23-01-2020, 09:57 PM
(23-01-2020, 09:28 AM)boren_raj Wrote: অনেক দিন হয়ে গেলো আপডেট নাই তার উপর মানুষের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না কারণ আপনি যেভাবে গল্পটা টেনে নিয়ে যাচ্ছেন জেনো সব কিছুই জেনো তারাতাড়ি মনে হচ্ছে। এতে কোনো রসালো টাইপের কিছুই নাই যা "মায়ের প্রেম বিবাহ তে" ছিলো যার ফলে পাঠকরা তেমন আগ্রহ দেখাচ্ছে না। আশা করি শীঘ্রই আপডেট নিয়ে আসবেন।
দাদা আপনি কথাটা মন্দ বলেননি। আসলে গল্পটা আমাদের কাংখিতর দিকেই যাচ্ছে। কিন্তু সব কিছু কেমন জানি তারাতারিই হচ্ছে। 'মায়ের প্রেম বিবাহ ' তে আমরা দেখেছি যে শেষের দিকে মা ছেলের অভিমানটা শিথিল হয়েছে। কিন্তু এখানে মা ছেলের পর্ব নাই বল্লেই চলে। যা কথা আছে তাও খুব সীমিত। এই গল্পটাতেও আমরা অপেেক্ষা ছিলাম ওই রকম একটা স্পেশাল আপডেটের। বন্ধু বংকুর সাাথে পিসির সাাথে ঘটনা, কথা বেশি হলে ভালো হবে।
যায় হোক দেখি লেখক দাদা আমাদের জন্য সামনে কি নিয়ে আসে।