Posts: 69
Threads: 1
Likes Received: 267 in 61 posts
Likes Given: 51
Joined: Feb 2025
Reputation:
62
আয়েশা মনে হয় মনে মনে রানিকে নিজের পুত্রবধূ বেছে নিয়েছে। রহিমের সামনে নাহলে জয়ের স্বরুপ এমন করে লুকাতো না। আমরা জানি আয়শা একজন কে ছেলের জন্য পছন্দ করে রেখেছে। আমার মনে হয় সেটা রানিই। আজকে আরো ক্লিয়ার হলো।
কিছু সম্পর্ক, টাইটেল টা সার্থক। রিলেশনশিপ সম্পর্কে আপনার জ্ঞান আর বর্ননা অনুশোরনীয়, বাস্তবের সাথে রিলেট করা যায়।
আর জয়ের ওর মহারানী দর্শন হয়তো হয়েই যাবে, হলে একটা রোমান্টিক আপডেট চাই.... অনেক বিরহ হয়েছে।
রানির শেষ অবস্থা দেখে এই কটি লাইন মনে আসছে –
ওহো কলঙ্কিনী রাঁধা।
কদম ডালে বসিয়া আছে কানু হারামজাদা
মায় তুই জলে না যাইয়ো।
আশা রাখি কালকে আপডেট পাবো।
Posts: 533
Threads: 0
Likes Received: 240 in 229 posts
Likes Given: 445
Joined: Jan 2024
Reputation:
3
Posts: 210
Threads: 3
Likes Received: 278 in 132 posts
Likes Given: 161
Joined: Jul 2025
Reputation:
40
(19-10-2025, 10:48 PM)ধূমকেতু Wrote: আয়েশা মনে হয় মনে মনে রানিকে নিজের পুত্রবধূ বেছে নিয়েছে। রহিমের সামনে নাহলে জয়ের স্বরুপ এমন করে লুকাতো না। আমরা জানি আয়শা একজন কে ছেলের জন্য পছন্দ করে রেখেছে। আমার মনে হয় সেটা রানিই। আজকে আরো ক্লিয়ার হলো।
কিছু সম্পর্ক, টাইটেল টা সার্থক। রিলেশনশিপ সম্পর্কে আপনার জ্ঞান আর বর্ননা অনুশোরনীয়, বাস্তবের সাথে রিলেট করা যায়।
আর জয়ের ওর মহারানী দর্শন হয়তো হয়েই যাবে, হলে একটা রোমান্টিক আপডেট চাই.... অনেক বিরহ হয়েছে।
রানির শেষ অবস্থা দেখে এই কটি লাইন মনে আসছে –
ওহো কলঙ্কিনী রাঁধা।
কদম ডালে বসিয়া আছে কানু হারামজাদা
মায় তুই জলে না যাইয়ো।
আশা রাখি কালকে আপডেট পাবো।
আপনি হিন্টস ধরতে পেরেছেন , এই পর্যন্ত গল্প যা লেখা হয়েছে তাতে এরকম আরো অনেক হিন্টস দেয়া আছে ভবিষ্যৎ সম্পর্কে ।
বিরহ যত গভির মিলন তত মধুর......
জলে যেতে সমস্যা নেই , ছাঁদে গেলেই যত সমস্যা । কানু জানু যেই হোক একজন হারামজাদা ঠিক ই সেখানে অপেক্ষা করছে । এখন দেখা যাক সে কি করে ।
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
Posts: 210
Threads: 3
Likes Received: 278 in 132 posts
Likes Given: 161
Joined: Jul 2025
Reputation:
40
(20-10-2025, 01:39 AM)Saj890 Wrote: Very nice
অনেক ধন্যবাদ Saj890
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
•
Posts: 69
Threads: 1
Likes Received: 267 in 61 posts
Likes Given: 51
Joined: Feb 2025
Reputation:
62
(20-10-2025, 02:36 PM)gungchill Wrote: আপনি হিন্টস ধরতে পেরেছেন , এই পর্যন্ত গল্প যা লেখা হয়েছে তাতে এরকম আরো অনেক হিন্টস দেয়া আছে ভবিষ্যৎ সম্পর্কে ।
বিরহ যত গভির মিলন তত মধুর......
জলে যেতে সমস্যা নেই , ছাঁদে গেলেই যত সমস্যা । কানু জানু যেই হোক একজন হারামজাদা ঠিক ই সেখানে অপেক্ষা করছে । এখন দেখা যাক সে কি করে ।
খুব এক্সাইটেড দাদা....
পারলে আজকে আপডেট দিয়েন।
Posts: 210
Threads: 3
Likes Received: 278 in 132 posts
Likes Given: 161
Joined: Jul 2025
Reputation:
40
(20-10-2025, 04:33 PM)ধূমকেতু Wrote: খুব এক্সাইটেড দাদা....
পারলে আজকে আপডেট দিয়েন।
আজকেই দেবো রাত ৮ টার দিকে একবার দেখে যাবেন
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
Posts: 210
Threads: 3
Likes Received: 278 in 132 posts
Likes Given: 161
Joined: Jul 2025
Reputation:
40
কিছু সম্পর্কঃ ৮ (চ)
জান্নাত চলে যাওয়ার পর জয়ের একটা সিগারেট খাওয়ার ইচ্ছা হয় । কিন্তু ঘরে জ্বালানোর সাহস হয় না । আজকে বাড়িতে ওর আব্বু আছে , তা ছাড়া ওর আম্মুও বেশ ইমোশনাল হয়ে পড়ছে এই নিয়ে । তাই জয় ভাবে বারান্দায় যাবে , কিন্তু সিধান্ত চেঞ্জ করে , ভাবে ছাদে যাবে । খোলা হাওয়ায় যায় না আজকে চারদিন হলো । বারান্দায় গিয়েছে , কিন্তু বারান্দা ওর কাছে খোলা মনে হয় না , কারন মাথার উপর ছাদ থাকে । যেই ভাবা সেই কাজ , জয় টি সার্টের উপর জ্যাকেট চাপিয়ে নেয় ।
জয় ছাদে এসে দাড়ায় , জ্যাকেট পরে থাকায় বেশ ওম লাগছে , তবে পায়ে ঠাণ্ডা হাওয়া কাঁটার মত লাগছে , কারন ও শর্টস পরে আছে । হাটু পর্যন্ত ঢাকা আছে , কিন্তু হাঁটুর নিচ থেকে খালি । কিন্তু জয় সেটা পাত্তা দেয় না । সিগারেট ধরায় , জ্বর মুখে সিগারেটের স্বাদ ও বিস্বাদ লাগে । কিন্তু জয়ে টেনে যায় , ফেলে দেয় না । দুবার খুক খুক করে কাশে ।
জয় সিগারেট টানতে টানতে পাশের ছাদের দিকে তাকায় । সেখানটা খালি , আজকে সেখানে কাপড় ও রোদে দেয়া নেই । পুরোটা ফাঁকা । জয় হাটতে হাটতে রেলিঙে এর কাছে যায় , যেখানটায় দুই বিল্ডিং কাছা কাছি চলে এসেছে । জয়ের নজরে ওর রাখা কাঠের তক্তা নজরে আসে ।
কয়েক মুহূর্ত ভাবে জয় , ও জানে জ্বরের কারনে নিজের পারফেক্ট ফিজিক্যাল ফর্মে নেই । তারপর ও রেলিং এর উপর দিয়ে একটা পা উঠিয়ে দেয় , নামে কার্নিশে । নিচের দিকে তাকায় , মাথাটা হালকা লাগে চোখের দৃষ্টি ঘোলা মনে হয় । কিন্তু সেটা জয় কে থামাতে পারে না । আগের মত স্মুথ ভাবে পার হতে পারে না যদিও, একবার তাল হারিয়ে ফেলে । রানীদের ছাদে আসতে একটু হাপিয়ে ওঠে ।
জয় ঠিক সেই জায়গায় এসে দাড়ায় , যেদিন ও রানীর জন্য প্রথম এই ছাদ পেরিয়ে এসেছিলো , যেখানে দাড়িয়ে রানীর চোখে চোখ রেখছিলো , পড়তে পেরেছিলো রানীর চোখের ভাষা । ওই দিন রানীর চোখের ভাষায় ছিলো আহ্বান , যে আহ্বান জয় কে নিজের মনের উপর পরিয়ে রাখা শেকলে শেষ আঘাত করতে বাধ্য করেছিলো । সেদিনো এমন সন্ধ্যা ছিলো , সন্ধার আলো আধারিতে , সেদিন জয় রানীর চোখের গভিরতায় ডুব দিয়ে আজ পর্যন্ত উঠে আসতে পারেনি ।
জয় ভাবে - হয়তো ও সেদিন ভুল দেখছিলো , রানীর চোখে ওই দিন ও নিজের তৃষ্ণার প্রতিফলন ই সুধু দেখছিলো । রানীর পক্ষ থেকে কোন আহ্বান ছিলোই না । সব ছিলো ওর বোঝার ভুল সুধু ।
যদি বোঝার ভুল হয় , তাহলে সেদিন বৃষ্টিতে ভেজার পর রানীর চোখে যা দেখেছিলো সেটা কি ছিলো ? সেদিন তো ও রানীর চোখে স্পষ্ট আশকারা দেখেছিলো । জয় ভাবে- ও যখন রানীর শরীর চেক অউট করার পর ধরা পরে গিয়েছিলো , তখন তো রানীর চোখে কোন ডিসগাস্ট বা ওই ধরনের লজ্জা দেখতে পায় নি । যে ধরনের বিরক্তি বা লজ্জা রানীর মাঝে দেখা গিয়েছিলো যখন অন্য লোকজন ওর দিকে তাকিয়েছিলো। নাকি এটাও ছিলো বুঝার ভুল ।
যদি বুঝার ভুল না হবে , তাহলে রানী হসপিটালে কেন সেদিন ওই রকম আচরণ করলো ? এই প্রশ্নের উত্তর জয় খুজে পায় না । কারন জানে , ও বুঝতে ভুল করেনি , এতবার ভুল করা ওর পক্ষে সম্ভব নয় । সেই কিশোর বয়স থেকে নারী মন নিয়ে ওর নাড়াচাড়া , নারী মন নিয়ে খেলার সব সুত্র ওর মুখস্ত । এতো বার ভুল অন্য কেউ করতে পারে , কিন্তু ওর পক্ষে সম্ভব নয় ।
হঠাত ওর মনে একটা প্রশ্ন জাগে , এসব ওর সাথে যা হচ্ছে তা কর্ম ফল নয় তো । যা রানীর রুপ নিয়ে ওর সামনে এসেছে । না হলে এই একটি মেয়েকে মন থেকে ভালোবেসে এমন আঘাত কেন পাবে । রানী ওকে নিয়ে খেলেনি তো? যেমন ও খেলেছে অন্যদের নিয়ে ।
জয় আবার ভাবে - এসব হয়তো রানীর কাছে খেলা , রানী খেলতে চেয়েছে , মেপে দেখতে চেয়েছে পানি কতটা গভির । তারপর যখন বেটার অপশন পেয়েছে তখন কেটে পরেছে । মিডল ক্লাস মানসিকতার সাথে ওই আবরার ছেলেটাই রানীর কাছে বেশি আকর্ষণীয় । আবরার ভালো স্টুডেন্ট , কোন খারাপ নেশা নেই ,ভদ্র শান্ত । রানী হয়তো ভেবেছে ওর জন্য আবরার ই ভালো হবে। তাই জয় কে ভুলে আবরার কে বেছে নিয়েছে ।
আবার এমন ও হতে পারে……… জয়ের মনে নতুন ভাবনার উদয় হয় । জয় ভাবে , রানী নিজের সৌন্দর্য সম্পর্কে জানে , ও জানে ওর এক ইশারায় ছেলের অভাব হবে না । আর ও নিজের এই ক্ষমতা ব্যাবহার করে , ছেলেদের পাগল বানিয়ে তারপর ছেড়ে দিয়ে নতুন প্রজেক্টে হাত দেয় । এটা হওয়া অস্বাভাবিক কিছু নয় , এমন অনেক ই আছে আজকাল ।
জয়ের কাছে শেষের আইডিয়া টাই বেশি মানানসই মনে হয় । কারন এমন যদি না হতো , ওর অসুস্থতার কথা শুনে নিজেকে আটকে রাখতে পারতো না , ছটফট করতো ওর কাছে যাওয়ার জন্য । যেমনটা ও করেছিলো সেদিন রাতে ।
এই ভাবনার পর জয়ের আর ইচ্ছে হয় না এই ছাদে দাড়াতে , জয় পিছনে ফেরে ফিরে যাওয়ার জন্য , আর ঠিক তখনি দরজা খুলে যায় । দরজা খোলার শব্দে জয় পেছনে ফিরে তাকায় । জয় দেখে একটা মেয়েলি পা খোলা দরজা দিয়ে প্রথমে ছাদের উপর পরে।
মুহূর্তেই জয়ের চোখ দুটো জ্বলে ওঠে , সমস্ত শরীর রাগে কাঁপতে থাকে । একটু আগের নিজের ভাবনা আবার ওর মাথায় আসে , রানী ওকে নিয়ে খেলেছে , জয়ের ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে , সেই হাসিটি এতোটাই তিক্ত যে জয় যদি আয়নায় দেখতো তবে নিজেই ভয় পেয়ে যেতো । জয় এগিয়ে যায় দরজা লক্ষ্য করে , ততক্ষণে রানী পুরোপুরি দরজা গলে ছাদে এসে দাঁড়িয়েছে ।
