06-04-2020, 01:45 PM
(06-04-2020, 01:33 PM)Henry Wrote: আপনাদের অবগত করি যে, এরপর যে অ্যাডাল্ট দীর্ঘ উপন্যাস 'আব্বাজান' আসছে বলেছি সেটা খুব দীর্ঘ হবে।সে কারনে তার জন্য সময় ব্যয় হবে অনেক।এখন আমি খুব ব্যস্ত হয়ে পড়ায় হয়ত দেখা গেল মাসে একটা কি দুটো আপডেট এলো এবং শেষ করতে ধরুন সময় লেগে গেল এক-দেড় বছর।তখন আপনারা পাঠকরা তাড়া দেবেন আপডেট চাই বলে।সেক্ষেত্রে আমি ঠিক করেছি 'আব্বাজান' একটি নিজস্ব থ্রেডে চলবে।আর এই অ্যাডাল্ট অমনিবাসে যেভাবে একটার পর একটা বড় গল্প চলছে চলবে।তাতে আপনারা আব্বাজাননের মাসিক একটা আপডেট পেয়েও খুশি থাকবেন।কেননা এখানে আপনি নতুন গল্পটির আপডেট নিয়মিত পেয়ে যাচ্ছেন।
আর আমার দুটি গল্প 'সুখ অসুখ' ও 'মঙ্গলসূত্র' এখনো অধরা।তাদের বাকি লেখা গুলি হারিয়েছে।ফলে খেই হারিয়ে গেছে।সে দুটি শেষ হবে কবে এখনই বলতে না পারলেও xossipy বেঁচে থাকলে নিশ্চই শেষ হবে।
তাই পাঠকের কথা চিন্তা করে যেমন 'আব্বাজান' আসছে নতুন থ্রেডে নতুন আঙ্গিকে।তেমন এখানে আসছে নতুন গল্প 'দহন'।
দহন
আব্বাজান
ee cummings i carry you in my heart
দাদা আপনি খুব ভাল একটা সিদ্ধান্ত নিয়েছেন। আব্বজান যেহেতু বড় উপন্যাস হবে তার জন্য নতুন থ্রেট খুলাই ভাল। আর এই থ্রেডেও নতুন নতুন গল্প দিবেন জেনে আর ভাল লাগল। শুভ কামনা রইল দাদা নতুন দুটি গল্প পাবার আশায়।