Posts: 292
Threads: 3
Likes Received: 352 in 175 posts
Likes Given: 224
Joined: Jul 2025
Reputation:
48
কিছু সম্পর্কঃ ৯ (গ) এরশেষ অংশ......
জয়নাল আর আয়শা নিজেদের বিছানায় শুয়ে আছে , জয়নাল খুব অস্থির হয়ে আছে , আয়শা পরম মমতায় জয়নালের বুকে হাত বুলিয়ে দিচ্ছে ।
“ বুঝেছো আয়শা” এই বলে জয়নাল একটা বড় নিঃশ্বাস ফেলে , তারপর কয়েক মুহূর্ত বিরতি দিয়ে বলে “ মাঝে মাঝে মনে হয় , শালা চলেই যাক , ভাবি চলে যাওয়ার পর ও যেন থেকেও নেই , শালা স্বার্থপরের মত , একদম গর্তে ঢুকে গেলো, তাই মনে হয় চলে গেলেই মনে হয় ওর শান্তি হবে” কথা গুলো বলে জয়নাল আবার একটা নিঃশ্বাস ফেলে । তারপর আবার বলে …
“ রহিম যে এমন বউ পাগল হবে সেটা ওর বিয়ের পর ও কেউ বুঝতে পারেনি , তোমার মনে আছে আফরোজা ভাবি প্রায় ই বলতো , ও ঠিক মত সময় দেয় না”
“ হুম মনে আছে “ আয়শা নরম স্বরে বলে ,
“ আর সেই শালাই কিনা বউ মরার পর মজনু হয়ে গেলো , ছেলে মেয়ের দিকেও নজর দেয়নি ঠিক মত, অথচ দেখো , ওর ছেলে মেয়ে দুটো ,একদম হীরের টুকরো , এই একটা ব্যাপারে আমার ওর উপর হিংসা হয় জানো?” শেষ দিকে জয়নালের গলার স্বর অভিমানী হয়ে উঠলো ।
“ হ্যাঁ রাজীব আমার শোনার টুকরো ছেলে , রানীও শান্ত মেয়ে , কিন্তু সবাই কি এক রকম হয় , আমাদের জান্নাত কে দেখছো? কেমন এই বয়সেই কত বুদ্ধিমান , আর জয় ও ভালো ছেলে , বয়স হোক দেখবে”
“ ভয় হয় আয়শা , যা দিনকাল পরেছে , মেয়েটাকে নিয়ে বেশি ভয় , সত্যি করে বলি আজকে , আমার মাঝে মাঝে মনে হয় , এই মেয়ে আমার না ……”
জয়নাল কে কথা শেষ করতে না দিয়ে আয়শা বলে উঠলো “ এটা কি বললে তুমি” হতবাক হয়ে উঠে বসেছে ও ।
“ না গো ভুল বুঝো না , আমি ওরকম কিছু বলনি , আমি বলছি , আমার মেয়ে এমন হবে সেটা আমি ভাবিনি , আর এই জন্যই বড় ভয় হয় , মাঝে মাঝে পর পর ও লাগে , মনে হয় আমার মেয়ে এমন না হয়ে জয়ের মত ফুর্তিবাজ হলেই মনে হয় আমি খুশি হতাম , আর মেয়েটাও আমার উপর অভিমান করে থাকে। মনে করে আমি ওকে কন্ট্রোল করতে চাই , ও বুঝে না আসলে আমি ভয় পাই, মেয়ে অনেক দূর চলে যাবে, আবার মাঝে মাঝে গর্ব ও হয়”
“ ছেলে মেয়ে বড় হলে তো দূরে যাবেই ………” আয়শা একটা দীর্ঘশ্বাস ফেলে , ওর দৃষ্টি যেন দূরে তাকিয়ে আছে
“ না গো , সেই দূরে নয় , আমার কাছে মনে হয় , মেয়ে একদিন এতো বড় হবে যে আমি ওর পিতা , সেই দাবি নিয়ে কিছু বলার সাহস হবে না আমার, এর চেয়ে ভালো মেয়ে যদি সাধারন মেয়ে হতো , তাহলে সব সময় আমাকে সমীহ করতো, সব সময় আমার মেয়ে হয়েই থক্তো”
“ ও এই কথা?” বলে আয়শা হাসে , তারপর বলে “ আমাদের জান্নাত একটুও এমন নয় , মাঝে মাঝে মেয়ের সাথে কথা বলতে পারো না ? দেখবে আমাদের মেয়ে কত লক্ষি , আমার সাথে তো আজকাল কত কথা বলে”
“ তাই নাকি?” জয়নাল একটু নড়েচড়ে শোয় , তারপর বলে “ আগে তো দেখতাম তুমি সুধু মেয়েকে সময় পেলেই ঝারি দাও” বলে জয়নাল হাসে ।
“ হু , আমি কবে ওমন ছিলাম” আয়শা অভিমান করে বলে , “ সুধু তো আমার দোষ ই টমার নজরে পরে , আমি বুঝি মেয়েকে আদর করতাম না , ওসব তো বলতাম , কারন ওকে শিখাতে চাইতাম , ভাবতাম মেয়ে পরের ঘরে যাবে , এসব কিছু শিখিয়ে দেই, কিন্তু যত দিন যাচ্ছে , আমি বুঝতে পারছি , এসব শেখানোর কোন দরকার নেই , মেয়ে আমার কোনদিন ই পরের ঘরে যাবে না।”
“ বলো কি আয়শা” জয়নাল চোখ বড় বড় করে জিজ্ঞাস করে , একেবারে শোয়া থেকে বসে পরেছে “ জান্নাত কি বিয়ে টিয়ে করবে না নাকি?”
জয়নালের অবস্থা দেখে আয়শার হাসি পায় , ওর নিজের ও একি অবস্থা হয়েছিলো , যখন জান্নাত ওকে এই কথা বলেছিলো । পরে জান্নাত ওকে বুঝিয়ে বলেছিলো , আর সেভাবেই আয়শা ও জয়নাল কে বোঝায় ।
“ না না তেমন কিছু না , অবশ্যই বিয়ে করবে , নিজের মন মত সঙ্গি খুজে নিয়ে , আলাদা নতুন ঘর বাধবে “
“ মানে কি , আমি মেয়ের জন্য জামাই ও পছন্দ করতে পারবো না?” জয়নাল হতাশ হয় । আবার আয়শা কে আবারো কথার মাঝে থামিয়ে দেয় ।
“ না , পছন্দ তো মেয়েই করবে , আমরা নিজেদের মতামত দেবো , যদি পছন্দ না হয় তখন মেয়েকে বলবো, কিন্তু সিধান্ত মেয়ে নিবে , কারন জীবনটা ওর , তুমি আমি ওর হয়ে তো সারাটা জীবন ঐ মানুষের সাথে কাটাবো না , ওরই যেহেতু ঐ মানুষের সাথে জীবন কাটাতে হবে , সেহেতু সিধান্ত ওর হবে”
“ এই যে আমার মা তোমাকে পছন্দ করে এনে , দিলো , আর তোমার বাবা মা আমাকে তোমার জন্য পছন্দ করলো , এতে কি আমরা সুখী না ?” জয়নাল এখনো মেনে নিতে পারছে না । তাই নিজেকে দিয়েই যুক্তি দেয়ার চেষ্টা করলো ।
“ হ্যাঁ , অন্তত আমি তো সুখী , কিন্তু আমাদের সময় আর এখনকার সময় তো এক নয় , যুগে যুগে সমাজ পাল্টায় , সেই সাথে নিয়ম , একটা সময় তো ছিলো , মেয়েদের ১০-১১ বছর বয়সে বিয়ে দেয়া হতো , এবং সেটাকেই উত্তম এবং মর্যাদাপূর্ণ মনে করা হতো , তুমি কি তোমার মেয়েকে ১০-১১ বছর বয়সে বিয়ে দিয়েছো?” আয়শা জয়নালের যুক্তির বিপক্ষে জান্নাতের শেখানো একটা যুক্তি উপস্থাপন করলো ।
“ না তা কেন করবো?” জয়নাল বুঝতেপারে ওর যুক্তি টিকবে না ,
“ তেমনি , তোমাদের আমাদের সময় যে নিয়ম ছিলো , এখন সেটা খাটবে কেনো?”