জয় দেখে রানী ওকে দেখে ভুত দেখার মত চমকে উঠেছে , চমকে উঠে এক পা পিছিয়ে গেছে । চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে , জয় রানীর চোখে ভয় স্পষ্ট দেখতে পায় । আর এই ভয় ওকে নিজের সিধান্তে আরো অটল করে । জয় ভাবে রানী যদি কোন দোষ না করতো তাহলে ভয় কেন পাচ্ছে ।
জয় এক পা আগায় রানী এক পা পেছায় । এতে জয়ের রাগ আরো বাড়ে । রানীর ভয়ার্ত দৃষ্টি ওর রাগের জন্য ফুয়েল হিসেবে কাজ করে । জয় হেসে বলে “ প্রতিবেশীর অসুস্থতার খবর শুনেও দেখতে গেলি না? তোর বাপ ভাই তোকে এই শিক্ষা দিয়েছে?” যদিও জয়ের ঠোঁটে হাসি ছিলো , কিন্তু কথা গুলো বলেছে চিবিয়ে চিবিয়ে ।
জয় দেখে রানী কিছু একটা বলার চেষ্টা করে , কিন্তু বলতে পারে না । জয় আরো এক পা এগিয়ে যায় । বলে “ তোকে বলেছিলাম আমার কাছ থেকে বেঁচে থাকিস, কিন্তু তুই আমার কথা শুনলি না , তুই আমাকে কি ভেবছিস? আমি ফাঁকা বুলি ছারি”
রানীর চোখে আতঙ্ক ফুটে ওঠে , সেটা দেখে জয় আনন্দ পায় যেন । এতদিন ওকে যে মনকষ্টের মাঝ দিয়ে যেতে হয়েছে তার কিছুটা শোধ হচ্ছে বলে মনে হয় ওর কাছে । জয় আরো এক পা আগায় , এগিয়েই লক্ষ্য করে রানী দৌর দিয়ে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে , সেটা দেখে জয় নিজেও পিছু নেয় , জয়ের শরীরে যেন অসুরের শক্তি এসে পরেছে , সুধু শরীরেই নয় , মনেও ভর করেছে অসুর । মাঝ সিঁড়িতে রানীকে পাকরাও করে জয় । নিজের হাতে রানীকে পালকের মত পাতলা মনে হয় । দেয়ালের সাথে ঠেশে ধরে । বলে “ আমাকে রেপিস্ট বলেছিলি না , দেখ রেপিস্ট কাকে বলে , তোকে আমি উদাহরন সহ বুঝিয়ে দেবো”
রানী নরম হাতে নিজের সব শক্তি দিয়ে জয় কে আঘাত করে , কিন্তু সেসব জয়ের কাছে কিছুই মনে হয় না । জয় অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে রানীর চোখ বোজা ব্যাথায় বিকৃত মুখের দিকে । “ তুই কি ভেবেছিস আমার সাথে খেলে , তুই খুব সহজে আমাকে ছেড়ে দিতে পারবি , হা হা তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছিস , আর এখন বুঝবি ভুল মানুষকে উস্কে দিলে পরিণতি কি হয় “
“ তুই কি ভেবেছিস ? আমাকে তুই এভাবে ছেড়ে দিবি আর আমি চুপ চাপ বসে দেখবো ? তোর শোকে পাথর হয়ে যাবো, এতো সহজ ?” এই বলে জয় আবার রানীর দিকে তাকায় , রানী এখনো চোখ বুজে আছে , যদিও ওর হাতের আঘাত আগের চেয়ে দুর্বল হয়ে এসেছে ।
“ তুই বাড়িতে অন্য ছেলে এনে ফুর্তি করবি আর তা দূর থেকে দেখবো? না আমি এসব দেখে চুপ থাকবো না , আমি তোকে শেষ করে দেবো , দেখ , তাকা আমার দিকে , দেখ আমি কিভাবে তোকে শেষ করি , তাকা বলছি” জয় শেষ বার তাকা বলার সময় চেঁচিয়ে ওঠে , বদ্ধ সিঁড়ি ঘরে সেটা গম গম করে ওঠে । জয় দেখে রানীর সমস্ত শরীর কেঁপে ওঠে সেই শব্দে ।
“ চেঁচিয়ে সাহায্য চা , বল জয় তোকে রেপ করছে , চেঁচা , ডাক চেঁচিয়ে , দেখি কে বাচায় তোকে আমার হাত থেকে “ বলার সময় জয় নিজের হাতের তালু দিয়ে দেয়ালে আঘাত করে ,
“চোখ খোল রানী , আমি চাই তুই তোর সর্বনাশ নিজের চোখে দেখ , চোখ খোল” চিৎকার করে ওঠে জয় ।
রানী ধিরে ধিরে চোখ খোলে , সেটা দেখে জয় হাসে , এরকম শরীর হিম করা হাসি রানী আজো পর্যন্ত দেখেনি , ওর সমস্ত শরীর কাঁটা দিয়ে ওঠে , । জয় বলে “ দেখ আমার চেয়ে ভাল ফুর্তি তোকে নিয়ে কেউ করতে পারে কিনা?” বলে আবার সেই ঠাণ্ডা হাসি হাসে ,
রানী একেবারে শান্ত হয়ে গেছে , দেখেই বোঝা যাচ্ছে ওর মাঝে আর কোন ফাইট অবশিষ্ট নেই । পরাজয় মেনে নিয়েছে , রানী পরাজয় মেনে নিয়ে জয়ের দিকে শেষ বারের মত দৃষ্টি ফেলে । ওই দৃষ্টিতে এতো বিষাদ ছিলো যা হয়তো এক সাগর কষ্টের চেও বেশি । রানী ধিরে ধিরে চোখ বন্ধ করতে যায় আবার , কিন্তু শেষ পর্যন্ত করে না , শেষ বারের জন্য জয়ের চোখের দিকে তাকিয়ে রানীর চোখ সেখানে আটকে যায় ।
****
রানী দৌর দিয়েছিলো নিজেকে বাঁচাতে নয় , রানীর ওই দৌর ছিলো জয়কে বাঁচানোর জন্য । রানী যখন ছাদে দারিয়েই জয়ের মুখোমুখি দাড়ায় , তখন স্বাভাবিক ভাবেই চমকে উঠে এক পা পিছিয়ে গিয়েছিলো । এতে জয়ের কোন হাত ছিলো না । কিন্তু রানী যখন জয়ের দিকে তাকায় ভালো করে তখন ওর চোখে প্রচণ্ড ঘৃণা দেখতে পায় । প্রচণ্ড ভয় পেয়ে যায় রানী এই ঘৃণা দেখে ।
এর পর জয় যখন চিবিয়ে চিবিয়ে কথা বলতে শুরু করে , তখন রানী আতঙ্কিত হয়ে পরে। মনে পরে যায় হসপিটালে জয়ের শেষ কথা , সেদিন রানী জয় কে যে অপবাদ দিয়েছিলো , জয় বলেছিলো যদি কোনদিন সামনে পরে তাহলে জয় সেটা সত্যিতে পরিনত করবে। রানী জানে জয় স্বাভাবিক অবস্থায় হয়তো ওই ধরনের কাজ করবে না , কিন্তু জয় এখন প্রচণ্ড রেগে আছে , তার উপর অসুস্থ । রানী ভাবে জয় এখন প্রচণ্ড রেগে আছে । রাগের মাথায় হয়তো এমন কিছু করে ফেলবে , যা হয়তো জয় নিজেই পরে রিগ্রেট করবে । রানী একবার চেষ্টা করে জয় কে কিছু বলতে । কিন্ত ওর মুখ থেকে কোন শব্দ বের হয় না । মনে মনে বার বার বলতে থাকে , ‘ জয় প্লিজ এমন কিছু করো না যেন আমি এর পর আর তোমার সামনে দাড়াতে না পারি’ কারন জয় যদি ওর সাথে এখন উল্টা পাল্টা কিছু করে বসে , তাহলে রানী নিজেকে কোনদিন মাফ করতে পারবে না , কারন রানী জানে এর জন্য ও ই দায়ি থাকবে , জয় নয়। কারন জয় কে এ পর্যন্ত আসতে ও নিজেই পুশ করেছে । প্রথমে জয় কে মোলেস্টারের অপবাদ দিয়েছে , তারপর নিজেকে স্বাধীন প্রমান করতে খালি বাড়িতে একটা অল্প পরিচিত ছেলেকে নিয়ে এসেছে ।
কিন্তু জয় যখন থামছিলোই না , বরং সময়ের সাথে সাথে ওর রাগ বারছিলো , তখন রানী আর কোন উপায় না দেখে দৌর দেয়, যেন জয় কে রিগ্রেট ফুল কোন কাজ করা থেকে বাচানো যায় । কিন্তু শেষ রক্ষা হয় না । জয় ওকে ধরে ফেলে , চেপে ধরে সিঁড়ি ঘরের দেয়ালের সাথে , প্রাণপণে বাঁচার চেষ্টা করে রানী , তখনো ওর মনে সুধু এই প্রার্থনা , জয় যেন এমন কোন কাজ না করে যা ওদের সম্পর্ক শেষ করে দিবে । তেমন হলে রানী নিজেক ক্ষমা করতে পারবে না ।
কিন্তু এসব কিছুই জয়ের উপর কোন প্রভাব ফেলছিলো না , একের পর এক অভিযোগ করে যাচ্ছিলো , আর একেকটা অভিযোগ রানীকে যেন হাইড্রলিক প্রেস দিয়ে চাপা দিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলছিলো । জয় ওকে বার বার চোখ খুলতে বলছিলো , শেষে রানী চোখ খুলতে বাধ্য হয় , জয়ের চেহারা ঘৃণায় বিকৃত হয়ে থাকতে দেখে , রানীর শরীরের শক্তি নিঃশেষ হয়ে যায় । নিজেকে ভাগ্যর উপর ছেড়ে দেয় , মনে মনে বলে ‘ এর জন্য আমি আর আমার ছেলেমানুষি দায়ি’
রানী আবার চোখ বন্ধ করে ফেলার জন্য প্রস্তুত হয় , জয়কে এই ধরনের কাজ করতে ও কিছুতেই দেখতে পারবে না । কিন্তু মাঝ পথেই আটকে যায় রানী , আবার নতুন করে তাকায় জয়ের দিকে , এবার রানী তাকায় জয়ের চোখের দিকে , আর কিছুই ওর নজরে আসে না , সুধুই জয়ের লালচে চোখ জোড়া । কিন্তু রানী সেখানে কোন ঘৃণা দেখতে পায় না । রানী সেখানে দেখে সুধু অসহায় চিৎকার আর প্রচণ্ড ব্যাথা । জয়ের চোখ থেকে পানি পড়ছে না , কিন্তু ওর চোখ দুটো চিৎকার করে কান্না করছে।
রানী স্থির হয়ে জয়ের দিকে তাকিয়ে থাকে , মুখে জয় অনেক কিছুই বলছে , কিন্তু তেমন কিছু করার কোন লক্ষন ই দেখা যাচ্ছে না । জয়ের চোখ দেখেই রানী বুঝে যাচ্ছে এসব কিছুই করার ক্ষমতা জয়ের নেই । মুখে যা বলছে তা সবি মনের অভিমান থেকে উৎপন্ন ফাঁকা বুলি ।
রানীর চোখে থেকে ভয় আতঙ্ক উধাও হয়ে যায় । সেখানে দেখা দেয় প্রচণ্ড অনুশোচনা , রানী ভেবে পায় না জয়ের এই অভিমান ও কিভাবে ভাঙবে ? জয়ের এই তীব্র অভিমান রানীকে ভেতর থেকে দুর্বল করে ফেলে । আজকে এই মুহূর্তে রানী বুঝতে পারছে কত বড় ভুল ও করেছে । আগে যদি জানতো জয় এতটা পাগল হয়ে আছে । তাহলে কোন ভয় ওকে আটকে রাখতে পারতো না। নিজেই হাজির হতো জয়ের সামনে । রানীর নিজের এমন মূর্খের মত কাজের জন্য লজ্জা হচ্ছে । কেন ও জয়ের উপর বিশ্বাস রাখতে পারলো না । কেন ভেবে নিলো জয় ওর সাথে উল্টো পাল্টা কিছু করবে । আসলে ওর মাঝেই খাঁদ ছিলো , রানী মনে মনে ভাবে । আর তাই তো জয়ের সামনে যেতে ভয় পেয়েছে ।
জয় মুখে যা বলছে সত্যি সত্যি যদি তাই চাইতো , রানী এখন নিজে থেকেই তাই করতে দিতো । নিজেকে তুলে দিতো জয়ের হাতে । জয় নিজের ইচ্ছে মত ওর রাগ অভিমান মিটিয়ে নিতো । কিন্তু রানী জানে জয় এসবের কিছুই করতে চাইছে না ।
এতক্ষণ রানী জয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে চেয়েছে , কিন্তু এখন মনে হচ্ছে জয় মুখে যা বলছে সত্যি সত্যি যদি তাই চাইতো , রানী এখন নিজে থেকেই তাই করতে দিতো । নিজেকে তুলে দিতো জয়ের হাতে । জয় নিজের ইচ্ছে মত ওর রাগ অভিমান মিটিয়ে নিতো । কিন্তু রানী জানে জয় এসবের কিছুই করতে চাইছে না ।
