আমার লেখার সঙ্গে নির্জন স্বাক্ষরের লেখার মিল পান।এর আসল কারনটা হচ্ছে নির্জন স্বাক্ষরের 'কৌশিকি' গল্পের ছায়া দেখা গেছিল আমার 'খিদে' গল্পের।যদিও খিদে গল্পের শেষের দিকের একটা বড় অংশ আমাকে বাদ দিয়ে পোস্ট করতে হয়েছিল ফোরামের আইনের স্বার্থে।খিদের সেই শেষের অংশে xossip এ ব্যান হয়ে যাওয়া নির্জনস্বাক্ষরের একটা ছোট গল্প 'অদ্ভুত' এর ছায়া রেখেছিলাম আমি।xossipy ও হয়ত তা গ্রহণ করবে না তাই 'খিদে' থেকে বাদ দিতে হয়।নির্জনস্বাক্ষরের এত প্রভাবের জন্যই লোকে আমাকে সেই ভাবে।না আমি সে নই।
আর যারা আমার আপডেট দেরীতে আশায় চিন্তিত।তাদের আশ্বাস দিই যতই দেরী হোক হেনরি আপডেট দেবে ফোরাম যদ্দিন থাকবে তদ্দিন।অনেকের মত হারিয়ে যাবে না।কোনো গল্পের যদি তিনমাস আপডেট না আসে আপনি ভেবে নিতে পারেন নিশ্চিত যে লেখক হারিয়ে গেছে।কিন্তু হেনরি তিনমাস আপডেট না দিলেও আপনি মনে রাখবেন হেনরি আপডেট দেবেই।
আর যারা আমার আপডেট দেরীতে আশায় চিন্তিত।তাদের আশ্বাস দিই যতই দেরী হোক হেনরি আপডেট দেবে ফোরাম যদ্দিন থাকবে তদ্দিন।অনেকের মত হারিয়ে যাবে না।কোনো গল্পের যদি তিনমাস আপডেট না আসে আপনি ভেবে নিতে পারেন নিশ্চিত যে লেখক হারিয়ে গেছে।কিন্তু হেনরি তিনমাস আপডেট না দিলেও আপনি মনে রাখবেন হেনরি আপডেট দেবেই।