“ তাহলে তুমি যে জয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছো?”
“ হ্যাঁ রেখছি , ইচ্ছা পোষণ করেছি , আমি তো আর জোর করবো না , আমি বলবো , ওরা যদি রাজি হয় , তবে”
“ তখন ওরা যদি বলে আম্রাও নিজেদের নতুন ঘর বানাবো? তখন কি করবে আয়শা?” জয়নাল সুযোগ বুঝে মোক্ষম প্রশ্ন করে ।
“ বানাবে , এতে আমার কোন সমস্যা নেই, আগে ছিলো , এখন নেই, থাকা উচিৎ ও না এটাই প্রকিতির নিয়ম , যদিও মনে হয় খুব কঠিন নিয়ম, ” আয়শা একটা গভির নিঃশ্বাস ফেলে , না একদম হতাশ নয় , তবুও বেড়িয়ে এলো , যেন নিয়তিকে মেনে নেয়ার ঘোষণা করলো ।
“ তাই বলে ভেবো না , আমাদের কাজ শেষ হয়ে যাবে , যতদিন থাকবো , আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে ওদের নতুন ঘর কে সমৃদ্ধ করে যাবো”
জয়নাল কিছুক্ষন চুপ থাকে , তারপর বলে “ শুনতে খারাপ লাগে , বুকে ব্যাথা হয় , কিন্তু একটু ভাবলে মনে হয় , তুইমি ই ঠিক , এমন ই তো হওয়া উচিৎ , এই দেখো না , দুটো পাখি , বাসা বাধে , সেখানে ওদের ছানা পোনা হয় , তারপর ওরা যখন বড় হয় , সেই বাসা থেকে বেড়িয়ে ওরা নিজেদের সঙ্গি বেছে নিয়ে নতুন করে বাসা বাধে , কেউই কোনদিন অন্য কারো বাসায় গিয়ে ওঠে না”
আবারো কিছুক্ষনে নীরবতা , তারপর আবার জয়নাল বলে ‘ আয়শা এই যে তোমাকে আমি অন্য একজনের ঘরে এনে তুলেছিলাম , এতে তোমার মনে কোন দুঃখ আছে?”
আয়শা একটু হাসে , তারপর বলে “ না গো , আমরা অন্যরকম ছিলাম , আমরা সারাজীবন এমন দখেই বড় হয়েছি , আমাদের কাছে এটাই স্বাভাবিক ছিলো , তাই কোন কষ্ট হয়নি” কথা গুলো শেষ করেও আয়শার মুখে হাসি লেগে থাকে , যেন স্বামীকে আশ্বস্ত করতে চায় ।
কিন্তু জয়নাল হাসে না , আয়শার মুখটা ভালো ভাবে খুটিয়ে দেখে , তারপর বলে ‘ তোমাকে সবাই অনেক জ্বালাতন করেছে না ? আম্মা , বড় আপা …… দুঃখিত আয়শা , আমার যতটা সাপোর্ট করা উচিৎ ছিলো , আমি মনে হয় করতে পারিনি , আমি আসলে বুঝতেই পারিনি আসলে কি বলবো ……”
“ থাক আর কিছু বলতে হবে না…” আয়শা জয়নালের কাঁধে হাত রাখে , হাসি মুখে বলে “ যা হওয়ার তো হয়েই গেছে , আর আমার অভ্যাস হয়ে গেছে , এই যে আম্মা কত দিন বাড়ি নেই , আমার ভালো লাগে না , সেই যে গেলো আর আসছে না “
“ আসবে আসবে , মাস দুয়েকের মাঝে আসবে , বড় আপার মেয়ের তাহিয়ার বিয়ে ঠিক হয়েছে , ছেলে ওখানকার , কিন্তু বিয়ে করবে এখানে , এখানকার বিয়ে নাকি ওদের খুব পছন্দ”
“ ওমা …।। বিদেশি ছেলে” আয়শা অবাক হয়ে বলে
আয়শার এমন অবাক হওয়া দেখে জয়নাল হেসে ওঠে , বলে “ তুমিই তো বললে, ছেলে মেয়ে যাকে পছন্দ করবে হা হা হা”
‘ হ্যাঁ তবুও বিদেশি ছেলে… কেমন না?”
আবারো দুজনে হেসে ওঠে , হাসি শেষে , জয়নাল জিজ্ঞাস করে , “ আচ্ছা আয়শা তুমি এতো কথা সিখলে কবে , যখন বিয়ে করে এনেছিলাম তখন তো মুখ দিয়ে কথাই বের হতো না”
“আমার ান্ধবীর কাছ থেকে” আয়শা রহস্য করে বলল ।
“ ওরে বাবা তোমার ান্ধবী দেখি দারুন জ্ঞানী , আমাকেও পরিচয় করিয়ে দাও, আমিও কিছু শিখি” জয়নাল হাসতে হাসতে বলে ।
“ তুমি তো ওকে চেনোই” আয়শা রহস্য করে বলে আবারো ,
“ আমি চিনি……” জয়নাল বুঝতে পারেনা ,
“ আরে এই বাড়িতেই থাকে গো , আমার নতুন ান্ধবী, চাইলে তুমিও বন্ধুত্ব করে নাও , দেখবে কত ভাল লাগে , ভয় ডর সব দূর হয়ে যাবে”
আয়শার হাসি মুখে তাকিয়ে থেকে , জয়নাল অবাক হয়ে বলে “ তুমি জান্নাতের কথা বলছো?”