রানী অসহায় বোধ করে । কারন রানী কোন উপায় পাচ্ছে না জয়ের এই অভিমান ভাঙ্গার। জয়কে এমন অবস্থায় দেখে ওর হৃদয় ভেঙ্গে যাচ্ছে। জয় কে এমন অসহায় অবস্থায় ও আর দেখতে পারছে না। রানী চেষ্টা করে কিছু বলতে , কিন্তু শব্দ জোগাড় করতে পারে না । সুধু অসহায় ভাবে তাকিয়ে থাকে জয়ের চোখের দিকে । রানীর চোখ গড়িয়ে নোনতা জলের ধারা গাল বেয়ে নামতে থাকে । রানীর গাল বেয়ে নামা প্রতিটা জল বিন্দুতে লেখা ‘ আমাকে মাফ করো জয়’
****
জয় অবাক হয়ে লক্ষ্য করে রানীর চোখ থেকে আতংক দূর হয়ে গেছে । এক মুহূর্তের জন্য জয় আরো হিংস্র হয়ে ওঠে , ওর ইচ্ছা হয় আরো খারাপ কিছু বলতে করতে । কিন্তু আরো বেশি অবাক হয়ে লক্ষ্য করে ও মুখে বললেও রানীর শরীরে এখন পর্যন্ত হাত ই দিতে পারছে না । কোন অদৃশ্য কিছু ওকে বাধা দিচ্ছে । রানীর কোমল মুখটির দিকে তাকিয়ে ওর সাহস হচ্ছে না কিছু করার ।
নিজের উপর রেগে ওঠে জয় , কেন ও নিজেকে নিজে এমন অসহায় করে তুলছে । কেন রানীকে একটা শিক্ষা দিতে পারছে না । ধিরে ধিরে জয় লক্ষ্য করে ওর ভেতর থেকে রাগ নামক অনুভূতি বিদায় নিচ্ছে সেখানে রয়ে যাচ্ছে সুধুই অসহায় অভিমান । যে অভিমানের না আছে তীক্ষ্ণ দাঁত , না আছে ধারালো নখ । জয় ভেবে পায় না ও কি দিয়ে রানীকে আঘাত করবে ।
হঠাত জয় দেখে ওর হাত আপনা থেকেই যেন রানীকে আলগা করে দিচ্ছে । নিজের শরীরের এমন অসহায় ভাবে পরাজয় মেনে নেয়াকে জয় কিছুতেই মেনে নিতে পারে না । চেষ্টা করে আবার চেপে ধরতে রানীকে । প্রাণপণ চেষ্টা করে এমন কিছু বলতে যা রানীকে চরম ভাবে অপমান করবে , জয় চৌধুরীর মন নিয়ে খেলার সখ মিটিয়ে দেবে । ওকে বুঝিয়ে দিবে , এই জয়ের মন নিয়ে খেলার দুঃসাহস আজ পর্যন্ত কেউ করেনি , রানীও করে পার পেয়ে যাবে না। জয় চৌধুরী সবার প্রাপ্য সবাইকে বুঝিয়ে দেয় ।
কিন্তু জয় অসহায় ভাবে সুধু নিজেকে নিস্তেজ হয়ে যেতে দেখে , রানীর অস্ত্রু সিক্ত চোখ ওকে নিস্তেজ করে ফেলে বার বার । বদচলন এই বিষধর মেয়ের মুখটা এতো নিষ্পাপ লাগছে , জয়ের শক্তি নেই এই মেয়ের উপর হাত তোলে , কলঙ্কিত করা তো , দুরের কথা । জয় বুঝে ফেলে ওর পরাজয় নিশ্চিত । সামনে দাড়িয়ে থাকা মেয়েটির কোন ক্ষতি করা ওর সাধ্যের বাইরে । জীবনে এই প্রথম বারের মত এমন পরাজয়ের স্বাদ পায় আত্ম অভিমানী , জয় চৌধুরী ।
“ আমার চোখের সামনে থেকে চলে যা” তিক্ত কণ্ঠে সুধু এটুকু বলতে পারে জয় । রানীকে মুক্ত করে দেয় । কিন্তু রানীকে নড়তে দেখে না । সেটা দেখে জয় গর্জন করে ওঠে , “ চলে যা আমার সামনে থেকে , না হলে আমি হয়তো সিধান্ত পরিবর্তন করে ফেলবো”
রানী এখনো নড়ে না , আর রানীর এমন নির্ভীক দাড়িয়ে থাকা জয়ের পরাজয়ে ডিগ্রেশনের নতুন মাত্রা যোগ করে । পরাজিত জয় অপমানে চোখ বুজে ফেলে । আর তখনি ও টের পায় একটা শীতল নরম হাত খুব যত্নের সাথে ওর তপ্ত গাল স্পর্শ করেছে। এই আরাম দায়ক শীতল স্পর্শ মুহূর্তের মাঝেই জয়ের সমস্ত শরীরে ছড়িয়ে পরে । জয়ের কাছে মনে হয় হাজার বছর ধরে তৃষ্ণার্ত থাকার পর ওর শরীর মিষ্টি পানির ছোঁয়া পেয়েছে যেন । শত বছরের ক্লান্তি অবসন্নতা এক মুহূর্তে দূর হয়ে শরীর সজেত হয়ে উঠেছে । জয় মনে করতো নারীর প্রেমময় ছোঁয়া সম্পর্কে ওর ধারনা আছে , কিন্তু এই ছোঁয়া পাওয়ার পর ওর সেই ভুল ভেঙ্গে গেছে । এই অনুভূতি জয় এর আগে কোনদিন অনুভব করেনি । ওর মস্তিস্ক এখনো পর্যন্ত পুরোপুরি প্রসেস করে উঠতে পারেনি। একেকটা মুহূর্ত কাটছে আর এই ছোঁয়ার অনুভূতি নিজেকে নতুন রুপে জয়ের শরীরে ছড়িয়ে পড়ছে যেন । প্রতিটি মুহূর্তের সাথে সাথে সেই অনুভুতি যেন আরো স্ট্রং হয়ে উঠছে ।
****
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
Posts: 210
Threads: 3
Likes Received: 278 in 132 posts
Likes Given: 161
Joined: Jul 2025
Reputation:
40
কিছু সম্পর্কঃ ৮ (চ) এর বাকি অংশ .........
জয় যখন রানীকে মুক্ত করে দিয়ে , বার বার চলে যেতে বলল । তখন রানীর মনে হলো , জয় কে এই অবস্থায় ফেলে ওর কোথাও যাওয়ার সামর্থ্য নেই । জয়ের এমন অবস্থায় ও কোথাও যেতে পারবে না । আর যাবেও বা কেন ? রানীর কাছে মনে হচ্ছে ও এখন এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে উষ্ণ আর নিরাপদ জায়গায় আছে । জয়ের এতো কাছা কাছি দাড়িয়ে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে , মনে হচ্ছে জয়ের পাশে থাকলে অবাঞ্ছিত কোন কিছুই ওকে স্পর্শ করতে পারবে না ।
অথচ কিছুক্ষন আগ পর্যন্ত নিজেকে অনিরাপদ ভেবেছে ও । রানী নিজের মূর্খতার জন্য নিজের কাছে লজ্জিত হয় । কতটা মূর্খ হলে নিজের সবচেয়ে নিরাপদ আশ্রয় কে চিনতে পারেনি । আর ওর মূর্খতা ওকে তো কষ্ট দিয়েই ছে , সাথে সাথে জয় কেও প্রচণ্ড আঘাত করেছে , অপমান করেছে ।
রানী ধিরে ধিরে নিজের একটা হাত তোলে , সামনে দাড়িয়ে থাকা জয়ের ইঞ্চিখানেক লম্বা দাড়িতে ঢাকা পরে যাওয়া গালে পরম মমতায় রাখে । হাত রাখতেই শিউরে ওঠে রানী , জয়ের গাল এতোটাই গরম মনে হচ্ছে তপ্ত তাওয়ায় ওর হাত লেগেছে । নিজের কাম্য পুরুষের শরীরে প্রথমবারের মত প্রেমময়য় স্পর্শ করতে পেরে রানীর শরীর মন এক অসহ্য সুখানুভুতিতে আচ্ছন্ন হয়ে যায় । ধিরে ধিরে রানী নিজের পায়ের পাতায় ভর দিয়ে নিজেকে জয়ের সমান উচ্চতায় নিয়ে আসে , জয়ের ঠোঁট দুটো শুষ্ক । জ্বরের কারনে ফ্যাকাসে হয়ে আছে , সেই সাথে শীতের শুষ্ক বাতাসে শুকিয়ে গিয়ে চট চট করছে । রানী নিজের ঠোঁট জয়ের ঠোঁটের কাছা কাছি নিয়ে আসে , এতো কাছে যে জয়ের গরম নিঃশ্বাস সরাসরি ওর ঠোঁটে পরে ।
আর সেই সময় ই জয়ের চোখ খুলে যায় । বিস্ময়ে হতবাক জয়ে কিছু বলতে যাবে , জয়ের ঠোঁট একটু ফাক হয় । কিন্তু রানী জয়কে সেই সুযোগ দেয় না , জয়ের নিচের ঠোঁট নিজের উত্তেজনায় আশংকায় কাঁপতে থাকা ঠোঁটের মাঝে নিয়ে নেয় । সেই সাথে নিজের শরীরের ভার ও জয়ের উপরে ছেড়ে দেয় । নাক দিয়ে সশব্দে নিঃশ্বাস টানে রানী । নিজের সরু দু হাতে জড়িয়ে ধরে জয়ের চওড়া পেশিবহুল শরীর । জয়ের চওড়া বুকে যেন নিজেকে সধিয়ে দিতে চায় । এই তপ্ত বুকটাকেই রানীর সবচেয়ে নিরাপদ আর প্রিয় বলে মনে হয় ।
রানীর শরীরের ভর হঠাত করে নিজের শরীরের উপর পরায় , জয় কিছুটা টালমাটাল হয়ে পরে । হাত পেছনে নিয়ে সিঁড়ির রেলিং ধরে নিজেকে পরে যাওয়া থেকে , বাচায় । ঘটনার আকস্মিকতায় জয় কিছু মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে যায় । রানীর এমন দ্বিধাহীন ভাবে নিজেকে সঁপে দেয়া দেখে দ্বিধায় পরে যায় জয় । ওর মনে প্রশ্ন জাগে , তাহলে কি এতদিন ও যা ভেবেছে , সব ভুল ছিলো?
প্রচণ্ড এক অনুশোচনার ঢেউ এসে জয়ে কে আঘাত করে , যে মেয়েটা এতো কিছু শোনার আর সহ্য করার পর ও পরম ভালোবাসায় চুম্বন করতে পারে , সেই মেয়ের কি এমন অপমান সওয়ার কথা ছিলো ? নিজেকে বড় অপরাধি মনে হয় জয়ের । এক মুহূর্তের জন্য ভাবে এই ভালোবাসার যোগ্য ও নয় । নিজেকে ছাড়িয়ে নেয়ার কথা চিন্তা করে একবার । কিন্তু মুহূর্ত পরেই নিজের সিধান্ত পরিবর্তন করে । না ও পারবে না এই ভালোবাসার প্রতিমা কে আর কষ্ট দিতে , এই ভাবনা মনে আসার সাথে সাথেই জয় ও রানীকে নিজের দুই বাহুর বন্ধনে নিয়ে নেয় । সমান প্যাশনের সাথে রানীর চুম্বনের প্রতি উত্তর দিতে থাকে । দুজন ইমশনের স্রোতে ভাসতে থাকা নর নারীর মিলিত চুম্বনের শব্দ সেই সাথে শ্বাস টানা ছাড়ার শব্দে মুখরিত হয়ে ওঠে ছোট্ট সিঁড়ি ঘর।
কতক্ষণ স্থাই হয়েছে সেই চুম্বন ঘড়ি ধরে কেউ বলতে পারবে না , কিন্তু যখন শেষ হয়েছে তখন রানী আর জয় একে অপরের দিকে তাকিয়ে , কারো চোখেই এখন আর রাগ , ভয় , অভিমান আর অনুশোচনার বিন্দু মাত্র নেই । যা আছে সেটা তৃপ্তি , নিজদের ভালোবাসার বার্তা একে অপরের কাছে পৌঁছে দেয়ার তৃপ্তি ।
“ রানী আমাকে মাফ করে দে” প্রথম নীরবতা ভাঙ্গে জয় । “ আমি তোকে কি কি না বলেছি, কি করবো বল , আমি সহ্য করতে পারিনি , তুই আমার কাছ থেকে দূরে থাকবি সেটা সহ্য হলেও তুই অন্য কারো হবি সেটা আমি সহ্য করতে পারবো না , আমি এতোটাই পাগল হয়ে গিয়েছিলাম যে হয়তো কিছু করেই ফেলতাম , কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে আমি একদম অসহায় হয়ে গেছি , তোকে আঘাত করার ক্ষমতা আমার নেই, রানী তোর কাছে আমি হেরে গেছি , আমি বার বার তোর কাছে হেরে যেতে চাই রানী ”
কিছুক্ষন আগে নিজেথেকে এগিয়ে গিয়ে যাকে কিস করেছে , এখনো যার বাহুবন্ধনে জড়িয়ে আছে , তার মুখে ভালোবাসার স্বীকার উক্তি শুনে রানীর গাল লজ্জায় লাল হয়ে যায় , চোখ নিচে নামিয়ে নেয় , হাসে সেই হাসিতে লজ্জা মিশ্রিত , খুব নিচু স্বরে বলে “ আমি সেই কবে থেকেই তোমার” বলতে গিয়ে রানীর সমস্ত শরীর কাঁটা দিয়ে ওঠে , আবেগে কাঁপতে থাকে ঠোঁট, তারপর ও বলে যায় রানী , যদিও পুরোটা সময় নিচের দিকেই তাকিয়ে থাকে , চোখ তুলে জয়ের চোখে তাকাতে পারে না। “তুমি যদি খেয়াল করতে তবে না দেখতে পেতে , তোমার খেয়াল কি আমার দিকে তখন ছিলো?”