উত্তর আয়শা মাথা ঝাঁকায় , এখনো হাসছে ও ।
কিন্তু জয়নাল একটা দীর্ঘশ্বাস ফেলে , বলে , “ সেই সময় পেরিয়ে গেছে , যখন সময় ছিলো তখন টাকার পেছনে ছুটেছি । এখন শেষ সময়ে আর মায়া বাড়িয়ে লাভ নেই”
****
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
Posts: 163
Threads: 2
Likes Received: 657 in 136 posts
Likes Given: 51
Joined: Oct 2025
Reputation:
149
নতুন বান্ধবির কথা শুনে জয়নাল যতই দীর্ঘশ্বাস ফেলুক। ভেতর ভেতর কুচ তো হে
ভবিষ্যত ভাবতে নিজের ই উলাল্লা উলাল্লা
অসমাপ্ত আত্মজীবনী
***************************************************
•
Posts: 292
Threads: 3
Likes Received: 352 in 175 posts
Likes Given: 224
Joined: Jul 2025
Reputation:
48
(11-11-2025, 04:50 PM)Ra-bby Wrote: নতুন বান্ধবির কথা শুনে জয়নাল যতই দীর্ঘশ্বাস ফেলুক। ভেতর ভেতর কুচ তো হে
ভবিষ্যত ভাবতে নিজের ই উলাল্লা উলাল্লা
আমি যতটুকু দেখেছি , বা জেনেছি । তাতে আমার মনে হয়েছে , সন্তানের যখন বাবা মা দুজনের মাঝে একজনের সাথে একটু বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তখন, অপরজণের মনে কিছুটা হলেও হিংসা হয় , একদম নির্জলা হিংসা , এই অনুভুতিকে অন্য নাম দেয়ার কোন উপায় নেই । এখানে স্বামী স্ত্রীর মাঝে যত গভির ভালবাসাই থাকুক না কেন ।
তাই জয়নালের মনে আয়শার প্রতি কিছুটা হিংসা হওয়া স্বাভাবিক । তা ছাড়া ওর মনে ভয় সংসয় আর অনুশোচনা ও আছে বলে মনে হচ্ছে । শেষ লাইনটা সেই অনুশোচনার ইংগিত ই বহন করে । আমার মনে হয় সন্তানের সাথে বন্ধুত্ব করার সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে , সন্তান যখন বয়ঃসন্ধি পার করে । আর জয়নাল সেই সময় টাকা কামানোর নেশায় মত্ত ছিলো ।
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
•
Posts: 163
Threads: 2
Likes Received: 657 in 136 posts
Likes Given: 51
Joined: Oct 2025
Reputation:
149
(11-11-2025, 05:54 PM)gungchill Wrote: আমি যতটুকু দেখেছি , বা জেনেছি । তাতে আমার মনে হয়েছে , সন্তানের যখন বাবা মা দুজনের মাঝে একজনের সাথে একটু বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তখন, অপরজণের মনে কিছুটা হলেও হিংসা হয় , একদম নির্জলা হিংসা , এই অনুভুতিকে অন্য নাম দেয়ার কোন উপায় নেই । এখানে স্বামী স্ত্রীর মাঝে যত গভির ভালবাসাই থাকুক না কেন ।
তাই জয়নালের মনে আয়শার প্রতি কিছুটা হিংসা হওয়া স্বাভাবিক । তা ছাড়া ওর মনে ভয় সংসয় আর অনুশোচনা ও আছে বলে মনে হচ্ছে । শেষ লাইনটা সেই অনুশোচনার ইংগিত ই বহন করে । আমার মনে হয় সন্তানের সাথে বন্ধুত্ব করার সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে , সন্তান যখন বয়ঃসন্ধি পার করে । আর জয়নাল সেই সময় টাকা কামানোর নেশায় মত্ত ছিলো ।
কেন জানি আমরা সবাই একসময় মত্ত হয়ে পরি। ভুলে যাই পিছনেও তো আমার পরিবার আমার সাথে সাথে আসছে----তাদের সঙ্গে তাল মিলিয়েই চলি। তা করিনা।
অসমাপ্ত আত্মজীবনী
***************************************************
Posts: 685
Threads: 0
Likes Received: 327 in 310 posts
Likes Given: 622
Joined: Jan 2024
Reputation:
10
Posts: 119
Threads: 1
Likes Received: 500 in 102 posts
Likes Given: 98
Joined: Feb 2025
Reputation:
115
বরাবরের মতো এবারও বেশ ভালো লাগছিলো।
অনবদ্য স্টোরি টেলিং।
জান্নাত আর রাজীবের দিকে সাইলেন্ট কাছাকাছি আসাটা খুব ভালো লাগেছে। কিন্তু ওদের সম্পর্ক টা আর এগোচ্ছে না কেন? অনেক দিন হলো, আগে যেখানে ছিল এখনো সেখানেই।
আর জান্নাতের এই মমতাময়ী দিকটা খুব ভালো। যেন বাঙালী নারীর মূর্ত প্রতীক। ও এতো আধুনিক তার উপর আবার স্নেহশীলা, বেশ লাগে ওকে পড়তে।
জান্নাত আর রাজীবের দিকে ফোকাস চাই এবার।
Posts: 139
Threads: 0
Likes Received: 72 in 38 posts
Likes Given: 173
Joined: May 2024
Reputation:
1
আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল কোন আপডেট নাই
ভাই কি খুব ব্যস্ত নাকি
•
Posts: 164
Threads: 2
Likes Received: 178 in 96 posts
Likes Given: 20
Joined: Sep 2025
Reputation:
22
চলছিলো তো ভালই।
মাঝপথে হারাই গেলেন যে।
•
Posts: 119
Threads: 1
Likes Received: 500 in 102 posts
Likes Given: 98
Joined: Feb 2025
Reputation:
115
Dada.... We are waiting.....
•
Posts: 292
Threads: 3
Likes Received: 352 in 175 posts
Likes Given: 224
Joined: Jul 2025
Reputation:
48
কিছু সম্পর্কঃ ৯ (ঘ)
প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠেই জান্নাত মোবাইলটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে সাতটা ভয়েস আর একটা টেক্সট।
গতরাতে বেশ দেরি করে ঘুমিয়েছে ও। সাধারণত নয়টার মধ্যেই বিছানা ছাড়ে, আজ সোয়া দশটা বেজে গেছে। রাতে রানী পাশে ছিল, তাই মোবাইল সাইলেন্ট করে রেখেছিলো—এলার্মও বাজেনি।
শুয়ে শুয়েই জান্নাত ফোন আনলক করে দেখে কে কে মেসেজ দিয়েছে। যেমনটা ভেবেছিলো, তেমনই—আবরার পাঠিয়েছে সাতটা ভয়েস রেকর্ড। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে জান্নাতের। মনে মনে ভাবে………ভালোই হয়েছে মোবাইলটা সাইলেন্ট করেছিলাম, নইলে আবরার ঘুমাতেই দিতো না।
বাকি একটাই টেক্সট রাজীবের। খুব বেশি আগের না, চল্লিশ মিনিট হবে।
রাজীব লিখেছে— “আব্বুর অবস্থা উন্নতি হয়েছে। আজ কেবিনে দেবে, সব ঠিক থাকলে কালই রিলিজ।”
জান্নাত ছোট করে উত্তর দেয়— “আমি আসছি, কিছুক্ষণ পর।”
তারপর এক লম্বা নিঃশ্বাস নিয়ে আবরারের ভয়েসগুলো খুলে শোনে। ও জানে, আবরার নিশ্চয়ই নাটক শুরু করেছে।
প্রথম ভয়েসেই আবরার বলে—
“ভাই, আমার নামের আগে কি ‘শহীদ’ বসানোর ইচ্ছা হয়েছে তোমার? প্রথম কাজেই জয় সাহেবের মুখোমুখি! আমি কি অপরাধ করেছি বলো ভাই? অপরাধ থাকলে ক্ষমা করে দাও ভাই, কিন্তু বাপের দান এই জীবনটা তো আর খোয়াতে পারবো না।”
বাকি ভয়েসগুলোতেও একই আক্ষেপ, একই নাটক। সব শুনে জান্নাত নির্লিপ্ত গলায় একটা ভয়েস পাঠায়—“তোমার যদি এত ভয় লাগে, করো না। আমিই করে নেবো।” , যদিও জান্নাত ভাব নিয়েছে ওর কোন সমস্যা হবে না , আসলে মনে মনে চাইছে কাজটা যেন আবরার করে , নইলে ওর উপ বেশ চাপ হয়ে যায় ।
কিছুক্ষণের মধ্যেই আবার ভয়েস আসে আবরারের কাছ থেকে— অভিযোগের সুরে বলে , “এটা কিন্তু ঠিক হলো না বস! প্রথম কাজেই অগ্নিপরীক্ষা! অন্তত একটা সুযোগ তো পাওয়া উচিত ছিল নিজেকে প্রমাণ করার।”
জান্নাত হালকা হাসে, তারপর একটু দৃঢ় গলায় গাম্ভীর্যের সাথে উত্তর দেয়— “এই লাইনে নিজেকে প্রমাণ করার সেরা উপায় হলো সাহস। ভয় পাচ্ছো কেন? আমি তো আছি।” শেষের কথা গুলো বলার সময় কিছুটা আশ্বস্ত করার চেষ্টাও করে ।
কিন্তু আবরার প্রায় সঙ্গে সঙ্গেই রিপ্লাই দেয়— ওর কণ্ঠে কিছুটা ব্যাঙ্গ মেশানো , “বস, আপনার ‘আমি আছি’ কথার মানে তো গতকালই ভালোভাবে জেনে গেছি।”
এবার জান্নাতের মুখের হাসি মিলিয়ে যায়। আবরারের খোঁচা দেয়া কথা শুনে , একটু রাগ হয় , বেশ কড়া আর শীতল স্বরে ভয়েস পাঠায়— “তুমি আছো কিনা সেটা আগে বলো। গতকালই তো বলেছিলে—‘পিঠে সয়, কিন্তু পেটে সয় না’। এখন পিঠে একটু চাপ পড়লেই ভয় পাচ্ছো?”