“ আমার দিকে তাকিয়ে একবার বল রানী” জয় কম্পিত গলায় বলে ,
ধিরে ধিরে রানী তাকায় জয়ের দিকে , টলটলে দিধির পানির মত চোখ দুটো জয়ে কে যেন নতুন করে মন্ত্রমুগ্ধ করে , বলতে গিয়ে রানীর চোখ আবার নিচে নেমে যেতে চায় , কিন্তু জয় ওকে হালকা ঝাকুনি দেয় , জয় তৃষ্ণার্তের মত তাকিয়ে থাকে রানীর দিকে । রানী মুচকি হেসে বলে “ আমি তোমাকে ভালো বাসি জয় , যেদিন থেকে আমার মনে নারী স্বত্বার জন্ম হয়েছে সেদিন থেকেই আমি তোমাকে চাই , আগে বুঝতে পারতাম না এটা কি ভালোবাসা না আকর্ষণ , তবে এখন বুঝতে পারছি এটা সুধুই ভালোবাসা না , তুমি আমার সমস্ত স্বত্বার সাথে মিশে আছো , আমি তোমাকে ছাড়া আর কাউকে চিন্তাও করতে পারবো না” কথা গুলো বলে রানী আর সরাসরি তাকাতে পারে না জয়ের দিকে ।
প্রেয়সীর মুখে এমন নগ্ন স্বীকার উক্তি জয় কে পাগল করে দেয় , রানীকে পাগলের মত কিস করতে থাকে , নিজের সাথে যেন পিষে ফেলতে চাইছে রানীর শরীর । রানীও সমান ভাবে কিসের উত্তর দিতে থাকে । প্রথম দিকে জয় সুধু রানীর ঠোঁটেই কিস করে যায় । কিন্তু কিছুক্ষন পর জয় আর সুধু ঠোঁটে সীমাবদ্ধ থাকে না , রানীর গাল , কপাল , চোখ নাক হয়ে উন্মুক্ত গলায় চুমু খেতে শুরু করে । এক পর্যায়ে জয় রানীকে নিজের পায়ের পায়ে নামিয়ে দেয় । এখনো ওরা সিঁড়িতে আছে । রানীকে দেয়ালের সাথে চেপে রেখে রানীর দু হাত দু দিকে ছড়িয়ে নিজের দু জাত দিয়ে চেপে রাখে ।
আবার জয় রানীর ঠোঁটে চলে যায় , বেশ এগ্রেসিভ হয়ে ওঠে জয় , শব্দ করে কিস করতে থাকে । রানীও প্রচণ্ড আবেশে অবসন্ন হয়ে আসে , জয় কি করছে না করছে তাতে ওর কোন খেয়াল নেই । প্রেমিক পুরুষের ঠোঁটের স্পর্শ যেন ওর সমস্ত শরীরের সাথে মস্তিস্ক ও অবস করে রেখেছে ।
কিন্তু জয়ে যখন ওর গলায় কিস করতে করতে একেবারে স্তন বিভাজিকার কাছে চলে আসে , তখন রানীর স্বাভাবিক রিফ্লেক্স জয় কে বাধা দেয়ার চেষ্টা করে , ওর হাত বাধা থাকায় মুখে বলতে শুরু করে , “ জয় না , প্লিজ না , এখানে নয় , এভাবে নয়”
কিন্তু জয় পাগল হয়ে গেছে , সোজা হয়ে দাড়িয়ে নিজের শরীর দিয়ে রানী কে চেপে রাখে , দুই হাত ছেড়ে দেয় , নিজের দুই হাত রানীর পিঠের দিকে নিয়ে যায় । আবার কিস করতে শুরু করে , রানী এবার নিজের হাত দিয়ে জয় কে ঠেলে দেয়ার চেষ্টা করে । কারন রানীর মন এখনো তৈরি নয় , যদিও শরীর দুর্বল হয়ে পড়ছে , বাধা দেয়ার ক্ষমতা হ্রাস পাচ্ছে । রানী টের পায় জয়ের হাত ধিরে ধিরে ওর পিঠ বেয়ে নিচে নামতে শুরু করেছে ,
রানী আবার চেষ্টা করে “ প্লিজ জয় না , এভাবে নয়” কিন্তু রানীর কণ্ঠ এখন বেশ দুর্বল আগের চেয়ে ।
কিন্তু জয় শোনার মুডে নেই , রানীকে দেয়ালের সাথে চেপে রেখেই রানীর উন্মুত গলা আর নেক বোনের কাছে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে , আর ধিরে ধিরে ওর হাত রানী কোমর বেয়ে নিতুম্বের দিকে ধাবিত হচ্ছে , ঠিক যখন নিতম্বের উপরে জয়ের হাত পৌঁছে যায় । ঠিক তখনি রানী আবার আনুরধ করে “ প্লিজ জয় এখানে নয়” কিন্তু জয় যেন আরো পাগল হয়ে ওঠে , জয়ের হাত রানী দুই নিতম্ব চেপে ধরে । আর তখনি রানী নিজের ডান হাত দিয়ে জয়ের বাঁ গালে প্রচণ্ড চড় বসিয়ে দেয় ।
চড় খেয়েছে জয় , কিন্তু চিৎকার করে রানী , অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে । আর জয় নিজের গাল ধরে দাড়িয়ে থাকে , এখন আর ও রানীকে চেপে ধরে নেই , হাত ও নিতম্ব থেকে সরে গেছে । জয়ের চোখে মুখে প্রথমে হতবাক তারপর লজ্জা ফুটে ওঠে । ওর চোখের একটু আগের সেই উন্মত্ত দৃষ্টিটা ধিরে ধিরে স্বাভাবিক হয়ে আসে । প্রচণ্ড লজ্জায় জয় নিচের দিকে তাকিয়ে থাকে , নিজেকে নিজে সহস্র গালিগলাজ করতে থাকে ।
এদিকে রানী নিজের কাণ্ডে নিজেই এতো অবাক হয়েছে যে এক হাতে মুখ চাপা দিয়ে অন্য হাতের দিকে তাকিয়ে আছে । ধিরে ধিরে রানীর দৃষ্টিতে আবার ভয় দানা বাধে , ভাবে একটু আগে যে সম্পর্ক নতুন রুপে শুরু হতে যাচ্ছিলো সেটা ও নিজের হাতে শেষ করেছে । রানীর শ্বাস প্রশ্বাস দ্রুত হতে থাকে ম হৃদপিণ্ড দ্রুত পাম্প করতে শুরু করে । জয়ের দিকে তাকিয়ে যখন দেখে জয় নিচের দিকে তাকিয়ে আছে তখন রানীর বুঝতে আর বাকি থাকে না , জয় হয়তো আবার রেগে গেছে ।
দ্রুত হৃদপিণ্ড পাম্প করতে থাকায় রানীর শরীরে অক্সিজেন সরবারাহ কমে যায় , ধিরে ধিরে ওর চোখ দুটো বুজে আসে ।
এদিকে জয় ও একি কথা ভাবছে , ভাবছে ও এবার নিজের সাথে ওদের এই সুন্দর সম্পর্ক টা আঁতুড় ঘরেই হত্যা করলো । জয় যখন মাথা উঁচিয়ে সরি বলতে যাবে তখনি দেখে রানী পরে যাচ্ছে । আতংকে চিৎকার করে ওঠে জয় “ রানী……”
জয় রানীকে সময় মত ধরে ফেলে ………
কিন্তু রানী নিথর , শ্বাস প্রশ্বাস চলছে সুধু , জয় রানীর গালে আঘাত করে , বার বার ডাকে । কিন্তু রানী সাড়া দেয় না । আতঙ্কিত জয় কি করবে ভেবে পায় না , শেষে এক হাত রানীর পিঠের নিচে অন্য হাত হাটুর ভাজের নিচে দিয় রানী কে কোলে তুলে নেয়। ধিরে ধিরে সিঁড়ি বেয়ে নামে । একবারে রানীর ঘরে নিয়ে যায় , বাকি সব ঘর অন্ধকার দেখে জয় বুঝতে পারে বাড়িতে আর কেউ নেই ।
‘ এখন কি করি , এখন কি করি’ জয় নিজেকে নিজেই বলে , দ্রুত মুখ পানি ঝাঁপটা দেয় , কিন্তু কাজ হয়ে না , বেশ কয়েকবার রানী কে ধাক্কা দেয় ।
শেষ পর্যন্ত জয় নিজের মোবাইল বের করে , কল করে জান্নাত কে , কিন্তু জান্নাত ধরে না , জয় টেক্সট করে , “ রানীদের বাসায় , দ্রুত”
জয় ঘরময় পায়চারি করতে থাকে , মাঝে মাঝে রানী কে ডাকে , মুখে পানি ছিটা দেয় ।
*****
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
Posts: 533
Threads: 0
Likes Received: 240 in 229 posts
Likes Given: 445
Joined: Jan 2024
Reputation:
3
Posts: 6
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 5
Joined: Nov 2021
Reputation:
0
অস্তির হইতেছে, চালিয়ে জান ভাই??
Posts: 69
Threads: 1
Likes Received: 267 in 61 posts
Likes Given: 51
Joined: Feb 2025
Reputation:
62
Wow.....
What a update.
Full of love, passion and affection.
It thrills me when love mixes with lust, it creates sensation and compassion.
Please keep passion and affection altogether in this relationship ( Rani and Joy)
It will be better if rani acts shy and submissive while joy taking the lead, as you had portraited it before. Joy was dominant character and bit more naughty, contrary rani was always soft and shy.
Hopes now they won't misunderstands each other again, and looking for romantic love making.
Thankyou for this kind of nice work, it was really a good piece of literary work. Take love.
Posts: 210
Threads: 3
Likes Received: 278 in 132 posts
Likes Given: 161
Joined: Jul 2025
Reputation:
40
(20-10-2025, 09:11 PM)Saj890 Wrote: Darun
ধন্যবাদ Saj890 , আমাকে দুটো রেপুটেশন পয়েন্ট দেয়ার জন্য ।
(20-10-2025, 09:45 PM)mukta02 Wrote: অস্তির হইতেছে, চালিয়ে জান ভাই??
ধন্যবাদ ভাই ,আশা করি শেষ পর্যন্ত থাকবেন ।
(20-10-2025, 10:24 PM)ধূমকেতু Wrote: Wow.....
What a update.
Full of love, passion and affection.
It thrills me when love mixes with lust, it creates sensation and compassion.
Please keep passion and affection altogether in this relationship ( Rani and Joy)
It will be better if rani acts shy and submissive while joy taking the lead, as you had portraited it before. Joy was dominant character and bit more naughty, contrary rani was always soft and shy.
Hopes now they won't misunderstands each other again, and looking for romantic love making.
Thankyou for this kind of nice work, it was really a good piece of literary work. Take love.