সময় পাড়িয়ে যায় । জান্নাত ভাবে, এবার হয়তো আবরার পিছিয়ে যাবে।তবে ওকে ভুল প্রমাণ করে আবরার নতুন ভয়েস পাঠায়— “আচ্ছা বস আপনি যা বলেন, তবে একটা প্রশ্ন ছিলো , রাজীব ভাই তো এডিট করবে? উনি কি জানেন রানী আর জয় সাহেবের ব্যাপারটা? আমি কি এমনভাবে লিখব যাতে উনি বুঝতে না পারেন? …আর একটা ছোট অনুরোধ—পিঠে চটের বস্তা বাঁধার জন্য যেন একটু সময় পাই।” প্রথম দিকের কথা গুলো সিরিয়াস ভাবে বললেও শেষের দিকে আবরারের স্বভাবমতো রসিক ভাব ফুটে ওঠে।
জান্নাত হেসে ফেলে। স্বস্তির একটা ছায়া নামে মুখে। তারপর ভয়েস পাঠায়—
“রাজীব এডিট করবে, কিন্তু ও জানে না রানী আর জয়ের ব্যাপারটা। আমরা কারো নাম বলব না—আমাদের উদ্দেশ্য কাউকে এক্সপোজ করা না, বরং পুরো হল সিস্টেমটা দেখানো। তবে তোমার সাথে যা ঘটেছে, সেটা ব্যবহার করতে হবে—বুঝলে?
আর হ্যাঁ, পিঠে চটের বস্তা বাঁধার জন্য সময় পাবা, চটও আমিই দেব। চিন্তা করো না, বস হিসেবে আমার কিছু দায়বদ্ধতা অবশ্যই আছে।”
আবরারের ভয়েসে এবার নতুন এনার্জি টের পায় জান্নাত —
“ওকে বস! জয় সাংবাদিকতার জয়, জয় জান্নাত ম্যাডামের জয়! …ওহ, এই দেখো , যা করি তাতেই ঐ ভয়ংকর নামটা চলে আসে! যাক, কাজে নেমে পরি। যা থাকে কপালে , প্রয়োজনে শহীদ হয়ে যাবো , কিন্ত অন্যায়ের প্রতিবাদ করেই যাবো হা হা হা,
ওহ ভুলেই গিয়েছিলাম —রানীর আব্বু এখন কেমন আছেন?”
হেসে ফেলল জান্নাত। তারপর ভয়েস পাঠায়—
“এই তো, এখন লাইনে আসছো। গুড লাক! ছোট আব্বুকে আজ কেবিনে দেবে, সব ঠিক থাকলে কালই রিলিজ। ওকে, বাই—পরে কথা হবে।”
জান্নাত যখন হেসে হসে বলছিলো “ ওকে, বাই, পরে কথা হবে” তখনি রানী বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। গতকাল অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল বলে আজ তার ঘুম ভেঙে গেল বেশ সকালে। ঘুম ভাঙতেই প্রথমেই হসপিটালে থাকা রাজীব কে কল করে , রহিমের ব্যাপারে খোঁজ নিয়েছিলো। রাজীবের কাছ থেকে সুসংবাদটা পেয়ে বেশ হালকা বোধ হচ্ছিলো বলে আরো কিছুক্ষন বিছানায় গড়িয়ে নেয়ার চিন্তা করেছিলো ।একবার চোখ বুজেও এসেছিলো, তবে সেটা বেশি সময়ের জন্য নয়। নটার দিকে ফোনে টুং করে একটা নোটিফিকেশন ভেসে উঠল —
জয় এর মেসেজ।আর তাতেই যেন রানীর তন্দ্রা শুধু ভাঙল না, পুরোপুরি উড়ে গিয়েছিলো।
“কিগো আমার রানী, ঘুম ভেঙেছে?কেমন লাগছে, এক ছাদের নিচে? আমার কিন্তু সারারাত ঘুম হয়নি…তুই সারারাত সপ্নে এসে আমাকে শুধু জ্বালিয়েছিস! এখন এসে একটু ঘুম পাড়িয়ে দে না (কিস) (কিস) (কিস)”
মেসেজটা পড়েই রানীর গাল গরম হয়ে উঠেছিলো। মনে হচ্ছিলো যেন জয় সত্যিই পাশে আছে, কানে কানে বলছে কথাগুলো। এমন কি কানে হলকা সুড়সুড়ি অনুভুত হচ্ছিলো যেন । ঠোঁটের কোণে এক চিলতে হাসি, বুকের ভেতর তীব্র শিহরণ—সেই থেকেই ওর মনটা যেন প্রতিটা মুহূর্তেই কেমন জানি করছে।লজ্জা পাচ্ছে, আবার ভালোও লাগছে। এর আগেও এই ঘরে অসংখ্য রাত কাটিয়েছে , গত রাতেও এমন কিছু মনে হয়নি । কিন্তু জয়ের টেক্সট টা দেখার পর থেকেই , এই বাড়ির প্রটিতা কোনে কোনে যেন জয়ে কে দেখছে , মেঝেতে প্রতিটা পদক্ষেপে জয় যেন ওর পায়ের তালুতে সুড়সুড়ি দচ্ছে , হাত দিয়ে যাই ধরছে , তাতেই যেন জয়ের তপ্ত হাতের ছোঁয়া পাচ্ছে । এমন কি প্রতিটা নিঃশ্বাসের সাথে যে বাতাস ওর বুকে যাচ্ছে , তাতেও জয়ের উষ্ণ শ্বাস মিশে আছে । এমন কি বাথরুমে জাওয়ার সময় ও মোবাইল সাথে করে নিয়ে গিয়েছিলো । ভাবছিলো জান্নাত যদি দেখে ফেলে। ( যদিও সেটা সম্ভব নয়)
তবে বাথরুম থেকে বেড়িয়ে জান্নাত কে জাগ্রত দেখে , রানী জয়ের উপস্থিতির যে অনুভূতি ছিলো সেট কিছুটা কম টের পায় । তবে গালের লালিমা এখনো কিছুটা রয়ে গেছে , বুকের ভেতর গরম ভাপ ও কিছুটা টের পাচ্ছে । নিজেকে আর স্বাভাবিক করার জন্য জান্নাতের সাথে কথা বলা শুরু করে রানী
“ কিরে হাসছিস কেন একা একা ? কার সাথে কথা বলছিস?”
“ আবরারের সাথে…” বলার সময় ও জান্নাতের ঠোঁটে হাসি কিছুটা লেগে থাকে , কিন্তু বলার পর দেখে আবরারের নাম শোনার পর ই রানীর মুখ কিছুটা মলিন হয়ে গেছে । ওর মনে পরে যায় , রানী আবরারের সাথে ওর মেশা ঠিক পছন্দ করে না । তাই এক্সপ্লেইন করার মত করে বলে “ তুই ভাবিস না আমি আবার তোর বন্ধু হাইজ্যাক করেছি , ও আমার চ্যানেলে কাজ করে সুধু”
“ কি যাতা বলছিস , আমি এমন মনে করবো কেন?” রানী ভ্রু কুঁচকে , সাথে সাথেই প্রতিবাদ করে ওঠে । তবে আবরারের নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে , রানীর মনে কিছুটা অনুতাপ জেগে উঠেছিলো , আবরার ওকে বেশ কিছুদিন যাবত কিছু একটা বলার চেষ্টা করছে , কিন্তু ও সারাক্ষণ আবরার কে এড়িয়ে চলছে , ক্যাম্পাসে দেখা হলে বলে পরে কথা বলবো , ফোন করলেও খুব একটা রিসিভ করে না ।
“ ওমা , রানী !!!! তুই তো বিরাট পল্টিবাজ” জান্নাত যেন আকাশ থেকে পরেছে , রানীর কথা শুনে । “ এইতো কয়দিন আগেও আবরারের সামনে যাওয়া আমার জন্য নিষেধ ছিলো, আর এখন বলছিস আমি যা তা বলছি!!!!” জান্নাতের কণ্ঠ থেকে অবাক ভাবটা কাটে না , তারপর ব্যাঙ্গ করে বলে “ তুই এখানে কি করছিস ভাই? যা জয়ের সাথে রাজনীতি জয়েন কর , তোর ভবিষ্যৎ ওখানেই উজ্জ্বল ,এমন পল্টিবাজ লোকজন ই রাজনৈতিক লোকজন খুজে”
“ যাহ, আমি ওসব কবে বললাম ?, তোর ইচ্ছা হলে তুই ওকে চাকরি দে , না হলে যা ইচ্ছা তাই কর তাতে আমার কি?”
আর তা শুনে জান্নাত হেসে লুটিয়ে পরে পরে , হাসতে হাসতে বলে “ সুধু পল্টিবাজ না তুই তো বিরাট মিথ্যা বাদিও” এই বলে জান্নাত দাড়িয়ে রানীকে সম্মান জানানোর ভঙ্গি করে বলে “আমাদের ভবিষ্যৎ প্রধান মন্ত্রী তো আমার সামনে দাড়িয়ে আছে, কি সৌভাগ্য আমার”
“ আরে না না , মিথ্যা বলবো কেনো ? ধুর আমার কোন সমস্যাই নেই” রানী বেশ লজ্জা পেয়ে বলে , তারপর কথা অন্যদিকে ফেরানোর জন্য হঠাত করে বলে “ সুধু চাকরি কেন , তুই যদি চাস , আবরারের গলায় ও ঝুলে পরতে পারিস , ছেলে কিন্তু ভালো” রানী যেন নিজেকে নির্দোষ প্রমানের জন্য এই প্রস্তাব দেয় ।
“ হ্যাঁ ভালো ছেলে , কিন্তু…… আমার টাইপ না” জান্নাত বলতে চাইছিলো অন্য কথা , কিন্তু সেটা চেপে গেলো , রানী সবে মাত্র একটা শক থেকে উঠেছে , তাই ওকে হার্ট করতে বা মানসিক কোন চাপ দিতে চাইছিলো না । তাই রানীর দুষ্টুমির মুড টা ঠিক রেখেই বলল ।
“ তা তোমার কেমন ছেলে পছন্দ ,মিস জান্নাত” বলতে বলতে রানী জান্নাতের পাশে এসে বসে , নিজের কাঁধ দিয়ে জান্নাত কে একটা ধাক্কা দেয় ।
“ জেনে তুই কি করবি , আমার জন্য ঘটকালী করবি?” জান্নাত হেসে বলে , ওর কাছে মনে হয় রানী যেন আজ একটু বেশিই ভালো মুডে আছে ,
“ হ্যাঁ করতেই পারি , তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না” রানী নিজের গলায় গাম্ভীর্য টেনে বলার চেষ্টা করে , কিন্তু ওর চোখে মুখে হাসির ঝিলিক ।
“ তাহলে কি তুই আমাকে আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছিস , যেন আমি তোকে ভাবি ডাকি!!!” জান্নাত ভ্রু উঁচিয়ে রানীর দিকে তাকিয়ে হাসে …
এক রাশ লজ্জা এসে রানী কে ঘিরে ধরে , ও এই চিন্তা করে কথাটা বলেনি , জান্নাতের কাঁধে একটা থাপ্পড় বসিয়ে দেয় , লজ্জা রাঙ্গা মুখে বলে “ ধ্যাত , তোদের মুখে কোন কথা আটকায় না , তোরা একেকটা নির্লজ্জ” এই বলে রানী উঠে রানীর ঘর থেকে বেড়িয়ে যেতে নেয় , আর জান্নাত ওর হাত ধরে টেনে রাখে ,
“ আরে আমার ভাবি , যাচ্ছিস কোথায় , দাড়া দাড়া ভাবি ননদ মিলে দুটো সুখ দুঃখের কথা বলি” জান্নাত হাসতে হাসতে বলতে থাকে ,
এদিকে রানীর অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাচি , বার বার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে , প্রথমে জয়ের টেক্সট আর এখন জন্নাতের ভাবি ডাক । সাথে সাথে এই নিয়েও দুসচিন্তায় পরে যায় , কেউ শুনেছে কিনা , “ জান্নাত ঠিক হচ্ছে না কিন্তু, ছাড় আমাকে, ছাড় বলছি” রানী কাতর স্বরে অনুরধ করে , কিন্তু জান্নাত ওকে ছাড়ার নাম নেয় না , আরো শব্দ করে হাসতে থাকে , এক সময় রানী রেগে যায় । কিন্তু তাতেও কাজ হয় না , রানী যত রাগ করে জান্নাত তত হাসে ।
এক সময় রানী নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় , জান্নাতের ঘর থেকে বেড়িয়ে যায় , যাওয়ার আগে জান্নাতের ব্যাবহার করা একটা টপস হাতের কাছে পেয়ে সেটাই ছুড়ে মারে ।
জান্নাত প্রস্তুত ছিলো , তাই রানীর ছুড়ে দেয়া টপস হাওয়ায় থাক্তেই ধরে ফেলে । রানী চলে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত জান্নাত হাসতে থাকে । কলেজে থাকাকালিন এরকম রানীকে অনেক খেপাতো জান্নাত , রানীকে খেপানো খুব সহজ । কলেজের কোন ছেলে কে আর রানীকে নিয়ে কোন কিছু বললেই রানী রেগে যেতো । এখন আর সেই চান্স নেই যদিও । আগে জান্নাত রানী কে আর যেকোনো ছেলেকে মিলিয়ে অশ্লীল অশ্লীল কথা বলে খেপাতো । এখন যেহেতু জয় ওর ভাই , সেই সুযোগ জান্নাত আর পায় না।
****
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
Posts: 292
Threads: 3
Likes Received: 352 in 175 posts
Likes Given: 224
Joined: Jul 2025
Reputation:
48
কিছু সম্পর্কঃ ৯ (ঘ) এর বাকি অংশ.........