আপনার কমেন্ট গুলো সত্যি আমাকে খুব মটিভেট করে ।
আমার মনে হয় না ওরা একে অন্য কে অন্তত এইবার ভুল বুঝবে ।শিক্ষা তো কিছুটা হলেও হয়েছে দুজনের ই । তবে এই শিক্ষা কত দিন মগজে থাকে সেটা দেখার বিষয় । প্রেম মাথায় চরলেশুনেছি মানুষ শিক্ষা দীক্ষা ভুলে যায় ।
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
•
Posts: 210
Threads: 3
Likes Received: 278 in 132 posts
Likes Given: 161
Joined: Jul 2025
Reputation:
40
কিছু সম্পর্কঃ ৮ (ছ)
জান্নাত দৌরে রানীদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে । এই বয়সি একটা মেয়ে সুধু টিশার্ট আর পাজামা পরে রাস্তায় দউরাচ্ছে সেটা মানুষজন ভালো নজরে দেখে না । কিন্তু জান্নাতের সেদিকে খেয়াল নেই । জয় যখন কল করে তখন মোবাইল ওর হাতেই ছিলো, কিন্তু ইচ্ছে করেই ধরেনি । আজকে জয় ওর চ্যানেল নিয়ে যেটা করেছে সেটা নিয়ে জান্নাত খুব রাগান্বিত । কারন এই কাজটি ওর জন্য খুব গুরুত্বপূর্ণ , এই কাজের সাথে কোন ধরনের দুষ্টুমি ফাইজলামি ও বরদাস্ত করবে না । কিন্তু যখন টেক্সট পেলো , তখন ওর হুঁশ উড়ে গেলো । এক মুহূর্ত দেরি করলো না , এমন কি শীতের পোশাক পরতেও ভুলে গেছে ।
দরজায় কলিং বেল বাজাতেই জয় সেটা খুলে দিলো । আর জন্নাতের বোঝার কিছু বাকি রইলো না, জয় আর রানীর মাঝে কিছু হয়েছে , এবং ব্যাপারটা বেশ সিরিয়াস , মনে মনে ভয় পেয়ে যায় । জয়ের টেক্সট পেয়ে এমন কিছুই ধারনা করেছিলো ও । জয় যখন ইশারায় রানী ঘর দেখালো । এক বাড়ে দুটো সিঁড়ি ভেঙ্গে জান্নাত প্রায় উড়ে রানীর ঘরে চলে আসে । এসে যা দেখলো তাতে ওর হাত পা ঠাণ্ডা হয়ে গেলো । ঘুরে তাকালো জয়ের দিকে , যেন জয় কে চোখের লেজার লাইট দিয়ে ভস্ম করে দেবে । “ কি করেছিস?”
“ পানি ছিটা দিয়েছি , ডেকেছি কাজ হয় না” জয় তড়িঘড়ি করে উত্তর দিলো , ও বেশ ঘাবড়ে গেছে ।
“ আমি জিজ্ঞাস করেছি এমন হলো কেনো? কি করেছিস?” জান্নাত চিবিয়ে চিবিয়ে জিজ্ঞাস করলো ,
এবার আর জয় কিছু বলল না , চুপ করে রইলো ,
“ মেরেছিস ? এখনো কি ছোট………”
“ কি বলিস তুই, আমি ওকে মারবো কেন?” জয় বাক্য শেষ হওয়ার আগেই ব্যাথিত কণ্ঠে বলে , মনে মনে ভাবে , সবাই ওকে কি ভাবে?
হঠাত জান্নাতের মনে পরলো , রাজীব ওকে বলেছিলো রানীর অ্যানিমিয়া ও low blood presure থাকার কারনে এরকম হয়েছে আগেও। জান্নাত দ্রুত নিজের মোবাইল বের করে , রাজীব কে কল করে , রাজীব কল রিসিভ করে ।
“ রাজীব রানী অজ্ঞান হয়ে গেছে , এখন কি করবো” জান্নাত ভনিতা না করে সোজা টপিকে চলে আসে ।
অপর দিক থেকে রাজীব কিছু একটা বলে । সেটা শুনে নিয়ে জান্নাত বলে , “ আচ্ছা ঠিক আছে ” এই বলে জন্নাত কল কাটে , তারপর জয় কে রানীর সামনে থেকে সরে যেতে বলে , জয় প্রথমে রাজি হয় না , কিন্তু জান্নাতের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে সরে যায় । ভাবে এখানে ও থেকেও কোন হেল্প করতে পারছে না ।
জান্নাত এ্যাম্বুলেন্স কল করে , তারপর রাজীব কে ভিডিও কল করে , রাজীব ইন্সট্রাকশন দিতে থাকে , সেই অনুযায়ী জান্নাত রানীর সোয়েটার খুলে দেয় , জয় হেল্প করতে চায় কিন্তু জান্নাত ইশারায় বলে দেয় যেন ক্যামেরার সামনে না আসে । তারপর রানী কে সোজা শুইয়ে দেয় , এর পর পা দুটো এক ফুটের মত উপরে তুলে নিচে বালিস দিয়ে দেয় ।
একেবারে শেষে রাজীব বলে , “এক কাজ কর তুই ওর ড্রেস খুলে দে আমি ফোন রাখছি , আমার আসতে ১৫ মিনিট লাগবে, আর হ্যা জ্ঞান ফিরলে দ্রুত পানি দিবি না, ধিরে ধিরে দিবি , আর প্রেশার টা একটু মেপে দেখবি যদি কম থাকে ঘরে ওরাল স্যালাইন আছে ওটা দিবি” এই বলে রাজি কল কেটে দেয় । রাজীব কল কেটে দেয়ার পর জান্নাত জয়ের দিকে তাকায় আর ওকে বের হয়ে যেতে বলে । জয়ের আর কিছু করার থাকে না । জয় বেড়িয়ে যায় , এবার আর ছাদ দিয়ে যায় না । জয়ের কাছে মনে হয় ওর শরীরে আর এক বিন্দু শক্তি নেই , বার বার মনে এই প্রশ্ন আসছে “ এই আমি কি করলাম?”
বেড়িয়ে গেলেও জয় বাড়িতে যায় না , রানীদের বাড়ির সামনে দাড়িয়ে থকে , এম্বুলেন্সের জন্য অপেক্ষা করে । প্রচণ্ড শীত লাগে জয়ের , মাথার উপর জেকেটের হুডি তুলে দেয় । আধো অন্ধকার শীতের সন্ধ্যায় রাস্তার উপর দাড়িয়ে জয় প্রার্থনা করে রানীর যেন কিছু না হয় । জীবনে এই প্রথম জয় কোন কিছু চেয়ে প্রার্থনা করলো । এর আগে জীবনে কোন কিছু চাইতে হয়নি ওর । বুকের ভেতর একটা অসহ্য চাপ সেই তখন থেকেই সঙ্গি হয়ে আছে ।
সবচেয়ে বেশি কষ্ট লাগছে এই ভেবে যে , রানীর জন্য ও কিছু করতে পারছে না । যা করার জান্নাত আর রাজীব করছে । ও সুধু অকালকুষ্মাণ্ডের মত দাড়িয়ে আছে । আর এই ব্যাপারটা জয় কে নিজের কাছেই ছোট করে দিচ্ছে । নিজেকে এক অসহায় পতঙ্গের মত মনে হচ্ছে । ঐদিকে নিজের প্রিয় মানুষটি শুয়ে আছে , আর ও এখানে দাড়িয়ে আছে ।
জান্নাত রানীর ড্রেস পুরো খোলে না , কোমরের থেকে বুক পর্যন্ত জামা তুলে দেয় , আর পায়ের নিচ থেকে হাটু পর্যন্ত পাজামা উঠিয়ে দেয় । এর পর জান্নাত ওরাল স্যালাইন খুজতে যায় । সাথে করে রহিমের ঘর থেকে প্রেশার মাপার ডিজিটাল মেশিন টাও নিয়ে আসবে ভাবে ।
জান্নাত ঘর থেকে বেরুবার কিছুক্ষনের মাঝেই রানীর জ্ঞান ফিরে আসে , জ্ঞান ফিরতেই রানী এদিকে অদিকে তাকায় । নিজেকে নিজের ঘরে বিছানার উপর পায় , গায়ে সোয়েটার নেই , জামা উপরে ওঠানো , পাজামা ও গুঁটিয়ে উপরে তোলা । রানীর মনে পরে যায় ও অজ্ঞান হয়ে গিয়েছিলো , এবং কেনো হয়েছিলো সেটাও মনে পরে । তারাতারি উঠে বসতে চায় , কিন্তু নিজেকে বেশ দুর্বল অবস্থায় পায় । শুয়ে শুয়েই রাই এদিক সেদিন তাকিয়ে , জয় কে খোঁজে । না পেয়ে রানীর হৃদপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় । এতো কিছুর পর সব কিছু ঠিক হতে না হতেই আবার শেষ হয়ে গেলো । হু হু করে কেঁদে ফেলে রানী , ভাবে কেন ও এমন করলো ।
ঠিক এই সময় জান্নাত ঘরে ঢোকে , রানীর জ্ঞান ফিরতে দেখে হাঁপ ছেড়ে বাঁচে । সেই সাথে রাগ ও হয় , “ চুপ একদম চুপ , কাদবি না ”
জান্নাতের গলার স্বর পেয়ে রানীর কান্না এমনিতেই বন্ধ হয়ে যায় । ও ভাবে জান্নাত এখানে এলো কি করে ? জয় কি তাহলে জান্নাত কে ডেকে নিয়ে এসেছে ? মনে মনে ভাবে । আর সেই সাথে রানী ভয় পেয়ে যায় , জান্নাত কি সব জেনে ফেলেছে? এই প্রশ্ন আসে ওর মনে । ভয়ার্ত দৃষ্টিতে তাকায় জান্নাতের দিকে । দেখে জান্নাত বেশ রাগান্বিত , চোয়াল শক্ত করে রেখেছে , চখেও রাগান্বিত দৃষ্টি ।
রানী ভাবে এখন যদি জান্নাত সবাইকে বলে দেয় , তাহলে কি হবে ? আব্বু কি ভাববে ? বড় আম্মু কি ভাববে? রাজীব নিশ্চয়ই হাসবে? আর জান্নাত ? জান্নাত এখন নিশ্চয়ই ওকে খুব খারাপ মেয়ে ভাবছে , ভাবছে আমি ওর ান্ধবী হয়ে ওর ভাইয়ের সাথে এসব করছি ছিঃ ছিঃ।
রানী চুপ হয়ে ভয়ার্ত চোখে জান্নাত কে দেখে , কিন্তু জান্নাত ওকে কিছু বলে না , চুপ করে ওকে উঠে বসতে সাহায্য করে , তারপর বলে , “ তোর প্রেশার মাপবো, হাত সোজা কর”
রানী রোবটের মত হাত বাড়িয়ে দেয় , ওর খুব পিপাসা পেয়েছে । জিভ দিয়ে যে ঠোঁট ভেজাবে সেই উপায় ও নেই , জিভ পর্যন্ত শুকিয়ে গেছে । জান্নাত প্রেশার মেপে বলে “ প্রেশার তো অনেক কম , আমি স্যালাইন গুলে দিচ্ছি”
জান্নাত স্যালাইন গুলে চামচে করে এক চামচ করে রানী কে দেয় । স্যলাইন এর পানি পেয়ে রানীর শুকনো জিভ ভিজে ওঠে , তবে জান্নাত বেশি দেয় না , এক গ্লাসের তিন ভাগের এক ভাগ দেয় । গ্লাস টা পাশে রেখে জিজ্ঞাস করে এখন কেমন লাগছে?
রানী ছোট্ট করে বলে “ ভালো” জদিও ওর প্রচুর মাথা ব্যাথা করছে
“ তাহলে এবার আমার কথার উত্তর দে” জান্নাত বেশ ঝাঁঝের সাথে বলে । জন্নাতের বলার ধরন দেখে রানী আরো ভয় পেয়ে যায় ।
“ জয় তোকে কি বলেছে? বাঁ করেছে?”
“ নাতো কিচ্ছু না” রানী একদম সাথে সাথেই বলে দেয় ,
জান্নাত চোখ সরু করে তাকায় রানীর দিকে , জান্নাতকে এভাবে তাকাতে দেখেই রানী বুঝে যায় , জান্নাত ওর কথা বিশ্বাস করেনি।
“ তাহলে জয় এখানে কেন ? তুই অজ্ঞান হলি কেন?” জান্নাত পুলিশের মত জেরা করে ,
এই প্রস্নে রানী ঢোক গিলে একবার , কি বলবে ভেবে পায় না , শেষে মিথ্যা বলে “ আমি এমনি অজ্ঞান হয়ে গিয়েছিলাম , জয় এখানে ছিলো কিনা আমি তো জানি না”
“ তাহলে কাঁদছিলি কেন?” সাথে সাথেই জিজ্ঞাস করে জান্নাত ,
“ আমার আম্মুর……”
“ মিথ্যা বলিস না রানী” ঝাঝিয়ে ওঠে জান্নাত , দেখে রানী কেঁপে উঠেছে , তাই জান্নাত চুপ হয়ে যায় , নিজেকে শান্ত করে , তারপর বলে “ দেখ রানী তুই মিথ্যা বলতে পারিস না , তাই চেষ্টা করিস না , আমি তোর ভালোর জনই বলছি , আমার কাছে সত্যি বল , না হলে রাজীব এলে আমি সব বলে দেবো , রাজীব আর মিনিট পাচেকের মাঝেই এসে পরবে , আমার সাথে কথা হয়েছে”
রানী আতংকে নীল হয়ে যায় , জান্নাত কি বলে দেবে বলে হুমকি দিচ্ছে , সেটা ভাবে ।
“ জয় কি তোর সাথে হসপিটালের মত কিছু করেছে?” জান্নাত আরো নরম ভাবে জিজ্ঞাস করে
এই কথা শুনে রানীর আত্মা খাঁচা ছাড়ার মত অবস্থা , চোখ দুটো বিস্ফোরিত হওয়ার মত অবস্থা , মুখে সুধু বলতে পারে “ তুই জানিস?”