প্রচণ্ড লজ্জা আর রাগের মিশ্রিত অনুভূতি নিয়ে নিচে নামল রানী। মনে মনে নিজের, তারপর জান্নাতের, উপর রাগ ঝাড়তে থাকে আর মাঝে মাঝে জয় ও কিছুটা ভাগ পায়। রানীর মতে , ওর মুখ থেকে অমন বেফাস কথা বেরুনোর মুল কারিগর আসলে জয় । ওর ওই টেক্সটটা পাওয়ার পর থেকেই তো সব এলোমেলো হয়ে গেলো । নাহলে রানী কি কখনও এমন বেফাঁস কিছু বলে ফেলত?
ঠিক তখনই রান্নাঘর থেকে ভেসে আসে আয়শার আদুরে ডাক— “আমার মায়ের ঘুম হয়েছে?… আয় মা, এদিকে আয়। সকাল থেকে এই রান্নাঘরেই আছি, তোর যে একটু খবর নেবো—সেই সুযোগটাই পেলাম না।” শেষের দিকে রানীর খোঁজ নিতে না পারার আক্ষেপ স্পষ্ট আয়শার কণ্ঠে ।
রানী ধীরে ধীরে এগিয়ে গিয়ে আয়শার সামনে দাঁড়ায়। মাথা নিচু করে—কারণ জান্নাতের সেই “ভাবি” ডাকের পর যে লজ্জাটা ওকে ঘিরে ধরেছিল, আয়শার সামনে এসে সেটা আরও দ্বিগুণ হয়ে গেছে। কারন জান্নাত ওকে যা ভেবে ভাবি ডেকেছে , সেই হিসেবে সামনে দাঁড়ানো এই নারী ওর শাশুড়ি হয় , মাথা নুচু অবস্থায় ই রানীর ঠোঁটে মৃদু এক হাসি খেলে যায় । ভীষণ লজ্জা হচ্ছে ঠিক , কিন্তু সেই সাথে এই মাতৃ স্থানীয় নারিটিকে আগের চেয়ে আরো অনেক বেশি আপন মনে হচ্ছে ।
রানীকে এমন মাথা নিচু করে থাকতে দেখে আয়শা ভাবে—রানী বোধহয় এখনো আব্বুর ব্যাপারেই চিন্তিত।
সান্ত্বনা দিতে নরম গলায় বলে—“এখনো ভয় পাচ্ছিস? তোর বড় আব্বু সেই সকালে উঠেই হসপিটালে চলে গেছে। ডাক্তার বলেছে রহিম ভাইয়ের তেমন সমস্যা নেই। গতকাল যেটা হয়েছিল, সেটা বড় কিছু না।” আয়শা চেষ্টা করে , রহিমের সমস্যা আর বেশি ছোট করে দেখাতে , যতটা না ডাক্তার বলেছে ।
কিন্তু রানী মাথা তোলে না। এবার কারণটা ভিন্ন।
আব্বুর নাম শুনতেই বুকের ভেতর হঠাৎ করে কিছু অনুতাপ জমে ওঠে, নিজেকে কেমন জানি স্বার্থপর মনে হতে থাকে । ভাবে হাসপাতালে ওর বাবা শুয়ে আছে, আর ও কীভাবে হা-হা হি-হি করে ঘুরে বেড়াচ্ছে! সমস্যা যত ছোটই হোক—মনটা কেমন করে ওঠে রানীর। নিজেকে বড্ড আত্ম কেন্দ্রিক মনে হতে থাকে ।
রানীকে এভাবে চুপচাপ দেখে আয়শা খুন্তি নামিয়ে রেখে কাছে এগিয়ে যায়। দুই হাত বাড়িয়ে রানীকে টেনে নেয় বুকে। আন্তরিক মমতা মাখা স্বরে বলে , “আমরা আছি না? এত্তো ভেঙে পড়িস কেন? আমরা কি তোর আপন নই, কিরে মা? আমাদের আপন মনে হয় না?”
রানী চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নেয়—আয়শার গা থেকে ভেসে আসা রান্নার মশলার গন্ধে যেন মাথাটা হালকা হয়ে আসে।
মনে মনে বলে— ছোট আম্মু তোমাদের ,এতোই আপন মনে হয় … তোমাদের মাঝেই তো সব ভুলে যাই। নিজের অবস্থান , নিজের পরিচয় সব ভুলে যাই , তাই ভয় হয় গো …… বড্ড ভয় । তোমারা যদি আমাকে আপন করে না নাও……… তবে মুখে কিছু বলে না—শুধু আলিঙ্গনের ভেতরে শান্ত হয়ে থাকে।
কিছুক্ষণ পর আয়শা আলতো করে ওকে ছাড়ে। হয়তো আরও একটু রাখত, কিন্তু চুলায় বসানো সবজির হাঁড়ি , সেখান থেকে পোড়ে গন্ধ বেরুতে শুরু করেছে। আয়শা খুন্তি তুলে নিয়ে আবার কাজে লেগে যায়। তবে বার বার চোখ তুলে রানীর দিকে তাকায় মৃদু হেসে। গতকাল রানীর অবস্থা দেখে সত্যিই ভয় পেয়ে গিয়েছিল আয়শা—তাই আজকের এই বাড়তি যত্ন।
“যা, রেডি হয়ে নে তুই। রান্না শেষ হলে আমি আর তুই হাসপাতালে যাবো।” আয়শা মমতায় ভরা কণ্ঠে বলে।
হাসপাতালের কথা শুনে রানী , নিজের ডিপ থট থেকে বেড়িয়ে আসে , একটা ছোট নিঃশ্বাস ফেলে বলে “উহু, আমি আগে তোমাকে রান্নায় হেল্প করি।” তারপর আশেপাশে তাকায় দেখে, আয়শা একাই সব সামলাচ্ছে। তাই জিজ্ঞাসা করে— “শান্তির মা কই?”