“ হ্যা আমি জানি , হসপিটালের সেই দিন থেকেই জানি , তা ছাড়া জয় নিজেও স্বীকার করেছে, তুই কি আমাকে নিজের মত গাধা ভাবিস?”
“ দ্যাখ জান্নাত , আমি সরি , প্লিজ তুই আমাকে……”
“ আরে আরে তুই কেন সরি হতে যাবি?” জান্নাত রানী কে থামিয়ে দেয় , তারপর শান্ত ভাবে বলে “উল্টো আমি ই চিন্তিত তোর জন্য , আমি তো জানি জয় কি পরিমান ফাজিল একটা ছেলে , তাই আমি চিন্তায় আছি তোর সাথে না উল্টো পাল্টা কিছু করে , যদি জয় এমন কিছু করে , তাহলে আমি ই তোর কাছে লজ্জিত হবো, তুই ভাবিস না আমি জয়ের বোন বলে ওর পক্ষে থাকবো, আমি সব সময় তোর পাশে থাকবো , তুই আমার প্রানের ান্ধবী , তোকে কি আমি দুঃখী দেখতে পারবো”
রানী অবাক হয়ে জান্নাতের দিকে তাকিয়ে থাকে , প্রচণ্ড অনুশোচনায় কাতর হয়ে পরে রানী , মনে মনে ভাবে এই মেয়েকে কত কিছু বলেছে ও । নিজেকে বড্ড ছোট মনে হয় জান্নাতের সামনে , মনে মনে ভাবে কবে থেকে ও নিজে এমন হয়ে উঠছে সেটা ও নিজেই জানে না । জান্নাতের মত ওর শুভাকাঙ্ক্ষীকে ও কি ভুল ই না বুঝেছে । এতদিন পর রানীর আবার মনে হতে থাকে , ও একা না , ওর জান্নাতের মত একজন ান্ধবী একজন বোন আছে ।
রানী আবেগে জান্নাত কে জড়িয়ে ধরে , অঝোর ধারায় জল গড়াতে থাকে ওর চোখ থেকে । এই কান্না কিছুক্ষন আগে জয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য , এই কান্না জান্নাত কে ভুল বুঝার জন্য , এই কান্না নিজের এতো দিনের একাকীত্বের জন্য, এই কান্না নিজের ান্ধবিকে ফিরে পাওয়ার আনন্দে ।
জান্নাত রানীর পিঠে হাত বুলিয়ে দিতে থাকে , ান্ধবীর পাঁচ মিশালি আবেগ কিছুটা কমার জন্য অপেক্ষা করে । কিন্তু সময় ও বেশি নেই , রাজীব বোধ হয় এলো বলে ।
“ হয়েছে , হয়েছে আমার ছিচ কাঁদুনি , আমাকে বল জয়ের সাথে তোর কি হয়েছে , না হলে আমি যে শান্তি পাচ্ছি না” জান্নাত কিছুটা সময় দিয়ে তারপর বলে ।
রানী জান্নাত কে ছাড়ে , বার বার নাক টেনে নাকের পানি নিয়ন্ত্রন করে , তারপর নিচের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে বলে , “ আমি জয় কে চড় দিয়েছি” কথাটা বলে রানী নিজেকে হালকা বোধ করে , ও আবার বিশ্বাস হতে শুরু করেছে , সব কিছু বলা যায় এমন একজন ওর আছে ।
“ হ্যা……” জান্নাতের চোখ কপালে ওঠে , তারপর অবাক হওয়া কণ্ঠে বলে “ আমি আরো ভাবছি জয় তোকে মেরেছে , কিন্তু আমি বুঝলাম না , থাপ্পড় মারলি তুই , আবার অজ্ঞান ও হলি তুই, ঘটনা কি , থাপ্পড় মেরেছিস কেনো?”
এই প্রশ্ন শুনে রানী চুপ করে থাকে , কান্নার মাঝেও মুচকি হাসে , সেটা দেখে জান্নাত কিছুটা আন্দাজ করতে পারে । তাই আর কিছু বলে না , তবে ওর অংক মিলে গেছে , রানীর হাসি , চড় মারার কথা স্বীকার , আর এখন লজ্জায় লাল হওয়া , আর তখন জয়ের চোখ মুখে উৎকণ্ঠা , ভয় । এসব দেখে জান্নাতের মনে হয় ওদের মিট্মাট হয়ে গেছে ।
জান্নাত হেসে জিজ্ঞাস করে “ তাহলে তোদের সেটিং হয়ে গেছে বলছিস?”
রানী লজ্জায় লাল থেকে নীল হতে শুরু করে , নিচের ঠোঁট কামড়ে ধরে সুধু মাথা উপর নিচ করে , মনে মনে ভাবে থাপ্পড় খেয়ে যদি জয় রাগ ও করে তাতে ওর কিছু এসে যায় না , ও জেভাবেই হোক জয়ের সেই রাগ ভাঙ্গিয়ে ফেলবে । এসব রাগ অভিমান ওর কাছে এখন আর কোন সমস্যা নয় । কারন ও জেনে গেছে জয় ওর উপর রাগ করে থাকতে পারবে না , যদিও রাগ করে কোনদিন , তাহলে সুধু সামনে গিয়ে দাঁড়ালেই হবে , আর যদি তাতেও কাজ না হয় , তাহলে তার ঔষধ ও ওর জানা আছে।
ঔষধের কথা ভেবেই রানী আরো লজ্জা পেয়ে যায় , লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে যায় । আর সেটা লক্ষ করে জান্নাত বলে , “ এই তুই এমন করছিস কেন রে , পীরিতের সাগরে হাবুডুবু খাওয়ার সময় লজ্জা হয় নাই যখন , এখন লজ্জা পেয়ে লাভ কি?”
“ হ্যা রে এখন থেকে কি তোকে ভাবি ডাকতে হবে?” জান্নাত দুষ্টুমি করে জিজ্ঞাস করে ,
“ যাহ তুই না একটা যা তা” রানী জান্নাত কে ধাক্কা দেয় ,
“ আমার কথা মন দিয়ে শোন , তুই কিন্তু ভাবিস না জয় সোজা হয়ে গেছে , ও কিন্তু কুকুরের লেজ , এর পর যদি কোন গড়বড় করে সুধু থাপ্পড় দিবি না , একেবারে কান টেনে ছিঁড়ে ফেলবি , একা না পারলে আমাকে ডাকবি , দুজনে মিলে ওর কান ছিঁড়ে দেবো, তখন তখন ওর স্লোগান হবে” এই বলে জান্নাত স্লোগান দেয়ার ভঙ্গি করে হাত তুলে
“আমার ভাই তোমার ভাই কান কাঁটা জয় ভাই”
স্লোগান দেয়া দেয়া শেষে রানী আর জান্নাত এক সাথে হেসে ওঠে , আর ঠিক তখনি রাজীব দরজার বাইরে থেকে নিজের অস্তিত্ব জানান দেয় ।
জান্নাতের হাসি না থামলেও রানীর হাসি সাথে সাথেই থেমে যায় ।
****
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
Posts: 210
Threads: 3
Likes Received: 278 in 132 posts
Likes Given: 161
Joined: Jul 2025
Reputation:
40
কিছু সম্পর্কঃ ৮ (ছ) এর বাকি অংশ............
রাজীব কি ভাবে বাইক চালিয়ে এসেছে ও নিজেও জানে না , জীবনে এই প্রথম ফুতপাতে বাইক উঠিয়েছে ও জ্যাম থেকে বাঁচার জন্য । বাসার সামনে এসে এমন কি বাইক বাড়ির ভেতর ধুকানোর প্রয়োজন ও মনে করেনি । ওদের বাড়ির গেটের সামনে হুডি আর শর্টস পরে কে দাড়িয়ে আছে সেটা দেখার প্রয়োজন ও বোধ করে না । দৌরে দরজার সামনে এসে চাবি দিয়ে দরজা খুলে , রানীর রুমের সামনে এসে রানী আর জান্নাতের হাসির শব্দ পেয়ে বেশ অবাক ই হয়ে গেছে ।
রাজীব নিজের উপস্থিতি জানান দেয় , তারপর জান্নাত ভেতর থেকে বলে “ আয় ভেতরে আয়”
ভেতরে গিয়ে রানীকে বসে থাকতে দেখে কিছুটা শান্ত হয় রাজীব , প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলো , খালি বাড়িতে রেখে গিয়েছিলো , জান্নাত কি আগেই ছিলো নাকি অজ্ঞান হওয়ার পরে এসেছে সেটাও জানা ছিলো না , জিজ্ঞাস করতে ভুলে গিয়েছিলো । যদিও বেশ শান্ত ভাবে জান্নাত কে কি কি করতে হবে বলেছিলো । কিন্তু ভেতরে ভেতরে চরম উতকন্ঠায় ছিলো ও । যে কাজে গিয়েছিলো সেটা না করেই ফিরে এসেছে ।
তবে এই ভেবে এখন শান্তি পাচ্ছে যে রানী ঠিক আছে , এরকম এটাক থেকে অনেক খারাপ কিছু ও হয়ে যেতে পারে । সেদিন লিভিং রুমে অজ্ঞান হওয়ার পর থেকে রাজীব রানীকে উত্তেজিত হওয়া থেকে দূরে রাখার চেষ্টা করে । রানী যা করতে চায় তাই করতে দেয় , কোন কিছুতেই কিছু বলে না । কোন ব্যাপারে পুশ ও করে না ।
“ কি হয়েছিলো?” রাজীব শান্ত ভাবে জিজ্ঞাস করে
“ এমনি হঠাত করেই হয়ে গেলো” রানী মাথা নিচু করে বলে , যেন রাজীব ওর চোখ দেখতে না পারে ।
“ আমি তখন গেলাম না তোদের বাসা থেকে ? , এর পর বাসায় গিয়ে মনে হলো মোবাইল রেখে গিয়েছি , তখন এসে দেখি এই অবস্থা” জান্নাত নিজের হাতে মিথ্যা বলার দায়িত্ব তুলে নেয় ।
এর পর রাজীব , এ্যাম্বুলেন্স কে কল করে আসতে মানা করে দেয় , এ্যাম্বুলেন্স কিছু পেমেন্ট দাবি করলে । রাজীব সেটা অনলাইন পেমেন্ট করে দেয় ।
রাজীব রানীর পড়ার টেবিলের চেয়ার টেনে বসে পরে , তারপর জান্নাতের দিকে তাকায় , “ ভাগ্য ভালো তুই সময় মত এসেছিলি, কি বলে যে ধন্যবাদ দেবো”
“ ধন্যবাদ দিবি মানে? দে দেখি কেমন দেখতে তোর ধন্যবাদ, এখন থেকে রানী আমাদের লোক” কথাটা বলেই জান্নাত মনে মনে জিভে কামড় দেয় , অতি উত্তেজনায় বলে ফেলেছে । আসলে রানী আর জয়ের মাঝে যে একটা আন্ডারস্টেন্ডিং হয়ে গেছে এতে জান্নাত ও ভীষণ খুশি , এই ব্যাপারটা ওকেও সমান ভাবে পীড়া দিচ্ছিলো ।
এদিকে রানী ঝট করে জান্নাতের দিকে তাকায় , সুযোগ থাকলে মাথায় হাত দিয়ে বসে পরতো , পাগলী বলছে কি এসব ? মনে মনে ভাবে রানী ,
রাজীব ও জান্নাতের দিকে অবাক হয়ে তাকায় , ঘরে ঢোকার পর এই প্রথম জান্নাতের দিকে ঠিক ভাবে তাকিয়েছে ও । জন্নাতের কথা ঠিক বুঝতে পারে না , তবে বেশিক্ষণ জান্নাতের ওই কথা নিয়ে চিন্তা করতে পারে না রাজীব । ওর অজান্তেই ওর চোখ জান্নাতের টি সার্ট পরা শরীরের তীক্ষ্ণ বাঁক গুলোর দিকে চলে যায় । জান্নাত কিছুটা curvey হওয়ায় ওর শরীরের বিশেষ অঙ্গ গুলো ও বেশ ভরাট । এক মুহূর্ত রাজীব মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে থাকে , চোখ সরিয়ে নেয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে ।
কিন্তু অতি দ্রুত নিজের ইচ্ছা শক্তির উপর নিয়ন্ত্রন খুজে পায় রাজীব । আগে থেকেই জান্নাতের শরীর সম্পর্কে ওর আইডিয়া আছে , কারন জান্নাত ওড়না নেয় না , তবে আজকে যেন খুব উগ্র ভাবে প্রকাশ পাচ্ছে জান্নাতের শরীরের curve গুলো । রাজীব নিজের চোখ সরিয়ে নেয় লজ্জিত হয়ে । কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে , জান্নাত দেখে ফেলেছে ।
রাজীবের ফর্সা মুখ লাল হয়ে যায় । দ্রুত ঘর থেকে বেড়িয়ে যাওয়ার সময় বলে , “ আমি রান্না ঘরে যাচ্ছি , তোরা কথা বল” ঘর থেকে বেরিয়েই রাজীব নিজের গালে নিজেই একটা থাপ্পড় বসিয়ে দেয় । নিঃশব্দে কয়েক বার বলে “ ফাক ফাক ফাক”। নিজের উপর এভাবে নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় খুবি অসন্তুষ্ট হয়েছে ও ।
জান্নাতের চোখ দুটো , রাজীবের চলে যাওয়া নিঃশব্দে অনুসরণ করে । জান্নাতের চোখে কৌতুকবোধ আর অবিশ্বাসের মিশ্রণ। তবে সেখানে লজ্জার লেশ মাত্র নেই । রাজীব যে এমন কাজ করতে পারে সেটা ওর জানা ছিলো না , আর করে যে পরিমান লজ্জা পেয়েছে সেটা দেখে বেশ কৌতুক বোধ হচ্ছে ।
জান্নাতের ঠোঁটে একটা মুচকি হাসি চলে আসে , মনে মনে ভাবে যাক তবুও তো কিছু একটা করেছে । নইলে হয়তো আরো কিছুদিন গেলে রাজীবের পৌরুষ্য নিয়ে ওর মনে প্রশ্ন উঠত ( জান্নাত এটা মজা করে ভেবেছে, এমন কোন প্রশ্ন জান্নাতের মনে উঠত না) ।
সেই সাথে জান্নাতের মনে আশঙ্কার ও জম্ন হয় । জান্নাত মনে মনে ভাবে , লজ্জাবতী লতা যে পরিমান লজ্জা পেয়েছে , না জানি কতদিন সময় লাগে এই লজ্জা ভুলতে ।
এদিকে রানী জন্নাত কে একটা চিমটি কাটে ফিসফিস করে বলে “ এই তুই এইটা কি বললি? ভাইয়া যদি বুঝে যেতো?”