আয়শা দীর্ঘশ্বাস ফেলে বলে—“আসেনি রে। কাজের মানুষ পাওয়া খুব মুশকিল এখন। সময়মতো কেউ আসে না।”
তারপর হাসতে হাসতেই বলে—“তাই বলে তোর এখন রান্নায় নামতে হবে না। আমার শরীরে যত দিন শক্তি আছে, আমিই করব। আমি একেবারে বুড়ো হয়ে গেলে তখন করিস।”
কিন্তু রানী কথাটা শোনে না। কোমর বেঁধে কাজে লেগে পড়ে। মুল রান্না আয়শা করে, আর রানী ছোটখাটো সাহায্য—মশলার কৌটা এগিয়ে দেওয়া, লবণ চেক করা, টুকটাক কাটাকুটি করে দেয়া এসব। ফাঁকে ফাঁকে দুজনের মধ্যে টুকটাক গল্প হয়—হালকা হাসি, আর ঘরোয়া উষ্ণতায়। ধীরে ধীরে রানীর মন থেকে অনুতাপটাও দূর হয়ে যেতে থাকে। কাজে ডুবে যাওয়া আর আয়শার আন্তরিক ব্যাবহার , রানীকে আবার ভুলিয়ে দিতে থাকে , সমস্যা গুলো ।
আধ ঘণ্টা পর ডাইনিং থেকে ডাক আসে— “আম্মু, নাস্তা…” জয়ের কণ্ঠ। এর সঙ্গে জান্নাতের অস্তিত্ব ও টের পাওয়া যায় , জয়ের সাথে কি নিয়ে যেন আলোচনা করছে।
আয়শা হাসিমুখে বলে, “ঐ যে এসেছে সাহাজাদা আর সাহাজাদি। যা মা—ঢেকে রাখা ট্রেটা নিয়ে যা। তুইও খেয়ে নিস। রান্নাঘরে আর আসিস না, আমার কাজ প্রায় শেষ।এই দ্যাখ তোর মুখ কেমন লাল হয়ে গেছে আগুণের আঁচে” এই বলে আয়শা নিজের আঁচল দিয়ে রানীর মুখ মুছিয়ে দেয় , সত্যিই রানীর চেহারা আগুনের আঁচে একটু লালচে হয়ে উঠেছিলো , তবে ঘাম তেমন হয়নি, আয়শা একটু আহ্লাদ করেই মুছিয়ে দিয়েছে । রান্না করে অভ্যাস থাকলেও, গত চার পাঁচ মাস তেমন একটা রান্না করে না রানী, তাই আগুনের আঁচে বেশিক্ষণ থাকার ফলে মুখ কিছুটা লালচে হয়ে উঠেছে ওর , এটাও তেমন কিছু নয়। তবুও রানীর কাছে আয়শার এই আদুরে জেসচার টা বেশ ভালো লাগলো ।
রানী হাসিমুখে ট্রেটা হাতে নিয়ে ডাইনিংয়ে আসে। জান্নাত আর জয় তখন টেবিলে বসে গল্পে মশগুল। খুবই স্বাভাবিক ধাঁচে রানী একে একে নাস্তার থালাগুলো নামাতে থাকে।
কিন্তু থালা নামানোর মাঝেই চোখ পড়ে দুজনের মুখে।
ওরা ঠোঁট টিপে হাসি চেপে রাখতে চাইছে—যেন একটা গোপন হাস্যকর কিছু চলছে ওদের মাঝে।
রানী ভ্রু কুঁচকে তাকায় দুই ভাই বোনের দিকে । ওর চোখে জিজ্ঞাসা , যেন জানতে চাইছে এতো হাসি কিসের ?
জান্নাতের হাসি ধীরে ধীরে বড় হতে থাকে, চোখ টলটল করছে দুষ্টুমিতে।
আর জয় বেচারা , মুখে যতই সিরিয়াস ভাব আনার চেষ্টা করুক… ঠোঁটের কাছে হাসিটা বারবার ফেটে বেরিয়ে আসছে। কাঁধ পর্যন্ত কাঁপছে ওর , জোর করে হাসি থামাতে গিয়ে ।
রানীর বুঝতে বাকি থাকে না ওরা দুজন কি নিয়ে হাসছে , সেই আগের লজ্জাটা আবার ধুম করে ফিরে আসে রানীর ভেতর।
কিন্তু এবার অবশ্য ও লজ্জায় চুপ করে দাঁড়িয়ে থাকে না— বরং আত্মরক্ষার জন্য রাগের আশ্রয় দেয়। চোখ রাঙিয়ে বলে ……
“হাসছিস কেন দাঁত বের করে? কোনোদিন টেবিলে নাস্তা রাখতে দেখিস নি?”
বাক্যটা জান্নাতের দিকে তাকিয়েই বলা, কিন্তু গরমটা গিয়ে লাগে জয়ের গায়ে। জয় তাড়াতাড়ি মুখ নিচু করে পানির গ্লাস তুলে নেয়—পানি খাওয়ার চেষ্টা করে হাসি থামিয়ে।
কিন্তু জান্নাত? ও তো থামার পাত্রী নয় ।
হাসতে হাসতেই বলে— “রাগ করিস কেন? একটা খুশির ব্যাপার ঘটেছে আর আমি হাসবো না?”
কথাটা বলেই জান্নাতের মুখের হাসি আরও বাড়ে… যেন রানীর রাগান্বিত প্রতিক্রিয়াই ওর হাসি আরো বাড়িয়ে দিচ্ছে।
“কি খুশির ব্যাপার ঘটেছে? এখানে কি সার্কাস চলছে নাকি?” রানী মুখটা টান টান করে ঝামটা মেরে বলে।
জান্নাত চোখ বড় বড় করে, নাটকীয় ভঙ্গিতে জয়ের দিকে তাকায়।
“ওরে বাপ রে জয়! আমি তো ভেবেছিলাম তুই আমার জন্য একটা নরম–সরম ভাবি এনেছিস… এখন দেখি এ তো পরিষ্কার দেবি চৌধুরানী!”
“ভাবি” শব্দটা শোনা মাত্র জয় আর নিজের হাসি আটকাতে পারে না। ঠোঁট চাপা হাসি এক মুহূর্তে ফেটে বের হয়ে আসে, পানি চোখেও চলে আসে।
আর রানী তো রেগে ফেটে পড়ার উপক্রম। পা ঠুকতে ঠুকতে চেঁচিয়ে ওঠে,
“বড় আম্মু! দেখো তো জান্নাত আর জয় আমার সাথে কি করছে!”
রান্নাঘর থেকে সাথে সাথেই ভেসে আসে আয়শার গলা,
“জান্নাত… জয়… ভালো হবে না কিন্তু… দাড়া, আমি আসছি!”
আয়শার সেই গলা শুনেই রানীর মুখে এমন ভাব ফুটে ওঠে, যেন মুহূর্তেই যুদ্ধ জিতে ফেলেছে।
একটু পরেই আয়শা রান্নাঘর থেকে বেরিয়ে আসে, উনুনের ধোঁয়া আর মশলার গন্ধ গায়ে মেখে। এসে টেবিলে বসতেই রানীর মুখে এমন এক ভাব—যেন যুদ্ধ জিতে গেছে, এখন জয় আর জান্নাত কে দেখে নেবে।
ওদের চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে… পারলে এবার বল।
আয়শার সামনে পড়ে অবশ্য দুজনেই চুপ। তাই নাস্তা শান্তিতেই শেষ হলো।
নাস্তা শেষে আয়শা বলে, “রানী মা, তুই এখানেই গোসল করে নে না? ঐ বাড়িতে যাওয়ার কি দরকার?”