জান্নাতের ঠোঁটে সেই হাসি লেগেই থাকে , ওর মন রানীর দিকে নেই , তবুও উত্তর দেয় , “ হলে তো তোর জন্য ভালই হয়, আজকেই তোকে কবুল বলিয়ে আমার সাথে নিয়ে যেতাম”
“ যাহ কি বলিস তুই , তোর কোন ইয়ে নেই না” রানী লজ্জায় লাল নীল বেগুনি হয়ে ওঠে । কিন্তু জান্নাত সেটা দেখেও না। মনে মনে এখনো হাসছে ও ।
“ আর কোন দিন বলিস না প্লিজ, ভাইয়া কি ভাবল কে জানে”
এবার জন্নাত বিরক্ত হয়ে , বিরক্তি নিয়ে বলে “ ন্যাকামি করিস না তো , তোর ভাই এমন জিনিস দেখেছে যে ঐসব কথা ওর মনেই নেই”
“ কি দেখছে?” রানী অবাক হয়ে জিজ্ঞাস করে
“ তুই বুঝবি না, ছোট মানুষ তুই” জান্নাত হেসে বলে
“ ইস ছোট মানুষ , একটু আগে না ভাবি ডাকতে চাইলি” রানী হেসে বলে , মনে মনে বলে , তুই যদি জানতি একটু আগে তোর ভাইয়ের সাথে কি করছিলাম , তাহলে আর ছোট মানুষ বলতি না । তারপর আবার বলে “ বল না কি দেখছে” আসলে রানী সিওর হতে চাইছে , রাজীব কিছু বুঝতে পেড়েছে কিনা ।
“ ভুত দেখছে , এবার হয়েছে” জান্নাত হাসতে হাসতে বলে । এই কথা শুনে রানীও হেসে দেয় । তারপর দুজনের মাঝে রাজীবের ছোট বেলায় ভুতের ভয় নিয়ে আলোচনা হয় । সারাদিন একদম অকুতোভয় ভাব নিয়ে থাকতো , আর রাত হলেই সব বাতাস ফুস করে বেড়িয়ে যেতো । জয় জান্নাত আর রানী মিলে কত যে ভয় দেখিয়েছে তার কোন হিসেব নেই । দুজন কিছু কিছু ঘটনা নিয়ে আলোচনা করে , আর হাসাহাসি করে ।
শেষে জন্নাত চলে যাওয়ার সময় রানীর কাছে একটা চাদর চায় । রাজীব দেখছে দেখুক , কিন্তু রাস্তায় তো আর এভাবে যাওয়া যায় না । রানী ওর একটা শীতের চাদর বের করে দেয় , বলে “ বাইরে বেশ শীত পরেছে”
রানী জান্নাত কে দরজা পর্যন্ত এগিয়ে দেয় , জন্নাত জখন দরজা দিয়ে বেরুবে তখন আবার নিচু সরে জিজ্ঞাস করে “ সত্যি বছিস ভাইয়া কিছু বোঝেনি “
“ বললাম তো বঝেনি , আর যদি বুঝে থাকে , আমার কাছে পাঠিয়ে দিস , সুধু ওই কথা না ওর পুরো গুষ্ঠির নাম ও ভুলিয়ে দিবো” জান্নাত হাসতে হাসতে বলে ,
“ তোর কি মারপিট ছাড়া অন্য কোন কথা নেই” রানী ভাবে জান্নাত মাইর দেয়ার কথা বলেছে ।
“ না নাই , তোর ভাই বেশি পাকামো করলেই আমার কাছে পাঠিয়ে দিবি , আমি ঠাণ্ডা করে দেবো” এই বলে জান্নাত আর দাড়ায় না । হাসতে হাসতে চলে আসে ।
রানী ও গেট বন্ধ করে নিজের ঘরে গিয়ে বিছানায় বসে পরে । এতো খুশি লাগছে যে ও ভাষায় বোঝাতে পারবে না , ওর নাচতে ইচ্ছে হচ্ছে , হঠাত রানীর মনে পরে ও অনেকদিন নাচে না ।
আয়নার সামনে দাড়িয়ে দুই একটা নাচের ভঙ্গি করার পর ই বুঝতে পারে ওর শরীরে শক্তি নেই । কিন্তু খুশি একটুও কমে না।
****
গেটের বাইরে আসতেই আসতেই জান্নাত নিজেই ভুত দেখার মত চমকে ওঠে । মাথায় হুডি দিয়ে জয় দাড়িয়ে আছে , “ তুই এখনো দাড়িয়ে আছিস ? তোর না জ্বর?”
“ এ্যাম্বুলেন্স তো এলো না?” জয় জান্নাতের উত্তর না দিয়ে এ্যাম্বুলেন্সের কথা জিজ্ঞাস করে ।
জান্নাত জয়ের এমন আকুল হয়ে থাকা দেখে হাসে , অবশ্য মনে মনে খুশি হয় , হেসে বলে “ এ্যাম্বুলেন্স এসে কি হবে , রোগি তো মারা গেছে”
“ কি বলছিস জান্নাত , দুষ্টুমির সময় না এটা”
“ কই দুষ্টুমি করলাম , যা সত্যি তাই বললাম , আমাদের ওভার থিঙ্কার রোগি মারা গেছে , রানী বেঁচে আছে , তোর কাছে চলে আসার জন্য এক পায়ে দাড়িয়ে আছে , এমন কি আমাকে বলেছে ভাবি ডাকতে” জান্নাত মিথ্যা করে বলে
শুনে জয়ের জ্বর ঘাম দিয়ে ছেড়ে যায় , রানীদের বাড়ির গেট দিয়ে ঢুকে যেতে যেতে বলে “ আমি দেখা করে আসি”
জান্নাত দ্রুত ধরে ফেলে জয় কে , “ খবরদার এই কাজ করিস না , ভেতরে রাজীব আছে”
“ তাতে কি? আমি জাব দেখা করবো আর চলে আসবো”
“ দেখা হলে সমস্যা আছে “ জান্নাত থামিয়ে দেয় জয় কে , ও জয়ের আর রানীর মাঝে যে প্যাশন দখতে পাচ্ছে , তাতে কি না কি হয়ে যায় কে জানে ।
“ শোন আমার কথা মনোযোগ দিয়ে শোন” জান্নাত সিরিয়াস টোনে বলে ।
জান্নাতের গলায় সিরিয়াস টোন শুনে জয় দাড়ায় , বলে “ বল কি বলবি”
“ দেখ তুই যে রানীকে নিয়ে বেশ সিরিয়াস সেটা আমি তোর এই দাড়িয়ে থাকা থেকেই বুঝতে পারছি , ওদিকে রানী ডাবল সিরিয়াস , এখন আমি তোর ছোট বোন হয়ে তোকে একটা এডভাইস দেবো , যদি আমাকে সিরিয়াসলি নিস তাহলে তোদের ই ভালো হবে”
জয় চুপ করে থাকে , জান্নাত বুঝতে পারে জয় শুনতে চায় , “ চল ঘরে চল , বলছি”
জান্নাতের ঘরে আসে ওরা । জান্নাত জয় কে বসায় । তারপর বলা শুরু করে “ দেখ আজকে যে রানী অজ্ঞান হয়েছে তার পেছনে নিশ্চয়ই একটা কারন আছে , কিন্তু দুজনের একজন ও কিছু বলছিস না , না বল সমস্যা নেই , কারন ওটা আর কোন সমস্যা নয় , তোদের দেখেই বোঝা যাচ্ছে , কিন্তু আমি তোকে বলবো , আরো সময় নে , রানী কে যান বুঝে নে ওকে , এই দেখে আজকে রানী অজ্ঞান হয়ে গেলো তুই বুঝতেই পারলি না কি করতে হবে , সময় নিয়ে এসব কিছু ভালো করে জেনে নে । কারন এখন থেকে রানী সবচেয়ে বেশি তোর উপর ই ভরসা করে থাকবে । আমি যতটুকু ওকে জানি , রানীর সবচেয়ে বড় ভরসার যায়গা হবি তুই। তাই বলবো এই ভরসা কোনদিন ভাঙ্গিস না । তুই এমন একটি মেয়ে কে নিজের সাথে জড়াচ্ছিস যে কিনা ওর পরিবারের সবচেয়ে আদরের মানুষ , বলতে গেলে ওদের পরিবারের প্রান ভোমরা । ওদের পরিবার ওকে ঘিরেই আবর্তিত হয় । কোন কিছু করার আগে সবাই ভাবে ওই কাজটা রানীর উপর কি প্রভাব ফেলবে। বাকি দুজন মানুষের চলার ফুয়েল হচ্ছে রানী, রানীর ভবিষ্যৎ চিন্তা ওদের চালিত করে । জয় তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? শুনতে খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হচ্ছি , আমি যদি রানীর পরিবারের কেউ হতাম , তাহলে এখন পর্যন্ত তুই যে অবস্থায় আছিস , সে অবস্থায় রানীর জন্য তোকে বেছে নিতাম না, আমার কথায় তুই কিছু মনে করিস না ভাই, কিন্তু এটাই সত্যি”
জান্নাত দেখে জয় মাথা নিচু করে রেখছে , জান্নাত জয়ের কাঁধে একটা হাত রাখে বলে “ তুই আমার ভাই , সেই ছোট বেলা থেকেই এক সাথে দুঃখে সুখে বড় হয়েছি আমরা , তুই যাই করিস না কেন সব সময় আমি তোর পাশে থাকবো , কিন্তু ভাই , আমরা যাকে নিয়ে কথা বলছি সে অন্য কোন মেয়ে নয় , ও হচ্ছে রানী , আমার কত ক্লোজ তুই জানিস? আমি চাই না তোর দ্বারা , আমার ভাইয়ের দ্বারা রানীর কোন ক্ষতি হোক” জান্নাত ইচ্ছে করেই রাজীবের সাথে জয়ের বন্ধুত্বের কথা এড়িয়ে যায় , কারন এই কথার এখন উল্টো প্রভাব হতে পারে ।
কিছুক্ষন পর জয় মাথা তোলে , ওর চোখ দুটো চকচক করছে , দৃঢ় কণ্ঠে জয় বলে “ আমি তোকে ভুল প্রমানিত করে দেবো জান্নাত , আমি দেখিয়ে দেবো , সুধু তোকে না দুনিয়ার সবাই কে , আমি ই রানীর জন্য পারফেক্ট , আর রানী আমার জন্য” কথা গুলো বলে জয় উঠে চলে যেতে চায় ।
“ তুই আমাকে ভুল বুঝলি ভাই , আমি এভাবে বলিনি” জান্নাত জয় কে আটকায় ।
“ আমি ভুল বুঝিনি জান্নাত , আমি তোদের দেখিয়ে দেবো , আমি কারো কাছে হারবো না , কেউ আমাকে দেখিয়ে বলতে পারবে না , ওই দেখ জয় যায় । সুধু নামেই জয় , কাজে নয় , দেখিস, আর হ্যা রানীর জন্য আমি সব করতে প্রস্তুত আছি” এবার আর জান্নাত জয় কে আটকাতে পারে না ।
জান্নাত মনে মনে বলে , এমন হলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। জয় রাগ করেনি , সেটা জান্নাত বুঝতে পারছে , কিন্তু জয়ের মাঝে একটা জেদ চেপে গেছে , দেখিয়ে দেয়ার জেদ । জান্নাত চায় জয়ের এই জেদ যেন সত্যি সত্যি জিতে যায় । তবুও মনের কোনে একটা ছোট বিন্দুর মত দ্বিমত থেকেই যায় ।
****
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
Posts: 160
Threads: 2
Likes Received: 152 in 93 posts
Likes Given: 18
Joined: Sep 2025
Reputation:
22
-------আমি দেখিয়ে দেব, শুধু তোকেই না, দুনিয়ার সব্বাইকে যে আমি এই রানীর জন্য পারফেক্ট আর রানী আমার জন্য।
জয়ের এমন আত্মবিশ্বাস, ভাবতেই ভাল্লাগছে। এমন জয় সবার জীবনে হোক।
গল্প তার লক্ষে পৌছাচ্ছে। চলুক।
Posts: 160
Threads: 2
Likes Received: 152 in 93 posts
Likes Given: 18
Joined: Sep 2025
Reputation:
22
(18-10-2025, 12:21 PM)রাত্রী Wrote: ১।জয়নাল-রহিম
২।রাজীব-জয়
৩।রানী-জান্নাত
৪। বিশেষ করে আয়েশা।
উপরোক্ত বন্ধনগুলির আবেগ দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। ইশশশ যদি এমন চরিত্রের সাথে বাস্তবে দেখা মিলতো!