রানী মুখ খুলতে যাচ্ছিল… ঠিক তখনই জান্নাত বলে ওঠে,
“জামা–কাপড় কি পরবে? ওর জিরো সাইজে আমার প্লাস সাইজ মনে হবে হ্যাঙ্গারে কাপড় ঝুলছে হি হি?” (যদিও ও মোটেও প্লাস সাইজ নয়, তবুও ড্রামা করে বলল।)
“হ্যাঁ তা ঠিক বলেছিস। তাহলে এক কাজ কর… জান্নাত, তুই রানীর সাথে যা। ওর একা গিয়ে কাজ নেই?” আয়শা গতকালের সিন মনে করে বলল ।
“উফ আম্মু! রানী কি বাচ্চা মেয়ে?” জান্নাত বিরক্ত হয়ে বলে। “আমার কাজ আছে, এখনই বের হতে হবে। পারব না আমি।”
রানীও মাথা নেড়ে বলে, “আমি একাই যেতে পারবো।”
কিন্তু আয়শা কিছুতেই রাজি না। নিজেরও তো গোসল বাকি—তাই ও জান্নাতের পেছনে লেগে থাকে।
একবার অনুরোধ করে … কাজ না হলে মৃদু ধমক দেয়… হুমকি ও দেয় তাও জান্নাত নড়ে না।
এই টানাপোড়েনের মাঝেই হঠাৎ জয় বলে ওঠে, “আমি নিয়ে যাচ্ছি রানীকে।” যেন গ্রামবাসীর বিপদে হিরোর আগম হয়েছে , এমন ভাব করে ।
তিন রমণী তখন একসাথে জয়ের দিকে তাকায়— তিন মুখে তিন রকমের অভিব্যক্তি।
আয়শা প্রথমে চমকে যায়, তারপর মনে মনে ভাবে,
এই ছেলের মুখে তো কোনো ফিল্টারই নেই। যা মুখে আসে না বুঝে তাই বলে।
জান্নাত তাকায় মাত্র এক সেকেন্ড— তার মুখে তাচ্ছিল্য, যেন বোঝাতে চিয়াছে ……তুই জীবনেও মানুষ হবি না।
রানী’র মুখে দুই আবেগ একসাথে— এক চিমটি ভয়, এক চিমটি লজ্জা। গালে গারো গোলাপি আভা । সেই সাথে জয় গেলে কি হতে পারে সেটা ভাবে আতঙ্ক ।
আর জয়? চুটুল হাসি দিয়ে তিনজনের মুখই দেখছে, যেন খুব আনন্দ পাচ্ছে।
প্রথমে রানীই বলে ওঠে , “না না না… আমি একাই যেতে পারবো। কাউকে লাগবে না!”কথা শেষ হতেই আড়চোখে জয়ের দিকে বিষাক্ত দৃষ্টি ছুঁড়ে দেয়। যেন বলছে , খুব সখ না? দাড়াও দেখাচ্ছি ।
কিন্তু আয়শা তো ছাড়ার পাত্রী না। শেষ পর্যন্ত জান্নাতকেই নতি স্বীকার করতে হয় , “ঠিক আছে… যাই। কিন্তু সময় দিচ্ছি মাত্র পনেরো মিনিট। তারপর আমি বের হবো। আমার অনেক কাজ আছে”
রানী একরকম হাঁফ ছাড়ে। জয় আবার হাসে। বাকি সবার চোখ এড়িয়ে রানীর দিকে একবার তাকায় , চোখে নগ্ন ইংগিত । রানী লজ্জায় চোখ আড়াল করে ।
রানী আর জান্নাত ওদের ঘরের চৌকাঠ না পেরুতেই রানীর মোবাইল বেজে ওঠে টুং শব্দে । জয় টেক্সট করেছে , “ আমি এলে কি হতো ? তোকে ভালো করে গোসল করিয়ে দিতাম ( হাসির ইমোজি)”
রানী লিখে পাঠায় “ খুব বার বেড়েছে না , আগামী তিনদিন আমাকে কোন টেক্সট করবে না , আজকে বড্ড জালিয়েছো” পাঠানোর সময় রানীর ঠোঁটে একটা হাসি লেগে থাকে , যেন রানীও জানে ও আসলেই এমন চায় না ।
তবে জয় ওর কথা অমান্য করতে সময় নেয় মাত্র পনেরো সেকেন্ড , আবার টুং করে শব্দ হয় রানীর মোবাইলে , জয় লিখেছে…… “ তুই জানিস না , বাজার থেকে মৃত্যুদন্ড উঠে যাচ্ছে , আমাকে কেন মৃত্যুদণ্ড দিচ্ছিস?”
টেক্সট পড়ে রানীর মুখ ঝলমল করে ওঠে , ঠোঁট কামড়ে হাসে , মনে মনে ভাবে , আমার সোনারা বান্দর টা রে ……
*****
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
Posts: 685
Threads: 0
Likes Received: 327 in 310 posts
Likes Given: 622
Joined: Jan 2024
Reputation:
10
Posts: 292
Threads: 3
Likes Received: 352 in 175 posts
Likes Given: 224
Joined: Jul 2025
Reputation:
48
(21-11-2025, 10:39 PM)Saj890 Wrote: Very nice
thanks bro ,
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
•
Posts: 9
Threads: 0
Likes Received: 8 in 7 posts
Likes Given: 6
Joined: Nov 2021
Reputation:
0
আপডেট দেন ভাই অপেক্ষাতে আছি
•
Posts: 292
Threads: 3
Likes Received: 352 in 175 posts
Likes Given: 224
Joined: Jul 2025
Reputation:
48
(24-11-2025, 11:09 PM)mukta02 Wrote: আপডেট দেন ভাই অপেক্ষাতে আছি
আগামী ১৫ দিন আপডেট খুব স্লো আসবে , হয়তো দুটো আপডেট দিতে পারি ।
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
•
Posts: 292
Threads: 3
Likes Received: 352 in 175 posts
Likes Given: 224
Joined: Jul 2025
Reputation:
48
লাস্ট আপডেটের পর পায় হাজার খানেক ভিউ হয়েচছে । এর মাঝে সবাই যে গল্পটা পড়েছেন এমন নয় , অনেকেই সুধু দেখে চলে গেছেন , অনেকের এই ফোরামে আইডি নেই । তাদের বাদ দিয়ে যারা পড়েছেন, তাদের মাঝে ,১ জন লাইক দিয়েছেন,১ জন লাইক এবং কমেন্ট করেছেন , আর একজন সুধু কমেন্ট করেছেন । বাকি যারা পড়েছেন তারা নিশ্চয়ই ডিজেপয়েন্টেড হয়েছেন , তাই লাইক অথবা কমেন্ট করা থেকে নিজেকে বিরত রেখছেন ।
আমি সেই সব পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ,ক্ষমা চাচ্ছি আপনাদের হতাশ করার জন্য ।
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
•
Posts: 141
Threads: 0
Likes Received: 108 in 77 posts
Likes Given: 234
Joined: Mar 2020
Reputation:
1
ওয়েবসাইট এর ইন্টারফেস এমন দেখাচ্ছে কেন। এই অবস্থায় লাইক কমেন্ট অপশন গুলো খুঁজে পেতে প্রচুর সমস্যা হয় প্লাস রিফ্রেশ করলে ওয়েবসাইট ব্লকড অপশন দেখায়।
•
Posts: 163
Threads: 2
Likes Received: 657 in 136 posts
Likes Given: 51
Joined: Oct 2025
Reputation:
149
25-11-2025, 09:21 PM
(25-11-2025, 12:49 PM)gungchill Wrote: লাস্ট আপডেটের পর পায় হাজার খানেক ভিউ হয়েচছে । এর মাঝে সবাই যে গল্পটা পড়েছেন এমন নয় , অনেকেই সুধু দেখে চলে গেছেন , অনেকের এই ফোরামে আইডি নেই । তাদের বাদ দিয়ে যারা পড়েছেন, তাদের মাঝে ,১ জন লাইক দিয়েছেন,১ জন লাইক এবং কমেন্ট করেছেন , আর একজন সুধু কমেন্ট করেছেন । বাকি যারা পড়েছেন তারা নিশ্চয়ই ডিজেপয়েন্টেড হয়েছেন , তাই লাইক অথবা কমেন্ট করা থেকে নিজেকে বিরত রেখছেন ।
আমি সেই সব পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ,ক্ষমা চাচ্ছি আপনাদের হতাশ করার জন্য এই গল্পের পাঠকদের কথাগুলি বিবেচনাই নেওয়া উচিৎ।
দুনিয়ার একমাত্র ফ্রি সার্ভিস এই গোসিপী---যেখানে লেখকরা পান বাবাজিকে ঠুল্লু। এখানে দুই শ্রেণীর লোকের লাভ, ১। যদি সাইটের মালিক। এই সাইট থেকে প্রচুর ইনকাম হবার কথা। ২। যারা পাঠক। মনের সুখ মিটাতে পাচ্ছেন ফ্রিতে।
অসমাপ্ত আত্মজীবনী
***************************************************
Posts: 9
Threads: 0
Likes Received: 8 in 7 posts
Likes Given: 6
Joined: Nov 2021
Reputation:
0
•
|