গল্পের চরিত্রগুলো জীবন্ত। তবে হ্যাঁ, সেক্সুয়াল কনটেন্টের ইঙ্গিত আছে, সেটা যেন প্লটের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে যাই---অনুরোধ। লেখার ধরন খুব সাবলীল, তবে গল্পের কোনো এক মোড়ে গিয়ে হঠাত একটা টুইস্ট বা চমক আনলে আরও মুগ্ধ হব। চালিয়ে যান, অপেক্ষায় আছি!
আমার আগের কমেন্ট আবার পড়েন। সব ঠিক চলছে, ছেলে মেয়েদের খুনসুটি, নতুন নতুন আবেগের মারামারি। চলুন। তবে আমাদের জীবনের চলমান ঘটনাগুলি যেমন মাঝে মাঝে কল্পনাকেও হার মানাই----হোকনা সেটা আপনার গল্পেও---কোনো এক মোড়ে গিয়ে। তবে ফ্লো যে ভেঙ্গে না যাই---অনুরোধ।
চাই---গল্পটি হোক অনন্য এক সৃষ্টি।
আমি মাঝে মাঝেই এসে দেখে যাবো। চলুক।
Posts: 210
Threads: 3
Likes Received: 278 in 132 posts
Likes Given: 161
Joined: Jul 2025
Reputation:
40
21-10-2025, 08:50 PM
(This post was last modified: 21-10-2025, 08:50 PM by gungchill. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-10-2025, 08:42 PM)রাত্রী Wrote: আমার আগের কমেন্ট আবার পড়েন। সব ঠিক চলছে, ছেলে মেয়েদের খুনসুটি, নতুন নতুন আবেগের মারামারি। চলুন। তবে আমাদের জীবনের চলমান ঘটনাগুলি যেমন মাঝে মাঝে কল্পনাকেও হার মানাই----হোকনা সেটা আপনার গল্পেও---কোনো এক মোড়ে গিয়ে। তবে ফ্লো যে ভেঙ্গে না যাই---অনুরোধ।
চাই---গল্পটি হোক অনন্য এক সৃষ্টি।
আমি মাঝে মাঝেই এসে দেখে যাবো। চলুক।
মানুষের জীবন নিয়ে যেহেতু লিখছি , সেহেতু নাটকিয়তা তো থাকবেই । অবশ্যই থাকবে । তবে সেটা কতটা আপনার চাহিদা পূরণ করতে পারে , সেটাই আমি দেখতে চাই । অনেক ধন্যবাদ আমাকে কিছুটা হিন্টস দেয়ার জন্য
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
•
Posts: 533
Threads: 0
Likes Received: 240 in 229 posts
Likes Given: 445
Joined: Jan 2024
Reputation:
3
Posts: 69
Threads: 1
Likes Received: 267 in 61 posts
Likes Given: 51
Joined: Feb 2025
Reputation:
62
22-10-2025, 02:10 AM
(This post was last modified: 22-10-2025, 02:20 AM by ধূমকেতু. Edited 1 time in total. Edited 1 time in total.)
গল্পটা আমার খুব ভালো লাগে। তাই এতো কমেন্ট করি, খেয়াল করলে হয়তোবা দেখবেন এই ফোরামের আর কোনো থ্রেডে আমার কোনো কমেন্ট নেই। বেশির ভাগই আগলি লেখা, না আছে সাহিত্য আর না আছে সঠিক যৌন বর্ননা। তাই ও গুলো আমার ভালো লাগে না, অনেক দিন পর ভালো একটা লেখা হচ্ছে, হয়তো ভিউ আর রেটিং তুলনা মূলক কম তবে তা পাঠকদের ব্যর্থতা ওরা শুধু সেক্স চায়। কিন্তু আমি বলতে চাই, দিস ইজ গোয়িং টু বি এ মাস্টার পিস।
যেহেতু গল্পটা আলাদা আর ইউনিক তাই আমাকে টানে।
আজকেও একটা অনুরোধ করবো, বিরক্ত হন কি না জানি না, দ্বিধান্বিত হয়ে আজকে কমেন্টটি টাইপ করছি, কেননা প্রতিদিনই একটা না অনুরোধ করে ফেলছি, অ্যাডভাইছ ভেবে নিয়েন না দয়া করে কারণ আমি অ্যাডভাইছ দেওয়ার যোগ্য নই। আই এম রিকোয়েস্টিং ইয়ু, ইয়ু ক্যান টেক টাইম হয়েন ইয়ু রাইট দ্যা সিনারিস।
যেমন ডাইলগ গুলো আরো হার্ট টাচিং আর আবেগঘন বানাতে পারেন, যদি বেশি সময় নেন। বর্ননা গুলো এমনিতেই খুব সাবলীল, ওগুলোতে আরো ভালো অলঙ্কার ব্যবহার করতে পারবেন। শব্দ চয়নে অ্যাডভান্টেজ পাবেন। মোট কথা বেশি সময় নিলে গল্প টা নিয়ে ভাববার অবকাশ বেড়ে যাবে, একটা সিন বারবার ভাবতে পারবেন, ফলে ভুল গুলো ধরা পরবে।
আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট এর ক্ষেত্রেও বেশি সময় নিলে ভালো ফলাফল হয়, এটা আমার এক্সপেরিয়েন্স। কারণ চরিত্র গঠনের জন্য গভীর চিন্তা করতে হয় হুয়িচ টেকস টাইমস।
তাই বলছি, আর দ্রুত আপডেট না দিয়ে সপ্তাহে দুইটা কি তিনটা আপডেট দিলেন, কিন্তু তাতে আর কোনো ভুল ক্রুটি থাকলো না, আমরাও বড় আপডেট পেলাম, লেখাটাও আগের থেকে আরো বেশি নিখুঁত হলো, সাহিত্যের দিক থেকেও ভাব গাম্ভীর্যের দিক থেকেও, গল্পের সাইকোলজির দিক থেকে তো অবশ্যই।
জানিনা ঠিক মতো গুছিয়ে বলতে পারলাম কি না, তবে সবার ই আলাদা কায়দা থাকে, থাকে ভিন্ন ধরন। সবশেষে স্বকীয়তা বজায় রাখাই বড় কথা।
ভালোবাসা নেবেন।
Posts: 210
Threads: 3
Likes Received: 278 in 132 posts
Likes Given: 161
Joined: Jul 2025
Reputation:
40
(22-10-2025, 02:10 AM)ধূমকেতু Wrote: গল্পটা আমার খুব ভালো লাগে। তাই এতো কমেন্ট করি, খেয়াল করলে হয়তোবা দেখবেন এই ফোরামের আর কোনো থ্রেডে আমার কোনো কমেন্ট নেই। বেশির ভাগই আগলি লেখা, না আছে সাহিত্য আর না আছে সঠিক যৌন বর্ননা। তাই ও গুলো আমার ভালো লাগে না, অনেক দিন পর ভালো একটা লেখা হচ্ছে, হয়তো ভিউ আর রেটিং তুলনা মূলক কম তবে তা পাঠকদের ব্যর্থতা ওরা শুধু সেক্স চায়। কিন্তু আমি বলতে চাই, দিস ইজ গোয়িং টু বি এ মাস্টার পিস।
যেহেতু গল্পটা আলাদা আর ইউনিক তাই আমাকে টানে।
আজকেও একটা অনুরোধ করবো, বিরক্ত হন কি না জানি না, দ্বিধান্বিত হয়ে আজকে কমেন্টটি টাইপ করছি, কেননা প্রতিদিনই একটা না অনুরোধ করে ফেলছি, অ্যাডভাইছ ভেবে নিয়েন না দয়া করে কারণ আমি অ্যাডভাইছ দেওয়ার যোগ্য নই। আই এম রিকোয়েস্টিং ইয়ু, ইয়ু ক্যান টেক টাইম হয়েন ইয়ু রাইট দ্যা সিনারিস।
যেমন ডাইলগ গুলো আরো হার্ট টাচিং আর আবেগঘন বানাতে পারেন, যদি বেশি সময় নেন। বর্ননা গুলো এমনিতেই খুব সাবলীল, ওগুলোতে আরো ভালো অলঙ্কার ব্যবহার করতে পারবেন। শব্দ চয়নে অ্যাডভান্টেজ পাবেন। মোট কথা বেশি সময় নিলে গল্প টা নিয়ে ভাববার অবকাশ বেড়ে যাবে, একটা সিন বারবার ভাবতে পারবেন, ফলে ভুল গুলো ধরা পরবে।
আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট এর ক্ষেত্রেও বেশি সময় নিলে ভালো ফলাফল হয়, এটা আমার এক্সপেরিয়েন্স। কারণ চরিত্র গঠনের জন্য গভীর চিন্তা করতে হয় হুয়িচ টেকস টাইমস।
তাই বলছি, আর দ্রুত আপডেট না দিয়ে সপ্তাহে দুইটা কি তিনটা আপডেট দিলেন, কিন্তু তাতে আর কোনো ভুল ক্রুটি থাকলো না, আমরাও বড় আপডেট পেলাম, লেখাটাও আগের থেকে আরো বেশি নিখুঁত হলো, সাহিত্যের দিক থেকেও ভাব গাম্ভীর্যের দিক থেকেও, গল্পের সাইকোলজির দিক থেকে তো অবশ্যই।
জানিনা ঠিক মতো গুছিয়ে বলতে পারলাম কি না, তবে সবার ই আলাদা কায়দা থাকে, থাকে ভিন্ন ধরন। সবশেষে স্বকীয়তা বজায় রাখাই বড় কথা।
ভালোবাসা নেবেন।
আপনিও ভালোবাসা নেবেন । একদম বিরক্ত হইনি বরং খুব খুশি হয়েছি । আমি এর আগে অনেকবার বলছি , যে কোন ধরনের সাজেশন এবং ক্রিটিসিজম আমি ওয়েলকাম করবো । তাই এসব এতো ভেবেচিনতে বলার কোন দরকার নেই ,মনের কথা খুলে বলবেন । আমি যা বলি তা মন থেকেই বলি, বলার জন্য বলা নয় । তাই অনুরোধ করবো , এর পর থেকে মনে কিছু এলে একদম রাখঢাক রাখবেন না , সরাসরি এবং প্রয়োজনে কঠিন শব্দ ্রয়োগ করতেও পিছপা হবে না ।
আপনি যে ব্যাপারটা উলেক্ষ করেছেন , সেটা আমিও ফিল করেছি। কিন্তু সমস্যা হচ্ছে আমি লেখার সময় বুঝতে পারি না । কারন যখন লিখি ওই দৃশ্যটা আমি দেখতে পাই । তাই লেখার দিকে মনোযোগ কম থাকে । কিন্তু পোস্ট করার পর যখন নিজে আবার পড়ি তখন কিছুটা নজরে আসে , তখন আরঠিক করার সময় থাকে না , পোস্ট তো হয়েই গেছে ।
অবশ্যই আমি এর পর থেকে আপনার বলা পয়েন্ট গুলো মাথায় রাখবো ।
আমি হয়তো বর্ণনা গুলো আরো প্রাণবন্ত করার চেষ্টা করবো , এবং ডায়লগের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই সাধারন ভাবে আমরা যেভাবে কথা বলি সেভাবেই রাখবো ( এখানে কঠিন কঠিন কথা না আনার পক্ষে আমি) , কিন্তু ইমোশনাল ডায়লগের ক্ষেত্রে আরো একটু উন্নতি করার চেষ্ট করবো।
আজকে আর কোন আপডেট আসেব না , আমি আজকে খুব বিজি ছিলাম ।
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
•
|